Wednesday, December 5, 2018

গাজীপুর (Gazipur) জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৮০৬.৩৬ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: গাজীপুর জেলার পূর্বে নরসিংদী জেলা, পশ্চিমে টাঙ্গাইল ও ঢাকা জেলা, উত্তরে ময়মনসিংহ জেলা এবং দক্ষিণে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি-গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া ও কালিগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- কালিয়াকৈর, শ্রীপুর ও কালিগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩৯টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,১১৪টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: অরুণোজ্জ্বল।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: তুরাগ, শীতলক্ষ্যা, বালু, বানার প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: আনসার-ভিডিপি একাডেমী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তেলবীজ গবেষণা কেন্দ্র, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, ভাওয়াল জাতীয় উদ্যান, বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: তাজউদ্দিন আহমদ (প্রথম প্রধানমন্ত্রী), আবু জাফর শামসুদ্দীন (সাংবাদিক ও সাহিত্যিক), কবি গোবিন্দচন্দ্র দাস, ফকির শাহাবুদ্দিন (রাজনীতিবিদ) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ১৯৪. গাজীপুর-১, ১৯৫. গাজীপুর-২, ১৯৬. গাজীপুর-৩, ১৯৭. গাজীপুর-৪ ও ১৯৮. গাজীপুর-৫।

No comments:

Post a Comment