গোপালগঞ্জ জেলা |
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারি ১৯৮৪।
প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৪৬৮.৭৪ বর্গকিলোমিটার।
প্রশ্ন: সীমা কি?
উত্তর: গোপালগঞ্জ জেলার উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর ও বাগেরহাট জেলা,
পূর্বে বরিশাল ও মাদারীপুর জেলা এবং পশ্চিমে নড়াইল জেলা।
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- গোপালগঞ্জ সদর, মকসুদপুর, কোটালীপাড়া, টুঙ্গীপাড়া ও কাশিয়ানী।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও মকসুদপুর।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৮টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৮৮৯টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: স্পন্দিত।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মধুমতি।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি, কোটালিপাড়া চন্দ্রভর্মা ফোর্ট, দীঘলিয়া
দক্ষিণা কালীবাড়ি, কোর্ট মসজিদ, ধর্মরায়ের বাড়ি প্রভৃতি।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বাংলাদেশে রাষ্ট্রের স্থপতি), শেখ হাসিনা
(বাংলাদেশের প্রধানমন্ত্রী), রমেশচন্দ্র মজুমদার (ইতিহাসবিদ), শেখ জফলুল হক মণি (রাজনীতিবিদ),
শেখ ফজিলাতুন্নেসা মুজিব (সমাজসেবী), কবি সুকান্ত ভট্টাচার্য [জন্ম কলকাতা] প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ২১৫. গোপালগঞ্জ-১, ২১৬. গোপালগঞ্জ-২ ও ২১৭. গোপালগঞ্জ-৩।
No comments:
Post a Comment