| ভোলা জেলা | 
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে? 
উত্তর: ১৯৮৪ সালে। 
প্রশ্ন: আয়তন কত? 
উত্তর: ৩,৪০৩.৪৮ বর্গকিলোমিটার। 
প্রশ্ন: সীমা কি? 
উত্তর: উত্তরে লক্ষ্মীপুর ও বরিশাল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে লক্ষ্মীপুর
ও নোয়াখালী জেলা, মেঘনা নদী এবং শাহবাজপুর চ্যানেল, পশ্চিমে পটুয়াখালী ও বরিশাল জেলা
এবং তেতুঁলিয়া নদী অবস্থিত। 
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি? 
উত্তর: ৭টি- ভোলা সদর, চরফ্যাশন, মনপুরা, লালামোহন, দৌলতখান, তজুমুদ্দিন ও বোরহানউদ্দিন।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি? 
উত্তর: ৫টি- ভোলা, লালমোহন, দৌলতখান, চরফ্যাশন ও বোরহানউদ্দিন। 
প্রশ্ন: ইউনিয়ন কতটি? 
উত্তর: ৬৮টি। 
প্রশ্ন: গ্রাম কতটি? 
উত্তর: ৪৩৮টি। 
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি? 
উত্তর: পথিকৃৎ। 
প্রশ্ন: নদ-নদী কি কি? 
উত্তর: মেঘনা, তেতুঁলিয়া, শাহবাজপুর, বোয়ালিয়া প্রভৃতি। 
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি? 
উত্তর: শাহবুজপুর গ্যাস উত্তোলন কেন্দ্র, মনপুরা দ্বীপ প্রভৃতি। 
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে? 
উত্তর: বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর
বিক্রম, কবি মোজাম্মেল হক, তোফায়েল আহমদ (রাজনীতিবিদ), মোশাররফ হোসেন শাহজাহান (রাজনীতিবিদ)
প্রমুখ। 
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ১১৫. ভোলা-১, ১১৬. ভোলা-২, ১১৭. ভোলা-৩ ও ভোলা-৪।