বাংলাদেশের রাজধানী |
প্রশ্ন: বাংলাদেশের রাজধানীর নাম কি?
উত্তর: ঢাকা।
প্রশ্ন: ঢাকার প্রথম ইংরেজি বানান কি?
উত্তর: Dacca.
প্রশ্ন: ঢাকার ইংরেজি বানান Dacca থেকে কখন Dhaka করা হয়?
উত্তর: ৫ অক্টোবর ১৯৮২ (পরবর্তীতে ১৯৮৮ সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে
ঢাকার ইংরেজি বানান Dacca থেকে কখন Dhaka করা হয়)।
প্রশ্ন: ঢাকাকে বাংলার প্রথম রাজধানী করা হয় কবে?
উত্তর: ১৬১০ সালে। [ সূত্র: বাংলাপিডিয়া]
প্রশ্ন: স্বাধীনতার পূর্বে ঢাকা কতবার রাজধানীর মর্যাদা পায়?
উত্তর: ৪ বার (১৬১০, ১৬৬০, ১৯০৫ এবং ১৯৪৭)।
প্রশ্ন: কে ঢাকাকে প্রথম বাংলার রাজধানীতে রূপান্তরিত করেন?
উত্তর: সুবাদার ইসলাম খান চিশতী।
প্রশ্ন: ঢাকার পূর্ব নাম কি?
উত্তর: জাহাঙ্গীরনগর (মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে)।
প্রশ্ন: ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে?
উত্তর: সুবাদার ইসলাম খান (তার আসল নাম শেখ আলাউদ্দিন চিশতি)।
প্রশ্ন: ঢাকা পৌরসভার মর্যাদা লাভ করে কবে?
উত্তর: ১ আগস্ট ১৮৬৪।
প্রশ্ন: ঢাকা পৌরসভাকে কবে ঢাকা পৌর কর্পোরেশন করা হয়?
উত্তর: ২৪ আগস্ট ১৯৮৩।
প্রশ্ন: ঢাকা পৌর কর্পোরেশনকে কবে ঢাকা সিটি কর্পোরেশন নামকরণ করা হয়?
উত্তর: ১৯৯০ সালে।
প্রশ্ন: ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অবস্থিত ‘আফগান দুর্গ’ কে নির্মাণ
করেন?
উত্তর: শের শাহ।
প্রশ্ন: ঢাকার প্রথম মসজিদ কোনটি?
উত্তর: বিনত বিবির মসজিদ (ঢাকার নারিন্দায় অবস্থিত)।
প্রশ্ন: ঢাকা মহানগর কয়টি নদী দ্বারা বেষ্টিত?
উত্তর: ৪টি (বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা)।
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন?
উত্তর: ২ বার; প্রথমবার ২১ মে ১৮৯৮ এবং দ্বিতীয়বার ৭ ফেব্রুয়ারি ১৯২৬।
প্রশ্ন: কাজী নজরুল ইসলাম রাষ্ট্রীয় অতিথি হিসেবে প্রথম কবে ঢাকায় আসেন?
উত্তর: ২৪ মে ১৯৭২।
প্রশ্ন: ঢাকা মহানগরে প্রথম বিদ্যুৎ বাতি জ্বালানো হয় কবে, কোথায়?
উত্তর: ৭ ডিসেম্বর, ১৯০১; আহসান মঞ্জিলে।
প্রশ্ন: কোন্ গ্রন্থে ঢাকাকে একটি থানা (সামরিক ফাঁড়ি) উল্লেখ করা হয়েছে?
উত্তর: আকবরনামা। [সূত্র: বাংলাপিডিয়া]
প্রশ্ন: ঢাকার প্রথম সরকারি স্কুল কোনটি?
উত্তর: কলেজিয়েট স্কুল (১৫ জুলাই ১৮৩৫)।
প্রশ্ন: ঢাকার প্রথম সরকারি কলেজ কোনটি?
উত্তর: ঢাকা কলেজ (২০ নভেম্বর ১৮৪১)।
প্রশ্ন: ঢাকার প্রথম বেসরকারি কলেজ কোনটি?
উত্তর: জগন্নাথ কলেজ (৪ জুলাই ১৮৮৪)।
প্রশ্ন: ঢাকার প্রথম মেডিকেল স্কুল কোনটি?
উত্তর: মিটফোর্ড মেডিকেল স্কুল (১৫ জুন ১৮৬৫)।
প্রশ্ন: ঢাকার প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তর: ঢাকা নিউজ (১৮ এপ্রিল ১৮৬৫)।
প্রশ্ন: ঢাকার প্রথম বাণিজ্যিক ব্যাংক কোনটি?
উত্তর: ঢাকা ব্যাংক (১৮৬৪)।
প্রশ্ন: ঢাকার প্রথম পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান কে?
উত্তর: হিন্দু-আনন্দচন্দ্র রায় (১৮৮৪), মুসলিম-খাজা আজগর (১৮৯১)।
প্রশ্ন: ঢাকার প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?
উত্তর: ঢাকা প্রকাশ (৭ মার্চ ১৮৬১)।
প্রশ্ন: ঢাকার প্রথম ছাপাখানা কোনটি?
উত্তর: ঢাকা প্রেস।