Showing posts with label প্রাথমিক শিক্ষক নিয়োগ. Show all posts
Showing posts with label প্রাথমিক শিক্ষক নিয়োগ. Show all posts

Tuesday, October 17, 2023

সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্স

 


বাংলাদেশের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বেসিক বিল্ডিং কোর্স।

কোর্সটি করে যা শিখবেন

  • বিষয়ভিত্তিক স্ট্রং বেসিক তৈরির উপায়
  • পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই এর মাধ্যমে দুর্বল টপিক চিহ্নিত করা
  • সরকারি চাকরি প্রস্তুতির জন্য প্রতিটি বিষয়ের বেসিক টপিক

কোর্স সম্পর্কে বিস্তারিত

সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্সটি সম্পর্কে

আপনি কি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু বিষয়ভিত্তিক বেসিকে দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না? আপনার জন্যই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্স”, যেখানে আমাদের অভিজ্ঞ ইন্সট্রাক্টররা আপনাদের বিষয়ভিত্তিক বেসিক মজবুত করার পেছনে জোর দিয়েছেন।

বিসিএস ও ব্যাংক ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ১১ থেকে ২০ গ্রেডে প্রতি বছর প্রচুর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধু প্রতিটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়ই নিয়োগপ্রাপ্ত হন ৩০ হাজার থেকে ৫০ হাজার সহকারী শিক্ষক। এছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ের শূন্য পদে নিয়োগ হন আরো প্রায় ৫০ হাজার আবেদনকারী।

এই বিশাল সরকারি চাকরির বাজারে বিষয়ভিত্তিক বেসিকে দুর্বলতার কারণে এবং সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক পরীক্ষার্থী সমস্যায় পড়েন। তাদের এই সমস্যার সহজ সমাধানের লক্ষ্যেই ডিজাইন করা হয়েছে “সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্স”।

কোর্সটিতে থাকছে ৯৪টি রেকর্ডেড ক্লাস, প্রতিটি ক্লাসের পিডিএফ ক্লাসনোট, ৯৪০টি কুইজ এবং তাদের সমাধান, ফেসবুকের গ্রুপের মাধ্যমে সরাসরি দিক নির্দেশনা, ফেসবুক গ্রুপে স্পেশালাইজড লাইভ ক্লাস। এছাড়া, প্রস্তুতি নিতে নিতে কোনো সমস্যার মুখোমুখি হলে তা সমাধানের জন্য আমাদের ফেসবুক গ্রুপ তো রয়েছেই। প্রতিটি ক্লাসের শেষে কুইজ এবং ক্লাস নোটের ব্যবস্থা থাকায় আপনি ক্লাস করার পরেই নিজেকে যাচাই করার সুযোগ পাবেন এবং নিজের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। এখনই এনরোল করে নিজের বিষয়ভিত্তিক দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠুন, এবং সরকারি চাকরির প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রাখুন।

কোর্সটি কাদের জন্য

  • যারা ১১-২০ গ্রেডের বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন
  • যেসব বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ব্যাংক জব ও বিসিএস-এর আগাম প্রস্তুতি নিচ্ছেন
  • যারা বারবার পরীক্ষা দিয়েও বেসিকে দুর্বলতা থাকার কারণে সরকারি চাকরির প্রথম ধাপ পার হতে পারছেন না

এই কোর্সের বৈশিষ্ট্য

  • স্মার্টবোর্ডের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষকের সহজবোধ্য লেকচার
  • যেকোনো জায়গা থেকে নিজের সুবিধামতো সময়ে ক্লাস করার সুযোগ
  • কুইজ দেওয়ার পর পর সমাধানসহ উত্তর
  • লিডারবোর্ডের মাধ্যমে অন্যান্য প্রতিযোগীর সাথে নিজের প্রস্তুতি তুলনা করে দেখার সুযোগ
  • প্রতিটি লেকচারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখার জন্য গোছানো ক্লাস নোট
  • অফলাইন কোচিংয়ে যাতায়াতের কষ্ট দূর করতে যেকোনো সময় সব লার্নিং ম্যাটেরিয়াল অ্যাক্সেস করার সুবিধা
  • ২৪ ঘণ্টা অনলাইন সহায়তা

সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্সটি কেন করবেন

  • সুনির্ধারিত কিছু ভিডিও দেখার মাধ্যমে ১১-২০ গ্রেডের সরকারি চাকরির পরীক্ষার সিলেবাস সম্পূর্ণভাবে কভার করতে পারবেন।
  • ৯ম গ্রেডের চাকরি পরীক্ষার বেসিক ক্লিয়ার করতে পারবেন।
  • যেকোনো স্থানে যেকোনো সময় ক্লাসগুলো বারবার প্লে করেও দেখতে পারবেন।
  • মডেল টেস্টের মাধ্যমে সরকারি চাকরির জন্য নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ পাবেন।


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোর্স - ২০২৩

 


ঘরে বসে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে শিক্ষক হবার স্বপ্ন পূরণে এনরোল করুন “প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোর্স - ২০২৩”

কোর্সটি করে যা শিখবেন

  • বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান ও গণিতের তথ্যবহুল ক্লাসের সাহায্যে নিজের সমস্যাগুলোর সঠিক সমাধান
  • পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিক বাছাই প্রক্রিয়া এবং স্বল্প সময়ে অধিক প্রস্তুতির টিপস্ এন্ড ট্রিক্স
  • শিক্ষক নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষায় সফল হবার বাস্তবিক কৌশল
  • বিষয়ভিত্তিক জ্ঞানের স্বল্পতা দূরীকরণের উপায়সমূহ

কোর্স সম্পর্কে বিস্তারিত

“প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোর্স - ২০২৩” কোর্সটি কাদের জন্য

  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত সরকারি-বেসরকারি যাবতীয় পরীক্ষাসমূহে সফল হতে চান যারা
  • কর্ম-ব্যস্ততার মাঝে অবসর সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গোছানো এবং কার্যকর প্রস্তুতি নিতে আগ্রহীগণ
  • যারা শিক্ষকতা ছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে চান
  • সকলের মাঝে নিজের অবস্থান যাচাই করে অনুশীলনে জোর দিতে ইচ্ছুক পরীক্ষার্থীগণ

“প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোর্স - ২০২৩” কোর্স সম্পর্কে বিস্তারিত

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে স্বপ্ন পূরণ হয়ে থাকে হাজারো শিক্ষকের। বিষয়ভিত্তিক সঠিক জ্ঞান এবং পর্যাপ্ত অনুশীলন এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবার মূলমন্ত্র। ঘরে বসেই পরীক্ষার্থীদের জ্ঞানের স্বল্পতা দূরীকরণ, নিয়মিত চর্চা ও আত্মবিশ্বাস নিশ্চিত করতেই তৈরি করা হয়েছে "প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোর্স - ২০২৩"।

বিগত বছরগুলোতে দেখা গেছে, গড়ে প্রতি ৪০ জনে ১ জন প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। আপনার মনে হতে পারে, “এতজনের মধ্যে কি আমার চাকরিটা পাওয়া সম্ভব?” কিংবা "পরীক্ষার জন্য প্রস্তুতি কীভাবে নিবো?" এ সকল প্রশ্নের উত্তর মিলবে এই একটি কোর্সেই। পাশাপাশি NTRCA (Non-Government Teachers Registration and Certification Authority) - বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতেও এই কোর্সটি আপনাকে সাহায্য করবে। এই কোর্সটির মাধ্যমে আপনি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলোর পূর্ণ ব্যাখ্যা পাবেন। সেইসাথে কোর্সের ক্লাসগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন প্রস্তুতির দিকনির্দেশনা ও সমস্যার সমাধান।

তাই আর সময় অপচয় না করে জাতির কারিগর শিক্ষক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে আজই এনরোল করুন "প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোর্স - ২০২৩"



Sunday, May 17, 2020

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সাধারণ জ্ঞান মডেল টেস্ট-১১

সাধারণ জ্ঞান মডেল টেস্ট-১১

১) বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দেন- 

ক) প্রধানমন্ত্রী

খ) প্রেসিডেন্ট 

গ) স্পিকার

ঘ) আইনমন্ত্রী 


২) জরুরি অবস্থ জারির বিধান কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানে সন্নিবেশিত হয়? 

ক) প্রথম 

খ) দ্বিতীয়

গ) তৃতীয়

ঘ) চতুর্থ 


৩) বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম ছত্রাকের জিনোম ছাড়াও আরও যেসব জিনোম ম্যাপিং করেছেন তা হলো – 

ক) পেঁপে, পাট, রাবার 

খ) পাট, পেয়ারা, রাবার 

গ) পেঁপে, পাট, আম 

ঘ) কোনটিই নয় 


৪) বাংলাদেশের কোন্ জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে? 

ক) রাঙামাটি 

খ) বান্দরবন 

গ) কক্সবাজার

ঘ) পঞ্চগড় 


৫) নিচের কোন্ ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করেন? 

ক) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 

খ) বঙ্গভঙ্গ 

গ) ভারত প্রতিরক্ষা আইন পাস 

ঘ) মহাত্মা গান্ধীকে আটক 


৬) ‘শ্রীকাইল’ গ্যাসক্ষেত্রটি কোথায়? 

ক) কুমিল্লা 

খ) নোয়াখালী 

গ) সুনামগঞ্জ 

ঘ) হবিগঞ্জ 


৭) বাংলাদেশের কোনো নাগরিককে জাতীয় সংসদের সদস্য হতে হলে তার নূন্যতম বয়স হতে হবে- 

ক) ২০ বছর 

খ) ২৫ বছর 

গ) ৩০ বছর 

ঘ) ৩৫ বছর 


৮) বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম- 

ক) অস্তিত্বে আমার দেশ 

খ) গৌরবের দেশ 

গ) সাহসী যোদ্ধা 

ঘ) দামাল ছেলে 


৯) ১৯৭১ সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে? 

ক) অধ্যাপক ইউসুফ আলী 

খ) সৈয়দ নজরুল ইসলাম 

গ) তাজউদ্দিন আহমেদ 

ঘ) ক্যাপ্টেন মনসুর আলী 


১০) গোবিন্দ চন্দ্র দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন্ বিভাবে অধ্যাপনা করতেন? 

ক) ইতিহাস 

খ) পদার্থবিজ্ঞান 

গ) দর্শন 

ঘ) অর্থনীতি 


১১) ‘হর্ন অব আফ্রিকা’ বলা হয় কোন্ দেশকে? 

ক) সোমালিয়া 

খ) মৌরিতানিয়া 

গ) ইথিওপিয়া 

ঘ) ইরিত্রিয়া 


১২) ‘প্যারা অলিম্পিক’ কাদের জন্য আয়োজন করা হয়? 

ক) মহিলাদের 

খ) শিশুদের 

গ) প্রতিবন্ধীদের 

ঘ) পুরুষদের 


১৩) কোন্ দেশের মুদ্রার নাম ও দেশের নাম একই? 

ক) গাম্বিয়া

খ) জায়ার 

গ) জিম্বাবুয়ে 

ঘ) জাম্বিয়া 


১৪) বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত ‘তক্ষশীলা’ কোন্ দেশে অবস্থিত? 

ক) ভারত 

খ) নেপাল 

গ) ভুটান 

ঘ) পাকিস্তান 


১৫) ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের পরিচালক কে? 

ক) স্যাম ব্যাসিলি 

খ) স্যাম নিয়ন 

গ) ক্যালিস বাসিল 

ঘ) ফাসিল পেট্রো 


১৬) মুসলিম নারী জাগরণের লেখিকা কে ছিলেন? 

ক) নুরজাহান বেগম 

খ) নবাব ফয়জুন্নেছা 

গ) বেগম রোকেয়া 

ঘ) সামসুন্নাহার 


১৭) ব্রিটিশ শাসন বহির্ভূত কোন্ দেশ কমনওয়েলথের সদস্য? 

ক) মোজাম্বিক 

খ) কেনিয়া 

গ) দক্ষিণ আফ্রিকা 

ঘ) জিম্বাবুয়ে 


১৮) আয়তনের দিক দিয়ে কোন্ শহর সবচেয়ে বড়? 

ক) ঢাকা 

খ) টোকিও 

গ) মস্কো 

ঘ) লন্ডন 


১৯) নিচের কোনটি অন্তরীপ নয়? 

ক) উত্তমাশা 

খ) চার্চিল 

গ) লিসবার্গ 

ঘ) কিনসু 


২০) বর্তমানে তেল রিজার্ভে শীর্ষ দেশ- 

ক) যুক্তরাষ্ট্র 

খ) ভেনেজুয়েলা 

গ) সৌদি আরব 

ঘ) কুয়েত 



উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. ক, ১০. গ, ১১. গ, ১২. গ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. গ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. ক

Wednesday, May 13, 2020

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সাধারণ জ্ঞান মডেল টেস্ট-১০

সাধারণ জ্ঞান মডেল টেস্ট-১০




১) ‘সাগরকন্যা’ বাংলাদেশের কোন্ এলাকার ভৌগলিক নাম?

ক) টেকনাফ

খ) কক্সবাজার

গ) খুলনা

ঘ) পটুয়াখালী


২) ‘ফোর্ট উইলিয়াম দুর্গ’ কোথায় অবস্থিত ছিল?

ক) ঢাকা

খ) কলকাতা

গ) মুর্শিদাবাদ

ঘ) আগ্রা


৩) ‘সতীদাহ প্রথা’ কোন্ সালে রহিত হয়?

ক) ১৮১৯ সালে

খ) ১৮২৯ সালে

গ) ১৮৩৯ সালে

ঘ) ১৮৪৯ সালে


৪) সার্ক এর প্রথম মহাসচিব কে ছিলেন?

ক) আবুল হাসান

খ) নরসিমা রাও

গ) জিপি কৈরালা

ঘ) পিএন হাকঝার


৫) ‘উয়ারি বটেশ্বর’ কোন্ জেলায়?

ক) ঢাকা

খ) সিলেট

গ) নরসিংদী

ঘ) কুমিল্লা


৬) স্থলবন্দর ‘বিরল’ যে জেলায় অবস্থিত-

ক) দিনাজপুর

খ) জয়পুরহাট

গ) সাতক্ষীরা

ঘ) কুড়িগ্রাম


৭) ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হয়েছেন-

ক) জয়নুল আবেদীন

খ) কামরুল হাসান

গ) সোমেন ভট্টাচার্য

ঘ) এম কিবরিয়া


৮) ‘গম্ভীরা’ কোন্ অঞ্চলের সঙ্গীত?

ক) বগুড়া

খ) সিলেট

গ) রাজশাহী

ঘ) চট্টগ্রাম


৯) বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে?

ক) রাজা মানসিংহ

খ) গোপাল

গ) ধর্মপাল

ঘ) দেবপাল


১০) ‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?

ক) ঢাকা সেনানিবাসে

খ) সোহরাওয়ার্দী উদ্যানে

গ) শেরেবাংলা নগরে

ঘ) সাভারে


১১) ‘স্ট্যাচু অব পিস’ কোন্ দেশে অবস্থিত?

ক) যুক্তরাষ্ট্র

খ) জার্মানি

গ) জাপান

ঘ) যুক্তরাজ্য


১২) লাল আলোতে নীল রঙের সেতু কেমন দেখায়?

ক) বেগুনী

খ) কালো

গ) হলুদ

ঘ) সবুজ


১৩) একটি রাষ্ট্রের কয়টি মৌলিক উপাদান?

ক) ৩টি

খ) ৪টি

গ) ৫টি

ঘ) ৬টি


১৪) ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন কে?

ক) শচীন টেন্ডুলকার

খ) ব্রায়ান লারা

গ) জয়সুরিয়া

ঘ) রিকি পন্টিং


১৫) উচ্চতা পরিমাপে কোনটি ব্যবহৃত হয়?

ক) অলটিমিটার

খ) কেলভিন স্কেল

গ) ভার্নিয়ার স্কেল

ঘ) স্লাইড ক্যালিপার্স


১৬) কোনটির কারণে মরিচ ঝাল লাগে?

ক) ক্যাপসিন

খ) ভিটামিন-এ

গ) ভিটামিন সি

ঘ) ভিটামিন ই


১৭) আলেপ্পো শহরটি কোন্ দেশের?

ক) লিবিয়ার

খ) সিরিয়ার

গ) ইরাকের

ঘ) ইয়েমেনের


১৮) অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি পদকজয়ী ফেলোপসের স্বর্ণপদকের সংখ্যা কত?

ক) ২৩টি

খ) ২২টি

গ) ২০টি

ঘ) ১৫টি


১৯) প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?

ক) বরিশাল

খ) কুতুবদিয়া

গ) হাতিয়া

ঘ) সন্দ্বীপ


২০) চাহিদা বিধি কি?

ক) চাহিদা কমলে দাম বাড়ে

খ) দাম বাড়লে চাহিদা কমে

গ) আয় আড়লে চাহিদা বাড়ে

ঘ) দাম বাড়লে চাহিদা বাড়ে





উত্তর: ১. গ, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯. গ, ১০. খ, ১১. গ, ১২. খ, ১৩. গ, ১৪. ক, ১৫. ক, ১৬. ক, ১৭. খ, ১৮. ক, ১৯. ক, ২০. খ

Friday, March 29, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-১০


বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-১০


১) কোন্ ধাতু তেজস্ক্রিয়তার ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সিসায় পরিণত হয়?
ক) রেডিয়াম খ) পোলোনিয়াম গ) থোরিয়াম ঘ) অ্যাকটিলিনিয়াম

২) কোনটি চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না?
ক) ক্যাথোড রশ্মি খ) গামা রশ্মি গ) বিটা রশ্মি ঘ) আলফা রশ্মি

৩) মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস-
ক) পরিপাক খ) খাদ্যগ্রহণ গ) শ্বসন ঘ) রক্ত সঞ্চালন

৪) পারমাণবিক চুল্লির মূল মজ্জা কিসের তৈরি?
ক) গ্রাফাইট খ) ইউরেনিয়াম গ) ক্যাডরেনিয়াম ঘ) বোরন

৫) বায়োগ্যাসে প্রধানত কী থাকে?
ক) ইথেন খ) মিথেন গ) হাইড্রোজেন ঘ) অক্সিজেন

৬) কয়লা থেকে কোনটি উৎপন্ন হয় না?
ক) আলকাতরা খ) টলুইন গ) হাইড্রোজেন ক্লোরাইড ঘ) কোল গ্যাস

৭) স্প্রিং নিক্তি দিয়ে মাপা হয়-
ক) ত্বরণ খ) বেগ গ) ভর ঘ) ওজন

৮) এসি কারেন্টের বৈশিষ্ট্য হলো-
ক) শুধু একদিকে চলে খ) ব্যাচারি থেকে উৎপন্ন হয় গ) সময়ের সাথে দিকের পরিবর্তন হয় ঘ) সময়ের সাথে দিকের পরিবর্তন হয় না

৯) একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল-
ক) বেশি নিমজ্জিত হবে খ) আরো ভেসে উঠবে গ) একই অবস্থায় থাকবে ঘ) যেকোনোটাই হতে পারে

১০) কোন চুম্বককে কেটে যদি দুই খণ্ড করা হয় তাহলে কী ঘটবে?
ক) দুটি স্বতন্ত্র চুম্বক উৎপন্ন হবে খ) খেলনা চুম্বক তৈরি হবে গ) দিক-নির্দেশী ধর্ম নষ্ট হবে ঘ) আকর্ষণ ধর্ম নষ্ট হবে

১১) টমাস আলভা এডিসন কী আবিষ্কার করেন?
ক) বৈদ্যুতিক বাল্ব খ) রাডার গ) টাইপ রাইটার ঘ) টেলিগ্রাফ

১২) বাদুড় অন্ধকারে চলাফেরা করে কীভাবে?
ক) সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে খ) তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন চোখের সাহায্যে গ) অলৌকিকভাবে ঘ) ক্রমাগত শব্দ উৎপন্ন করে

১৩) নিচের কোনটি একবীজপত্রী?
ক) ছোলা খ) ভুট্টা গ) মটর ঘ) সীম

১৪) মাটিতে কিসের অভাব হলে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না?
ক) পুষ্টির খ) খাদ্যের গ) বায়ুর ঘ) পানর

১৫) সমান তাপ দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফোটে কেন?
ক) পানির তাপ গ্রহীতা বেশি বলে খ) দুধের তাপগ্রহীতা বেশি বলে গ) দুধ পানির চেয়ে ঘন বলে ঘ) পানি বর্ণহীন এবং দুধ সাদা বলে

১৬) উদ্ভিদের পুষ্টি উপাদানের সবগুলো উপাদান পাওয়া যায় কিসে?
ক) জৈব সারে খ) রাসায়নিক সারে গ) মাটিতে ঘ) বায়ুতে

১৭) নিচের কোনটি অণু গঠন করে না?
ক) নিয়ন খ) আর্গন গ) ফ্লোরিন ঘ) ক ও খ

১৮) কোন্ মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?
ক) রেডন খ) জেনন গ) নিয়ন ঘ) আর্গন

১৯) H+ আয়ন দ্রবণের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কী বলে?
ক) PH খ) PP গ) Acid ঘ) Base

২০) যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি –
ক) ক্ষার খ) ক্ষারক গ) অম্ল ঘ) কোনটিই নয়


উত্তর: ১. ক, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. গ, ৭. ঘ, ৮. গ, ৯. ক, ১০. ক, ১১. ক, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ক, ১৯. ক, ২০. গ

Thursday, March 28, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি মডেল টেস্ট – ১০

ইংরেজি মডেল টেস্ট – ১০


Questions 1 to 2: Which of the following is closest in meaning to the underlined word. 
1. The white blood cell count in one’s body may fluctuate by 50 percent during a day. 
a) undulate b) multiply c) diminish d) vary 

2. Ultrasonic waves are beyond the range of sound a human can hear. 
a) outside b) with c) over d) around 

Questions 3 to 5: The correct translation of 
3. বইটি কেমন কাটছে? 
a) How does the book cut readers? 
b) Does the book cut well? 
c) Is the book leaving the market? 
d) How is the book selling? 

4. পুষ্টিকর খাবার স্বাস্থ্যের জন্য ভাল। 
a) Good food is for good health. 
b) Nutritious food is good for health. 
c) Nutrients in food is good and healthy. 
d) Healthy food is good for health. 

5. কি করে অংকটি করতে হয় তা তিনি আমাকে দেখালেন’ is – 
a) He shows me to do the sum. 
b) He showed me to do the sum. 
c) He showed me how to do the sum. 
d) He showed me do the sum. 

6. The correct antonym for ‘superficial’ is- 
a) Careless b) Indifferent c) Sufficient d) Deep 

7. ‘At a low ebb’ – means 
a) Increasing b) Decreasing c) Still d) Invalid 

8. The best passive form of the sentence ‘what do you want?’- is 
a) What was wanting by you? 
b) What is wanted by you? 
c) What was wanted by you? 
d) What is wanting by you? 

9. The correct spelling is 
a) exemplery b) exemplary c) examplary d) eximplary 

Question 10 to 11: Indicate the synonym of the words given below: 
10. Auspicious 
a) supernatural b) suspicious c) fortunate d) fearful 

11. Shabby 
a) smart b) fair c) unsmart d) honourable 

Question 12 to 14: Which of the following sentence is correct? 
12. a) Fear makes where I stand tremble me. 
b) Fear makes me tremble where I stand. 
c) Fear where I stand makes me tremble. 
d) Fear makes me stand where I tremble. 

13. a) Family and friends together stay through thick and thin. 
b) Family and friends stay through thick and thin together. 
c) Family and friends stay together through thick and thin. 
d) Family and friends through thick and thin together stay. 

14. a) It is more better to be safe than sorry. 
b) It is better to be safer than sorry. 
c) It is better to be safe than more sorry. 
d) It is better to be safe than sorry. 

15. The word ‘stupendous’ means 
a) stupid b) expensive c) ugly d) huge 

16. I remembered ---- the race. 
a) the horse’s winning to b) the horse to win c) the horse winning d) the horse’s to win 

17. --- parent plays a different but important role in a child’s life. 
a) Each b) One c) Anyone d) The 

18. Jenny ---- leave the hospital only six hours after the baby was born. 
a) was able to b) might c) can d) is able to 

19. ----- physicist, Gabriel Fahrenheit, invented the mercury thermometer in 1714. 
a) There is b) It is c) The d) It is the 

20. He is my best friend now, and ----- for many years. 
a) was b) had been c) has been d) was to be 




Answer: 1.d, 2.c, 3.d, 4.b, 5.c, 6.d, 7.b, 8.b, 9.b, 10.c, 11.c, 12.b, 13.c, 14.d, 15.b, 16.c, 17.a, 18.a, 19.c, 20.c

Wednesday, March 27, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বাংলা মডেল টেস্ট-১০

বাংলা মডেল টেস্ট-১০ 


১) ‘আদ্যোপান্ত’ এর সন্ধিবিচ্ছেদ হলো-
ক) আদ্য+উপান্ত খ) আদি+পান্ত গ) আদ্য+পান্ত ঘ) আদি+পন্ত

২) নিম্নের কোন্ শব্দটি অন্যগুলা থেকে আলাদা?
ক) বিধবা খ) সজনি গ) ললনা ঘ) ননদ

৩) ‘অতিমাত্র’ সমাসবদ্ধ শব্দের ব্যাসবাক্য-
ক) অতি ও মাত্র খ) অত্যন্ত মাত্রা যা গ) মাত্রাকে অতিক্রান্ত ঘ) না অতি না মাত্রা

৪) ‘সর্বাঙ্গ দংশিল মোর-নাগবালা’ এ বাক্যে ‘নাগবালা’ কোন্ কারকে কোন্ বিভক্তি?
ক) কর্মে শূন্য খ) কর্তায় শূন্য গ) করণে শূন্য ঘ) অপাদানে শূন্য

৫) ‘সূর্য’ এর সমার্থক শব্দ কোনটি?
ক) অবাচী খ) অর্ণব গ) সবিতা ঘ) কুমুদরঞ্জন

৬) ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ – এক কথায় কী হবে?
ক) সংবর্ধনা খ) অভিনন্দন গ) সম্মাননা ঘ) প্রত্যুদগমন


৭) ‘ত্রিশঙ্ক দশা’ মানে-
ক) বিপর্যস্ত হওয়া খ) অবাক হওয়া গ) দোটানা অবস্থা হওয়া ঘ) হতবুদ্ধি হওয়া

৮) ‘On that question I must part company with you’ -এর বাংলা
ক) ঐ প্রশ্নে আমি অবশ্যই তোমার সাথে ভিন্নমত পোষণ করব
ক) ঐ বিবেচনায় আমি অবশ্যই তোমার সঙ্গে কোম্পানিটুকু ভাগ করে নেব
গ) ঐ কারণে আমি অবশ্যই তোমার সঙ্গত্যাগ করব
ঘ) ঐ প্রশ্নে আমি নিশ্চয়ই তোমার বিরুদ্ধে যাব

৯) ‘সন্নিকৃষ্ট’ এর বিপরীত শব্দ-
ক) সংকীর্ণ খ) অপকৃষ্ট গ) বিপ্রকৃষ্ট ঘ) বিগ্রহ

১০) ভাষার মৌলিক অংশ কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি

১১) ‘তেজস্বী’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়?
ক) তেজঃ+বিন খ) তেজঃ+বী গ) তেজস+বিন ঘ) তেজস+বী

১২) ‘হুজুর’ শব্দের স্ত্রীবাচক কোনটি?
ক) হুজুরিনী খ) হুজুরাইন গ) হুজুরানী ঘ) হুজুরুঈন

১৩) ‘কচুকাটা’র সঠিক ব্যাসবাক্য –
ক) কচুর মতো কাটা খ) কচুকে কাটা গ) কচু ও কাটা ঘ) কচুকাটা

১৪) শুক্রবার স্কুল বন্ধ থাকে। বাক্যটিতে শুক্রবার কোন্ কারক?
ক) কর্তৃক খ) কর্ম গ) অধিকরণ ঘ) করণ

১৫) ‘বিবর্ধন’ শব্দের সমার্থক শব্দ-
ক) উপদ্রব খ) উন্মাদ গ) উদগ্রীব ঘ) উজ্জ্বল

১৬) ঈষৎ আমিষ গন্ধ যার-
ক) আঁষটে খ) ঈদৃশ গ) আকণ্ঠ ঘ) আমষ্ট

১৭) ‘ম-ম করা’ বাগধারার অর্থ-
ক) দুর্গন্ধে ভরে যাওয়া খ) মাছি বসা গ) আবর্জনায় ভরে যাওয়া ঘ) পূর্ণ হওয়া

১৮) He will make a good player - এর বাংলা অর্থ-
ক) সে ভালো খেলবে
খ) সে ভালো খেলোয়াড় তৈরি করবে
গ) সে ভালো খেলোয়াড় হবে
ঘ) সে একজন ভালো খেলোয়াড়

১৯) ‘পঙ্কিল’ এর বিপরীত শব্দ-
ক) পরিচ্ছন্ন খ) উজ্জ্বল গ) নির্মল ঘ) অম্লান

২০) যেখানে কমা অপেক্ষা অধিক বিরাম আবশ্যক সেখানে কোন্ চিহ্ন ব্যবহার করা হয়?
ক) কোলন খ) ড্যাশ গ) সেমিকোলন ঘ) দাঁড়ি



উত্তর: ১. ক, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. গ, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. ক, ১২. খ, ১৩. ক, ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. গ, ১৮. গ, ১৯. গ, ২০. গ 

Saturday, March 9, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: গণিত মডেল টেস্ট-৮


গণিত মডেল টেস্ট-৮ 



১) ১২ এর বর্গসংখ্যা কোনটি?
ক) ১২ খ) ১৪৪ গ) ৩ ঘ) ৪

২) দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭, সংখ্যা দুইটি নির্ণয় কর।
ক) ১৬, ২১ খ) ১৭, ২০ গ) ১৪, ২৩ ঘ) ১৮, ১৯

৩) গ.সা.গু = ?
ক) কমন উৎপাদকগুলোর গুণফল
খ) আন কমন উৎপাদক গুলোর গুণফল
গ) কমন ও আন কমন উৎপাদক গুলোর গুণফল
ঘ) আন কমন উৎপাদক গুলোর গুণফল

৪) ভগ্নাংশের গ.সা.গু = ?
ক) লবগুলোর গ.সা.গু / হরগুলোর ল.সা.গু
খ) লবগুলোর ল.সা.গু / হরগুলোর গ.সা.গা
গ) হরগুলোর ল.সা.গু / লবগুলোর গ.সা.গু
ঘ) হরগুলোর গ.সা.গু / লবগুলোর ল.সা.গু

৫) a4+a2+1=?
ক) (a2-a2+1)(a2+a-1)
খ) (a2+a+1)(a2-a+1)
গ) (a2-a-1)(a2-a-1)
ঘ) (a2+a+1)(a2+a+1)

৬) loga(m/n)কত?
ক) logam+logan খ) logam-logan গ) logam×logan ঘ) কোনোটিই নয়

৭) f(a)=a3-3a2b+2b3 হলে f(b)=?
ক) 1 খ) 0 গ) 2 ঘ) 3  

৮) (x,y) = (a,b) হলে নিচের কোন্ সম্পর্কটি সত্য হবে?
ক) x=a, y=b খ) x=y, a=b গ) x=b, y=a ঘ) x=a, a=b  

৯) প্রথম 50 টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
ক) 1275 খ) 1295 গ) 1200 ঘ) 1235  

১০) 13+23+33+....+n3 কত?
ক) {n(n+1)/2}2 খ) n(n+1)(2n+1)/6 গ) n(n+1)/2 ঘ) কোনোটিই নয়

১১) একটি চতুর্ভূজের কোণের সমষ্টি = কত সমকোণ?
ক) ১ সমকোণ খ) ২ সমকোণ গ) ৩ সমকোণ ঘ) ৪ সমকোণ

১২) sinθ=?
ক) 1/cosθ খ) 1/tanθ গ) 1/secθ ঘ) 1/cosecθ

১৩) tanθ√1-sin2θ=?
ক) secθ খ) cotθ গ) sinθ ঘ) tanθ

১৪) ১ মিলিয়ন = ?
ক) ১০ লক্ষ খ) ১০০ কোটি গ) ১০ কোটি  ঘ) ১০০ লক্ষ

১৫) ০.০৯ ও ৭.২ এর ল.সা.গু কত?
ক) ৭২০ খ) ৭২ গ) ৭.২ ঘ) ০.৭

১৬) পনির ও তপনের আয়ের অনুপাত ৪:৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫:৪। পনিরের আয় ১২০ টাকা হলে রবিনের আয় কত?
ক) ৭২ খ) ১২০ গ) ১০০ ঘ) ৬০

১৭) log10x = -2; এর মান কত?
ক) 0.05 খ) 0.01 গ) 0.002 ঘ) 5  

১৮) cos00 এর মান নিচের কোনটি?
ক) 1 খ) √3/2 গ) 0 ঘ) ½  

১৯) একটি ট্রাপিজিয়াম আকৃতি টিনের ঘরের চালের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 30cm ও 20cm এবং চালের উচ্চতা 10cm । ঐ চালে কত বর্গ সে.মি. টিন রয়েছে?
ক) 250 খ) 3000 গ) 400 ঘ) 450

২০) একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হলো সাইকেলটির ক্রয়মূল্য কত ছিল?
ক) ৬০০০ টাকা খ) ৫০০০ টাকা গ) ৪০০০ টাকা ঘ) ৬৫০০ টাকা



উত্তর: ১. খ, ২. ঘ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. ক, ১০. ক, ১১. ঘ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. খ, ১৮. ক, ১৯. ক, ২০. ক

Friday, March 8, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৯

সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৯




১) ‘সূর্যাস্ত আই ‘ চালু হয় কোন্ সালে?
ক) ১৭৯৩ সালে খ) ১৮৯৩ সালে গ) ১৭৯২ সালে ঘ) ১৮৯২ সালে

২) সংসদে ‘কাস্টিং ভোট’ বলা হয় কোনটিকে?
ক) প্রধানমন্ত্রীর ভোট খ) রাষ্ট্রপতির ভোট গ) স্পিকারের ভোট ঘ) চিফ হুইপের ভোট

৩) ১ টাকা ও ২ টাকার নোট কে স্বাক্ষর করেন?
ক) বাংলাদেশ ব্যাংকের গভর্নর খ) অর্থসচিব গ) অর্থমন্ত্রী ঘ) অর্থ প্রতিমন্ত্রী

৪) স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়-
ক) ১১ মার্চ ১৯৭২ সালে খ) ১০ জানুয়ারি ১৯৭৩ সালে গ) ৭ মার্চ ১৯৭৩ সালে ঘ) ৭ মার্চ ১৯৭৪ সালে

৫) বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
ক) পদ্মা খ) মেঘনা গ) যমুনা ঘ) সুরমা

৬) বাংলাদেশের ‘VAT’ কখন চালু হয়?
ক) ১ জুলাই ১৯৯১ সালে খ) ১ জুন ১৯৯১ সালে গ) ১ জুলাই ১৯৯২ সালে ঘ) ১ জুলাই ১৯৯০ সালে

৭) ইংরেজি কোন্ সালে ছিয়াত্তরের মন্বন্তর হয়?
ক) ১৭৭৬ সালে খ) ১৭৭০ সালে গ) ১৫৭০ সালে ঘ) ১২৭৬ সালে

৮) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ক) নভেরা আহমেদ খ) লুই আইকান গ) মঈনুল হোসেন ঘ) হামিদুর রহমান

৯) দর্শন শাস্ত্রের জনক কে?
ক) এ্যারিস্টটল খ) প্লেটো গ) সক্রেটিস ঘ) জন মিল্টন

১০) ‘বায়তুল হিকমা’ কি?
ক) গবেষণাগার খ) ইসলামী শিক্ষা কেন্দ্র গ) ইবাদত খানা ঘ) অর্থভাণ্ডার

১১) কোনটি ভাইরাসজনিত রোগ?
ক) জলাতঙ্ক খ) যক্ষ্মা গ) টাইফয়েড ঘ) ক্যান্সার

১২) CD পুরো লিখলে হয়-
ক) Control Disc খ) Colour Disc গ) Compact Disc ঘ) Computer Disc  

১৩) ক্যালিগ্রাফী কি?
ক) আরব্য উপন্যাস খ) মিশরীয় ভাস্কর্য গ) আরবি বর্ণমালা ঘ) লিখন পদ্ধতির শৈল্পিক রূপ

১৪) তুলি প্রথম কোথায় আবিষ্কার হয়?
ক) ভারত খ) জাপান গ) চীন ঘ) নেপাল

১৫) ‘জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে’ এটি কার উক্তি?
ক) ম্যালথাস খ) পল এডামস গ) অ্যাডাম স্মীথ ঘ) অমর্ত্য সেন

১৬) ‘ওয়ানগালা’ কাদের ধর্মীয় উৎসব?
ক) চাকমা খ) গারো গ) মারমা ঘ) রাখাইন

১৭) গণতন্ত্রের স্মৃতিকাগার বলা হয়-
ক) গ্রিসকে খ) ব্রিটেনকে গ) যুক্তরাষ্ট্রকে ঘ) আত্মজীবনী

১৮) ‘Fifth Column’ কী অর্থে ব্যবহৃত হয়?
ক) সাংবাদিকতা খ) আমলাতন্ত্র গ) সুশীল সমাজ ঘ) বিশ্বাসঘাতকতা

১৯) কোন্ শহরটি ‘হলি সিটি’ নামে পরিচিত?
ক) জেরুজালেম খ) ভ্যাটিকান সিটি গ) অযোদ্ধা ঘ) অজন্তা

২০) লালন ফকিরের জীবন নিয়ে নির্মিতব্য ‘মনের মানুষ’ চলচ্চিত্রের পরিচালক কে?
ক) তানভীর মোকাম্মেল খ) তারেক মাসুদ গ) গৌতম ঘোষ ঘ) হুমায়ুন আহমেদ


উত্তর: ১. ক, ২. গ, ৩. খ, ৪. গ, ৫. খ, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯. ঘ, ১০. ক, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. গ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. গ, ২০. গ