Thursday, December 6, 2018

নারায়ণগঞ্জ (Narayanganj) জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৬৮৪.৩৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: নারায়ণগঞ্জের পূর্বে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার কিয়দংশ, পশ্চিমে ঢাকা জেলা, উত্তরে নরসিংদী ও গাজীপুর জেলা এবং দক্ষিণে মুন্সিগঞ্জ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি-নারায়ণগঞ্জ সদর, আড়াই হাজার, সোনারগাঁও, বন্দর ও রূপগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- সোনারগাঁও, তারাব, কাঞ্চন, আড়াইহাজার ও গোপালদী।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩৯টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,২০৪টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উদ্ভাসিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: সোনারগাঁও, সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের মাজার, পাঁচ বিবির মাজার, পানাম নগর, পানাম সেতু, পাগলা সেতু, সোনাকান্দা দুর্গ প্রভৃতি।

প্রশ্ন: উল্লেথযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কে এম [কাজী মুহম্মদ] সফিউল্লাহ (৩ নং সেক্টর কমান্ডার), জ্যোতিবসু (পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী), ডা. কাজী দীন মোহাম্মদ প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি-২০৪. নারায়ণগঞ্জ-১, ২০৫. নারায়ণগঞ্জ-২, ২০৬. নারায়ণগঞ্জ-৩, ২০৭. নারায়ণগঞ্জ-৪ ও ২০৮. নারায়ণগঞ্জ-৫।

No comments:

Post a Comment