Showing posts with label রাজশাহী বিভাগ. Show all posts
Showing posts with label রাজশাহী বিভাগ. Show all posts

Friday, April 3, 2020

করোনা থেকে সুস্থ হয়েই বিশাল হাসপাতাল খুললেন প্রিন্স চার্লস


প্রাণঘাতী করোনাভাইসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ প্রিন্স চার্লস। সুস্থ হওয়ার পর আজ শুক্রবার পূর্ব লন্ডনে বড় একটি হাসপাতালের উদ্ভোধন করেছেন তিনি। শুধুমাত্র করোনাভা্ইরাসে আক্রান্তদের এই হাসপাতালটিতে চিকিৎসা দেয়া হবে।

সিএনএনের বরাতে জানা যায়, পূর্ব লন্ডনে অবস্থিত এক্সেল কনফারেন্স সেন্টারকে হাসপাতালে পরিণত করা হয়েছে। এর নাম দেয়া হয়েছে এনএইচএস নাইটিঙ্গেল হাসপাতাল। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) তত্তাবধানে এটি পরিচালিত হবে। আজ শুক্রবার এক ভিডিও কনফারেন্সে এর উদ্ভোধন করেন চার্লস।

চার্লস বলেন, আমার ভাগ্য ভালো আমি মৃদু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। আইসোলেশনে থেকে সুস্থ হয়েছি। এরকম ভাগ্য অনেকেরই হয় না। করোনার সংক্রমণে তীব্র যন্ত্রণা অনুভব করতে হয় অনেককেই। তাদের সহযোগিতার জন্যই নাইটিঙ্গেল হাসপাতাল। এই হাসপাতাল আক্রান্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করে যাবে।

তিনি আরো বলেন, ভেন্টিলেটর সুবিধাসহ ৫০০ বেড থাকছে এই হাসপাতালে। যখন চালু হয়ে যাবে তখন একসঙ্গে চার থেকে পাঁচ হাজার মানুষকে চিকিৎসা সুবিধা দেয়া যাবে।


গত সপ্তাহ করোনাভাইরাসে আক্রান্ত হন চার্লস। এরপর তিনি স্কটল্যান্ডের বিরখাইলে তার আবাস্থলে আইসোলেশনে চলে যান। সুস্থ হয়ে সেখান থেকেই কাজ করে যাচ্ছেন। আজ শুক্রবার ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে এই প্রথম কেউ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোনো কিছু উদ্ভোধন করা হলো।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৩৮ হাজার ১৬৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যু হয়েছে তিন হাজার ৬০৫ জনের।

Monday, December 17, 2018

জয়পুরহাট (Joypurhat০) জেলা

জয়পুরহাট জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,০১২.৪১ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: জয়পুরহাট জেলার উত্তরে দিনাজপুর জেলা, দক্ষিণে বগুড়া ও নওগাঁ জেলা, পূর্বে গাইবান্ধা ও বগুড়া জেলা এবং পশ্চিমে নওগাঁ জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- জয়পুরহাট সদর, ক্ষেতলাল, আক্কেলপুর, কালাই ও পাঁচবিবি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- জয়পুরহাট, পাঁচবিবি, কালাই, আক্কেলপুর ও ক্ষেতলাল।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৮৮৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: সন্দীপন।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: যমুনা, হারাবতি, তুলসিগঙ্গা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: জামালগঞ্জের কয়লা খনি, জয়পুরহাট চিনিকল প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কবি আতাউর রহমান, খুরশীদ আলম (কণ্ঠশিল্পী), দিলরুবা খানম (কণ্ঠশিল্পী) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ৩৪. জয়পুরহাট-১ ও ৩৫. জয়পুরহাট-২।

Sunday, December 16, 2018

বগুড়া (Bogura) জেলা

বগুড়া জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮২১ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৮৯৮.৬৮ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: বগুড়া জেলার উত্তরে গাইবান্ধা জেলা ও জয়পুরহাট জেলা, দক্ষিণে নাটোর ও সিরাজগঞ্জ জেলা, পূর্বে জামালপুর জেলা, পশ্চিমে নওগাঁ জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১২টি- বগুড়া সদর, শেরপুর, আদমদীঘি, নন্দীগ্রাম, শিবগঞ্জ, কাহালু, ধুনট, গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা, দুপচাঁচিয়া ও শাহজাদপুর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ১২টি- বগুড়া, শেরপুর, দুপচাঁচিয়া, শান্তাহার, সোনাতলা, শিবগঞ্জ, নন্দীগ্রাম, গাবতলী, সারিয়াকান্দি, ধুনট, কাহালু ও তালোড়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১০৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,৬১৮টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উদয়নে।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: যমুনা, করতোয়া, নাগর, বাঙালি প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: মহাস্থানগড়, বেহুলা লখিন্দরের বাসরঘর, শাহ সুলতান বলখী (র.)-এর মাজার প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: সা’দত আলী আখন্দ (সাহিত্যিক), এম.আর [মুস্তাফা রওশন] আখতার মুকুল (‘চরমপত্র’-এর কথক), উইং কমান্ডার এম কে (মোহাম্মদ খাদেমুল) বাশার (৬নং সেক্টর কমান্ডার), লে. জে. জিয়াউর রহমান (সাবেক রাষ্ট্রপতি), মোহাম্মদ আলী (পাকিস্তানের প্রধানমন্ত্রী), কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস [জন্ম গাইবান্ধা] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- ৩৬. বগুড়া-১, ৩৭. বগুড়া-২, ৩৮. বগুড়া-৩, ৩৯. বগুড়া-৪, ৪০. বগুড়া-৫, ৪১. বগুড়া-৬ ও ৪২. বগুড়া-৭।

সিরাজগঞ্জ (Sirajganj) জেলা

সিরাজগঞ্জ জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৪০২.০৫ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: সিরাজগঞ্জ জেলার পূর্বে যমুনা নদী ও টাঙ্গাইল জেলা এবং জামালপুর জেলা, পশ্চিমে পাবনা, বগুড়া ও নাটোর জেলা, উত্তরে বগুড়া জেলা ও দক্ষিণে পাবনা জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, উল্লাপাড়া, চৌহালি, কাজীপুর, কামারখন্দ, তাড়াশ, বেলকুচি ও শাহজাদপুর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- সিরাজগঞ্জ, শাহজাদপুর, উল্লাপাড়া, কাজীপুর, রায়গঞ্জ, বেলকুচি ও তাড়াশ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৮৩টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,০১৬টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: প্রদীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: যমুনা, করতোয়া, বড়াল প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: মক্কা আউলিয়া মসজিদ, এনায়েতপুরের খাজা পীর সাহেবের মাজার, বেহুলার বাড়ি, শিবমন্দির, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: ক্যাপ্টেন এম. মনসুর আলী (প্রথম অর্থমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী), সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (কবি ও ঔপন্যাসিক), কবি মহাদেব সাহা, আবদুর রশিদ তর্কবাগীশ (রাজনীতিবিদ), মওলানা আবদুল হামিদ খান ভাসানী (রাজনীতিবিদ), আবদুল্লাহ আল মুতি শরফুদ্দীন (শিক্ষাবিদ), আবু হেনা মোস্তফা কামাল (শিক্ষাবিদ ও কবি) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ৬২. সিরাজগঞ্জ-১, ৬৩. সিরাজগঞ্জ-২, ৬৪. সিরাজগঞ্জ-৩, ৬৫. সিরাজগঞ্জ-৪, ৬৬. সিরাজগঞ্জ-৫ ও ৬৭. সিরাজগঞ্জ-৬।

পাবনা (Pabna ) জেলা

পাবনা জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৬ অক্টোবর ১৮২৮ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৩৭৬.১৩ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে নাটোর ও সিরাজগঞ্জ জেলা, পূর্বে মানিকগঞ্জ ও সিরাজগঞ্জ, দক্ষিণে পদ্মানদী, রাজবাড়ি ও কুষ্টিয়া জেলা এবং পশ্চিমে নাটোর ও কুষ্টিয়া জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- পাবনা সদর, সাথিয়া, ঈশ্বরদী, চাটমোহর, সুজানগর, ফরিদপুর, আটঘরিয়া, ভাঙ্গুড়া ও বেড়া।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- পাবনা, বেড়া, ঈশ্বরদী, সুজানগর, চাটমোহর, ভাঙ্গুড়া, সাথিয়া, ফরিদপুর ও আটঘরিয়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭৪টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৫৬২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: প্রদীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: যমুনা, পদ্মা, আত্রাই, বড়াল, ইছামতি প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: হেমায়েতপুর মানসিক হাসপাতাল, হার্ডিঞ্চ ব্রিজ, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মোহাম্মদ ফজলে রাব্বী (শহীদ বুদ্ধিজীবী), এ.কে. [আবদুল করিম] খন্দকার (বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান), অধ্যাপক আবু সাইয়িদ, জিয়া হায়দার (কবি ও নাট্যকার), চলচ্চিত্র পরিচালক ফতেহ লোহানী [জন্ম কলকাতা], বন্দে আলী মিয়া (কবি), সরদার জয়েনউদ্দিন (কথাসাহিত্যিক), চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক [জন্ম ঢাকা], সাহিত্যিক প্রমথ চৌধুরী [জন্ম যশোর] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ৬৮. পাবনা-১, ৬৯. পাবনা-২, ৭০. পাবনা-৩, ৭১. পাবনা-৪ ও ৭২. পাবনা-৫।

Saturday, December 15, 2018

নাটোর (Natore) জেলা

নাটোর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৯০০.১৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: নাটোর জেলার উত্তরে বগুড়া ও নওগাঁ জেলা, পূর্বে সিরাজগঞ্জ ও পাবনা জেলা, দক্ষিণে পাবনা ও কুষ্টিয়া জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- নাটোর নদর, গুরুদাসপুর, লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম, সিংড়া ও নলডাঙ্গা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- নাটোর, সিংড়া, গুরুদাসপুর, বনপাড়া, বড়াইগ্রাম, নলডাঙ্গা, গোপালপুর ও বাগাতিপাড়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৫২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৩৫১টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: গণশিক্ষা পরিষদ।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: আত্রাই, বড়াল, নাগর, তুলসী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: উত্তরা গণভবন (সাবেক দীঘাপাতিয়া রাজপ্রাসাদ), চলনবিল, নর্থ বেঙ্গল সুগার মিল, বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: হযরত কুবির শাহ (র), মহারানী ভবানী, হেমেন্দ্র কুমার রায়, রাজা প্রসন্ন নাথ রায় প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ৫৮. নাটোর-১, ৫৯. নাটোর-২, ৬০. নাটোর-৩ ও ৬১. নাটোর-৪।

নওগাঁ (Naogaon) জেলা

নওগাঁ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৪৩৫.৬৫ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: নওগাঁ জেলার পূর্বে বগুড়া ও জয়পুরহাট জেলা, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে রাজশাহী ও নাটোর জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১১টি- নওগাঁ সদর, পত্নীতলা, আত্রাই, রানীনগর, মহাদেবপুর, পোরশা, ধামুরহাট, মান্দা, নিয়ামতপুর, সাপাহার ও বদলগাছি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- নওগাঁ, নজীপুর ও ধামুরহাট।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৯৯টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,৭৭৯টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উজ্জ্বীবিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: আত্রাই, তুলসী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: পাহাড়পুর বৌদ্ধবিহার, জগদ্দল বিহার, কুসুম্বা মসজিদ, হলুদ বিহার প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কবি তালিম হোসেন, কবি দেওয়ান নাসিরুদ্দীন আহম্মেদ, আখতার হামিদ সিদ্দিকী (সাবেক ডেপুটি স্পিকার), মোহাম্মদ বায়তুল্লা (রাজনীতিবিদ) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ৪৬. নওগাঁ-১, ৪৭. নওগাঁ-২, ৪৮. নওগাঁ-৩, ৪৯. নওগাঁ-৪, ৫০. নওগাঁ-৫ ও ৫১. নওগাঁ-৬।

চাঁপাইনবাবগঞ্জ (Chapainawabganj) জেলা

চাঁপাইনবাবগঞ্জ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জের পূর্ব নাম কি?
উত্তর: নবাবগঞ্জ (১ আগস্ট ২০০১ নামকরণ করা হয় চাঁপাইনবাবগঞ্জ)।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৭০২.৫৫ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ জেলার উত্তরে নওগাঁ জেলা, দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, পূর্বে রাজশাহী ও নওগাঁ জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- নবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, রহনপুর ও নাচোল।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৪৫টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,১৩৫টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: আলোকন।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা, যমুনা, মহানন্দা, পুনর্ভবা, নন্দগুজা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ছোট সোনা মসজিদ, আম গবেষণা কেন্দ্র, নাচোল রাজবাড়ি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: হযরত শাহ নেয়ামতুল্লা (র), অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ, হযরত বুলন্দ শাহ (র), মুন্সী নাসির উদ্দিন প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ৪৩. চাঁপাইনবাবগঞ্জ-১, ৪৪. চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৪৫. চাঁপাইনবাবগঞ্জ-৩।

রাজশাহী (Rajshahi) জেলা

রাজশাহী জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭৭২ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৪২৫.৩৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: রাজশাহী জেলার মেট্রোপলিটন পুলিশ থানা কতটি ও কি কি?
উত্তর: ১২টি- বোয়ালিয়া, মতিহার, রাজপাড়া, শাহ্ মখদুম, চন্দ্রিমা, কাশিয়াডাঙ্গা, কাটাখালি, বিমানবন্দর, পবা, কর্ণহার, দামকুড়া ও বেলপুকুর।

প্রশ্ন: রাজশাহী জেলার মেট্রোপলিটন বহির্ভূত পুলিশ থানা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- গোদাগাড়ী, বাঘমারা, তানোর, পুটিয়া, চারঘাট, বাঘা, মোহনপুর ও দুর্গাপুর।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে নওগাঁ জেলা, পূর্বে নাটোর জেলা, দক্ষিণে পদ্মা নদী, ভারতের পশ্চিমবঙ্গ ও কুষ্টিয়া জেলা এবং পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- বাঘা, পুটিয়া, পবা, বাঘমারা, তানোর, মোহনপুর, চারঘাট, গোদাগাড়ী ও দুর্গাপুর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ১৪টি- তাহেরপুর, গোদাগাড়ী, নওগাটা, বাঘা, মুণ্ডুমালা, কাকনহাট, কাটাখালী, ভবানীগঞ্জ, দুর্গাপুর, কেশরহাট, চারঘাট, তানোর, আড়ানী ও পুটিয়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭১টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৭২৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: সন্দীপন।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা, আত্রাই ও মহানন্দা।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: পোরশা জমিদার বাড়ি, পুঠিয়া রাজবাড়ি, বড়কুঠি, সিরইল রেশম-নীল ব্যবসায়ীদের কীর্তি, বাঘা ছোট সোনা মসজিদ, হযরত শাহ মখদুম (র)-এর মাজার, শিব মন্দির, বরেন্দ্র অনুসন্ধান সমিতি জাদুঘর, পুলিশ ট্রেনিং একাডেমী, চিড়িয়াখানা, পদ্মা নদীর বাঁধ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান, বাংলাদেশ পুলিশ একাডেমী প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান (রাজনীতিবিদ), হযরত শাহ মখদুম, হযরত তারকান শাহ, খান বাহাদুর সরদার হাফিজ, বিনোদবিহারী রায়, কবি মীর আজিজুর রহমান, মৌলানা মাদার বখশ প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ৫২. রাজশাহী-১, ৫৩. রাজশাহী-২, ৫৪. রাজশাহী-৩, ৫৫. রাজশাহী-৪, ৫৬. রাজশাহী-৫ ও ৫৭. রাজশাহী-৬।