Showing posts with label রংপুর বিভাগ. Show all posts
Showing posts with label রংপুর বিভাগ. Show all posts

Tuesday, January 1, 2019

পঞ্চগড় (Panchagarh) জেলা

পঞ্চগড় জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৪০৪.৬২ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: পঞ্চগড় জেলার উত্তরে ভারতের দার্জিলিং জেলা, দক্ষিণে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা, পূর্বে নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- পঞ্চগড় সদর, বোদা, তেঁতুলিয়া, দেবীগঞ্জ ও আটোয়ারী।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- পঞ্চগড়, বোদা ও দেবীগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৪৩টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৮২৫টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উদ্বীপন।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: করতোয়া, টালমা, আত্রাই, বুড়ী, তিস্তা, ডাহুক, পাথররাজ, মহানন্দা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বারো আউলিয়ার মাজার, রকস মিউজিয়াম, বাংলাবান্ধা (জিরো পয়েন্ট) প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মির্জা গোলাম হাফিজ (রাজনীতিবিদ), ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার (সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার), মোহাম্মদ সুলতান (ভাষা সৈনিক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ১. পঞ্চগড়-১ ও ২. পঞ্চগড়-২।

Monday, December 31, 2018

ঠাকুরগাঁও (Thakurgaon) জেলা

ঠাকুরগাঁও জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারি ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৭৮১.৭৪ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: ঠাকুরগাঁও জেলার উত্তরে পঞ্চগড় জেলা, দক্ষিণে দিনাজপুর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে পঞ্চগড় ও দিনাজপুর জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ঠাকুরগাঁও সদর, রানীশঙ্কাইল, বালিডাঙ্গি, হরিপুর ও পীরগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ঠাকুরগাঁও, রানীশঙ্কাইল ও পীরগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৫৩টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৬৪১টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: সুরভিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: টাঙ্গন, কুলিক, নাগর প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: রাজা টংকনাথের বাসভবন, তাপবিদ্যুৎ কেন্দ্র, রানীসাগর, রাজভিটা, সানগাঁ শাহী মসজিদ প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মির্জা রুহুল আমিন (রাজনীতিবিদ), মির্জা ফখরুল ইসলাম আলমগীর (রাজনীতিবিদ), সুবেদার আহমেদ হোসেন (মুক্তিযোদ্ধা) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ৩. ঠাকুরগাঁও-১, ৪. ঠাকুরগাঁও-২ ও ৫. ঠাকুরগাঁও-৩।

Sunday, December 30, 2018

দিনাজপুর (Dinajpur) জেলা

দিনাজপুর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭৮৬ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৪৪৪.৩০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: দিনাজপুর জেলার পূর্বে রংপুর ও নীলফামারী জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা, দক্ষিণে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১৩টি- দিনাজপুর সদর, কাহারোল, ঘোড়াঘাট, বিরল, খানসামা, পার্বতীপুর, হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, বোঁচাগঞ্জ, বীরগঞ্জ, ফুলবাড়ি ও চিরিরবন্দর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- দিনাজপুর, বিরামপুর, সেতারগঞ্জ, বীরগঞ্জ, পার্বতীপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ী, হাকিমপুর ও বিরল।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১০২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,১৩১টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: আলোর দিশারী।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: করতোয়া, পুনর্ভবা, আত্রাই, যমুনা, টাঙ্গন, দীপা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: কান্তজীউ মন্দির, রামসাগর দিঘী, চেহেল গাজী (র)-এর মাজার ও মসজিদ, শালবন বিহার, সীতাকোট বিহার প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: হাজী মোহাম্মদ দানেশ (সমাজসেবক), অধ্যাপক ইউসুফ আলী (রাজনীতিবিদ), নিতুন কুণ্ডু (চিত্রশিল্পী, ভাস্কর), মো. নূরুল আমিন (স্বভাব কবি), সামাদ (ফুটবলের জাদুকর) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ৬. দিনাজপুর-১, ৭. দিনাজপুর-২, ৮. দিনাজপুর-৩, ৯. দিনাজপুর-৪, ১০. দিনাজপুর-৫ ও ১১. দিনাজপুর-৬।

Saturday, December 29, 2018

নীলফামারী (Nilphamari) জেলা

নীলফামারী জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৫৪৬.৫৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: নীলফামারী জেলার পূর্বে লালমনিরহাট জেলা, পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় জেলা এবং উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- নীলফামারী সদর, কিশোরগঞ্জ, ডোমার, জলঢাকা, ডিমলা ও সৈয়দপুর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- নীলফামারী, জলঢাকা, সৈয়দপুর ও ডোমার।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬০টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৩৬১টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: চেতনা।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: তিস্তা, ঘঘাট, শিঙ্গীমারী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বিরাট দিঘী (বর্তমান নাম নীলসাগর), নীলকুঠি (নীলফামারী সদর), নট সেটেলমেন্ট (কারাগার ১৮৭১), তিস্তা ব্যারেজ, ডিমলা রাজবাড়ি, রাজা ধর্মপালের গড় (দুর্গ) ও তার রাজবাড়ির ধ্বংসাবশেষ (অষ্টাদশ শতাব্দী, জলঢাকা), রাজা হরিশচন্দ্রের রাজবাড়ির ধ্বংসাবশেষ (নবম শতাব্দী, জলঢাকা), তিন গম্বুজবিশিষ্ট ভেড়ভেড়ী জামে মসজিদ (অষ্টাদশ শতাব্দী, কিশোরগঞ্জ উপজেলা) প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মশিহুর রহমান যাদু মিয়া (রাজনীতিবিদ), আসাদুজ্জামান নূর (নাট্যব্যক্তিত্ব ও রাজনীতিবিদ), শাহ কলন্দর (ইসলাম প্রচারক), রথীন্দ্রনাথ রায় (সঙ্গীত শিল্পী) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ১২. নীলফামারী-১, ১৩. নীলফামারী-২, ১৪. নীলফামারী-৩ ও ১৫. নীলফামারী-৪।

Friday, December 28, 2018

লালমনিরহাট (Lalmonirhat) জেলা

লালমনিরহাট জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,২৪৭.৩৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: পূর্বে কুড়িগ্রাম জেলা এবং পশ্চিমে নীলফামারী ও রংপুর জেলা, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- লালমনিরহাট সদর, পাটগ্রাম, আদিতমারী, কালিগঞ্জ ও হাতিবান্ধা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি- লালমনিরহাট ও পাটগ্রাম।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৪৫টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৪৭৮টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: গণশিক্ষা সমিতি।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: তিস্তা, শিংগীমারী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: তিনবিঘা কড়িডোর, গহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: ফকির মজনু শাহ, শেখ ফজলল করিম (কবি) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ১৬. লালমনিরহাট-১, ১৭. লালমনিরহাট-২ ও ১৮. লালমনিরহাট-৩।


Thursday, December 27, 2018

গাইবান্ধা ( Gaibandha) জেলা

গাইবান্ধা জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৫ ই ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,১১৪.৭৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: গাইবান্ধা জেলার পূর্বে জামালপুর ও কুড়িগ্রাম জেলা, পশ্চিমে রংপুর ও দিনাজপুর জেলা এবং উত্তরে কুড়িগ্রাম ও রংপুর জেলা, দক্ষিণে বগুড়া জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- গাইবান্ধা সদর, সাদুল্যাপুর, গোবিন্দগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও পলাশবাড়ি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ ও পলাশবাড়ি।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৮২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,২৫০টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: বিকশিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: যমুনা, তিস্তা, আত্রাই, ঘাঘট প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বর্ধনকুঠি, নলডাঙ্গার জমিদার বাড়ি, মীরের বাগান, শাহ সুলতান গাজীর মসজিদ প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আবু হোসেন সরকার (রাজনীতিবিদ), নাট্যকার তুলসী লাহিরী, খাঁন বাহাদুর আব্দুল মজিদ, মাহমুদুজ্জামান বাবু, বদিউল আলম প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ২৯. গাইবান্ধা-১, ৩০. গাইবান্ধা-২, ৩১. গাইবান্ধা-৩, ৩২. গাইবান্ধা-৪ ও ৩৩. গাইবান্ধা-৫।

Wednesday, December 26, 2018

কুড়িগ্রাম (Kurigram) জেলা

কুড়িগ্রাম জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৩ জানুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,২৪৫.০৪ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: কুড়িগ্রাম জেলার পূর্বে ভারতের আসাম রাজ্য ও যমুনা নদী, পশ্চিমে লালমনিরহাট ও রংপুর জেলা, উত্তরে ভারতের কুচবিহার, দক্ষিণে গাইবান্ধা ও জামালপুর জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, রাজিবপুর, রাজারহাট, ফুলবাড়ি ও রৌমারি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- কুড়িগ্রাম, উলিপুর ও নাগেশ্বরী।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭৩টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৮৭২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: সোনালী।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: যমুনা, ধরলা, সোয়াতি, দুধকুমার, তিস্তা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: নয়ারহাট (রাজারহাট) মুঘল আমলের মসজিদের ধ্বংসাবশেষ (১১৭৬ হিজরি), ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী বাজারের নিকট একটি পুরনো মসজিদের ধ্বংসাবশেষ (মুঘল আমল), আরবি ভাষায় খোদিত মসজিদের শিলালিপি, জয়মনির জমিদার বাড়ি, বিডিআর গেটে সংরক্ষিত পাংগা রাজ্যের ২টি কামান, নাওডাঙ্গার (ফুলবাড়ি) পরিত্যক্ত জমিদার বাড়ি ও মন্দির, রাজারহাটের পাঙ্গেশ্বরী মন্দির ও পাংগা রাজবাড়ির ধ্বংসাবশেষ, দাসেরহাটের (কুড়িগ্রাম সদর) বিশালাকার কালীমূর্তি, ভিতরবন্দের জমিদার বাড়ির সামনে মঙ্গলচণ্ডী, কামাখ্যাদেবী, লক্ষ্মী ও সত্যনারায়ণের বিগ্রহ, উলিপুরের কালী সিদ্ধেশ্বরীর মন্দির প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: তারামন বিবি (বীর প্রতীক), সাহিত্যিক সৈয়দ শামসুল হক, ভবানী পাঠক প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ২৫. কুড়িগ্রাম-১, ২৬. কুড়িগ্রাম-২, ২৭. কুড়িগ্রাম-৩ ও ২৮. কুড়িগ্রাম-৪।

রংপুর (Rangpur) জেলা

রংপুর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭৭২ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৪০০.৫৬ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: রংপুর জেলার পূর্বে কুড়িগ্রাম, পশ্চিমে দিনাজপুর জেলা, উত্তরে লালমনিরহাট ও নীলফামারী জেলা ও তিস্তা নদী এবং দক্ষিণে গাইবান্ধা জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- রংপুর সদর, গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর, বদরগঞ্জ, তারাগঞ্জ ও পীরগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- হারাগাছ, বদরগঞ্জ ও পীরগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭৬টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৪৮২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: দীপান্বিতা।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: তিস্তা, ঘাঘট প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: কারমাইকেল কলেজ, তিস্তা বাঁধ প্রকল্প, পায়রাবন্দ বেগম রোকেয়ার বাড়ি, মন্থনার জমিদার বাড়ি, কেরামতিয়া মসজিদ, রংপুর জাদুঘর, মাওলানা কেরামত আলী জৈনপুরীর মাজার প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম (সাবেক রাষ্ট্রপতি), লে. জে. হুসাইন মুহাম্মদ এরশাদ (সাবেক রাষ্ট্রপতি), কবি হায়াৎ মাহমুদ, আবু হোসেন সরকার (রাজনীতিবিদ), এম. এ ওয়াজেদ মিয়া (পরমাণু বিজ্ঞানী), বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন (সাহিত্যিক), শাহ আবদুল হামিদ (সাবেক স্পিকার) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ১৯. রংপুর-১, ২০. রংপুর-২, ২১. রংপুর-৩, ২২. রংপুর-৪, ২৩. রংপুর-৫ ও ২৪. রংপুর-৬।