Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

Friday, March 29, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-১০


বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-১০


১) কোন্ ধাতু তেজস্ক্রিয়তার ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সিসায় পরিণত হয়?
ক) রেডিয়াম খ) পোলোনিয়াম গ) থোরিয়াম ঘ) অ্যাকটিলিনিয়াম

২) কোনটি চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না?
ক) ক্যাথোড রশ্মি খ) গামা রশ্মি গ) বিটা রশ্মি ঘ) আলফা রশ্মি

৩) মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস-
ক) পরিপাক খ) খাদ্যগ্রহণ গ) শ্বসন ঘ) রক্ত সঞ্চালন

৪) পারমাণবিক চুল্লির মূল মজ্জা কিসের তৈরি?
ক) গ্রাফাইট খ) ইউরেনিয়াম গ) ক্যাডরেনিয়াম ঘ) বোরন

৫) বায়োগ্যাসে প্রধানত কী থাকে?
ক) ইথেন খ) মিথেন গ) হাইড্রোজেন ঘ) অক্সিজেন

৬) কয়লা থেকে কোনটি উৎপন্ন হয় না?
ক) আলকাতরা খ) টলুইন গ) হাইড্রোজেন ক্লোরাইড ঘ) কোল গ্যাস

৭) স্প্রিং নিক্তি দিয়ে মাপা হয়-
ক) ত্বরণ খ) বেগ গ) ভর ঘ) ওজন

৮) এসি কারেন্টের বৈশিষ্ট্য হলো-
ক) শুধু একদিকে চলে খ) ব্যাচারি থেকে উৎপন্ন হয় গ) সময়ের সাথে দিকের পরিবর্তন হয় ঘ) সময়ের সাথে দিকের পরিবর্তন হয় না

৯) একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল-
ক) বেশি নিমজ্জিত হবে খ) আরো ভেসে উঠবে গ) একই অবস্থায় থাকবে ঘ) যেকোনোটাই হতে পারে

১০) কোন চুম্বককে কেটে যদি দুই খণ্ড করা হয় তাহলে কী ঘটবে?
ক) দুটি স্বতন্ত্র চুম্বক উৎপন্ন হবে খ) খেলনা চুম্বক তৈরি হবে গ) দিক-নির্দেশী ধর্ম নষ্ট হবে ঘ) আকর্ষণ ধর্ম নষ্ট হবে

১১) টমাস আলভা এডিসন কী আবিষ্কার করেন?
ক) বৈদ্যুতিক বাল্ব খ) রাডার গ) টাইপ রাইটার ঘ) টেলিগ্রাফ

১২) বাদুড় অন্ধকারে চলাফেরা করে কীভাবে?
ক) সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে খ) তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন চোখের সাহায্যে গ) অলৌকিকভাবে ঘ) ক্রমাগত শব্দ উৎপন্ন করে

১৩) নিচের কোনটি একবীজপত্রী?
ক) ছোলা খ) ভুট্টা গ) মটর ঘ) সীম

১৪) মাটিতে কিসের অভাব হলে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না?
ক) পুষ্টির খ) খাদ্যের গ) বায়ুর ঘ) পানর

১৫) সমান তাপ দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফোটে কেন?
ক) পানির তাপ গ্রহীতা বেশি বলে খ) দুধের তাপগ্রহীতা বেশি বলে গ) দুধ পানির চেয়ে ঘন বলে ঘ) পানি বর্ণহীন এবং দুধ সাদা বলে

১৬) উদ্ভিদের পুষ্টি উপাদানের সবগুলো উপাদান পাওয়া যায় কিসে?
ক) জৈব সারে খ) রাসায়নিক সারে গ) মাটিতে ঘ) বায়ুতে

১৭) নিচের কোনটি অণু গঠন করে না?
ক) নিয়ন খ) আর্গন গ) ফ্লোরিন ঘ) ক ও খ

১৮) কোন্ মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?
ক) রেডন খ) জেনন গ) নিয়ন ঘ) আর্গন

১৯) H+ আয়ন দ্রবণের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কী বলে?
ক) PH খ) PP গ) Acid ঘ) Base

২০) যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি –
ক) ক্ষার খ) ক্ষারক গ) অম্ল ঘ) কোনটিই নয়


উত্তর: ১. ক, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. গ, ৭. ঘ, ৮. গ, ৯. ক, ১০. ক, ১১. ক, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ক, ১৯. ক, ২০. গ

Saturday, March 2, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৯


বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৯



১) পড়ন্ত বস্তুর সূত্র কোন্ বিজ্ঞানী প্রদান করেন?
ক) আর্কিমিডিস খ) ডারউইন গ) গ্যালিলিও ঘ) সিভি রমন

২) তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি?
ক) নিউটন-কুলম্ব খ) নিউটন/কুলম্ব গ) ডাউন/ই.এস.ইউ চার্য ঘ) কোনটিই নয়

৩) আলট্রাসনোগ্রাফি কী?
ক) নতুন ধরনের এক্সরে খ) ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং গ) শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ ঘ) শক্তিশালী শব্দ দিয়ে পিত্ত পাথর বিচূর্ণীকরণ

৪) শালবন কোন্ বনাঞ্চল হিসেবে পরিচিত?
ক) পত্রঝরা খ) চিরসবুজ গ) মিশ্র ঘ) ম্যানগ্রোভ

৫) পুরু কাঁচের গ্লাসে পানি রাখলে তা ফেটে যায়, কারণ-
ক) গ্লাস তাপ কুপরিবাহী বলে খ) গ্লাস তাপ সুপরিবাহী বলে গ) গ্লাসের ভিতরে এবং বাহিরে অসম আয়তন প্রসারণের জন্য ঘ) গ্লাসের ভিতরে এবং বাহিরের আয়তন প্রসারণের জন্য

৬) সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন্ ধরনের লেন্স ব্যবহৃত হয়?
ক) উত্তল খ) অবতল গ) সমতল ঘ) গোলাকার


৭) বিবর্ধক কাঁচ কোন্ ধরনের বিম্ব গঠন করে?
ক) সোজা ও খর্বিত খ) সোজা ও বিবর্ধিত গ) উল্টো ও খর্বিত ঘ) উল্টো ও বিবর্ধিত

৮) কোনটি অপারেটিং সিস্টেম?
ক) বেসিক খ) উইন্ডোজ-২০০০ গ) কোবল ঘ) কোয়াট্রোপ্রো

৯) কম্পিউটারের হিসেবে নিকেশ করার জন্য নিচের কোন্ সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী?
ক) এম.এস.ওয়ার্ড খ) পাওয়ার পয়েন্ট গ) নোট প্যাড ঘ) এম.এস.এক্সেল

১০) সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয়-
ক) পিসি খ) সার্ভার গ) ওয়ার্কস্টেশন ঘ) হোস্ট

১১) ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম?
ক) বেলে মাটি খ) পলি মাটি গ) এঁটেল মাটি ঘ) দোঁ-আশ মাটি

১২) রাইজোবিয়াম কী?
ক) ব্যাকটেরিয়া খ) ভাইরাস গ) ছত্রাক ঘ) পরগাছা

১৩) উদ্ভিদ কোন্ মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে?
ক) ম্যাগনেশিয়াম খ) ফসফরাস গ) নাইট্রোজেন ঘ) পটাশিয়াম

১৪) কোনটি অটোফাইট নয়?
ক) জাম খ) কাঁঠাল গ) ব্যাঙের ছাতা বা ছত্রাক ঘ) শৈবাল

১৫) উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
ক) ডারউইন খ) জোহান মেন্ডেল গ) থিওফ্রাস্টাস ঘ) ক্যারোলাস লিনিয়াস

১৬) কোনটির ভেদনক্ষমতা সবচেয়ে বেশি?
ক) গামা রশ্মি খ) বিটা রশ্মি গ) আলফা রশ্মি ঘ) এক্স রশ্মি

১৭) কোন্ মৌলটি হ্যালোজেনের অন্তর্ভূক্ত?
ক) সালফার খ) নাইট্রোজেন গ) অক্সিজেন ঘ) আয়োডিন

১৮) আয়োডিন পাওয়া যায়-
ক) লাইকোন খ) মিউকরে গ) এগারিকাসে ঘ) শৈবালে

১৯) কোন্ যৌগটি সবচেয়ে শক্তিশালী যৌগ?
ক) HCl খ) HClO4 গ) HCOOH ঘ) CH3COOH

২০) কোন্ মৌলটি সবচেয়ে বেশি নিষ্ক্রিয়/ (Inert)?
ক) H খ) He গ) N ঘ) O




উত্তর: ১. গ, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. খ, ৮. খ, ৯. ঘ, ১০. ঘ, ১১. ঘ, ১২. ক, ১৩. গ, ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. খ, ২০. খ

Saturday, February 23, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৮


বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৮



১) ডিউটোরিয়াম কোন্ মৌলের আইসোটোপ?
ক) নাইট্রোজেন খ) হাইড্রোজেন গ) কার্বন ঘ) অক্সিজেন

২) যে শক্তির বলে অণুতে পরমাণুসমূহ আবদ্ধ থাকে তাকে বলে-
ক) যোজ্যতা খ) অষ্টক গ) বন্ধন ঘ) আয়ন

৩) কাজের একক-
ক) নিউটন খ) প্যাসকেল গ) জুল ঘ) ওয়াট

৪) বাদ্যযন্ত্রসমূহ ফাঁকা থাকে কেন?
ক) ফাঁকা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়
খ) ফাঁপা বাক্স ব্যতীত কম্পন সৃষ্টি হয় না
গ) বাদ্যের সুরকে মধুর করতে ফাঁপা বাক্স অত্যাবশ্যক
ঘ) ফাঁপা বাক্সে বাদ্যের সৌন্দর্য বৃদ্ধি পায়

৫) ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাংক কত?
ক) ৮০ খ) ১০০ গ) ১৮০ ঘ) ২১২

৬) দুই টুকরা বরফকে চাপ দিয়ে এক টুকরা বরফে পরিণত করা যায়। কারণ, সংযোগস্থলের-
ক) তাপমাত্রা বেড়ে যায় খ) গলনাংক ০ সেলসিয়াস থেকে বেড়ে যায় গ) তাপমাত্রা কমে যায় ঘ) গলনাংক ০ সেলসিয়াস থেকে কমে যায়

৭) ক্যাথোডকে কী বলে?
ক) ধনাত্মক তড়িৎদ্বার খ) নিরপেক্ষ তড়িৎদ্বার গ) ঋণাত্মক তড়িৎদ্বার ঘ) অ্যামিটার

৮) তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি?
ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি

৯) ঘড়ির চেইনে কোন্ ধাতুর প্রলেপ দেওয়া হয়?
ক) ক্রোমিয়াম খ) লেড গ) জিঙ্ক ঘ) সিলভার

১০) ভিনেগারে ইথানয়িক এসিডের পরিমাণ-
ক) ১৫% খ) ১৩% গ) ৬-১০% ঘ) ১৩-১৫%

১১) মানুষের হৃৎপিণ্ডের ওজন কত?
ক) ৩০০ গ্রাম খ) ২০০ গ্রাম গ) ১০০ গ্রাম ঘ) ৪০০ গ্রাম

১২) নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-
ক) ধমনির ভিতর দিয়ে খ) শিরার ভিতর দিয়ে গ) স্নায়ুর ভিতর দিয়ে ঘ) ল্যাকটিয়ালের ভিতর দিয়ে

১৩) লসিকার বৈশিষ্ট্য কোনগুলো?
ক) ক্ষারীয় খ) লোহিত রক্তকণিকা অনুপস্থিত গ) শ্বেত রক্তকণিকা অনুপস্থিত ঘ) ক ও খ উভয়ই

১৪) নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের-
ক) ফুসফুস খ) যকৃত গ) কিডনি ঘ) প্লীহা

১৫) কোনটি ইনপুট ডিভাইস নয়?
ক) প্রিন্টার খ) কি-বোর্ড গ) স্ক্যানার ঘ) মাউস

১৬) এনালগ ও ডিজিটাল কম্পিউটার সমন্বয়ে গঠিত হয়-
ক) সুপার কম্পিউটার খ) হাইব্রিড কম্পিউটার গ) মাইক্রো কম্পিউটার ঘ) মিনি কম্পিউটার

১৭) সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?
ক) ঘনত্ব বাড়ানোর জন্য খ) দ্রুত জমাট রোধ করার জন্য গ) ওজন বাড়ানোর জন্য ঘ) দ্রুত জমাট বৃদ্ধি করার জন্য

১৮) ওলিয়াম কাকে বলে?
ক) গাঢ় সালফিউরিক এসিডকে খ) ধুমায়মান সালফিউরিক এসিডকে গ) মধ্যম গাঢ় সালফিউরিক এসিডকে ঘ) লঘু সালফিউরিক এসিডকে

১৯) জলজ শামুক ঝিনুকের খোলস কী দিয়ে গঠিত?
ক) কার্বনেট খ) সালফেট গ) ফসফেট ঘ) নাইট্রেট

২০) Laughing gas is-
ক) ND খ) N2D4 গ) N2O ঘ) W2O3



উত্তর: ১. খ, ২. গ, ৩. গ, ৪. ক, ৫. ঘ, ৬. ঘ, ৭. গ, ৮. খ, ৯. ক, ১০. গ, ১১. ক, ১২. ক, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ক, ১৬. খ, ১৭. খ, ১৮. খ, ১৯. ক, ২০. খ

Wednesday, February 20, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৭


বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৭



১) কোনটি অর্ধপরবাহী নয়?
ক) লোহা খ) গ্যালিয়াম গ) জার্মেনিয়াম ঘ) সিলিকন

২) কোন্ প্রাণী ফাইলেরিয়াসিস রোগ সৃষ্টি করে?
ক) মাছি খ) মাকড়সা গ) মশা ঘ) তেলাপোকা

৩) মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি-
ক) এন্ডোক্রাইন খ) যকৃত গ) অগ্ন্যাশয় ঘ) প্লীহা

৪) প্রমাণ তাপমাত্রা ও চাপে ১ মোল গ্যাসের আয়তন-
ক) ২৩.৫ লিটার খ) ২২.৪৪ লিটার গ) ২২.৪ লিটার ঘ) ২২.০৪ লিটার

৫) বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত-
ক) যুক্তরাষ্ট্রে খ) যুক্তরাজ্যে গ) জাপানে ঘ) কানাডায়

৬) কোনটি কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ?
ক) ফ্লপি ডিস্ক খ) মেমোরি গ) সিপিইউ ঘ) মনিটর

৭) সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে কী বলা হয়?
ক) এপ্লিকেশন প্রোগ্রাম খ) লোটাস গ) ফাইল মেকার ঘ) সিস্টেম সফটওয়্যার

৮) সাধারণ বিদ্যুৎ বাতিতে বিদ্যুৎ অপচয়ের কারণ-
ক) তাপ সৃষ্টি খ) হলুদাভ আলো গ) আলোর শোষণ ঘ) আলট্রা ভায়োলেট সৃষ্টি

৯) নিচের কোনটি সর্বোত্তম তড়িৎ বাহক?
ক) কাঁচ খ) রাবার গ) কাঠ ঘ) তামা

১০) যানবাহন ও কলকারখানায় কালো ধোঁয়ায় কী কী গ্যাস থাকে?
ক) CaO, CO2, SO2 খ) CO2, CO, SO2 গ) CO2, CO, SO3, ঘ) Ca(OH)2, CO2, SO2

১১) অতিবেগুনি রশ্মির প্রভাবে কী কী রোগ হতে পারে?
ক) ত্বকের ক্যান্সার খ) চোখের ছানি গ) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ঘ) সবগুলো

১২) তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?
ক) পরিচলন খ) বিকিরণ গ) পরিবহন ঘ) সবকটি

১৩) পিকচার এলিমেন্টের সংক্ষিপ্ত রূপ-
ক) পিগমেন্ট খ) আইকন গ) পিক্সেল ঘ) কার্সর

১৪) কোনো নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদকুলকে কী বলে?
ক) Flora খ) Fauna গ) Plankton ঘ) Plants

১৫) কোনো ডুবন্ত বস্তুর ওজন সমআয়ন তরলের ওজনের চেয়ে-
ক) বেশি খ) সমান গ) কম ঘ) দিগুণ

১৬) জিরকোনিয়াম মৌলের নাম কোন ভাষা থেকে এসেছে?
ক) ল্যাটিন খ) আরবি গ) ইংরেজি ঘ) ফরাসি

১৭) পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে বলা হয়-
ক) সোজ ওয়াটার খ) মিল্প অব লাইম গ) ওয়াটার গ্যাস ঘ) মার্ক পারহাইড্রল

১৮) ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি?
ক) হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড খ) হাইড্রোজেন ও অক্সিজেন গ) হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইড ঘ) হাইড্রোজেন ও নাইট্রোজেন

১৯) দিয়াশলাইয়ের বাক্সের দু-ধারে কাগজের উপর যে বারুদ থাকে তা আসলে-
ক) মিশ্রিত ফসফরাস খ) গ্রাফাইট গ) গন্ধক ঘ) হীরক

২০) কাঁচ কী দিয়ে তৈরি?
ক) MmO2 খ) SiO2 গ) BaO ঘ) Ba2O3  



উত্তর: ১. ক, ২. গ, ৩. খ, ৪. গ, ৫. ক, ৬. খ, ৭. ঘ, ৮. ক, ৯. ঘ, ১০. খ, ১১. ঘ, ১২. খ, ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. ক, ১৯. ক, ২০. খ

Saturday, February 16, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৬


বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৬ 



১) পরাগায়ন কত প্রকার?
ক) দুই খ) এক প্রকার গ) তিন প্রকার ঘ) চার প্রকার

২) বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো-
ক) ৫০ হার্জ খ) ১৫০ হার্জ গ) ৪০ হার্জ ঘ) ৭৫ হার্জ

৩) রক্ত কণিকা কত প্রকার?
ক) তিন প্রকার খ) চার প্রকার গ) পাঁচ প্রকার ঘ) ছয় প্রকার

৪) রক্তে হিমোগ্লোবিন থাকে-
ক) প্লাজমায় খ) শ্বেত রক্ত কণিকায় গ) লোহিত রক্ত কণিকায় ঘ) অনুচক্রিকায়

৫) বাদুড় কোন ফুলের পরাগায়ন ঘটায়?
ক) পাতা ঝাঁঝি খ) জংলীকলা গ) মঞ্জুরিপত্র ঘ) কোনটিই নয়

৬) গাছের খাদ্য তালিকায় আছে-
ক) ঘ, চ, ক, ঝ, তহ খ) ঘ, গহ, ক, ঝ, তহ গ) ঘ, গহ, ক, ঝহ, তহ ঘ) ঘ, গহ, ক, ঐ, তহ

৭) কোন্ বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম?
ক) লাল খ) কালো গ) বেগুনি ঘ) কমলা

৮) দুপুরবেলা সূর্যকে হলদে দেখায় কেন?
ক) আলোর বিক্ষেপণের জন্য খ) আলোর প্রতিফলনের জন্য গ) আলোর প্রতিসরণের জন্য ঘ) আলোর বিকিরণের জন্য

৯) কোন্ লেন্সের ক্ষমতা ঋণাত্মক?
ক) অবতল খ) উত্তল গ) সমতল ঘ) গোলীয়

১০) মূলের সাহায্যে প্রজনন হয় কোনটি?
ক) চন্দ্রমল্লিকা খ) কাকরোল গ) কাণ্ড ঘ) শিমুল

১১) CD পুরো লিখলে কি হয়?
ক) Control Disc খ) Compact Disc গ) Colour Disc ঘ) Computer Disc

১২) ‘হার্ডডিস্ক’ মাপার একক হল-
ক) মেগাবাইট খ) গিগাবাইট গ) কিলোবাইট ঘ) টেরাবাইট

১৩) পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?
ক) জন ডাল্টন খ) গে-লুস্যাক গ) নিউটন ঘ) বার্জেলিয়াস

১৪) গন্ধ ছড়ায় কোন্ প্রক্রিয়ায়?
ক) অভিস্রবণ খ) ব্রাউনীয় গতি গ) ব্যাপন ঘ) স্পর্শ

১৫) ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়-
ক) টেলিমেডিসিন খ) ইলেকট্রোমেডিসিন গ) জায়মাপ্লাজম ঘ) ই-ট্রিটমেন্ট

১৬) ল্যাভয়শিয়ে কোন্ দেশের বিজ্ঞানী?
ক) জার্মানি খ) ফরাসি গ) ইটালি ঘ) ইংল্যান্ড

১৭) সাত অণু পানি সহযোগে গঠিত জিংক সালফেটের অণুকে কী বলা হয়?
ক) সবুজ ভিট্রিওল খ) সাদা ভিট্রিওল গ) নীল ভিট্রিওল ঘ) লাল ভিট্রিওল

১৮) কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
ক) গ্লিসারিন খ) ফিটকিরি গ) সোডিয়াম ক্লোরাইড ঘ) ক্যালসিয়াম কার্বনেট

১৯) কোন্ অধাতু বিদ্যুৎ পরিবহণ করে?
ক) সালফার খ) গ্রাফাইট গ) ফসফরাস ঘ) সিলিকন

২০) কোন্ গ্যাস এসিডধর্মী? 
ক) কার্বন ডাই অক্সাইড খ) কার্বন মনোক্সাইড গ) নাইট্রোজেন ঘ) হাইড্রোজেন


  
উত্তর: ১. ক, ২. ক, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯. ক, ১০. খ, ১১. খ, ১২. খ, ১৩. ক, ১৪. গ, ১৫. ক, ১৬. খ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. খ, ২০. ক

Sunday, February 10, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৫


বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৫ 



১) অতিমাত্রায় প্রস্বেদন হলে উদ্ভিদের জন্য-
ক) অধিকাংশ ভাল হয় খ) সম্পূর্ণ ভাল হয় গ) ক্ষতি হয় ঘ) ক্ষতিকর নয়

২) সালোকসংশ্লেষণ সংঘটিত হয়-
ক) ক্লোরোপ্লাস্টের মধ্যে খ) ক্রোমোপ্লাস্টের মধ্যে গ) লিউকোপ্লাস্টের মধ্যে ঘ) জাইলেম টিস্যুর মধ্যে

৩) শ্বসন প্রক্রিয়ায় উপজাত হিসেবে তৈরি হয়-
ক) CO2 ও পানি খ) CO2 ও H2 গ) O2 ও N2 ঘ) সবকটি

৪) সালোকসংশ্লেষণ কখন হয়?
ক) দিনে খ) রাতে গ) দিনরাতে সবসময় ঘ) শীতকালে

৫) বিমান চালনা করা ঝুঁকিপূর্ণ-
ক) শুষ্ক বায়ুর মধ্য দিয়ে খ) আর্দ্র বায়ু বা মেঘযুক্ত বায়ুর মধ্য দিয়ে গ) ঠাণ্ডা বায়ুর মধ্য দিয়ে ঘ) লু হাওয়ার মধ্য দিয়ে

৬) ওহমের সূত্র প্রযোজ্য হওয়ার জন্য-
ক) উষ্ণতা অপরিবর্তি থাকা দরকার খ) উষ্ণতা কম থাকা দরকার গ) উষ্ণতা বৃদ্ধি করা দরকার ঘ) কিছু করার দরকার নেই

৭) কে সর্বপ্রথম বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেন?
ক) ওয়াটারম্যান খ) জেমস ওয়াট গ) রোমার ঘ) রজার বেকন

৮) কিসের সাহায্যে সূর্যকিরণকে তড়িতে রূপান্তর করে রেডিও, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি চালানো যায়?
ক) সৌরকোষের খ) সরল তড়িৎকোষের গ) সৌরচুল্লির ঘ) ফটো-ভোলটেইক সেলের

৯) কারা বিজ্ঞানের আবিষ্কারকে মানুষের কল্যাণে ব্যবহার করেন?
ক) বিজ্ঞানীরা খ) গবেষকরা গ) প্রযুক্তিবিদরা ঘ) দার্শনিকরা

১০) গ্রহ ও নক্ষত্রের উন্নতি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়-
ক) স্কাইল্যাব খ) ব্যারোমিটার গ) অ্যাস্ট্রোলার ঘ) ফ্যাদোমিটার

১১) নিচের কোন্ যন্ত্রটিতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়?
ক) মোটর খ) ডায়নামো গ) ট্রান্সফরমার ঘ) অ্যামপ্লিফায়ার

১২) জ্যোতির্বিদ্যা গবেষণায় ব্যবহৃত হয়-
ক) তুলা যন্ত্র খ) সেক্সট্যান্ট যন্ত্র গ) ম্যাগনিফাইং গ্লাস ঘ) তরল স্থৈতিক নিক্তি

১৩) আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হল-
ক) বর্গমিটার খ) সে.মি. গ) মিটার ঘ) কিলোমিটার

১৪) নিচের কোনটি আউটপুট ডিভাইস?
ক) প্রিন্টার খ) মাউস গ) ক্যামেরা ঘ) কিবোর্ড

১৫) SI একক কি?
ক) জাতীয় একক খ) আন্তর্জাতিক একক গ) মোল ঘ) পরিমাপের আন্তর্জাতিক একক

১৬) মৌলিক রাশি কয়টি?
ক) ৭টি খ) ৮টি গ) ১০টি ঘ) ৬টি

১৭) জিরকনম, মোনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে গঠিত হয়-
ক) সোনা খ) কালোসোনা গ) রূপা ঘ) প্লাটিনাম

১৮) ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
ক) ০.১৫-১.৫% খ) ৫.৫-৬.২৫% গ) ১০-১২.৫% ঘ) ২২%

১৯) তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
ক) নিকেল খ) টিন গ) সিসা ঘ) দস্তা (জিঙ্ক)

২০) টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?
ক) সোডিয়াম থাই কার্বনেট খ) সোডিয়াম গ্লটামেট গ) পটাশিয়াম থাই কার্বনেট ঘ) সোডিয়াম মনোগ্লুটামেট



উত্তর: ১. গ, ২. ক, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. গ, ১১. গ, ১২. খ, ১৩. গ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ক, ১৭. খ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ঘ

Monday, February 4, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৪


 বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৪



১) সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়?
ক) ১০০ সে. খ) ১২০ সে. গ) ৪ সে. ঘ) ০.৬ সে.

২) আন্তঃআণবিক শক্তি কার বেশি?
ক) কঠিন পদার্থের খ) গ্যাসীয় পদার্থের গ) তরল পদার্থের ঘ) মিশ্র পদার্থের

৩) দহন হচ্ছে-
ক) কোন কিছুকে আগুনে পোড়ানো
খ) বাতাসের অক্সিজেনের সাথে কোন কিছুর বিক্রিয়া
গ) মোমবাতি পোড়ানো
ঘ) বাতাস ও অক্সিজেনের বিক্রিয়া

৪) চিনির শরবত হচ্ছে-
ক) অসমসত্ত্ব মিশ্রণ খ) সমসত্ত্ব মিশ্রণ গ) মৌলিক পদার্থ ঘ) যৌগিক পদার্থ

৫) চাপ বৃদ্ধি করলে নিচের কোনটি বৃদ্ধি পায়?
ক) গলনাঙ্ক খ) হিমাঙ্ক গ) স্ফুটনাংক ঘ) সবকটি

৬) লেন্সের ক্ষমতার প্রচলিত একক কি?
ক) ডাইঅপ্টার খ) ডায়ামিটার গ) ঘনমিটার ঘ) ডাইরেপ্টার

৭) মোমবাতি জ্বলতে থাকলে কোন্ ধরনের পরিবর্তন হয়?
ক) ভৌত পরিবর্তন খ) রাসায়নিক পরিবর্তন গ) ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন ঘ) কোন পরিবর্তন হয় না

৮) বাতাসে কত ভাগ অক্সিজেন রয়েছে?
ক) ০.০৩ ভাগ খ) ৭৮ ভাগ গ) ২১ ভাগ ঘ) ০.১ ভাগ

৯) পটাসিয়াম পারম্যাঙ্গানেট এক গ্লাস পানিতে দিলে পানির রং হবে-
ক) কালো খ) কমলা গ) বেগুনি ঘ) নীল

১০) যে পদার্থের ব্যাপন ঘটবে তার হার নির্ভর করে ঐ পদার্থের-
ক) ঘনত্বের উপর খ) আয়তনের উপর গ) আকারের উপর ঘ) কোনটিই নয়

১১) আন্তঃঅভিস্রবণ বলতে কী বোঝায়?
ক) দ্রাবক অণু কোষের ভিতর থেকে বাহিরে আসে
খ) দ্রাবণ অণু কোষের বাহির থেকে ভিতরে যায়
গ) দ্রব অণু কোষের ভিতর থেকে বাহিরে আসে
ঘ) দ্রব অণু কোষের বাহির থেকে ভিতরে যায়

১২) উদ্ভিদ মূলরোম দিয়ে পানি শোষণ করে কোন্ পদ্ধতিতে?
ক) অভিস্রবণ খ) ইমবাইবিশন গ) রসস্ফীতি ঘ) ব্যাপন

১৩) অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে বীজের-
ক) ব্যাপন প্রক্রিয়ার উপর খ) অভিস্রবণের উপর গ) পানি শোষণের উপর ঘ) সবগুলো

১৪) কৈশিক পানি বলতে কি বোঝায়?
ক) কোষ মধ্যস্থ পানি খ) কোষের ফাঁকের পানি গ) পাতার পানি ঘ) মাটির কণার ফাঁকের পানি

১৫) নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না?
ক) নিউক্লিওলাস খ) ক্রোমোসোম গ) নিউক্লিওপ্লাজম ঘ) গলগি বডি

১৬) মানুষের শরীরে কত জোড়া ক্রোমোসোম থাকে?
ক) ২২ জোড়া খ) ২৩ জোড়া গ) ২০ জোড়া ঘ) ২১ জোড়া

১৭) একটি ইলেকট্রনে চার্জের পরিমাণ হল-
ক)১.৭×১০ কুলম্ব খ) ৯×১০১০ কুলম্ব গ) ১.৬০৯×১০১৯ কুলম্ব ঘ) ১.৬০৯×১০ কুলম্ব

১৮) হাইড্রোজেনের পরমাণুতে কোনটি নেই?
ক) ইলেকট্রন খ) প্রোটন গ) নিউট্রন ঘ) কোনটিই নয়

১৯) পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?
ক) গাউস খ) গে লুস্যাক গ) জন ডাল্টন ঘ) ডেমোক্রিটাস

২০) ১ গ্রাম হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা-
ক)১×১০২৩×১০২৩ খ) ৬.০২×১০২৩ গ) ৩.০১×১০২৩ ঘ) ১৪.০৪×১০২৩




উত্তর: ১. গ, ২. ক, ৩. খ, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. গ, ৮. গ, ৯. গ, ১০. ক, ১১. খ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. গ, ১৮. গ, ১৯. গ, ২০. খ

Sunday, February 3, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৩


বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-৩



১) আবহাওয়ার আর্দ্রতা নির্ভর করে-
ক) বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির উপর
খ) অক্সিজেনের উপর
গ) বৃষ্টিপাতের উপর
ঘ) কাপড় শুকানোর পরিমাণের উপর

২) প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ কী ত্যাগ করে?
ক) কার্বন ডাই-অক্সাইড খ) পানি গ) অক্সিজেন ঘ) বাড়তি খাদ্য

৩) জু-প্ল্যাংটন কি?
ক) আণুবীক্ষণিক প্রাণী খ) ভাইরাস গ) আণুবীক্ষণিক উদ্ভিদ ঘ) ব্যাকটেরিয়া

৪) ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে-
ক) সিলভার ব্রোমাইডের খ) সিলভার ক্লোরাইডের গ) সিলভার আয়োডাইডের ঘ) সিলভার ফ্লোরাইডের

৫) একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর-
ক) বৈদ্যুতিক রোধ বেড়ে যায় খ) বৈদ্যুতিক রোধ কমে যায় গ) বৈদ্যুতিক রোধ অপরিবর্তিত থাকে ঘ) কোনটিই সত্য নয়

৬) নিচের বস্তুগুলোর মধ্যে কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
ক) লোহা খ) রবার গ) রূপা ঘ) তামা

৭) সাবমেরিনের নাবিকেরা পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে-
ক) টেলিস্কোপের সাহায্যে খ) মাইক্রোস্কোপের সাহায্যে গ) পেরিস্কোপের সাহায্যে ঘ) স্যাটেলাইটের সাহায্যে

৮) চোখের সাথে মিল আছে কোনটির?
ক) অণুবীক্ষণ যন্ত্র খ) ক্যামেরা গ) টেলিভিশন ঘ) দূরবীক্ষণ যন্ত্র

৯) মডেমের মধ্যে থাকে-
ক) একটি মডুলেটর খ) একটি এনকোডার গ) একটি কোডেক ঘ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর

১০) ভোল্টেজ পরিমাপ করার জন্য নিচের কোন্ তড়িৎ যন্ত্রটি ব্যবহৃত হয়?
ক) পটেনশিও মিটার খ) ভোল্টমিটার গ) অ্যামিটার ঘ) গ্যালভানোমিটার

১১) মানুষের দর্শানুভূতির স্থায়িত্বকাল-
ক) ১০ সেকেন্ড খ) ০.১ সেকেন্ড গ) ০.১ সেকেন্ড ঘ) ০.০০১ সেকেন্ড

১২) দানাযুক্ত এবং সচ্ছিদ্র মাটি কোন্ কাজের জন্য উপযোগী?
ক) পলিমাটি ধরে রাখার জন্য খ) ঘর বাড়ি তৈরির জন্য গ) কৃষি কাজের জন্য ঘ) এঁটেল ও বেলে মাটি ধরে রাখার জন্য

১৩) অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র দিনের বেলায়-
ক) খোলা থাকে খ) বন্ধ থাকে গ) উভয় অবস্থায় ঘ) কোনটিই নয়

১৪) www দিয়ে বুঝানো হয়-
ক) world wide web খ) world wide wonder গ) world wet web ঘ) wide wide web

১৫) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে অপরিহার্য উপাদান নয়-
ক) ক্লোরোফিল খ) পানি গ) কার্বন ডাই-অক্সাইড ঘ) জৈব সার

১৬) প্রস্বেদন না হলে গাছ-
ক) পুড়ে যেত খ) শুকিয়ে যেত গ) বৃদ্ধি পেত না ঘ) মরে যেত

১৭) সবচেয়ে হালকা পদার্থ-
ক) হাইড্রোজেন খ) লিথিয়াম গ) রেডিয়াম ঘ) ব্রোমিন

১৮) কোন্ ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?
ক) দস্তা খ) সিসা গ) লোহা ঘ) পারদ

১৯) ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কী?
ক) সোডিয়াম খ) সেলিনিয়াম গ) মলিবডেনাম ঘ) রুবিয়াম

২০) Name of the cu-ore is-
ক) Pyrite খ) Cassiteritl গ) Chalcopyrite ঘ) Lazurite  




উত্তর: ১. ক, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯. ঘ, ১০. খ, ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ক, ১৭. ক, ১৮. ঘ, ১৯. খ, ২০. গ