Monday, December 10, 2018

ফরিদপুর (Faridpur) জেলা

ফরিদপুর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮১৫ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,০৫২.৮৬ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: ফরিদপুর জেলার পূর্বে ঢাকা, মুন্সিগঞ্জ ও মাদারীপুর জেলা, পশ্চিমে নড়াইল, রাজবাড়ী ও মাগুরা জেলা, উত্তরে রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলা এবং দক্ষিণে গোপালড়ঞ্জ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- ফরিদপুর সদর, সদরপুর, মধুখালী, চরভদ্রাসন, বোয়ালমারী, ভাঙ্গা, নগরকান্দা, আলফাডাঙ্গা ও সালথা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ফরিদপুর, ভাঙ্গা, নগরকান্দা, বোয়ালমারী, মধুখালী ও আলফাডঙ্গা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৮১টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৮৯৯টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: আলোর পথে।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা, মধুমতি, কুমার, আড়িয়াল খাঁ প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: নদী গবেষণা ইনস্টিটিউট, আটরশি ও চন্দ্রপাড়া পীর সাহেবের দরবার শরীফ, কামারখালী গড়াই সেতু, মথুরাপুরের দেউল (মন্দির) প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আবদুল আহাদ (সঙ্গীত পরিচালক), কে. এম. ওবায়দুর রহমান (রাজনীতিবিদ), নওয়াব আবদুল লতিফ (বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত), ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া (রাজনীতিবিদ), সাহিত্যিক কাজী মোতাহার হোসেন [জন্ম কুষ্টিয়া], কানাইলাল শীল (গীতিকার ও সুরকার), জসীমউদ্দিন (কবি), ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ (বীরশ্রেষ্ঠ), তারেক মাসুদ (চলচ্চিত্র পরিচালক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ২১১. ফরিদপুর-১, ২১২. ফরিদপুর-২, ২১৩. ফরিদপুর-৩ ও ২১৪. ফরিদপুর-৪।

No comments:

Post a Comment