Tuesday, March 26, 2019

অষ্টম শ্রেণী: গণিত: দ্বিতীয় অধ্যায়: মুনাফা: লেকচার-০৩ (অনুশীলনীর সমাধান: ১-৭)


অনুশীলনী: ২.১

১) একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত?

সমাধান:
খুচরা বিক্রেতার ২০% লাভে বিক্রয়মূল্য ১০০+২০ = ১২০ টাকা।
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৫৭৬)/১২০ টাকা = ৪৮০ টাকা।

প্রশ্নানুযায়ী আমরা পাই, খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য।

২০% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য ১০০+২০ = ১২০ টাকা।

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৪৮০)/১২০ = ৪০০ টাকা।

উত্তর: ৪০০ টাকা।



ভিডিও লেকচার দেখুন: 



২) একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫.০০ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতো।

সমাধান:
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য ১০০-৫ = ৯৫ টাকা
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯৫ টাকা
বিক্রয়মূল্য ২৩৭৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০×২৩৭৫)/৯৫ = ২৫০০ টাকা।

এখন,
৬% লাভে বিক্রয়মূল্য ১০০+৬ = ১০৬ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে ৬% লাভে বিক্রয়মূল্য ১০৬ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে ৬% লাভে বিক্রয়মূল্য ১০৬/১০০ টাকা
ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে ৬% লাভে বিক্রয়মূল্য (১০৬×২৫০০)/১০০ = ২৬৫০ টাকা

উত্তর: ২৬৫০ টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হবে।


৩) ৩০ টাকায় ১০টি দরে ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে।

সমাধান:
এখানে,
১০, ১৫ ও ১২ এর ল.সা.গু. = ৬০
ধরি, প্রত্যেক দরের ৬০টি করে কলা ক্রয় করা হলো।
এখন,
১০ টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা
১ টি কলার ক্রয়মূল্য ৩০/১০ টাকা
৬০ টি করার ক্রয়মূল্য ৩×৬০ = ১৮০ টাকা

আবার,
১৫ টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা
১ টি কলার ক্রয়মূল্য ৩০/১৫ টাকা
৬০ টি করার ক্রয়মূল্য ২×৬০ = ১২০ টাকা

সুতরাং (৬০+৬০)টি বা ১২০ টি কলার ক্রয়মূল্য = ১৮০+১২০ = ৩০০ টাকা।

এখন,
১২ টি কলার বিক্রয়মূল্য ৩০ টাকা
১ টি কলার বিক্রয়মূল্য ৩০/১২ টাকা
১২০ টি কলার বিক্রয়মূল্য (৩০×১২০)/১২ = ৩০০ টাকা

যেহেতু ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান
সুতরাং লাভ বা ক্ষতি কোনোটিই হবে না।


৪) বার্ষিক শতকরা হার ১০.৫০ টাকা হলে, ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে?

সমাধান:
এখানে, আসল P = ২০০০ টাকা।
মুনাফার হার r = ১০.৫০% = ১০.৫০/১০০
সময় n = ৫ বছর
মুনাফা I = ?

আমরা জানি,
I = Prn = ২০০০×(১০.৫০/১০০)×৫ = ১০৫০ টাকা।

উত্তর: ১০৫০ টাকা।


৫) বার্ষিক মুনাফা শতকরা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, ৩০০০ টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে?

সমাধান:
এখানে,
এখানে, আসল P = ৩০০০ টাকা।
মুনাফার হার r1 = ১০% = ১০/১০০
মুনাফার হার r2 = ৮% = ৮/১০০
সময় n = ৩ বছর
মুনাফা I1 = ?
মুনাফা I2 = ?

আমরা জানি,
I1 = Pr1n = ৩০০০×(১০/১০০)×৩ = ৯০০ টাকা।
এবং
I2 = Pr2n = ৩০০০×(৮/১০০)×৩ = ৭২০ টাকা।

সুতরাং মুনাফা কম হবে ৯০০–৭২০ = ১৮০ টাকা।

উত্তর: ১৮০ টাকা।


৬) বার্ষিক শতকরা মুনাফা কত হলে, ১৩০০০ টাকা ৫ বছরে মুনাফা আসলে ১৮৮৫০ টাকা হবে?

সমাধান:
এখানে, আসল P = ১৩০০০ টাকা
আসল-মুনাফা A = ১৮৮৫০ টাকা
মুনাফা I = A – P = ১৮৮৫০-১৩০০০ = ৫৮৫০ টাকা
মুনাফার হার r = ?
সময় n = ৫ বছর

আমরা জানি,
I = Prn
r = I/Pn = ৫৮৫০/(১৩০০০×৫) = ০.০৯ = ০.০৯×১০০(১/১০০) = ৯% [যেহেতু (১/১০০) = %]


৭) বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে?

সমাধান:
মনে করি, আসল P টাকা
সুতরাং ৮ বছরের মুনাফা-আসল A = ২P টাকা
সুতরাং ৮ বছরের মুনাফা I = A – P = ২P – P = P
সময় n = ৮ বছর
মুনাফার হার r = ?

আমরা জানি,
I = Prn
r = I/Pn = P/(P×৮) = ১/৮ = ১/৮×{১০০(১/১০০)} = ২৫/২% = ১২.৫%

No comments:

Post a Comment