Showing posts with label পড়াশোনা. Show all posts
Showing posts with label পড়াশোনা. Show all posts

Monday, October 23, 2023

ঘরে বসে Spoken English


দৈনন্দিন জীবনে Spoken English-এ পারদর্শী ও আত্মবিশ্বাসী হয়ে উঠুন। ইংরেজি বলায় দক্ষ হয়ে উঠতে এনরোল করুন “ঘরে বসে Spoken English” কোর্সে।

কোর্স ইন্সট্রাক্টর


Munzereen Shahid

MSc (English), University of Oxford (UK);
BA, MA (English), University of Dhaka;
IELTS: 8.5



কোর্সটি করে যা শিখবেন

  • স্কুল-কলেজ কিংবা আড্ডায়-অফিসে অনায়াসে সঠিক উচ্চারণে ইংরেজি কথা বলা
  • ইংরেজিতে কথা বলার সংকোচ ও জড়তা দ্রুত কাটিয়ে ওঠা
  • জব ইন্টারভিউ, প্রেজেন্টেশন, ভাইভা, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা - ইত্যাদি ক্ষেত্রে ইংলিশে কথা বলা
  • প্রাত্যহিক জীবনের বিভিন্ন পরিস্থিতিতে স্মার্টলি ইংলিশে কথা বলা
  • এতদিন ভুল জানতেন এমন অনেক ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ

কোর্স সম্পর্কে বিস্তারিত

ঘরে বসে Spoken English কোর্সটি সম্পর্কে

সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারা এই যুগে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। স্পোকেন ইংলিশ স্কিল থাকলে জীবনের প্রতিটি পর্যায়েই এগিয়ে থাকা যায়। পড়াশোনা, ক্যারিয়ার, প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিদেশে উচ্চশিক্ষা, এমনকি বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ইংরেজি বলার বা ইংরেজির সঠিক উচ্চারণের দক্ষতা অর্জন বেশ জরুরি।

অনেকেই আছেন যারা ভালো ইংরেজি জানেন, কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসের অভাবে ইংরেজিতে কথা বলতে জড়তাবোধ করেন। ইংরেজি বলার দক্ষতা অর্জনে আপনাকে এগিয়ে রাখতে এবং একই সাথে আপনার ইংলিশে বলার আত্মবিশ্বাস গড়ে তুলতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে 'ঘরে বসে Spoken English' কোর্স।

বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে নিঃসঙ্কোচে ইংরেজিতে কথা বলবেন তা শেখাবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা মুনজেরিন শহীদ। পুরো কোর্সটিতে ক্লাস নেয়া হয়েছে বাংলা ভাষায়। এই স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন করা বেশিরভাগ শিক্ষার্থীই জানিয়েছেন- কোর্সের ভাষা সহজে বোঝা যায় এবং মনে রাখা যায়।

বাস্তব পরিস্থিতিতে সঠিক উচ্চারণসহ ইংরেজিতে কথা বলার সহজ উপায় শিখে আপনি কোনো জড়তা ছাড়াই স্মার্টলি ইংলিশ বলার দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করবেন।

ঘরে বসে Spoken English কোর্সটি যাদের জন্য

  • যারা জনসমক্ষে ইংলিশে কথা বলতে ভয় পায়; কিংবা যাদের ভেতর দ্বিধা বা সংকোচ কাজ করে
  • যারা প্রাত্যহিক জীবনে ব্যবহৃত ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ জানতে চায়
  • যাদের ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার আত্মবিশ্বাস গড়ে তোলা প্রয়োজন
  • যারা ইংরেজিতে যোগাযোগের জন্য স্পোকেন ইংলিশে আরো দক্ষ হতে চায়
  • যারা বন্ধু, সহকর্মী, ও ক্লায়েন্টদের কাছে নিজেকে আরো স্মার্ট ও দক্ষভাবে উপস্থাপন করতে চায়

ঘরে বসে Spoken English কোর্সটিতে আপনি পাবেন

  • বাস্তব উদাহরণসহ ইংরেজিতে কথোপকথনের কৌশল
  • নিজেকে যাচাইয়ের জন্য কুইজ
  • প্রতিটি ভিডিওর সাথে প্রাসঙ্গিক নোটস
  • নতুন নতুন শব্দ শেখার জন্য বিশেষ ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ড


Saturday, October 21, 2023

SSC 2024 টেস্ট প্রেপ কোর্স [বিজ্ঞান বিভাগ]

 


টেস্ট পরীক্ষার সম্পূর্ণ প্রিপারেশন এবং বোর্ড কোশ্চেন সল্ভ করার মাধ্যমে SSC 2024 পরীক্ষার আগে বিজ্ঞানের বিষয়গুলো ও ইংরেজির সিলেবাস রিভিশন হবে 💯 তে 💯।

কোর্সটি করে যা শিখবেন

  • রিভিশন ও সল্ভ লাইভ ক্লাস- ১২ টি
             বিষয়ভিক্তিক ২টি করে মোট ১২ টি রিভিশন ও সল্ভ লাইভ ক্লাস নেওয়া হবে
  • CQ ক্লাস- ১২ টি
            Basic থেকে Advance লেভেলের প্রিপারেশনের জন্য বিষয়ভিক্তিক ২টি করে মোট ১২ টি                         সৃজনশীল ক্লাস রয়েছে
  • মডেল টেস্ট (CQ + MCQ) | ১০০ নম্বর- ২ সেট
            MCQ প্রিপারেশন যাচাই করার জন্য থাকছে বিষয় ভিক্তিক ১টি করে মোট ৬ টি ১০০ নম্বরের                 MCQ পরীক্ষা
  • ১০ম শ্রেণির অনলাইন ব্যাচের রেকর্ডেড ক্লাস, লেকচার শিট এবং পরিক্ষাসমূহ
             SSC 24 পরীক্ষার ফুল সিলেবাস
  • বোর্ড কোশ্চেন সল্ভ ক্লাস - ১৭ টি
             SSC 24 পরীক্ষার জন্য প্রস্তুত হতে বিষয় ভিক্তিক ২-৩ টি করে মোট ১৭ টি ক্লাস রয়েছে
  • MCQ ক্লাস- ৬ টি
            বিষয় ভিক্তিক ১টি করে মোট ৬ টি MCQ ক্লাস রয়েছে
  • MCQ পরীক্ষা- ৬ টি
            MCQ প্রিপারেশন যাচাই করার জন্য থাকছে বিষয় ভিক্তিক ১টি করে মোট ৬ টি ১০০ নম্বরের                 MCQ পরীক্ষা

কোর্স সম্পর্কে বিস্তারিত

কোর্সটি কেন প্রয়োজন?

  • টেস্ট পরীক্ষার আগে সব টপিকের রিভিশন করানো হবে
  • টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বইয়ের টপিক গুলো খুব সহজে ও কার্যকরী ভাবে শিখতে পারবে
  • টেস্ট পরীক্ষার প্রিপারেশন যাচাই করার জন্য ফুল মডেল টেস্ট (CQ + MCQ) দিতে পারবে
  • টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে সৃজনশীলের Basic থেকে Advance লেভেলের প্রিপারেশনের জন্য সৃজনশীল ও MCQ ক্লাস করতে পারবে
  • MCQ প্রিপারেশন যাচাই করার জন্য MCQ পরীক্ষা দিতে পারবে
  • বোর্ড কোশ্চেন সল্ভ করে নিজেকে SSC 24 পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারবে
  • পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন নিয়ে সম্পূর্ণ মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে বোর্ড কোশ্চে ন সল্ভ এ ১০০ তে ১০০ প্রিপারেশন নেওয়া হবে
  • প্রয়োজনীয় টেস্ট এক্সাম হ্যাকস এবং প্রশ্ন এনালাইসিস টেকনিক শিখে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে পারবে
  • বাড়তি চাপ না নিয়ে টেস্ট পরীক্ষার জন্য চিন্তামুক্ত ও গুছানো পড়ালেখা করতে পারবে
  • যানজট এড়িয়ে নিজস্ব পরিবেশে লেখাপড়া করতে পারবে

কোর্সে যা যা থাকছে

  • রিভিশন লাইভ ক্লাস ক্লাস- ৬ টি
  • মডেল টেস্ট (CQ + MCQ) | ১০০ নম্বর- ৬ টি
  • মডেল টেস্ট সল্ভ ক্লাস- ৬ টি
  • সৃজনশীল ক্লাস- ১২ টি
  • MCQ ক্লাস- ৬ টি
  • MCQ পরীক্ষা- ৬ টি
  • বোর্ড কোশ্চেন সল্ভ ক্লাস - ১৭ ট
  • বোর্ড কোশ্চেন মডেল টেস্ট পরীক্ষা- ৬ টি
  • ১০ম শ্রেণির অনলাইন ব্যাচের রেকর্ডেড ক্লাস, লেকচার শিট এবং পরিক্ষাসমূহ
  • প্রোগ্রেস রিপোর্ট


Friday, October 20, 2023

HSC 25 অনলাইন ব্যাচ (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি)

 


এসএসসি’র থেকে দ্বিগুনেরও বেশি অধ্যায় নিয়ে তৈরি এইচএসসি পরীক্ষার সিলেবাস। এইচএসসি পরীক্ষায় কাঙ্খিত ভাল ফলাফল অর্জণ করতে ১ম এবং ২য় পত্র দুটিতেই দরকার সমান প্রস্ততি। উভয় পত্রে নিজের দখলই প্রমাণ করবে তোমার একশোতে একশো প্রস্ততি। সঠিক পরিকল্পনা আর কার্যকরী রুটিনের সাথে চমৎকার ইন্টারেক্টিভ লাইভ ক্লাসের মাধ্যমে উভয় পত্রের প্রিপারেশন নিয়ে নাও টেন মিনিট স্কুলের HSC 2025 অনলাইন ব্যাচের সাথে।

কোর্স সম্পর্কে বিস্তারিত

“HSC 2025 অনলাইন ব্যাচ” কোর্স সম্পর্কে

HSC বিজ্ঞান বিভাগের ৪ টি বিষয়ের (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত) সিলেবাস এমন ভাবে শেষ করা হবে এই কোর্সে যেখানে বেসিক থেকে শুরু করে প্রব্লেম সল্ভিং-সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় শেষ করা হবে যা HSC শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে করে তুলবে পারদর্শী। যা নিশ্চিত করবে তাদের HSC পরীক্ষায় ভালো ফলাফল এবং তার সাথে এডমিশনের বেসিক প্রস্তুতির জন্য তৈরি করবে শিক্ষার্থীদের। তাই, HSC’র শুরুতেই বিজ্ঞান বিভাগের ক্যালেন্ডার গুছিয়ে প্রথম ও দ্বিতীয় পত্রের সিলেবাসের ১০০ তে ১০০ প্রস্তুতি নিশ্চিত করতে টেন মিনিট স্কুল নিয়ে এলো HSC 2025 অনলাইন ব্যাচ।

“HSC 2025 অনলাইন ব্যাচ” যেই দিকগুলো বিশেষভাবে বিবেচনা করা হয়েছে

  • তোমাদের SSC পরীক্ষা হয়েছিলো শর্ট সিলেবাসে।
  • পুর্নবিন্যাসকৃত অথবা ফুল সিলেবাস যেভাবেই হোক তোমাদের বোর্ড পরীক্ষা, পিছিয়ে থাকবে না তোমাদের প্রিপারেশন! যে চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ন সেইগুলো দিয়েই শুরু হচ্ছে তোমাদের ক্লাস। সরকার থেকে সিলেবাস পরিবর্তন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আসলেই সেই অনুযায়ী তোমাদের কোর্স কারিকুলাম আপডেট করা হবে।
তোমাদের একডেমিক ক্যালেন্ডারের একদম প্রথম দিনটি থেকেই যেন নিজেদের ফোকাস ধরে রাখতে পারো সেইভাবেই আমরা এই কোর্সটি সাজিয়েছি।

“HSC 2025 অনলাইন ব্যাচ” কোর্সটিতে শিক্ষার্থীরা পাবে

  • ৮ টি বিষয় ( পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র, রসায়ন ১ম ও ২য় পত্র, জীববিজ্ঞান ১ম ও ২য় পত্র ও উচ্চতর গণিত ১ম ও ২য় )
  • CQ ও MCQ পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে লাইভ ক্লাস
  • প্রতিটি অধ্যায়ের গোছানো লেকচার শিট
  • MCQ Question Bank
  • অধ্যায়ভিত্তিক MCQ পরীক্ষা
  • এইচএসসি ২০২৫ পরীক্ষার জন্য নিজেকে যাচাই করতে মডেল টেস্ট (CQ+MCQ)
  • প্রতিটি বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে বেসিক স্ট্রং করা হবে যা বোর্ড ও ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ
  • HSC পরীক্ষার নম্বর এডমিশনে যুক্ত হয়; ক্লাসগুলোতে তাই ভর্তি পরীক্ষার জন্য মানসিকভাবে তৈরি করা হবে
  • মডেল টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি ঝালাই করে নেয়া যাবে
  • কন্টেন্ট লাইব্রেরিতে লেকচার শিট এবং লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও দেখে পরীক্ষার আগে রিভিশনের সময় নিজে নিজেই পড়াশোনা করতে পারবে
  • বুয়েট, ঢাবি, মেডিক্যালসহ স্বনামধন্য ভার্সিটির ভাইয়া আপুদের গাইডলাইনে HSC’র পথ পাড়ি দেয়ার সুযোগ

“HSC 2025 অনলাইন ব্যাচ” কোর্সটি যাদের জন্য

  • যারা ২০২৩ সালে SSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে HSCতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হবে
  • মূলত বাংলা ভার্সনের শিক্ষার্থীদের জন্য সিলেবাস ও ক্লাসগুলো সাজানো
  • শর্ট সিলেবাসের অপর্যাপ্ত প্রস্ততির পাশাপাশি যাদের ফুল সিলেবাসের প্রস্তুতিতে পরিপূর্ণ ঘাটতি রয়েছে
  • যারা সারা বছর বিজ্ঞানের বিষয়গুলোতে বিশেষ মনোযোগ দিতে চায়


Sunday, October 15, 2023

ঢাবি-ক কোশ্চেন সলভ কোর্স

 


কোর্স সম্পর্কে বিস্তারিত

ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার অন্যতম একটি টেকনিক হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন প্রশ্ন করে তখন বিগত বছরের প্যাটার্ণটা একটু বেশী ফলো করে। তাই একজন স্টুডেন্ট যদি আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন সমাধান করে তাহলে তার আগে থেকেই প্রশ্ন প্যাটার্ণ সম্পরকে একটা ক্লিন ইমেজ তৈরী হয়ে যাবে। এছাড়া হসচ থেকেই বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে HSC এক্সামের MCQ অংশেও একটা জোড়ালো প্রস্তুতি নিশ্চিত করা যাবে। শিক্ষার্থীদের এসব চাহিদা নিশ্চিত করতেই টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি “ঢাবি-ক বিগত বছরের কোশ্চেন সলভ কোর্স”। যে সকল স্টুডেন্ট আগে থেকেই ভার্সিটি প্রিপারেশন নিয়ে প্রতিযোগিতার দৌড়ে কয়েকধাপ এগিয়ে থাকতে চায় তাদের জন্যই বেস্ট চয়েজ হতে পারে আমাদের এই কোর্সটি।

কোর্সটি কাদের জন্য 

  • এইচএসসি ‘২২ এবং এইচএসসি ‘২৩ ব্যাচের শিক্ষার্থীদের জন্য
  • যাদের ব্যাসিক দূর্বল
  • যারা ক্যালকুলেটর ছাড়া ম্যাথ প্র্যাকটিস করতে চায়
  • যারা কম সময়ে এমসিকিউ তে ভালো করতে চায়
  • ঢাকা বিশ্ববিদ্যালয় এডমিশন টেস্টের কোশ্চেন প্যাটার্ণটা বুঝতে চায়

মানবন্টন

জীববিজ্ঞান-২৫, রসায়ন-২৫, পদার্থবিজ্ঞান-২৫, উচ্চতর গণিত-২৫ মোট ১০০ নম্বরের এডমিশন টেস্ট অনুষ্ঠিত হয়। প্রতি ২৫ নম্বরের মধ্যে ১৫ নম্বর MCQ এবং ১০ নম্বর Written Test এর জন্য বরাদ্দ থাকে। এছাড়া SSC এবং HSC এর জিপিএ এর উপর ২০ মার্ক থাকে। মোট ১২০ নম্বরের উপর রেজাল্ট নির্ধারণ হয়। অন্তত ৩০০০ এর মধ্যে সিরিয়াল রাখার জন্য ৬৫+ মার্ক পেতে হয়। তাই প্রতিটি নাম্বারের গুরুত্ব অনেক বেশি।

কোর্সটি যেভাবে তোমাদের উপকার করবে

  • বিগত বছরগুলোতে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ সমাধান ।
  • ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নসমূহের প্যাটার্ণ সম্পর্কে ধারণা।
  • ভর্তি পরীক্ষায় আসার মত বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ধারণা।
  • নেগেটিভ মার্কিং ও পরীক্ষার হলের টাইম ম্যানেজমেন্ট এর পূর্ণাঙ্গ ধারনা।


ভার্সিটি A Unit + গুচ্ছ এডমিশন কোর্স - ২০২৩

 


HSC ২৩ ব্যাচের শিক্ষার্থীরা, প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট কে টার্গেট করে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী, কিন্তু সিট মাত্র ১৮৬৫ জনের। বুঝতেই পারছো , বিশাল এই ভর্তিযুদ্ধে টিকে থাকতে তোমাকে লড়াই করতে হবে গড়ে ৫৩ জনের সাথে । তাই এই স্বল্প সময়ে ঢাবি ক ইউনিট ও গুচ্ছ ভর্তি পরীক্ষার গোছানো ও সঠিক প্রস্তুতি নেয়া অত্যাবশ্যক তোমাদের জন্য। তোমাদের এই প্রস্তুতিকে নিশ্চিত করতে আমরা 10 Minute School থেকে ৪ মাসের ঢাবি ক ইউনিট ও গুচ্ছ ভর্তি প্রস্তুতি কোর্সটি শিক্ষার্থীদের জন্য সাজিয়েছি। কোর্সটিতে থাকছে ৭ টি সাবজেক্ট, ১৩৫ টি লাইভ ক্লাস,১০ টি রিভিশন ক্লাস , ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, পূর্ণাঙ্গ মডেল টেস্ট। বুয়েট, ঢাবি ও মেডিকেল সহ দেশসেরা সকল শিক্ষকদের অভিজ্ঞতার আলোকে নিজেকে প্রস্তুত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ও গুচ্ছ ভর্তি পরীক্ষা জয় করতে আজই এনরোল করুন এই কোর্সটিতে।

কোর্স সম্পর্কে বিস্তারিত

  • কোর্সটি হবে আমাদের Specially designed Priority Based Learning এর মাধ্যম। অর্থ্যাৎ যে অধ্যায় গুলো শর্ট সিলেবাসে ছিল এবং জরুরি বেশি, সেগুলো আগে পড়ানো হবে এবং বেশি সময় নিয়ে পড়ানো হবে। যা তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করবে।
  • প্রতিটি অধ্যায়ের আগে ফুল ব্যাসিক এবং এরপর টাইপওয়াইস প্র্যক্টিস ও কোশ্চেন ব্যাংক সলভ করানো হবে
  • ২ ঘন্টা করে ১৩৫ টি লাইভ ক্লাস হবে এবং ১০ টি রিভিশন ক্লাস, ফলে সকল সাবজেক্টেই সমান গুরুত্ব দেয়া সম্ভব হবে। (ফিজিক্স- ২৫ টি, কেমিস্ট্রি- ২৫টি, ম্যাথ- ২৫টি, বায়োলজি- ২৫টি, বাংলা-১০টি, ইংরেজি-১৫টি, আইসিটি-১০টি)
  • আমাদের ২২ ব্যাচের এডমিশনের সকল রেকর্ডেড ক্লাস
  • গুরুত্বপূর্ণ তথ্য সহকারে ও বিগত বছরের প্রশ্নের এনালাইসিসসহ আমাদের গোছানো লেকচার শীট , ক্লাসের এনোটেটেড লেকচার স্লাইড এবং লাইভে হয়ে যাওয়া প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও , যা আমাদের অ্যাপ এবং ওয়েভসাইটে সুন্দরভাবে গোছানো থাকবে ।
  • কোর্সজুড়ে আমাদের বিগত বছরের ভর্তি পরীক্ষায় চান্সপ্রাপ্ত টপারদের নিয়ে সাজানো ডেইলি ডাউট সলভ ক্লাস এবং গাইডলাইন সেশন ,যা শিক্ষার্থীদের মোটিভেটেড রেখে সঠিক স্ট্রাটেজি অবলম্বন করে ভর্তি পরীক্ষায় এগিয়ে রাখবে।
  • ডেইলি এক্সাম(১৩৫টি) , উইকলি এক্সাম(২৮ টি) ,পেপার ফাইনাল(৮টি) ও সাবজেক্ট ফাইনাল(৪টি)সহ ৫ সেট ফুল মডেল টেস্ট পরীক্ষা এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সলভসহ উত্তরপত্র প্রদান করা হবে ।
  • আমাদের অভিজ্ঞ সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের সাথে জুম সেশন , যেখানে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো শুনবো এবং সেই অনুযায়ী সম্ভাব্য সমাধান দিবো ।
  • নেগেটিভ মার্কিং ও পরীক্ষার হলের টাইম ম্যানেজমেন্ট এর পূর্ণাঙ্গ ধারনা।
  • সকল ক্লাসই হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, যেন ক্লাস করতে কোন প্রকার সমস্যা না হয়।

কোর্সটি যাদের জন্য

  • HSC 23 এবং 22 ব্যাচের সেকেন্ড টাইমাদের জন্য আমাদের এই কোর্সটি একটি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির পূর্ণাঙ্গ কোর্স হতে যাচ্ছে।
  • যারা কলেজে ক্লাস করতে পারে নি বা ক্লাসরুমে বসে ক্লাস করার সুযোগ খুব বেশি হয়নি।
  • বেসিক প্রিপারেশনেও ঘাটতি আছে যাদের।
  • শর্ট সিলেবাসের অপর্যাপ্ত প্রস্ততির পাশাপাশি যাদের ফুল সিলেবাসের প্রস্তুতিতেও পরিপূর্ণ ঘাটতি রয়েছে
  • এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষার প্রস্তুতি পেতে।
  • সারা বছর বিজ্ঞানের বিষয়গুলো মনোযোগ দিতে গিয়ে যাদের বাংলা ও ইংরেজি ও আইসিটি ভালো প্রস্তুতি নেয়া হয় নি।


মেডিকেল এডমিশন কোর্স - ২০২৩

 


অনেক শিক্ষার্থীরই স্বপ্ন থাকে ভালো একটি মেডিকেল কলেজে চান্স পাওয়া, মেডিকেলে চান্স পাওয়ার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্বে একজন শিক্ষার্থীকে নিতে হয় গোছানো প্রস্তুতি পাশাপাশি মেধার সর্বোচ্চ প্রয়োগ, যা তাকে অন্য শিক্ষার্থী থেকে আলাদা করে তুলবে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বিগত বছরের মেডিকেল প্রশ্ন প্রাকটিস করে নিজেকে প্রস্তুত করতে হবে এখন থেকেই। আর এই প্রস্তুতি নিশ্চিত করতেই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে মেডিকেল এডমিশন কোর্স - ২০২৩। দেশসেরা শিক্ষকদের অভিজ্ঞতার আলোকে নিজেকে প্রস্তুত করে ভর্তি পরীক্ষা জয় করতে আজই এনরোল করুন মেডিকেল এডমিশন কোর্স - ২০২৩ কোর্সটিতে। ৫ টি বিষয়ের (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞান) ৯০ টি লাইভ ক্লাস। যে ক্লাসগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা হবে। এছাড়াও অধ্যায়ভিত্তিক ডেইলি MCQ পরীক্ষা, উইকলি পরীক্ষা, মান্থলি পরীক্ষা, পেপার ফাইনাল পরীক্ষা, সাব্জেক্ট ফাইনাল পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষার আদলে পূর্ণাঙ্গ মডেল টেস্ট। পূর্ণাঙ্গ এই কোর্সটি তোমার মেডিকেল ভর্তি (Medical Admission 2023) পরীক্ষার প্রস্তুতিতে সবার থেকে এগিয়ে রাখবে।

কোর্স সম্পর্কে বিস্তারিত

  • কোর্সটি হবে আমাদের Specially designed Priority Based Learning এর মাধ্যম। অর্থ্যাৎ যে অধ্যায় গুলো শর্ট সিলেবাসে ছিল এবং জরুরি বেশি, সেগুলো আগে পড়ানো হবে এবং বেশি সময় নিয়ে পড়ানো হবে। যা তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করবে।
  • প্রতিটি অধ্যায়ের আগে ফুল ব্যাসিক এবং এরপর টাইপওয়াইস প্র্যক্টিস ও কোশ্চেন ব্যাংক সলভ করানো হবে।
  • ২:৩০ ঘন্টা করে ৯০ টি লাইভ ক্লাস হবে এবং ৫ টি রিভিশন ক্লাস, ফলে সকল সাবজেক্টেই সমান গুরুত্ব দেয়া সম্ভব হবে। (বায়োলজি- ২৭টি, ফিজিক্স- ২০ টি, কেমিস্ট্রি- ১৮টি,, সাধারণ জ্ঞান-১০টি, ইংরেজি-১৫টি)।
  • আমাদের ২২ ব্যাচের এডমিশনের সকল রেকর্ডেড ক্লাস।
  • গুরুত্বপূর্ণ তথ্য সহকারে ও বিগত বছরের প্রশ্নের এনালাইসিসসহ আমাদের গোছানো লেকচার শীট , ক্লাসের এনোটেটেড লেকচার স্লাইড এবং লাইভে হয়ে যাওয়া প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও , যা আমাদের অ্যাপ এবং ওয়েভসাইটে সুন্দরভাবে গোছানো থাকবে।
  • আমাদের অভিজ্ঞ সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের সাথে জুম সেশন , যেখানে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো শুনবো এবং সেই অনুযায়ী সম্ভাব্য সমাধান দিবো ।
  • নেগেটিভ মার্কিং ও পরীক্ষার হলের টাইম ম্যানেজমেন্ট এর পূর্ণাঙ্গ ধারনা।
  • সকল ক্লাসই হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, যেন ক্লাস করতে কোন প্রকার সমস্যা না হয়।

কোর্সটি যাদের জন্য 

  • HSC 23 এবং 22 ব্যাচের সেকেন্ড টাইমাদের জন্য আমাদের এই কোর্সটি একটি মেডিকেল ভর্তি প্রস্তুতির পূর্ণাঙ্গ কোর্স হতে যাচ্ছে।
  • যারা কলেজে ক্লাস করতে পারে নি বা ক্লাসরুমে বসে ক্লাস করার সুযোগ খুব বেশি হয়নি।
  • বেসিক প্রিপারেশনেও ঘাটতি আছে যাদের।
  • শর্ট সিলেবাসের অপর্যাপ্ত প্রস্ততির পাশাপাশি যাদের ফুল সিলেবাসের প্রস্তুতিতেও পরিপূর্ণ ঘাটতি রয়েছে
  • সারা বছর বিজ্ঞানের বিষয়গুলো মনোযোগ দিতে গিয়ে যাদের সাধারণ জ্ঞান ও ইংরেজিতে ভালো প্রস্তুতি নেয়া হয় নি।


Saturday, October 14, 2023

ভার্সিটি C Unit + গুচ্ছ এডমিশন কোর্স - ২০২৩

 


বর্তমানে বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাগুলোর একটি হচ্ছে - বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। প্রতি বছর প্রায় ১০ লক্ষেরও বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে অবতীর্ণ হয়। কিন্তু বেশিরভাগ পরীক্ষার্থীই তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। এর অন্যতম কারণ হচ্ছে সঠিক গাইডলাইন - কোথা থেকে পড়বে, কতটুকু পড়বে, কী পড়তে হবে, তা না জানা। কেবলমাত্র পরিকল্পিত প্রস্তুতি পর্ব সম্পন্ন করা গেলেই হাজার হাজার পরীক্ষার্থীর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে এগিয়ে রাখা সম্ভব। তাই পরীক্ষার্থীদের অন্যদের থেকে এগিয়ে রাখতে আমরা নিয়ে এসেছে 'ভার্সিটি C Unit + গুচ্ছ এডমিশন কোর্স - ২০২৩'।

কোর্স সম্পর্কে বিস্তারিত

  • এই কোর্সটিতে তোমাদের ৭ টি সাবজেক্ট, বাংলা, ইংরেজি, একাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, ও গণিত এর উপর মোট ৭০ টি ফেসবুক লাইভ ক্লাস হবে।
  • অভিজ্ঞ ইন্সট্রাক্টরের সহায়তায় বেসিক স্ট্রং করার পরিপূর্ণ গাইডলাইন
  • প্রতিটি ক্লাস হবে ২ ঘণ্টা করে এবং প্রতিটি ক্লাস এর সাথে থাকবে ডেইলি এক্সাম যা তোমরা টেন মিনিট স্কুল অ্যাপ এ দিবে। এছাড়া, সাপ্তাহিক Doubt Solve ক্লাস ও লেকচার শিট তো থাকছেই।
  • বেশি ও কম গুরুত্বপূর্ণ টপিকসমূহের তালিকা, এবং পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা।
  • এই কোর্সটির মাধ্যমে একজন ভর্তি পরীক্ষার্থী যেকোনো বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে (C Unit) ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিটি টপিকের সম্পূর্ণ ব্যাখ্যা পাবে।
  • কোর্সের ক্লাসগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা পাবে প্রস্তুতির দিকনির্দেশনা ও সমস্যার সমাধান।
  • কোর্সটিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ (C Unit + গুচ্ছ এডমিশন), কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ, আর কোন টপিক কম গুরুত্বপূর্ণ; কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে আর কোন টপিক থেকে প্রশ্ন কম আসে তা সবই উল্লেখ করা হবে।

কোর্সটি যাদের জন্য:

  • বাণিজ্য বিভাগের যেসব শিক্ষার্থী ভার্সিটি C Unit + গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী
  • এইচএসসি পাশ করার পর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা -এর প্রস্তুতি নিতে গিয়ে যারা দুর্বল বেসিকের কারণে পিছিয়ে থাকছে
  • যারা ঘরে বসে ভার্সিটি C Unit + গুচ্ছ ভর্তি পরীক্ষা এর পরিপূর্ণ গাইডলাইন পেতে চায় এবং প্র্যাকটিসের মাধ্যমে প্রস্তুতি সম্পূর্ণভাবে গুছিয়ে নিতে চায়

ভার্সিটি B Unit + গুচ্ছ এডমিশন কোর্স - ২০২৩

 


বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের স্থান তৈরি করে নিতে লাখ লাখ শিক্ষার্থীর তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতি বছর অনুষ্ঠিত হয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা। দেশসেরা শিক্ষকদের অভিজ্ঞতার আলোকে নিজেকে প্রস্তুত করে গুচ্ছ ভর্তি পরীক্ষা জয় করতে আজই এনরোল কর টেন মিনিট স্কুলের ভার্সিটি B Unit + গুচ্ছ এডমিশন ২০২৩ কোর্সটিতে। বিগত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ক্লাসসহ ৭৫ লাইভ ক্লাস, লেকচার শিট, ডেইলি এবং উইকলি এক্সাম, ১০ টি মডেল টেস্টের মাধ্যমে নিশ্চিত কর নিজের সেরা প্রস্তুতি!

কোর্সটি করে যা শিখবেন

  • অভিজ্ঞ ইন্সট্রাক্টরের সহায়তায় ভার্সিটি B Unit ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা -এর বাংলা, ইংরেজি, ও সাধারণ জ্ঞানের বেসিক স্ট্রং করার পরিপূর্ণ গাইডলাইন
  • বেশি ও কম গুরুত্বপূর্ণ টপিকসমূহের তালিকা, এবং পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা
  • বিগত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ, সমাধান এবং প্রতিটি ক্লাসের জন্য এনোটেটেড পিডিএফ
  • দুই মাসের মধ্যে ঢাবি B Unit ভর্তি পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি

কোর্সটি যাদের জন্য

  • বিজ্ঞান, বাণিজ্য, ও মানবিক বিভাগের যেসব শিক্ষার্থী ভার্সিটি + গুচ্ছ বি ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী
  • এইচএসসি পাশ করার পর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা -এর প্রস্তুতি নিতে গিয়ে যারা দুর্বল বেসিকের কারণে পিছিয়ে থাকছে
  • যারা ঘরে বসে ভার্সিটি B Unit + গুচ্ছ ভর্তি পরীক্ষা এর পরিপূর্ণ গাইডলাইন পেতে চায় এবং প্র্যাকটিসের মাধ্যমে প্রস্তুতি সম্পূর্ণভাবে গুছিয়ে নিতে চায়

Monday, July 24, 2023

অষ্টম শ্রেণী : গণিত : অষ্টম অধ্যায় : চতুর্ভূজ : প্রমাণ কর যে, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে, তা একটি সামন্তরিক।

প্রমাণ কর যে, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে, তা একটি সামন্তরিক।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, ABCD একটি চতুর্ভুজ। এর AD=BC, AB=CD এবং AD।।BC, AB।।CD. প্রমাণ করতে হবে যে, ABCD একটি সামন্তরিক।

অঙ্কনঃ

A, C যোগ করি।

প্রমাণঃ

AB।।DC ও AC তাদের ছেদক

∴∠BAC=∠DCA [একান্তর কোণ]

আবার, AD।।BC ও AC তাদের ছেদক

∴∠DAC=∠BCA [একান্তর কোণ]

এখন, △ADC △ABC

BAC=∠DCA

DAC=∠BCA

AC সাধারণ বাহু

△ADC △ABC

তাহলে, ∠ABC=∠ADC

অনুরুপভাবে, ∠BAD=∠BCD

ABCD একটি সামন্তরিক।

অষ্টম শ্রেণী : গণিত : অষ্টম অধ্যায় : চতুর্ভূজ : প্রমাণ কর যে, সামন্তরিকের একটি কর্ণ একে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।

প্রমাণ কর যে, সামন্তরিকের একটি কর্ণ একে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, ABCD একটি সামন্তরিক যার একটি কর্ণ AC. প্রমাণ করতে হবে যে, AC কর্ণ ABCD সামন্তরিককে সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ ABC ADC.

প্রমাণঃ

যেহেতু ABCD সামন্তরিক সেহেতু AB।।DC ও AD।।BC

এখন, AB।।DC ও AC তাদের ছেদক

∴∠BAC=∠DCA [একান্তর কোণ]

আবার, AD।।BC ও AC তাদের ছেদক

∴∠DAC=∠BCA [একান্তর কোণ]

এখন, △ADC △ABC

BAC=∠DCA

DAC=∠BCA

AC সাধারণ বাহু

△ADC △ABC (প্রমাণিত)


অষ্টম শ্রেণী : গণিত : চতুর্ভূজ : দেওয়া আছে, △ABC এর মধ্যমা BO কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন BO=OD হয়। প্রমাণ করতে হবে যে, ABCD একটি সামন্তরিক।।

অষ্টম শ্রেণী : গণিত : চতুর্ভূজ : দেওয়া আছে, △ABC এর মধ্যমা BO কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন BO=OD হয়। প্রমাণ করতে হবে যে, ABCD একটি সামন্তরিক।




সমাধানঃ

বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, △ABC এর মধ্যমা BO কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন BO=OD হয়। প্রমাণ করতে হবে যে, ABCD একটি সামন্তরিক।

প্রমাণঃ

△ABC

CO=AO [BO মধ্যমা বলে]

এখন, △COB △DOA

CO=AO [BO মধ্যমা বলে]

BO=DO [শর্তানুসারে]

∠COB=∠DOA [বিপ্রতীপ কোণ]

△COB △DOA

তাহলে, AD=CB

অনুরুপভাবে পাই, CD=AB

ABCD একটি সামন্তরিক (প্রমাণিত)

Thursday, February 16, 2023

অষ্টম শ্রেণি – বাংলা | পড়ে পাওয়া : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পড়ে পাওয়া


১. ‘পড়ে পাওয়া’ রচনাটির লেখক কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯০ সালে         খ. ১৮৯৩ সালে
গ. ১৮৯৪ সালে         ঘ. ১৮৯৫ সােল

৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?
ক. ১৯৪০ সালে         খ. ১৯৫০ সালে
গ. ১৯৬০ সালে         ঘ. ১৯৭০ সালে

৪. কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল?
ক. চাটুয্যেদের         খ. মুখুয্যেদের
গ. বাড়ুয্যেদের         ঘ. গাঙ্গুলিদের

৫. চাঁপাতলীর আমের ব্যাপারে এত আগ্রহের কারণ—
i. প্রচুর পাওয়া যায়
ii. খেতে অত্যন্ত সুস্বাদু
iii. নির্বিঘ্নে কুড়ানো যায়
নিচের কোনটি সঠিক?
ক. i             খ. i ও ii
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৬. লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত ‘দিব্যি’ শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি?
ক. শপথ         খ. বিশ্বাস
গ. সংশয়         ঘ. অনবরত

নিচের উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
স্কুলের ঝাড়ুদার শচী। পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি দামি ঘড়ি পেল। তার লোভ হলো। ভাবল, ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। কিন্তু রাতে ঘুমাতে গিয়ে মনে হলো, এ অন্যায়, অনুচিত। যার ঘড়ি, তার মনোকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া তার কর্তব্য। সে পরদিন তা–ই করল।

৭. শচীর সঙ্গে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
ক. বাদল         খ. বিধু
গ. কথক         ঘ. সিধু

৮. উল্লিখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার করা যায়?
i. ন্যায় ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ
ii. লোকলজ্জার ভয়ে ভীত
iii. অকল্যাণ চিন্তায় তাড়িত
নিচের কোনটি সঠিক?
ক. i                 খ. i ও ii
গ. ii ও iii         ঘ. i, ii ও iii

৯. সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে কে বাড়ি ফিরছিল?
ক. লেখক আর বিধু
খ. লেখক আর বাদল
গ. বিধু আর সিধু
ঘ. বিধু আর বাদল

১০. বাক্সটিতে নগদ কত টাকা ছিল?
ক. চল্লিশ         খ. পঞ্চাশ
গ. ষাট             ঘ. সত্তর


সঠিক উত্তর
পড়ে পাওয়া: ১.ক ২.গ ৩.খ ৪.গ ৫.খ ৬.ক ৭.গ ৮.ক ৯.ক ১০.খ