Sunday, December 9, 2018

মাদারীপুর (Madaripur) জেলা

মাদারীপুর জেলা




প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,১২৫.৬৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে শরীয়তপুর জেলা এবং পশ্চিমে গোপালগঞ্জ।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- মাদারীপুর সদর, শিবচর, রাজৈব ও কালকিনি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- মাদারীপুর, শিবচর, কালকিনি ও রাজৈব।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৫৯টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,০৬২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জ্যোতিময়।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা ও পুরাতন কুমার।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: শাহ মাদারের দরগাহ, আউলিয়াপুর নীলকুঠি, পর্বতের বাগান, মাদারীপুর লেক, রাজারাম মন্দির প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: ফণীভূষণ মজুমদার (রাজনীতিবিদ), রাজিয়া মাহবুব, এম আজিজুর রহমান, রশীদ তালুকদার, সরদার আবুল ফজল, সুনীল গঙ্গোপাধ্যায় (সাহিত্যিক), কাজী আনোয়ার হোসেন, ডা. জোহরা বেগম কাজী [জন্ম মধ্য প্রদেশ; ভারত], হাজী শরীয়তুল্লাহ (ফরায়েজী আন্দোলনের নেতা) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ২১৮. মাদারীপুর-১, ২১৯. মাদারীপুর-২ ও ২২০. মাদারীপুর-৩।

No comments:

Post a Comment