Showing posts with label বাংলাদেশের মুক্তিযুদ্ধ. Show all posts
Showing posts with label বাংলাদেশের মুক্তিযুদ্ধ. Show all posts

Friday, November 30, 2018

বাংলাদেশের মুক্তিযুদ্ধ


স্বাধীনতা ঘোষণা

প্রশ্ন: কোন্ তারিখে, কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বারোটার পর অর্থাৎ ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন

প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় কবে?
উত্তর: ২৬ মার্চ ১৯৭১

প্রশ্ন: ২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন কিসের মাধ্যমে?
উত্তর: ওয়ারলেসের মাধ্যমে।

প্রশ্ন: আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
উত্তর: ১০ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
উত্তর: ১০ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল কবে?
উত্তর: ১০ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন: হানাদার পাকিস্তানি সৈন্যরা কবে বঙ্গবন্ধুর ধানমণ্ডির বাড়ি আক্রমণ করে?
উত্তর: ২৫ মার্চ ১৯৭১।

প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম কারা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে?
উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

প্রশ্ন: স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?
উত্তর: অধ্যাপক এম ইউসুফ আলী।

প্রশ্ন: স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা কে?
উত্তর: ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম।

প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়?
উত্তর: মুজিবনগর (মেহেরপুর)।


মুক্তিযুদ্ধের সেক্টর

প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
উত্তর: ১১টি। (বিভক্ত করেন কর্নেল এম এ জি ওসমানী)

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় সারা দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল কবে?
উত্তর: ১১ জুলাই ১৯৭১। [ সূত্র: বাংলাদেশের সরকার ১৯৭১ (এইচটি ইমাম), পৃষ্ঠা ১৪৭]

প্রশ্ন: ঢাকা জেলা কোন্ সেক্টরের অধীনে ছিল?
উত্তর: ২নং ও ৩নং।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন্ সেক্টরের অধীনে ছিল?
উত্তর: ২নং সেক্টর।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় নৌ-বাহিনী কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তর: ১০নং সেক্টর।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের নৌ সেক্টর কোনটি?
উত্তর: ১০নং সেক্টর (এ সেক্টরে নিয়মিত কমান্ডার ছিল না)।

প্রশ্ন: কোন্ সেক্টর সরাসরি প্রধান সেনাপতির অধীনে ছিল?
উত্তর: ১০নং সেক্টর।

প্রশ্ন: মুজিবনগর কোন্ সেক্টরের অধীন ছিল?
উত্তর: ৮নং সেক্টর।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সাব-সেক্টর ছিল কতটি?
উত্তর: ৬৪টি।


বাংলাদেশ মুক্তিবাহিনী

প্রশ্ন: বাংলাদেশ সরকার যুদ্ধ পরিচালনার জন্য কবে সমগ্র বাংলাদেশ ৪টি যুদ্ধাঞ্চলে বিভক্ত করে?
উত্তর: ১০ এপ্রিল ১৯৭১।
৪টি যুদ্ধাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ছিলেন:
চট্টগ্রাম অঞ্চল: মেজর জিয়াউর রহমান 
কুমিল্লা অঞ্চল: মেজর খালেদ মোশাররফ
সিলেট অঞ্চল: মেজর কে এম সফিউল্লাহ
দক্ষিণ পশ্চিম অঞ্চল: মেজর আবু ওসমান চৌধুরী
পরবর্তীতে দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে বিভক্ত করে রাজশাহী অঞ্চলে মেজর নাজমুল হক, দিনাজপুর অঞ্চলে মেজর নওয়াজেস উদ্দিন এবং খুলনা অঞ্চলে মেজর জলিলকে দায়িত্ব দেয়া হয়।

মুক্তিবাহিনী সদর দপ্তর
প্রধান সেনাপতি: কর্নেল এম এ জি ওসমানী
সেনাবাহিনী প্রধান: কর্নেল আবদুর রব
বিমানবাহিনী প্রধান ও উপ-সেনাপ্রধান: গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
ডাইরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস: মেজর শামছুল আলম


ব্রিগেড সংগঠন

প্রশ্ন: কে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে নিয়মিত ব্রিগেড গঠন করেন?
উত্তর: প্রধান সেনাপতি কর্নেল এম এ জি ওসমানী।

প্রশ্ন: সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য কতটি নিয়মিত ব্রিগেড গঠন করা হয়?
উত্তর: ৩টি। (জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স)

জেড ফোর্স
প্রশ্ন: জেড ফোর্স ব্রিগেড কবে গঠন করা হয়?
উত্তর: ৭ জুলাই ১৯৭১।

প্রশ্ন: কার নামানুসারে জেড ফোর্স গঠন করা হয়?
উত্তর: লে. কর্নেল জিয়াউর রহমান।

প্রশ্ন: জেড ফোর্সের অন্তর্ভূক্ত ছিল কি কি?
উত্তর: ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ২ ফিল্ড ব্যাটারি আর্টিলারি ও একটি সিগন্যাল কোম্পানি।

প্রশ্ন: ৭১ পর্যন্ত জেড ফোর্স কোথায় যুদ্ধ করে?
উত্তর: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও রৌমারী এলাকায়।

প্রশ্ন: অক্টোবর থেকে চূড়ান্ত বিজয় পর্যন্ত তারা কোথায় যুদ্ধ করে?
উত্তর: সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার এলাকায়।

কে ফোর্স
প্রশ্ন: কে ফোর্স বিগ্রেড কবে গঠন করা হয়?
উত্তর: সেপ্টেম্বর ১৯৭১।

প্রশ্ন: কার নামানুসারে কে ফোর্স ব্রিগেড গঠন করা হয়?
উত্তর: লে. কর্নেল খালেদ মোশাররফ।

প্রশ্ন: কে ফোর্সের অন্তর্ভূক্ত ছিল কি কি?
উত্তর: ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ১ ফিল্ড ব্যাটারি (মুজিব ব্যাটারি) আর্টিলারি ও একটি সিগন্যাল কোম্পানি।

এস ফোর্স
প্রশ্ন: কবে এস ফোর্স ব্রিগেড গঠন করা হয়?
উত্তর: অক্টোবর ১৯৭১।

প্রশ্ন: এস ফোর্স কার নামানুসারে গঠন করা হয়?
উত্তর: লে. কর্নেল কে এম সফিউল্লাহ।

প্রশ্ন: এস ফোর্সের অন্তর্ভূক্ত ছিল কি কি?
উত্তর: ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।


রাজনৈতিক যুদ্ধ অঞ্চল

প্রশ্ন: সমগ্র বাংলাদেশকে কতটি রাজনৈতিক যুদ্ধ অঞ্চলে বিভক্ত করা হয়?
উত্তর: ৪টি।
রাজনৈতিক যুদ্ধাঞ্চলের নিয়ন্ত্রণকারী নেতৃবৃন্দ
পূর্ব অঞ্চল: শেখ ফজলুল হক মনি ও আ স ম আবদুর রব
উত্তর অঞ্চল: সিরাজুল আলম খান ও মনিরুল ইসলাম
পশ্চিম অঞ্চল: জনাব আবদুর রাজ্জাক ও জনাব সৈয়দ আহমদ
দক্ষিণ অঞ্চল: তোফায়েল আহমদ ও কাজী আরেফ আহমেদ


স্বাধীন বাংলা ফুটবল দল

প্রশ্ন: স্বাধীন বাংলা ফুটবল দল কবে গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালে।

প্রশ্ন: স্বাধীন বাংলা ফুটবল দলের জন্ম হয় কেন?
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তুলতে।

প্রশ্ন: স্বাধীন বাংলা ফুটবল দল কত সদস্যবিশিষ্ট ছিল?
উত্তর: ৩৬ সদস্য।

প্রশ্ন: স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের বিভিন্ন স্থানে কতটি ম্যাচে অংশগ্রহণ করে?
উত্তর: ১৬টি (এর মধ্যে ১২টিতে জয়, ৩টিতে পরাজয় এবং ১টি ম্যাচে ড্র)।

প্রশ্ন: ১৬টি ম্যাচ থেকে কত আয় হয়?
উত্তর: সাড়ে তিন লাখ রুপি।

প্রশ্ন: ম্যাচ থেকে আয় হওয়া টাকা ব্যয় করা হয় কোন্ খাতে?
উত্তর: স্বাধীনতা যুদ্ধে।

প্রশ্ন: স্বাধীন বাংলা ফুটবল দলকে বাফুফে কবে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়?
উত্তর: ৪ জানুয়ারি ২০০৯।


সপ্তম নৌবহর

প্রশ্ন: সপ্তম নৌবহর কি?
উত্তর: পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি জাহাজ সমন্বয়ে গঠিত নৌবহর।

প্রশ্ন: সপ্তম নৌবহরে কয়েকটি জাহাজের সমন্বয়ে কি গঠন করা হয়?
উত্তর: ‘টাস্কেফোর্স-৭৪’।

প্রশ্ন: সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রে সজ্জিত টাস্কফোর্সটির নেতৃত্বদানকারী জাহাজটির নাম কি ছিল?
উত্তর: ইউএসএস এন্টারপ্রাইজ (১১২৩ ফুট বা ৩৪২.৩ মিটার)।

প্রশ্ন: USS Enterprise এর সামরিক নাম কি?
উত্তর: CVN-65 (পূর্বে নাম ছিল CVA (N)-65, এর ডাক নাম ‘Big E’ বা ‘Mobile Cheronobyl’ বা ‘Quarter Mile Island’)।

প্রশ্ন: স্বাধীনতাযুদ্ধকালে ভিয়েতনামের টংকিং উপসাগরে অবস্থানরত মার্কিন সপ্তম নৌবহর কেন, কবে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে?
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানকে সহায়তা করার জন্য; ৯ ডিসেম্বর ১৯৭১। [সূত্র: প্রথম আলো, ৯ ডিসেম্বর ২০০৭]


কনসার্ট ফর বাংলাদেশ

প্রশ্ন: কনসার্ট ফর বাংলাদেশ কি?
উত্তর: মুক্তিযুদ্ধকালে বাংলাদেশি শরণার্থীদের পক্ষে জনমত ও তহবিল সংগ্রহের জন্য আয়োজিত কনসার্ট।

প্রশ্ন: কনসার্ট ফর বাংলাদেশ কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ১ আগস্ট ১৯৭১ নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।

প্রশ্ন: কনসার্ট ফর বাংলাদেশ কার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়?
উত্তর: জর্জ হ্যারিসন।

প্রশ্ন: কনসার্ট ফর বাংলাদেশের প্রযোজনা করেন কে?
উত্তর: জর্জ হ্যারিসন ও অ্যালেন ক্লেইন।

প্রশ্ন: কনসার্ট ফর বাংলাদেশের পরিচালনা করেন কে?
উত্তর: সল সুইমার।

প্রশ্ন: কনসার্ট ফর বাংলাদেশের উদ্যোক্তা কে ছিলেন?
উত্তর: জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর।


স্বাধীন বাংলা বেতারকেন্দ্র

প্রশ্ন: স্বাধীন বাংলা বেতারকেন্দ্র কি?
উত্তর: মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র।

প্রশ্ন: স্বাধীন বাংলা বেতারকেন্দ্র প্রাথমিকভাবে যাত্রা শুরু করে কোথা থেকে?
উত্তর: চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র।

প্রশ্ন: পাকিস্তান বিমান বাহিনী কালুরঘাট বেতারকেন্দ্র লক্ষ্য করে কবে বোমা হামলা চালায়?
উত্তর: ৩০ মার্চ ১৯৭১।

প্রশ্ন: স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান কি কি?
উত্তর: চরমপত্র, রণাঙ্গন কথিকা, রক্ত স্বাক্ষর, মুক্তিবাহিনীর জন্য প্রচারিত অনুষ্ঠান অগ্নিশিক্ষা, দেশাত্মবোধক গান ইত্যাদি।

প্রশ্ন: ১৯৭১ সালের ৩০ মার্চের পর স্বাধীন বাংলা বেতার কোথা থেকে সম্প্রচার শুরু করে?
উত্তর: আগরতলা (ভারত)।

প্রশ্ন: স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের দ্বিতীয় পর্বের কাজ শুরু হয় কবে এবং কোথায়?
উত্তর: ৩ এপ্রিল ১৯৭১; ভারতের ত্রিপুরা রাজ্যে।

প্রশ্ন: কালুরঘাট বেতারকেন্দ্র কবে, কোথায় স্থানান্তর করা হয়?
উত্তর: ২৫মে ১৯৭১ , ভারতের কলকাতায়।

প্রশ্ন: স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ‘চরমপত্র’ অনুষ্ঠানের উপস্থাপক ও স্ক্রিপ্ট লেখক কে ছিলেন?
উত্তর: এম, আর আকতার মুকুল।

প্রশ্ন: কালুরঘাট বেতারকেন্দ্র থেকে কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়?
উত্তর: ২৬ মার্চ ১৯৭১।


মুক্তিযুদ্ধে গণমাধ্যম
বাংলাদেশ থেকে প্রকাশিত
জয় বাংলা : বাংলাদেশ সরকারের মুখপত্র।
বঙ্গবাণী : স্বাধীন বাংলার সাপ্তাহিক মুখপত্র।
স্বদেশ : জাতীয়তাবাদী বাংলার সাপ্তাহিক মুখপত্র।
বাংলাদেশ : সাপ্তাহিক মুখপত্র।
রণাঙ্গন : মুক্তিফৌজের সাপ্তাহিক মুখপত্র।
স্বাধীন বাংলা : স্বাধীন বাংলার সাপ্তাহিক মুখপত্র।
মুক্তিযুদ্ধ : পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) কমিউনিস্ট পার্টির সাপ্তাহিক মুখপত্র।
সোনার বাংলা : মুক্তিবাহিনীর সাপ্তাহিক মুখপত্র।
বিপ্লবী বাংলাদেশ : বরিশাল থেকে প্রকাশিত সাপ্তাহিক।
বাংলার মুখ : একটি সংবাদ নিবন্ধ সাপ্তাহিক।
মুক্ত বাংলা : বাংলাদেশ মুক্তিসংগ্রামে সিলেট জেলার নির্ভীক স্বাধীন সাপ্তাহিক মুখপত্র।
সাপ্তাহিক বাংলা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কণ্ঠস্বর।
দাবানল : মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতার সাপ্তাহিক মুখপত্র

Wednesday, November 28, 2018

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি


যুক্তফ্রন্ট

প্রশ্ন: যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?
উত্তর: ৪ ডিসেম্বর ১৯৫৩। [সূত্র: উচ্চ মাধ্যমিক পৌরনীতি, ২য় পত্র]

প্রশ্ন: প্রথমে যুক্তফ্রন্ট গঠিত হয় কোন চারটি দল নিয়ে?
উত্তর: আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল।

প্রশ্ন: যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়?
উত্তর: ২১ দফা।

প্রশ্ন: যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হন কে?
উত্তর: এ কে ফজলুল হক।

প্রশ্ন: যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল?
উত্তর: নৌকা।

প্রশ্ন: যুক্তফ্রন্ট সরকারের শেখ মুজিবুর রহমান কোন্ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
উত্তর: ১৪ মে ১৯৫৪ শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট মন্ত্রিসভার কৃষি, বন, সমবায় ও পল্লী মন্ত্রী নিযুক্ত হন। ৬ সেপ্টেম্বর ১৯৫৬ পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম ও দুর্নীতিদমন দপ্তরের মন্ত্রী নিযুক্ত হন।


১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন

প্রশ্ন: পূর্ব বাংলা প্রাদেশিক গণপরিষদের আসন সংখ্যা কত ছিল?
উত্তর: ৩০৯টি (মুসলিম আসন ২৩৭ এবং অমুসলিমদের জন্য সংরক্ষিত ৭২টি)।

প্রশ্ন: ১৯৫৪ সালের নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ৮-১২ মার্চ।

প্রশ্ন: ’৫৪-এর নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী মেনিফেস্টো ২১ দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।

প্রশ্ন: যুক্তফ্রন্ট গঠিত হয় কবে?
উত্তর: ৪ ডিসেম্বর ১৯৫৩।

প্রশ্ন: ’৫৪-এর নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
উত্তর: ২২৩টি (এছাড়া সংরক্ষিত থেকে ১৩টি)। [সূত্র: www.allbd.org]


ছয় দফা আন্দোলন

প্রশ্ন: ‘ছয় দফা কর্মসূচী’ কি?
উত্তর: পাকিস্তান শাসনামলে বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ছয়টি দাবি তথা বাংলার কৃষক-শ্রমিক-মজুর-মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ।

প্রশ্ন: শেখ মুজিব ছয় দফা কর্মসূচী কবে, কোথায় ঘোষণা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬। লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে। [সূত্র: www.allbd.org]

প্রশ্ন: পাকিস্তানের বিরোধীদলীয় নেতারা কবে লাহোরে জাতীয় সম্মেলন আহ্বান করে?
উত্তর: ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬।

প্রশ্ন: ঐতিহাসিক ‘ছয় দফা’ কে ঘোষণা করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন: ছয় দফা কোন্ তারিখে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে গৃহীত হয়?
উত্তর: ১৮ মার্চ ১৯৬৬।

প্রশ্ন: ছয় দফার দফাগুলো কি কি?
উত্তর: ১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি, ২. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, ৩. মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা, ৪. রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা, ৫. বৈদেশিক বাণিজ্যবিষয়ক ক্ষমতা ও ৬. আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।


আগরতলা ষড়যন্ত্র মামলা

প্রশ্ন: শেখ মুজিবকে প্রধান আসামী করে আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের করা হয়?
উত্তর: জানুয়ারি ১৯৬৮।

প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলা বিচারের জন্য গঠিত বিশেষ আদালতের বিচারপতি ছিলেন কে কে?
উত্তর: তিন সদস্যবিশিষ্ট এ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন অবাঙালি বিচারপতি এস এ রহমান। অপর দুজন- মুজিবুর রহমান খান ও মুকসুদুল হাকিম ছিলেন বাঙালি।

প্রশ্ন: কবে, কোথায় আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার কাজ শুরু হয়?
উত্তর: ১৯ জুন ১৯৬৮ কুর্মিটোলা সেনানিবাসে।

প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিল?
উত্তর: ৩৫জন।

প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়?
উত্তর: ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।

প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে পুলিশ হেফাজতে কবে গুলি করে হত্যা করা হয়?
উত্তর: ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯।


’৬৯-এর গণঅভ্যুত্থান

প্রশ্ন: পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান কত সালে হয়?
উত্তর: ১৯৬৯ সালে।

প্রশ্ন: ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচী ঘোষণা করে?
উত্তর: এগার দফা।

প্রশ্ন: ‘এগার দফা’ কখন ঘোষণা হয়?
উত্তর: ১৪ জানুয়ারি ১৯৬৯।

প্রশ্ন: ’৬৯-এর গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল কি ছিল?
উত্তর: আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং আইয়ুব খানের ক্ষমতা হস্তান্তর।

প্রশ্ন: গণঅভ্যুত্থান দিবস কবে?
উত্তর: ২৪ জানুয়ারি।

প্রশ্ন: কেন্দ্রীয় বা সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উত্তর: ৫ জানুয়ারি ১৯৬৯।

প্রশ্ন: পাকিস্তানের শাসনতান্ত্রিক সমস্যা সমাধান করার জন্য কবে, কোথায় রাজনৈতিক নেতাদের গোলটেবিল বৈঠক ডাকা হয়?
উত্তর: ১০ মার্চ ১৯৬৯, রাওয়ালপিণ্ডিতে।

প্রশ্ন: আইয়ুব কবে, কার হাতে ক্ষমতা হস্তান্তর করেন?
উত্তর: ২৫ মার্চ ১৯৬৯; আগা মাহম্মদ ইয়াহিয়া খানের হাতে।

প্রশ্ন: কবে ফিল্ড মার্শাল আইয়ুব খান পদত্যাগ করেন?
উত্তর: ২৫ মার্চ ১৯৬৯।

প্রশ্ন: কে, কবে পূর্ব পাকিস্তানের নাম ‘বাংলাদেশ’ করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; ৫ ডিসেম্বর ১৯৬৯।

প্রশ্ন: ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
উত্তর: চিলেকোঠার সেপাই।

প্রশ্ন: আসাদ কবে শহিদ হন?
উত্তর: ২০ জানুয়ারি ১৯৬৯।

প্রশ্ন: আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন্ বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: ইতিহাস বিভাগের।

প্রশ্ন: শহিদ আসাদের বাড়ি কোথায়?
উত্তর: নরসিংদী জেলার হাতিরদিয়ায়।

প্রশ্ন: শহিদ আসাদ দিবস কবে?
উত্তর: ২০ জানুয়ারি।

প্রশ্ন: আসাদকে নিয়ে কোন কবি কবিতা রচনা করেন এবং কবিতার নাম কি?
উত্তর: শামসুর রাহমান; আসাদের শার্ট।

প্রশ্ন: মতিউর রহমান পুলিশের গুলিতে নিহত হন কবে?
উত্তর: ২৪ জানুয়ারি ১৯৬৯।

প্রশ্ন: মতিউর রহমান কোন্ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন?
উত্তর: ঢাকার বকশীবাজারের নবকুমার ইনস্টিটিউটের।


’৭০-এর সাধারণ নির্বাচন

প্রশ্ন: পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদ বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ৭ ডিসেম্বর ১৯৭০ এবং কিছু আসনে ১৭ জানুয়ারি ১৯৭১।

প্রশ্ন: পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭ ডিসেম্বর।

প্রশ্ন: পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা ছিল কত?
উত্তর: ৩১০টি (এর মধ্যে সংরক্ষিত ১০টি)।

প্রশ্ন: প্রাদেশিক পরিষদের নির্বাচনের ফলাফল কি ছিল?
উত্তর: আওয়ামী লীগ ২৯৮ (সংরক্ষিত ১০টি সহ), পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ২, জামায়াত-ই-ইসলামী ১, নিজাম-ই-ইসলামী-১, ন্যাপ (ওয়ালী খান) ১ ও স্বতন্ত্র ৭টি।[স্বতন্ত্র ৭ জন সদস্য পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেয়ায় আওয়ামী লীগের মোট সদস্য সংখ্যা হয় ৩০৫।]

প্রশ্ন: পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ছিল কত?
উত্তর: ৩১৩টি (এর মধ্যে সংরক্ষিত ছিল ১৩টি)।

প্রশ্ন: পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল কত?
উত্তর: ১৬৯টি (এর মধ্যে সংরক্ষিত ৭টি)।

প্রশ্ন: পশ্চিম পাকিস্তানে জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল কত?
উত্তর: ১৪৪টি (৬টি সংরক্ষিত আসনসহ)।


অপারেশন সার্চলাইট ও জ্যাকপট

প্রশ্ন: ‘অপারেশন সার্চলাইট’ কি?
উত্তর: পাক হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশিদের ওপর বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞ।

প্রশ্ন: ‘অপারেশন সার্চলাইট’ কবে চালানো হয়?
উত্তর: ২৫ মার্চ ১৯৭১ (মধ্যরাতে)।

প্রশ্ন: অপারেশন জ্যাকপট কি?
উত্তর: পাকিস্তান হানাদার বাহিনীর বাংলাদেশে নৌপথের সৈন্য ও অন্যান্য সমর সরঞ্জাম পরিবহণের ব্যবস্থা বানচাল করা।

প্রশ্ন: অপারেশন জ্যাকপট কবে পরিচালনা করা হয়?
উত্তর: ১৫ আগস্ট ১৯৭১।