Saturday, December 8, 2018

মানিকগঞ্জ (Manikganj) জেলা

মানিকগঞ্জ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৩৮৪.৬৬ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: মানিকগঞ্জের পূর্বে ঢাকা, পশ্চিমে পাবনা ও রাজবাড়ী জেলা, উত্তরে টাঙ্গাইল জেলা এবং দক্ষিণে ফরিদপুর ও ঢাকা জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি-মানিকগঞ্জ সদর, শিবালয়, সাঁটুরিয়া, ঘিওর, সিঙ্গাইর, হরিরামপুর ও দৌলতপুর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি। মানিকগঞ্জ ও সিঙ্গাইর।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৫টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৬৬০টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: প্রদীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা, যমুনা, ধলেশ্বরী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ইমামপাড়া জামে মসজিদ, ইব্রাহিম শাহের মাজার, একচালা দুর্গ শিবালয়, মত্তের মঠ, শ্রীশ্রী আনন্দময়ী কালিবাড়ী, রজনীভবন, বাইমাইলের নীলকুঠি (সদর), ফোর্ড নগরের দুর্গ, বায়রা নীলকুঠি, দত্ত-গুপ্তদের বাসভবন, আনন্দকুঠি ও মন্দির, কাটাসগড় দুর্গ, ঢাকীজোড়ার দুর্গ, দশচিড়া বৌদ্ধবিহার ও স্তূপ, নবরত্ন মঠ, তেওতা জমিদার বাড়ি, মাচাইন মসজিদ, শাহ রুস্তমের মাজার, তেওতার নীলকুঠি, বালিয়াটির জমিদার প্রাসাদ (সাটুরিয়া), ধানকোড়া জমিদার বাড়ি, কালুশাহের মাজার, শ্রীবাড়ী বড়টিয়া গ্রামের নীলকুঠি (ঘিওর) সহ অন্যান্য ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: রায়বাহাদুর দীনেশচন্দ্র সেন (লোকসাহিত্যিকবিশারদ), হীরালাল সেন (উপমহাদেশের চলচ্চিত্রের জনক), ভাষা শহিদ রফিক উদ্দিন আহমদ, খান আতাউর রহমান (অভিনেতা/চলচ্চিত্রকার) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ১৬৮. মানিকগঞ্জ-১, ১৬৯. মানিকগঞ্জ-২ ও ১৭০. মানিকগঞ্জ-৩।

No comments:

Post a Comment