পঞ্চগড় জেলা |
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারি ১৯৮৪।
প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৪০৪.৬২ বর্গকিলোমিটার।
প্রশ্ন: সীমা কি?
উত্তর: পঞ্চগড় জেলার উত্তরে ভারতের দার্জিলিং জেলা, দক্ষিণে ঠাকুরগাঁও ও দিনাজপুর
জেলা, পূর্বে নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- পঞ্চগড় সদর, বোদা, তেঁতুলিয়া, দেবীগঞ্জ ও আটোয়ারী।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- পঞ্চগড়, বোদা ও দেবীগঞ্জ।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৪৩টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৮২৫টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উদ্বীপন।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: করতোয়া, টালমা, আত্রাই, বুড়ী, তিস্তা, ডাহুক, পাথররাজ, মহানন্দা প্রভৃতি।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বারো আউলিয়ার মাজার, রকস মিউজিয়াম, বাংলাবান্ধা (জিরো পয়েন্ট) প্রভৃতি।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মির্জা গোলাম হাফিজ (রাজনীতিবিদ), ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার (সাবেক
রাষ্ট্রপতি ও স্পিকার), মোহাম্মদ সুলতান (ভাষা সৈনিক) প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ১. পঞ্চগড়-১ ও ২. পঞ্চগড়-২।