Showing posts with label ঢাকা বিভাগ. Show all posts
Showing posts with label ঢাকা বিভাগ. Show all posts

Monday, December 10, 2018

রাজবাড়ি (Rajbari) জেলা

রাজবাড়ী জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,০৯২.২৮ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে পাবনা জেলা, দক্ষিণে ফরিদপুর ও মাগুরা জেলা, পূর্বে মানিকগঞ্জ জেলা এবং পশ্চিমে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- রাজবাড়ি সদর, পাংশা, গোয়ালন্দ, বালিয়াকান্দি ও কালুখালী।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- রাজবাড়ী, গোয়ালন্দ ও পাংশা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৪২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৯৬৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগরিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা, কুমার, চন্দনা, গড়াই, ভুবনেশ্বরী, চিত্রা, হরাই নদী।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: লক্ষ্মীকোলের রাজার বাড়ি, মীর মোশাররফ হোসেনের বাড়ি, বাণীবহের জমিদার বাড়ি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কাজী আব্দুল ওদুদ (সাহিত্যিক), এয়াকুব আলী চৌধুরী, ড. সনজীদা খাতুন, মোহাম্মদ আবু হেনা (সাবেক প্রধান নির্বাচন কমিশনার), রোকনুজ্জামান খান দাদা ভাই (শিশু সাহিত্যিক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ২০৯. রাজবাড়ী-১ ও ২১০. রাজবাড়ী-২।

ফরিদপুর (Faridpur) জেলা

ফরিদপুর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮১৫ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,০৫২.৮৬ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: ফরিদপুর জেলার পূর্বে ঢাকা, মুন্সিগঞ্জ ও মাদারীপুর জেলা, পশ্চিমে নড়াইল, রাজবাড়ী ও মাগুরা জেলা, উত্তরে রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলা এবং দক্ষিণে গোপালড়ঞ্জ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- ফরিদপুর সদর, সদরপুর, মধুখালী, চরভদ্রাসন, বোয়ালমারী, ভাঙ্গা, নগরকান্দা, আলফাডাঙ্গা ও সালথা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ফরিদপুর, ভাঙ্গা, নগরকান্দা, বোয়ালমারী, মধুখালী ও আলফাডঙ্গা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৮১টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৮৯৯টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: আলোর পথে।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা, মধুমতি, কুমার, আড়িয়াল খাঁ প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: নদী গবেষণা ইনস্টিটিউট, আটরশি ও চন্দ্রপাড়া পীর সাহেবের দরবার শরীফ, কামারখালী গড়াই সেতু, মথুরাপুরের দেউল (মন্দির) প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আবদুল আহাদ (সঙ্গীত পরিচালক), কে. এম. ওবায়দুর রহমান (রাজনীতিবিদ), নওয়াব আবদুল লতিফ (বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত), ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া (রাজনীতিবিদ), সাহিত্যিক কাজী মোতাহার হোসেন [জন্ম কুষ্টিয়া], কানাইলাল শীল (গীতিকার ও সুরকার), জসীমউদ্দিন (কবি), ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ (বীরশ্রেষ্ঠ), তারেক মাসুদ (চলচ্চিত্র পরিচালক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ২১১. ফরিদপুর-১, ২১২. ফরিদপুর-২, ২১৩. ফরিদপুর-৩ ও ২১৪. ফরিদপুর-৪।

গোপালগঞ্জ (Gopalganj) জেলা

গোপালগঞ্জ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৪৬৮.৭৪ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: গোপালগঞ্জ জেলার উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর ও বাগেরহাট জেলা, পূর্বে বরিশাল ও মাদারীপুর জেলা এবং পশ্চিমে নড়াইল জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- গোপালগঞ্জ সদর, মকসুদপুর, কোটালীপাড়া, টুঙ্গীপাড়া ও কাশিয়ানী।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও মকসুদপুর।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৮৮৯টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: স্পন্দিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মধুমতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি, কোটালিপাড়া চন্দ্রভর্মা ফোর্ট, দীঘলিয়া দক্ষিণা কালীবাড়ি, কোর্ট মসজিদ, ধর্মরায়ের বাড়ি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বাংলাদেশে রাষ্ট্রের স্থপতি), শেখ হাসিনা (বাংলাদেশের প্রধানমন্ত্রী), রমেশচন্দ্র মজুমদার (ইতিহাসবিদ), শেখ জফলুল হক মণি (রাজনীতিবিদ), শেখ ফজিলাতুন্নেসা মুজিব (সমাজসেবী), কবি সুকান্ত ভট্টাচার্য [জন্ম কলকাতা] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ২১৫. গোপালগঞ্জ-১, ২১৬. গোপালগঞ্জ-২ ও ২১৭. গোপালগঞ্জ-৩।

Sunday, December 9, 2018

মাদারীপুর (Madaripur) জেলা

মাদারীপুর জেলা




প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,১২৫.৬৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে শরীয়তপুর জেলা এবং পশ্চিমে গোপালগঞ্জ।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- মাদারীপুর সদর, শিবচর, রাজৈব ও কালকিনি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- মাদারীপুর, শিবচর, কালকিনি ও রাজৈব।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৫৯টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,০৬২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জ্যোতিময়।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা ও পুরাতন কুমার।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: শাহ মাদারের দরগাহ, আউলিয়াপুর নীলকুঠি, পর্বতের বাগান, মাদারীপুর লেক, রাজারাম মন্দির প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: ফণীভূষণ মজুমদার (রাজনীতিবিদ), রাজিয়া মাহবুব, এম আজিজুর রহমান, রশীদ তালুকদার, সরদার আবুল ফজল, সুনীল গঙ্গোপাধ্যায় (সাহিত্যিক), কাজী আনোয়ার হোসেন, ডা. জোহরা বেগম কাজী [জন্ম মধ্য প্রদেশ; ভারত], হাজী শরীয়তুল্লাহ (ফরায়েজী আন্দোলনের নেতা) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ২১৮. মাদারীপুর-১, ২১৯. মাদারীপুর-২ ও ২২০. মাদারীপুর-৩।

শরীয়তপুর (Shariatpur) জেলা

শরীয়তপুর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,১৭৪.০৫ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: শরীয়তপুর জেলার পূর্বে পদ্মা ও মেঘনা নদী এবং চাঁদপুর জেলা, পশ্চিমে মাদারীপুর জেলা, উত্তরে মুন্সিগঞ্জ ও পদ্মা নদী এবং দক্ষিণে বরিশাল জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ডামুড্যা, নড়িয়া, ভেদরগঞ্জ, শরীয়তপুর সদর, জাজিরা ও গোসাইর হাট।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- শরীয়তপুর, ভেদরগঞ্জ, ডামুড্যা, জাজিরা, নড়িয়া ও গোসাইরহাট।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৫টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,২৫৪টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: অরুণীমা।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা, মেঘনা, পালং প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ধানুকার মনসা বাড়ি, ফতেহজংপুর দুর্গ, কেদারবাড়ি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আবু ইসহাক (কথাসাহিত্যিক), গোলাম মাওলা (ভাষা আন্দোলনের নেতা), কবি অতুলপ্রসাদ সেন [জন্ম ঢাকা], আবদুর রাজ্জাক (রাজনীতিবিদ), কর্নেল অব. শওকত আলী (সাবেক ডেপুটি স্পিকার) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ২২১. শরীয়তপুর-১, ২২২. শরীয়তপুর-২ ও ২২৩. শরীয়তপুর-৩।

কিশোরগঞ্জ (Kishoreganj) জেলা

কিশোরগঞ্জ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৬৮৮.৫৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে নেত্রকোণা ও ময়মনসিংহ জেলা, দক্ষিণে-পশ্চিমে নরসিংদী জেলা, দক্ষিণ-পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং পশ্চিমে গাজীপুর জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১৩টি-কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, পাকুন্দিয়া, হোসেনপুর, ইটনা, মিঠামইন, তাড়াইল, কটিয়াদি, বাজিতপুর, কুলিয়ারচর, ভৈরববাজার, নিকলী ও অষ্টগ্রাম।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- কিশোরগঞ্জ, ভৈরব, বাজিতপুর, কটিয়াদি, কুলিয়ারচর, হোসেনপুর, করিমগঞ্জ, পাকুন্দিয়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১০৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৭২৫টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: আলোরপথে।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র, ধলেশ্বরী, কালনী, ধনু, বাউলাই প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উ্ত্তর: শোলাকিয়া ঈদগাহ মাঠ, এগার সিন্দুর, পাতুয়াইর চন্দ্রবতীর মন্দির, প্রামাণিকের বাড়ি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী রাষ্ট্রপতি), মো. জিল্লুর রহমান (সাবেক রাষ্ট্রপতি), মো. আবদুল হামিদ এডভোকেট (রাষ্ট্রপতি), এটিএম [আবু তাহের মোহাম্মদ] হায়দার (২নং সেক্টর কমান্ডার). ডা. সিতারা বেগম (বীর প্রতীক), মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আবদুল মতিন (বীর প্রতীক), ড. নীহারঞ্জন রায় (ইতিহাসবিদ), প্রফেসর ডা. এম এ মান্নান, সুকুমার রায় (শিশুসাহিত্যিক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ১৬২. কিশোরগঞ্জ-১, ১৬৩. কিশোরগঞ্জ-২, ১৬৪. কিশোরগঞ্জ-৩, ১৬৫. কিশোরগঞ্জ-৪, ১৬৬. কিশোরগঞ্জ-৫ ও ১৬৭. কিশোরগঞ্জ-৬।

Saturday, December 8, 2018

টাঙ্গাইল (Tangail) জেলা

টাঙ্গাইল জেলা




প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ ডিসেম্বর ১৯৬৯ (দেশের ১৯তম জেলা)।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৪১৪.৩৫ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: টাঙ্গাইল জেলার উত্তরে জামালপুর, দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ, পূর্বে ময়মনসিংহ ও গাজীপুর এবং পশ্চিমে সিরাজগঞ্জ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১২টি- টাঙ্গাইল সদর, মধুপুর. মির্জাপুর, গোপালপুর, ভুয়াপুর, নাগরপুর, সখিপুর, কালিহাতি, ঘাটাইল, বাসাইল, দেলদুয়ার ও ধনবাড়ী।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ১১টি- টাঙ্গাইল, ভুয়াপুর, ঘাটাইল, মির্জাপুর, গোপালপুর, মধুপুর, এলেঙ্গা, কালিহাতি, সখিপুর, ধনবাড়ী ও বাসাইল।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১১০টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,৪৪৩টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উজ্জ্বীবিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: যমুনা, ধলেশ্বরী, বংশী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: আতিয়া জামে মসজিদ, মধুপুরের গড়, ভারতেশ্বরী হোমস, মির্জাপুর ক্যাডেট কলেজ, সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ, কুমুদিনী হাসপাতাল প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ (সাহিত্যিক), বেগম ফজিলাতুন্নেসা (লেখিকা), বিচারপতি আবু সাঈদ চৌধুরী (সাবেক রাষ্ট্রপতি), দানবীর আর পি সাহা, যাদু সম্রাট পি সি সরকার, শাহজাহান সিরাজ (রাজনীতিবিদ), বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, অতুলচন্দ্র গুপ্ত (সাহিত্যিক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- ১৩০. টাঙ্গাইল-১, ১৩১. টাঙ্গাইল-২, ১৩২. টাঙ্গাইল-৩, ১৩৩. টাঙ্গাইল-৪, ১৩৪. টাঙ্গাইল-৫, ১৩৫. টাঙ্গাইল-৬, ১৩৬. টাঙ্গাইল-৭ ও ১৩৭. টাঙ্গাইল-৮।

মানিকগঞ্জ (Manikganj) জেলা

মানিকগঞ্জ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৩৮৪.৬৬ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: মানিকগঞ্জের পূর্বে ঢাকা, পশ্চিমে পাবনা ও রাজবাড়ী জেলা, উত্তরে টাঙ্গাইল জেলা এবং দক্ষিণে ফরিদপুর ও ঢাকা জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি-মানিকগঞ্জ সদর, শিবালয়, সাঁটুরিয়া, ঘিওর, সিঙ্গাইর, হরিরামপুর ও দৌলতপুর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি। মানিকগঞ্জ ও সিঙ্গাইর।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৫টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৬৬০টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: প্রদীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা, যমুনা, ধলেশ্বরী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ইমামপাড়া জামে মসজিদ, ইব্রাহিম শাহের মাজার, একচালা দুর্গ শিবালয়, মত্তের মঠ, শ্রীশ্রী আনন্দময়ী কালিবাড়ী, রজনীভবন, বাইমাইলের নীলকুঠি (সদর), ফোর্ড নগরের দুর্গ, বায়রা নীলকুঠি, দত্ত-গুপ্তদের বাসভবন, আনন্দকুঠি ও মন্দির, কাটাসগড় দুর্গ, ঢাকীজোড়ার দুর্গ, দশচিড়া বৌদ্ধবিহার ও স্তূপ, নবরত্ন মঠ, তেওতা জমিদার বাড়ি, মাচাইন মসজিদ, শাহ রুস্তমের মাজার, তেওতার নীলকুঠি, বালিয়াটির জমিদার প্রাসাদ (সাটুরিয়া), ধানকোড়া জমিদার বাড়ি, কালুশাহের মাজার, শ্রীবাড়ী বড়টিয়া গ্রামের নীলকুঠি (ঘিওর) সহ অন্যান্য ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: রায়বাহাদুর দীনেশচন্দ্র সেন (লোকসাহিত্যিকবিশারদ), হীরালাল সেন (উপমহাদেশের চলচ্চিত্রের জনক), ভাষা শহিদ রফিক উদ্দিন আহমদ, খান আতাউর রহমান (অভিনেতা/চলচ্চিত্রকার) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ১৬৮. মানিকগঞ্জ-১, ১৬৯. মানিকগঞ্জ-২ ও ১৭০. মানিকগঞ্জ-৩।

মুন্সিগঞ্জ (Munshiganj) জেলা

মুন্সিগঞ্জ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,০০৪.২৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: মুন্সিগঞ্জ জেলা পূর্বে চাঁদপুর ও কুমিল্লা জেলা, পশ্চিমে ঢাকা ও ফরিদপুর জেলা, উত্তরে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা এবং দক্ষিণে মাদারীপুর ও শরীয়তপুর জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- মুন্সিগঞ্জ সদর, লৌহজং, টঙ্গীবাড়ি, শ্রীনগর, গজারিয়া ও সিরাজদিখান।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি। মুন্সিগঞ্জ ও মিরকাদিম।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৭টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৯১৯টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: বর্ণমুখর।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: ধলেশ্বরী, পদ্মা, মেঘনা, রজত রেখা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ইদ্রাকপুর দুর্গ, অতীশ দীপঙ্করের জন্মস্থান পণ্ডিত ভিটা প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কফিলউদ্দিন চৌধুরী (রাজনীতিবিদ), উইং কমান্ডার এম হামিদুল্লাহ খান (১১নং সেক্টর কমান্ডার), মেজর (অব.) জয়নাল আবেদীন (৯নং সেক্টর কমান্ডার), হুমায়ুন আজাদ (লেখক), দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, গণিত বিশারদ অধ্যাপক রাজকুমার সেন, ইমদাদুল হক মিলন (সাহিত্যিক), স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, প্রফেসর ডা. এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী (সাবেক রাষ্ট্রপতি), প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ (সাবেক রাষ্ট্রপতি), অতীশ দীপঙ্কর (ধর্মগুরু), স্যার জগদীশচন্দ্র বসু (বিজ্ঞানী), ব্রজেন দাস (সাঁতারু), কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় [জন্ম বিহার], সত্যেন সেন (সাহিত্যিক ও রাজনীতিবিদ) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ১৭১. মুন্সিগঞ্জ-১, ১৭২. মুন্সিগঞ্জ-২, ও ১৭৩. মুন্সিগঞ্জ-৩।

Friday, December 7, 2018

নরসিংদী (Narsingdi) জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,১৫০.১৪ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: নরসিংদী জেলা পূর্বে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, পশ্চিমে গাজীপুর জেলা উত্তরে কিশোরগঞ্জ জেলা এবং দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- নরসিংদী সদর, মনোহরদী, বেলাবো, রায়পুরা, শিবপুর ও পলাশ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- নরসিংদী, মাধবদী, মনোহরদী, ঘোড়াশাল, শিবপুর ও রায়পুরা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭১টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,০৪৮টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: দীপ্যমান।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, শীতলক্ষ্যা প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আব্দুল মান্নান ভুইয়া (রাজনীতিবিদ), মোহাম্মদ শামসুজ্জামান (শহীদ বুদ্ধিজীবী), ব্রিগেডিয়ার জেনারেল এ. এন. এম নুরুজ্জামান (৩নং সেক্টর কমান্ডার), লে. জে. নুরউদ্দিন খান, শিল্পী আপেল মাহমুদ, শহীদ আসাদ, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. শহীদ মতিউর রহমান, আলাউদ্দিন আল আজাদ (কবি ও কথাসাহিত্যিক), গিরিশচন্দ্র সেন (অনুবাদক ও সাহিত্যিক), কবি শামসুর রাহমান [জন্ম ঢাকা] প্রমুখ।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ঘোড়াশাল সার কারখানা, উয়ারী বটেশ্বর প্রভৃতি।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ১৯৯. নরসিংদী-১, ২০০. নরসিংদী-২, ২০১. নরসিংদী-৩, ২০২. নরসিংদী-৪, ২০৩. নরসিংদী-৫।

Thursday, December 6, 2018

নারায়ণগঞ্জ (Narayanganj) জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৬৮৪.৩৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: নারায়ণগঞ্জের পূর্বে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার কিয়দংশ, পশ্চিমে ঢাকা জেলা, উত্তরে নরসিংদী ও গাজীপুর জেলা এবং দক্ষিণে মুন্সিগঞ্জ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি-নারায়ণগঞ্জ সদর, আড়াই হাজার, সোনারগাঁও, বন্দর ও রূপগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- সোনারগাঁও, তারাব, কাঞ্চন, আড়াইহাজার ও গোপালদী।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩৯টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,২০৪টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উদ্ভাসিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: সোনারগাঁও, সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের মাজার, পাঁচ বিবির মাজার, পানাম নগর, পানাম সেতু, পাগলা সেতু, সোনাকান্দা দুর্গ প্রভৃতি।

প্রশ্ন: উল্লেথযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কে এম [কাজী মুহম্মদ] সফিউল্লাহ (৩ নং সেক্টর কমান্ডার), জ্যোতিবসু (পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী), ডা. কাজী দীন মোহাম্মদ প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি-২০৪. নারায়ণগঞ্জ-১, ২০৫. নারায়ণগঞ্জ-২, ২০৬. নারায়ণগঞ্জ-৩, ২০৭. নারায়ণগঞ্জ-৪ ও ২০৮. নারায়ণগঞ্জ-৫।

Wednesday, December 5, 2018

গাজীপুর (Gazipur) জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৮০৬.৩৬ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: গাজীপুর জেলার পূর্বে নরসিংদী জেলা, পশ্চিমে টাঙ্গাইল ও ঢাকা জেলা, উত্তরে ময়মনসিংহ জেলা এবং দক্ষিণে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি-গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া ও কালিগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- কালিয়াকৈর, শ্রীপুর ও কালিগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩৯টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,১১৪টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: অরুণোজ্জ্বল।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: তুরাগ, শীতলক্ষ্যা, বালু, বানার প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: আনসার-ভিডিপি একাডেমী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তেলবীজ গবেষণা কেন্দ্র, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, ভাওয়াল জাতীয় উদ্যান, বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: তাজউদ্দিন আহমদ (প্রথম প্রধানমন্ত্রী), আবু জাফর শামসুদ্দীন (সাংবাদিক ও সাহিত্যিক), কবি গোবিন্দচন্দ্র দাস, ফকির শাহাবুদ্দিন (রাজনীতিবিদ) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ১৯৪. গাজীপুর-১, ১৯৫. গাজীপুর-২, ১৯৬. গাজীপুর-৩, ১৯৭. গাজীপুর-৪ ও ১৯৮. গাজীপুর-৫।

Tuesday, December 4, 2018

ঢাকা (Dhaka) জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭৭২ সালে।

প্রশ্ন: জেলার আয়তন কত?
উত্তর: ১,৪৩৩.৬০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: জেলার সীমা কি?
উত্তর: ঢাকা জেলার পূর্বে নারায়ণগঞ্জ জেলা, পশ্চিমে মানিকগঞ্জ এবং ফরিদপুর জেলা, উত্তরে গাজীপুর ও টাঙ্গাইল জেলা এবং দক্ষিণে মুন্সিগঞ্জ ও রাজবাড়ী জেলা।

প্রশ্ন: জেলার উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি – কেরানীগঞ্জ, সাভার, ধামরাই, দোহার ও নবাবগঞ্জ।

প্রশ্ন: জেলার মেট্রোপলিটন বহির্ভূত পুলিশ থানা কতটি?
উত্তর: ৭টি – সাভার, ধামরাই, নবাবগঞ্জ, দোহার, দক্ষিণ কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ ও আশুলিয়া।

প্রশ্ন: জেলার মেট্রোপলিটন থানা কতটি?
উত্তর: ৫০টি – কোতোয়ালি, সূত্রাপুর, লালবাগ, ডেমরা, সবুজবাগ, মতিঝিল, তেজগাঁও, রমনা, ধানমন্ডি, মোহাম্মদপুর, ক্যান্টনমেন্ট, মিরপুর, পল্লবী, গুলশান, খিলগাঁও, শ্যামপুর, কাফরুল, বাড্ডা, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, বিমানবন্দর, নিউমার্কেট, পল্টন, শাহআলী, খিলক্ষেত, তুরাগ, আদাবর, শাহবাগ, তেজগাঁও শিল্পাঞ্চল, যাত্রাবাড়ী, উত্তরখান, দক্ষিণখান, দারুসসালাম, কদমতলী, রামপুরা, কলাবাগান, চকবাজার, শেরেবাংলা নগর, বংশাল, গেণ্ডারিয়া, ওয়ারী, বনানী, ভাটারা, রূপনগর, ভাষানটেক, উত্তরা-পশ্চিম, উত্তরা-পূর্ব, মুগদা, শাহজাহানপুর ও হাতিরঝিল।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি – সাভার, ধামরাই ও দোহার।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৯৯৯টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: গণশিক্ষায়।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বংশী, ধলেশ্বরী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: জাতীয় সংসদ, লালবাগ কেল্লা, বায়তুল মোকাররম মসজিদ, আহসান মঞ্জিল, পরী বিবির মাজার, ঢাকেশ্বরী মন্দির, হোসেনি দালান, চামেলী হাউস, তারা মসজিদ, বাহাদুর শাহ্ পার্ক, কার্জন হল, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় শহিদ মিনার, সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গভবন, ঢাকা চিড়িয়াখানা, বোটানক্যাল গার্ডেন প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আবুল ফাত্তাহ মোহাম্মদ ওয়াহিদুল হক (সাংবাদিক), লে. জেনারেল মীর শওকত আলী (৫ নং সেক্টর কমান্ডার). নবাব স্যার সলিমুল্লাহ, দীননাথ সেন, কবি সিরাজুল ইসলাম, খাজা নাজিম উদ্দীন (পাকিস্তানের প্রধানন্ত্রী), আতাউর রহমান খান (রাজনীতিবীদ), জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক (শিক্ষাবিদ), আবদুল গণি (নবাব), কবি আবদুল মান্নান সৈয়দ [জন্ম পশ্চিমবঙ্গ], ভাষা শহিদ আবুল বরকত [জন্ম মুর্শিদাবাদ], সঙ্গীতশিল্পী আব্বাস উদ্দীন আহমেদ [জন্ম কুচবিহার], আহসান উল্লাহ (নবাব), সঙ্গীতশিল্পী কলিম শরাফী [জন্ম পশ্চিমবঙ্গ], কায়কোবাদ (মহাকবি), শহীদ জননী জাহানারা ইমাম [জন্ম মুর্শিদাবাদ], দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (শিশুসাহিত্যিক), বিজ্ঞানী মুহম্মদ কুদরাত-এ-খুদা [জন্ম পশ্চিমবঙ্গ], লায়লা আর্জুামন্দ বানু (সঙ্গীতশিল্পী), বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ [জন্ম মুর্শিদাবাদ] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২০টি – ১৭৪. ঢাকা-১, ১৭৫. ঢাকা-২, ১৭৬. ঢাকা-৩, ১৭৭. ঢাকা-৪, ১৭৮. ঢাকা-৫, ১৭৯. ঢাকা-৬, ১৮০. ঢাকা-৭, ১৮১. ঢাকা-৮, ১৮২. ঢাকা-৯, ১৮৩. ঢাকা-১০, ১৮৪. ঢাকা-১১, ১৮৫. ঢাকা-১২, ১৮৬. ঢাকা-১৩, ১৮৭. ঢাকা-১৪, ১৮৮. ঢাকা-১৫, ১৮৯. ঢাকা-১৬, ১৯০. ঢাকা-১৭, ১৯১. ঢাকা-১৮, ১৯২. ঢাকা-১৯, ১৯৩. ঢাকা-২০।