Sunday, December 9, 2018

শরীয়তপুর (Shariatpur) জেলা

শরীয়তপুর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,১৭৪.০৫ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: শরীয়তপুর জেলার পূর্বে পদ্মা ও মেঘনা নদী এবং চাঁদপুর জেলা, পশ্চিমে মাদারীপুর জেলা, উত্তরে মুন্সিগঞ্জ ও পদ্মা নদী এবং দক্ষিণে বরিশাল জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ডামুড্যা, নড়িয়া, ভেদরগঞ্জ, শরীয়তপুর সদর, জাজিরা ও গোসাইর হাট।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- শরীয়তপুর, ভেদরগঞ্জ, ডামুড্যা, জাজিরা, নড়িয়া ও গোসাইরহাট।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৫টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,২৫৪টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: অরুণীমা।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা, মেঘনা, পালং প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ধানুকার মনসা বাড়ি, ফতেহজংপুর দুর্গ, কেদারবাড়ি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আবু ইসহাক (কথাসাহিত্যিক), গোলাম মাওলা (ভাষা আন্দোলনের নেতা), কবি অতুলপ্রসাদ সেন [জন্ম ঢাকা], আবদুর রাজ্জাক (রাজনীতিবিদ), কর্নেল অব. শওকত আলী (সাবেক ডেপুটি স্পিকার) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ২২১. শরীয়তপুর-১, ২২২. শরীয়তপুর-২ ও ২২৩. শরীয়তপুর-৩।

No comments:

Post a Comment