টাঙ্গাইল জেলা |
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ ডিসেম্বর ১৯৬৯ (দেশের ১৯তম জেলা)।
প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৪১৪.৩৫ বর্গকিলোমিটার।
প্রশ্ন: সীমা কি?
উত্তর: টাঙ্গাইল জেলার উত্তরে জামালপুর, দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ, পূর্বে ময়মনসিংহ
ও গাজীপুর এবং পশ্চিমে সিরাজগঞ্জ জেলা।
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১২টি- টাঙ্গাইল সদর, মধুপুর. মির্জাপুর, গোপালপুর, ভুয়াপুর, নাগরপুর, সখিপুর,
কালিহাতি, ঘাটাইল, বাসাইল, দেলদুয়ার ও ধনবাড়ী।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ১১টি- টাঙ্গাইল, ভুয়াপুর, ঘাটাইল, মির্জাপুর, গোপালপুর, মধুপুর, এলেঙ্গা,
কালিহাতি, সখিপুর, ধনবাড়ী ও বাসাইল।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১১০টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,৪৪৩টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উজ্জ্বীবিত।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: যমুনা, ধলেশ্বরী, বংশী প্রভৃতি।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: আতিয়া জামে মসজিদ, মধুপুরের গড়, ভারতেশ্বরী হোমস, মির্জাপুর ক্যাডেট কলেজ,
সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ, কুমুদিনী হাসপাতাল প্রভৃতি।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ (সাহিত্যিক), বেগম ফজিলাতুন্নেসা (লেখিকা), বিচারপতি
আবু সাঈদ চৌধুরী (সাবেক রাষ্ট্রপতি), দানবীর আর পি সাহা, যাদু সম্রাট পি সি সরকার,
শাহজাহান সিরাজ (রাজনীতিবিদ), বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, অতুলচন্দ্র গুপ্ত
(সাহিত্যিক) প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- ১৩০. টাঙ্গাইল-১, ১৩১. টাঙ্গাইল-২, ১৩২. টাঙ্গাইল-৩, ১৩৩. টাঙ্গাইল-৪,
১৩৪. টাঙ্গাইল-৫, ১৩৫. টাঙ্গাইল-৬, ১৩৬. টাঙ্গাইল-৭ ও ১৩৭. টাঙ্গাইল-৮।
No comments:
Post a Comment