প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭৭২ সালে।
প্রশ্ন: জেলার আয়তন কত?
উত্তর: ১,৪৩৩.৬০ বর্গকিলোমিটার।
প্রশ্ন: জেলার সীমা কি?
উত্তর: ঢাকা জেলার পূর্বে নারায়ণগঞ্জ জেলা, পশ্চিমে মানিকগঞ্জ এবং ফরিদপুর জেলা,
উত্তরে গাজীপুর ও টাঙ্গাইল জেলা এবং দক্ষিণে মুন্সিগঞ্জ ও রাজবাড়ী জেলা।
প্রশ্ন: জেলার উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি – কেরানীগঞ্জ, সাভার, ধামরাই, দোহার ও নবাবগঞ্জ।
প্রশ্ন: জেলার মেট্রোপলিটন বহির্ভূত পুলিশ থানা কতটি?
উত্তর: ৭টি – সাভার, ধামরাই, নবাবগঞ্জ, দোহার, দক্ষিণ কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ ও
আশুলিয়া।
প্রশ্ন: জেলার মেট্রোপলিটন থানা কতটি?
উত্তর: ৫০টি – কোতোয়ালি, সূত্রাপুর, লালবাগ, ডেমরা, সবুজবাগ, মতিঝিল, তেজগাঁও,
রমনা, ধানমন্ডি, মোহাম্মদপুর, ক্যান্টনমেন্ট, মিরপুর, পল্লবী, গুলশান, খিলগাঁও, শ্যামপুর,
কাফরুল, বাড্ডা, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, বিমানবন্দর, নিউমার্কেট, পল্টন, শাহআলী,
খিলক্ষেত, তুরাগ, আদাবর, শাহবাগ, তেজগাঁও শিল্পাঞ্চল, যাত্রাবাড়ী, উত্তরখান, দক্ষিণখান,
দারুসসালাম, কদমতলী, রামপুরা, কলাবাগান, চকবাজার, শেরেবাংলা নগর, বংশাল, গেণ্ডারিয়া,
ওয়ারী, বনানী, ভাটারা, রূপনগর, ভাষানটেক, উত্তরা-পশ্চিম, উত্তরা-পূর্ব, মুগদা, শাহজাহানপুর
ও হাতিরঝিল।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি – সাভার, ধামরাই ও দোহার।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬২টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৯৯৯টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: গণশিক্ষায়।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বংশী, ধলেশ্বরী প্রভৃতি।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: জাতীয় সংসদ, লালবাগ কেল্লা, বায়তুল মোকাররম মসজিদ, আহসান মঞ্জিল, পরী বিবির
মাজার, ঢাকেশ্বরী মন্দির, হোসেনি দালান, চামেলী হাউস, তারা মসজিদ, বাহাদুর শাহ্ পার্ক,
কার্জন হল, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় শহিদ মিনার, সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গভবন, ঢাকা
চিড়িয়াখানা, বোটানক্যাল গার্ডেন প্রভৃতি।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আবুল ফাত্তাহ মোহাম্মদ ওয়াহিদুল হক (সাংবাদিক), লে. জেনারেল মীর শওকত আলী
(৫ নং সেক্টর কমান্ডার). নবাব স্যার সলিমুল্লাহ, দীননাথ সেন, কবি সিরাজুল ইসলাম, খাজা
নাজিম উদ্দীন (পাকিস্তানের প্রধানন্ত্রী), আতাউর রহমান খান (রাজনীতিবীদ), জাতীয় অধ্যাপক
আব্দুর রাজ্জাক (শিক্ষাবিদ), আবদুল গণি (নবাব), কবি আবদুল মান্নান সৈয়দ [জন্ম পশ্চিমবঙ্গ],
ভাষা শহিদ আবুল বরকত [জন্ম মুর্শিদাবাদ], সঙ্গীতশিল্পী আব্বাস উদ্দীন আহমেদ [জন্ম কুচবিহার],
আহসান উল্লাহ (নবাব), সঙ্গীতশিল্পী কলিম শরাফী [জন্ম পশ্চিমবঙ্গ], কায়কোবাদ (মহাকবি),
শহীদ জননী জাহানারা ইমাম [জন্ম মুর্শিদাবাদ], দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (শিশুসাহিত্যিক),
বিজ্ঞানী মুহম্মদ কুদরাত-এ-খুদা [জন্ম পশ্চিমবঙ্গ], লায়লা আর্জুামন্দ বানু (সঙ্গীতশিল্পী),
বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ [জন্ম মুর্শিদাবাদ] প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২০টি – ১৭৪. ঢাকা-১, ১৭৫. ঢাকা-২, ১৭৬. ঢাকা-৩, ১৭৭. ঢাকা-৪, ১৭৮. ঢাকা-৫,
১৭৯. ঢাকা-৬, ১৮০. ঢাকা-৭, ১৮১. ঢাকা-৮, ১৮২. ঢাকা-৯, ১৮৩. ঢাকা-১০, ১৮৪. ঢাকা-১১,
১৮৫. ঢাকা-১২, ১৮৬. ঢাকা-১৩, ১৮৭. ঢাকা-১৪, ১৮৮. ঢাকা-১৫, ১৮৯. ঢাকা-১৬, ১৯০. ঢাকা-১৭,
১৯১. ঢাকা-১৮, ১৯২. ঢাকা-১৯, ১৯৩. ঢাকা-২০।
No comments:
Post a Comment