Showing posts with label রূপচর্চা. Show all posts
Showing posts with label রূপচর্চা. Show all posts

Tuesday, January 21, 2020

শীতেও কোমল থাকুক ত্বক




ত্বকের যত্ন
এ সময় সবচেয়ে ঝামেলা পোহাতে হয় শুষ্ক ত্বকের অধিকারীদের। গুঁড়া দুধ, মধু, হলুদের গুঁড়া, ময়দার মতো জিনিস প্রায় সবার বাসায় থাকে। গুঁড়া দুধ, মধু ও এক চিমটি হলুদগুঁড়ার সঙ্গে ৫টি কাঠবাদামের গুঁড়া মিশিয়ে প্যাক বানিয়ে মুখের ত্বকে লাগাতে পারেন। এভাবে ১০ থেকে ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। ভালো ফলের জন্য সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে। এটি শুষ্ক ত্বকের পাশাপাশি স্বাভাবিক ত্বককেও ময়েশ্চারাইজ করতে সাহায্য করবে। শুষ্ক ত্বকে প্রতিদিন গোসলের পর তেল ব্যবহার করা ভালো। হালকা মিঠে রোদে চুল শুকাতে শুকাতে ত্বকে বুলিয়ে নিতে পারেন কাঠবাদাম বা জলপাই তেলের পরশ। একইভাবে কাজের ফাঁকে গল্প করতে করতে একটি আলুর অর্ধেক কুড়ে নিন, সঙ্গে যোগ করুন কমলার খোসার গুঁড়া, ১ চা-চামচ ময়দা ও মধু। ত্বকে লাগিয়ে না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। যাদের তৈলাক্ত ত্বক সপ্তাহে ২ থেকে ৩ দিন তারা প্যাকটি ব্যবহার করতে পারেন।

পায়ের যত্ন
এ সময় বাইরে থেকে এসে কিছুক্ষণ কুসুম গরম পানিতে সামান্য লবণ ও গোলাপের পাপড়ি মিশিয়ে হাত–পা ভিজিয়ে রাখলে ত্বক পরিষ্কার হবে। সেই সঙ্গে হালকা আরামও পাবেন। পায়ের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কাঠবাদামের তেল বা জলপাই তেলের সঙ্গে ভিটামিন ‘ই’ ক্যাপসুল মিশিয়ে নিয়ে হাত–পায়ে প্রতিদিন অন্তত একবার মালিশ করতে পারেন।

ঠোঁটের যত্ন
খুব সহজে আর্দ্রতা হারানোর কারণে শীতকালে ঠোঁটের একটু বেশিই যত্নের প্রয়োজন হয়। ঠোঁট ভালো রাখতে লেবু, মধু ও চিনির স্ক্রাব মিশিয়ে প্যাক ব্যবহার করতে পারেন। ২ বা ৩টি গোলাপের পাপড়ি, মধু, দুধ বা দুধের সর একসঙ্গে বেটে ঠোঁটে ১০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে ৩ থেকে ৪ দিন ব্যবহার করুন।

এ তো গেল বাহ্যিক রূপচর্চার কথা। এ ছাড়া শীতে ভিটামিন সি–জাতীয় ফলমূল যেমন—কমলা, পেয়ারা, আমলকী ইত্যাদি খাওয়া ত্বকের জন্য খুবই উপকারী। সুস্থ ত্বকের জন্য ঘুম অত্যন্ত জরুরি। প্রতিদিন ৮ থেকে ৯ ঘণ্টা ঘুমানো উচিত। বেশি করে কাঠবাদাম, আখরোট, খেজুর, কিশমিশ খান। এ ছাড়া ত্বককে সুস্থ ও সজীব রাখতে প্রতিদিন অন্তত ২ থেকে ৩ লিটার পানি পান করুন।

Wednesday, January 15, 2020

চুল রাঙাতে


চুল পাকা নাকি অভিজ্ঞতার বাহ্যিক প্রকাশ। তবে কারও বয়স হলেও চুল দেখে বোঝা যায় না, আবার কারও কম বয়সেই চুল পেকে যায়। চুল না পাকলে তরুণ দেখায় বটে, কিন্তু যাঁদের চুল কম বয়সেই পাকে, তাঁরা খানিক ঝক্কিতেই পড়েন বৈকি।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক এস এম বখতিয়ার কামাল জানালেন, কম বয়সে চুল পাকার সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি। নানা কারণে কোষ ক্ষতিগ্রস্ত হলে, চুলে পাক ধরতে পারে বলে ধারণা করা হয়। বংশগত কারণেও হতে পারে। সঠিক চিকিৎসা এখনো আবিষ্কার করা যায়নি।

জেনে নিন

শোভন মেকওভারের কসমেটোলজিস্ট শোভন সাহা জানালেন এ–সম্পর্কিত কিছু বিষয়ের কথা। পড়ালেখা, পারিবারিক সমস্যা, অল্প বয়সের আবেগময় সম্পর্ক, কম বয়সে অনেকের নানা চাপ থাকতে পারে (কাউন্সেলিংয়ের প্রয়োজন হতে পারে)। মানসিক চাপে ঘুম কমে, সিগারেট বা মাদক সেবনের প্রবণতা থাকে। অবসন্নতায় রুচি কমতে পারে, খাবারে অনিয়মও হয়। ফলে পুষ্টির অভাব দেখা দিতে পারে। কিছু রোগের প্রভাবও থাকতে পারে।

প্রতিকার নেই?

পেকে যাওয়া চুল আর কালো হবে না। হার্বস আয়ুর্বেদিক ক্লিনিকের আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমি জানালেন চুল পাকার হার কমানোর কিছু উপায়—

● ক্যালসিয়াম ও ভিটামিনসমৃদ্ধ খাবার খান।

● মাথার ত্বক শুষ্ক হলে হালকা ধাঁচের শ্যাম্পু ব্যবহার করুন। এ ছাড়া সপ্তাহে ১ দিন ১টি পাকা কলা (ছোট আকৃতির), ১ টেবিল চামচ মধু আর ১টা গোটা পেঁয়াজ পেস্ট করে সরাসরি মাথার ত্বকে লাগিয়ে রাখতে পারেন ১ ঘণ্টা।

● ১ কাপ মেহেদিপাতার রসে ২ টেবিল চামচ মেথি সারা রাত ভিজিয়ে রেখে সকালে পেস্ট করে মাথার ত্বকে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা, সপ্তাহে ২ দিন।

● ১ কাপ কাঁচা আমলকীর রসে ৬টি হরীতকী ভিজিয়ে রাখুন সারা রাত। সকালে পেস্ট করে মাথার ত্বকে লাগিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করুন, এভাবে সপ্তাহে ২ দিন মাথায় ব্যবহার করুন।

পাকা চুলে কী হবে?

পাকা চুল ওঠালে আরও চুল উঠতে পারে। মেহেদি লাগাতে পারেন। এ ছাড়া প্রাকৃতিক উপায়ে বার্গেন্ডি-জাতীয় রং আনার উপায় জানালেন আফরিন মৌসুমি—

১ কাপ তাজা মেহেদিপাতা বাটা ও ১ কাপ বিটের রস একসঙ্গে ফুটিয়ে নিন। অন্য পাশে এক কাপ পানিতে ৩ চা–চামচ চাপাতা ফোটাতে হবে, ঘন হয়ে আধা কাপ পরিমাণমতো হলে এক টেবিল চামচ কফি দিন। এবার প্রথম মিশ্রণটি গরম থাকা অবস্থায় তাতে চা ও কফির এই মিশ্রণ ভালোভাবে মেশান। চুলে লাগিয়ে ধোয়ার আগে দুই-আড়াই ঘণ্টা অপেক্ষা করুন।

সবার জন্য

চুলে রাসায়নিক ব্যবহার না করাই ভালো, নিতান্ত করতে চাইলেও মানসম্মত উপাদানে (তবে মাথার ত্বকে নয় কখনোই)। যাঁরা চুলে রং, ব্লো-ড্রাই, স্ট্রেইটনিং প্রভৃতি করেন, তাঁরা প্রতিদিন তেল মালিশ করুন অবশ্যই। তেলে সামান্য কর্পূর মিশিয়ে নেওয়া ভালো।

প্রতিদিন শ্যাম্পু করলে হালকা ধরনের শ্যাম্পু বেছে নিন। না হলে সাধারণ শ্যাম্পুর সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে নিয়ে স্বাভাবিক নিয়মে ব্যবহার করুন।

মাথার ত্বক তৈলাক্ত হলে বারবার শ্যাম্পু করার প্রবণতা থাকে। ফলে মাথার ত্বক শুষ্ক হয়ে পড়ে। যাঁদের মাথার ত্বক তৈলাক্ত, মাথা ঘামে বা মাথার ত্বকে ফুসকুড়ি হয়, তাঁরা শ্যাম্পুর সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে পারেন (দুই টেবিল চামচ শ্যাম্পু নিলে তাতে মাঝারি আকৃতির লেবুর দুটি টুকরার রস মেশাতে হবে)।

নিয়ম না জেনে চুলে প্যাক লাগাবেন না।

Monday, January 13, 2020

রূপচর্চায় শঙ্খচূর্ণ



চেহারাটা যেমনই হোক, সামান্য যত্নে সেটি হয়ে ওঠে সতেজ, পরিপাটি, আকর্ষণীয়। কত মাধ্যমেই না রূপের চর্চা করা যায়! বড় শামুক বা শঙ্খ কেটে মেয়েদের হাতে পরার শাঁখা বানানো হয়। শাঁখা বানানোর সময় শাঁখারিদের হাত গলে ছড়িয়ে পড়ে শঙ্খের গুঁড়া। সেই সাদা ধবধবে চক পাউডারের মতো দেখতে গুঁড়াই হতে পারে রূপচর্চার অন্যতম অনুষঙ্গ। আমাদের দেশের আবহাওয়ায় রূপচর্চার জন্য শঙ্খ প্রায় সব ত্বকেই দারুণভাবে মানিয়ে যায়। শঙ্খতে রয়েছে জিংক অক্সাইড, যেটি রোদ থেকে বাঁচায়। কালচে ছোপের হাত থেকে বাঁচাতেও এটি দারুণ কার্যকর। সব ধরনের ত্বকের জন্য হলেও ধরন অনুযায়ী প্যাক তৈরি ও প্রয়োগে ভিন্নতা থাকবে। জানালেন বিশেষজ্ঞরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ইরফান উল্লাহ জানিয়েছেন, রূপচর্চার সামগ্রী হলেও যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁেদর কিছুটা সাবধান থাকা ভালো শঙ্খগুঁড়া ব্যবহারের ক্ষেত্রে। পাউডার–জাতীয় হলেও যেহেতু এই গুঁড়া শক্ত শামুকের খোল থেকে তৈরি, ত্বকে ব্যবহারের সময় জোরে ঘষাঘষি না করাই ভালো। সামান্য অসাবধানতায় ত্বক কেটে যেতে পারে। চিকন ছিদ্রের চালুনি দিয়ে চেলে নিলে কিছুটা নিরাপদ হতে পারে। নাজুক ত্বকের ক্ষেত্রে কখনো কখনো জ্বালাপোড়া, র‌্যাশ, ফুসকুড়ি হতে পারে। কারও কারও অ্যালার্জিজনিত সমস্যা ও প্রদাহ দেখা দিতে পারে, কিছু ক্ষেত্রে ত্বক ফুলে যাওয়ার ঘটনাও ঘটতে পারে। এমন হলে শঙ্খচূর্ণ ব্যবহার বন্ধ করে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমী শঙ্খচূর্ণ দিয়ে কীভাবে রূপচর্চা করা যায় জানালেন তারই সাতসতেরো। পাউডারের মতো তুলির সাহায্যে শঙ্খচূণ ব্যবহার করা যায়। আবার কখনো অন্য উপাদানের সঙ্গে যুক্ত করে প্যাক বানিয়ে লাগিয়ে রাখলেও ত্বকের জন্য উপকারী। ত্বকের ধরন অনুযায়ী বিভিন্নভাবে শঙ্খগুঁড়া ব্যবহার করা যায়। বাতাস ঢুকবে না, এমন কৌটায় সংরক্ষণ করে ফ্রিজে রেখে দুই থেকে িতন দিন অনায়াসে ব্যবহার করা যায়। গুণগত মানও থাকবে অটুট। পুরো শরীরে লাগানোর প্যাক তৈরি করে ডিপ ফ্রিজে রাখলে পরে আবার ব্যবহারের উপযোগী হবে। ত্বকের ধরন বুঝে নানাভাবে শঙ্খচূর্ণ ব্যবহার করা যায়, তারই কিছু পদ্ধতি রইল পাঠকদের জন্য।

শুষ্ক ত্বকের জন্য

শুষ্ক ত্বকে কালচে ছোপ পড়ে যায়। যাঁদের ত্বকে কালচে ছোপ হয়েই গেছে, এই প্যাক তাঁদের জন্য। মাত্র ২ সপ্তাহ নিয়মিত ব্যবহারে কালচে ছোপ হালকা করে ফেলতে প্যাকটির জুড়ি মেলা ভার। ১ টেবিল চামচ শঙ্খচূর্ণ, ২ চা-চামচ আপেল সিডার ভিনেগার, ৪-৫ ফোঁটা কাঠবাদামের তেল, ভিটামিন সি ট্যাবলেট বা ১টি সিভিট গুঁড়া ও সামান্য গোলাপজল মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

তৈলাক্ত ত্বকের জন্য

যাঁদের ব্রণ ও ব্ল্যাক হেডসের সমস্যা রয়েছে, তাঁরা ২ টেবিল চামচ তুলসী পাতার রস, ১ টেবিল চামচ শঙ্খের গুঁড়া মিশিয়ে নিন ভালোভাবে। এবার সামান্য বাদামি চিনি দিয়ে গুলে সারা মুখে লাগাতে হবে। ৫ মিনিট পর একটু ঘষে তুলে ফেলুন। তৈলাক্ত ত্বকে সপ্তাহে ১ দিন ও ছোট দানা বা ব্রণযুক্ত ত্বকে সপ্তাহে প্রতিদিন প্যাকটি লাগালে উপকার পাওয়া যাবে।

সব ধরনের ত্বকের জন্য

১ টেবিল চামচ শঙ্খগুঁড়া, লেবুর খোসাবাটা আধা চা-চামচ, ৩-৪ ফোঁটা গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান। ৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন ১ বার করে প্যাকটি লাগালে রোদের প্রভাবে কালচে ভাব দূর হয়ে যায়।

সারা শরীরে লাগানোর জন্য

১ কাপ শঙ্খগুঁড়ার সঙ্গে ১ কাপ মসুরের ডালের বেসন, ১টি ডিম ও লেবুর রস মিশিয়ে সারা শরীরে লাগিয়ে রাখতে হবে মিনিট দশেক। তারপর ছোট রুমাল বা টাওয়েল ভিজিয়ে ঘষে ঘষে তুলে ফেলতে হবে। সপ্তাহে ১ দিন প্যাকটি লাগালেই যথেষ্ট। এই প্যাক লাগালে সাবান দেওয়ার দরকার হবে না। গলা, ঘাড়সহ শরীরের যেসব স্থানে কালচে ভাব হয়েছে সেটি তুলে ফেলবে নিয়মিত ব্যবহারে।

রোদ থেকে বাঁচতে

সমান পরিমাণ শঙ্খের গুঁড়া, কেওলিন পাউডার ও মুলতানি মাটির গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। বাইরে যাওয়ার সময় নিয়মিত ব্যবহারে রোদে পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচা যায়।


কোথায় পাওয়া যায়

নকলের ভিড়ে আসল শঙ্খচূর্ণ পাওয়ার সবচেয়ে সহজ, বড় ও বিশ্বস্ত জায়গা শাঁখারীবাজার। এখানে ১০০ টাকা কেজি দরে গুঁড়া বিক্রি করছে মা মনসা শঙ্খ শিল্পালয়। ২০ ও ৫০ টাকা দরে প্যাকেট আকারে বিক্রির ব্যবস্থাও রেখেছে তারা। এ ছাড়া জয় গুরু শঙ্খ ভান্ডার, বিধান শঙ্খ ভান্ডারসহ শাঁখা তৈরি করে, এমন সব দোকানেই মিলবে এটি। এ ছাড়া স্বামীবাগ লোকনাথ মন্দিরের পাশে জয় বাবা স্টোরেও মিলবে শঙ্খগুঁড়া, এমনটাই জানালেন সুমন ভৌমিক। তিনি জানালেন সত্যিকারের শঙ্খগুঁড়া চেনার দারুণ তথ্য। খাঁটি শঙ্খগুঁড়া ত্বকে লাগালে সামান্য গরম অনুভূত হয়, কিন্তু নকল গুঁড়াতে একেবারেই সেটা অনুভব করা যায় না।একই জায়গার লোকনাথ সামগ্রীতে সেটি পাওয়া যাবে বলে জানান তিনি। এ ছাড়া বিভিন্ন সুপারশপেও খুঁজলে মিলবে শাঁখের গুঁড়া।

Sunday, January 12, 2020

কমলার খোসায় ত্বকের যত্ন


কমলার পুষ্টিগুণ কে না জানে। শীতের সময়টায় সহজলভ্যও বটে। তাই শীতে কমলা কমবেশি সব বাড়িতেই খাওয়া হয়। বাড়িতে কমলা এনে খেয়ে তো ফেলবেনই, তবে খেয়ে সবটা ‘ফেলবেন’ না যেন। বিচিটা ফেলে দিলেও কাজে লাগান খোসাটুকু।

কমলার খোসায় রয়েছে ভিটামিন এ, সি, ই, নানা খনিজ পদার্থ এবং অবশ্যই প্রয়োজনীয় তেল (এসেনশিয়াল ওয়েল)। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, ব্রণ, বলিরেখা ও বয়সের ছাপ কমাতে দারুণ কার্যকর কমলার খোসা। তবে কমলার খোসা ব্যবহার করতে হবে সঠিক নিয়মে। নইলে হিতে বিপরীত হতে পারে (যেমন, ত্বকে ফুসকুড়ি), এমনটাই জানালেন হার্বস আয়ুর্বেদিক ক্লিনিকের আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমি।


জেনে নিন তাঁর পরামর্শ সংরক্ষণের নিয়ম

গ্রেটারের সাহায্যে কমলার খোসার ওপরের দিক থেকে কুরিয়ে নিন (আলুভাজি করার জন্য আলু যেভাবে করা হয়, তবে খোসার ভেতরের সাদা অংশ বাদে)। অথবা ভেতরের সাদা অংশ ফেলে কুচি করে নিন। প্রথম পদ্ধতিটিই ভালো। এরপর কাগজ বিছিয়ে এর ওপর স্বাভাবিক তাপমাত্রায় (যে ঘরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র চলছে না, রান্নাঘরেও হতে পারে) দুই থেকে তিন দিন রাখুন। কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিন। শেষ দিন ১০ মিনিটের জন্য রোদে দিন। কাচের বয়ামে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। নিয়ম না জেনে সংরক্ষণ করতে গেলে কার্যকারিতাও কমে আসে, এতে ত্বকে খারাপ প্রভাব পড়ার ঝুঁকিও বাড়ে।

ত্বকের সমস্যা অনুযায়ী প্যাক

l মেছতা থাকলে এক টেবিল চামচ কমলার খোসা তিন টেবিল চামচ আলুর রসে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর পেস্ট করে নিয়ে একটি ডিমের সাদা অংশ ও এক চা–চামচ কমলার রস মিশিয়ে প্যাক তৈরি করুন। বিশেষত, হালকা মেছতা থাকলে প্রতিদিন এ প্যাক ব্যবহারে মেছতা আর গাঢ় হয় না।

l ব্রণের জন্য এক টেবিল চামচ কমলার খোসা, সমপরিমাণ পুদিনাপাতার রস ও শঙ্খ গুঁড়ার সঙ্গে মিশিয়ে পুরো মুখে ব্যবহার করুন একটানা ৭ দিন।

l বলিরেখা দূর করতে এক টেবিল চামচ কমলার খোসা পেস্ট ও এক টেবিল চামচ কমলার রস দিয়ে পেস্ট করুন। দুটি কাঠবাদাম যোগ করুন। পুরো মুখে দিন প্রতিদিন।

l রোজ বাইরে থেকে ফিরে আরেকটি প্যাক কাজে লাগাতে পারেন। এক টেবিল চামচ কমলার খোসা সমপরিমাণ রস (কমলার) দিয়ে পেস্ট করুন। সঙ্গে ভালোভাবে পেস্ট করা এক টেবিল চামচ পাকা কলা যোগ করুন। মিশ্রণে ভারসাম্য আনতে কয়েক ফোঁটা গ্লিসারিন যোগ করতে হবে। বাইরের দূষণে নিষ্প্রাণ, অনুজ্জ্বল, নিস্তেজ হয়ে পড়া ত্বক সতেজ হয়ে উঠবে। চাইলে এটি প্রতিদিনই ব্যবহার করা যায়।

l ব্ল্যাকহেডস দূর করতে এক চা–চামচ কমলার খোসা পেস্ট (তাজা, সংরক্ষিত নয়) ও সমপরিমাণ মধু দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। শুধু ব্ল্যাকহেডসের স্থানে লাগিয়ে নিন। শুকিয়ে এলে ঘড়ির কাঁটার বিপরীত গতিতে তুলে ফেলুন। সাত থেকে আট দিন একটানা ব্যবহার করুন।

অ্যারোমা টোনার যখন কমলার খোসা

স্টেইনলেস স্টিলের পাত্রে আধা লিটার মিনারেল ওয়াটার (ট্যাপের পানি নয়) ও ছয়টি কমলার কুচি করা খোসা (তাজা, সাদা অংশ বাদে, আগের নিয়মে) দিয়ে মৃদু আঁচে ঢেকে রাখুন। কমলা রঙের ছোঁয়া দেখা দিতে থাকবে, পানি কমতে থাকবে। মিশ্রণ ঘন হয়ে মোটামুটি ১৫০ মিলি পরিমাণে নেমে এলে নামাতে হবে। স্বচ্ছ ঢাকনা দিতে পারেন, অস্বচ্ছ ঢাকনা হলে এক থেকে দুইবার উঠিয়ে পানির পরিমাণ বুঝে নিন। ঠান্ডা হওয়ার পর যেকোনো বোতলে রেখে ব্যাগেও বহন করতে পারেন। সারা দিনে ক্লান্ত হয়ে পড়লে মুখ ধুয়ে এটি স্প্রে করে নিয়ে (স্প্রে করার বদলে এটি তুলার বলে ভিজিয়ে মুখ মুছে নিতে পারেন) ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। বরফের কিউব হিসেবে সারা বছর রেখে দিতে পারেন, যদি আনুপাতিক হারে পরিমাণ বাড়িয়ে থাকেন।

কনের চুল থাক ঠিকঠাক


বিয়ের সময় থাকে একটানা অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষে সাজাও হয় বেশ। চুলের সাজও থাকে বাহারি। তবে এই বাহারি সাজের সময়ই চুলের বাজে বারোটা। নানা ধরনের রাসায়নিকের ব্যবহার করা হয় চুল সাজানোর জন্য। মনের আনন্দে সাজতেই পারেন নতুন বউ। তবে মেকআপ তোলার যেমন কিছু নিয়ম থাকে, তেমনি চুলের সাজ খোলার সময়ও মানুন কিছু নিয়মকানুন। চুল নষ্ট হওয়ার ভয় কমে যাবে অনেকখানি। 

রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বললেন, ‘এই সময়টায় চুলের সুস্থতায় কুসুম গরম তেল মালিশের কোনো বিকল্প নেই। চুল থেকে রাসায়নিক পদার্থ তুলে ফেলতে কুসুম গরম তেল মালিশ করতে হবে। এ ছাড়া চটজলদি ব্যবহার করা যায়, এমন কিছু প্যাকও ব্যবহার করতে পারেন।’

অনুষ্ঠানের পর যা করবেন

● অনুষ্ঠানের পর বাসায় ফিরে স্বাভাবিকভাবে ধীরেসুস্থে চুল থেকে সাজের সরঞ্জাম খুলুন। একলা পেরে না উঠলে বাড়ির কারও সাহায্য নিন।

● সাজসরঞ্জাম সরিয়ে ফেলার পর মোটা দাঁতের চিরুনি দিয়ে আস্তে আস্তে চুল আঁচড়াতে পারেন, যাতে চুল ছিঁড়ে না আসে। 

● এরপর কুসুম গরম তেল মালিশ করুন। পরদিন সকালে শ্যাম্পু করে ফেলুন। 

অনুষ্ঠানের পর যা করবেন না

● চুলের সাজসরঞ্জাম খুলতে তাড়াহুড়া করবেন না। অযথা টানাটানি করবেন না। তাড়াহুড়ায় উল্টো জট বাঁধিয়ে ফেলতে পারেন। 

● চিকন দাঁতের চিরুনি ব্যবহার না করাই ভালো। 

পরের দিন সকালে 

অনুষ্ঠানের পরের দিন সকালে চুলে প্যাক ব্যবহার করতে পারেন। এই সময় তেমন বাড়তি কিছু করার সুযোগ না-ও থাকতে পারে। তাই সহজ কোনো প্যাক বেছে নিতে পারেন—

● টক দই আর অ্যালোভেরার মিশ্রণ তৈরি করতে পারেন। 

● টক দই, পাকা কলা আর পাকা পেঁপে ব্লেন্ড করে নিতে পারেন। 

● যেকোনো একটি প্যাক লাগিয়ে নিতে পারেন শ্যাম্পু করার ১০-১৫ মিনিট আগে। চুল থাকবে সজীব। 

বিশেষ সচেতনতা

চুল ফুলিয়ে পেছন দিকে আঁচড়ে সেট করা হয়ে থাকলে তেল বা চিরুনি কোনোটাই ব্যবহার করবেন না। এ ক্ষেত্রে শুধু শ্যাম্পু আর কন্ডিশনারের সাহায্যে চুল ঠিক করতে হবে। সবচেয়ে ভালো হয় রাতেই শ্যাম্পু করে ফেলতে পারলে। নিতান্ত না পারলে পরদিন সকালে করুন। প্যাক ব্যবহার করতে চাইলে প্রথমে চুল পানি দিয়ে ধুয়ে এরপর প্যাক লাগান। সবশেষে শ্যাম্পু করুন আর কন্ডিশনার লাগিয়ে নিন। 

সুস্থতায় রোজ

বিয়েবাড়ির ব্যস্ততা কম নয়। সব ঠিকঠাক হচ্ছে কি না, তা নিয়ে কনেও থাকেন চিন্তায়। মাঝে হয়তো নিজের কথাই ভুলে যান। তবে সবকিছুর মাঝেও সময় রাখুন নিজের জন্য। আপনাকে ঘিরেই তো উৎসব, এত আয়োজন। উৎসবের মধ্যমণিই যে আপনি। নানা দোলাচলের মাঝেও যত্ন নিন নিজের। ইচ্ছে করলে খুব কম সময়েই তা সম্ভব। সপ্তাহজুড়ে যদি অনুষ্ঠান থাকে, তাহলে প্রতিটি রাতেই চুলে কুসুম গরম তেল মালিশ করুন। পরদিন সকালে শ্যাম্পু করে ফেলুন। সুস্থ চুলের জন্য এই অভ্যাসটা রাখুন, খুব বেশি সময় যাবে না।

Saturday, January 11, 2020

ত্বকের আর্দ্রতায় গ্লিসারিন

শীতকালে ত্বকের রুক্ষতা আর শুষ্কতা যেন স্বাভাবিক ব্যাপার। শীতের সঙ্গে পাল্লা দিয়ে কমতে থাকে ত্বকের আর্দ্রতা। শুষ্ক আবহাওয়ার এই মৌসুমে অনেকেরই হাত-পায়ের ত্বক ও ঠোঁট ফেটে যায়। তাই এ সময় ত্বকের চাই একটু বাড়তি যত্ন। এ সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে আমরা বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকি, যা আমাদের ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ফিরিয়ে দেয়। এ রকম সময়ে ত্বকের যত্নে বা রূপচর্চায় গ্লিসারিনের ব্যবহার দেখা যায়। গ্লিসারিন মেশানো প্রসাধনীর ব্যবহারও হয় অনেক, তবে ভিন্ন ভিন্ন নামে বা প্রক্রিয়ায়।

ময়েশ্চারাইজার হিসেবে গ্লিসারিন সহজলভ্য ও আরামদায়ক। ঢাকা মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদা খাতুন বলেন, গ্লিসারিন পরিবেশ থেকে পানি শোষণ করে ত্বককে আর্দ্র ও কোমল করে। আবার তা ধুয়ে ফেলার সময় ত্বকের স্বাভাবিক তেলজাতীয় উপাদান ধুয়ে গিয়ে ত্বকের শুষ্কতা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি।

যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা গ্লিসারিনের সঙ্গে গোলাপজল ও জলপাই তেল বা পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন। অতিরিক্ত শুষ্ক ত্বকের ক্ষেত্রে গোলাপজল বা পানির পরিমাণ বেশি নেওয়া ভালো।

রাতে ঘুমানোর আগে ঠোঁট, হাত, পা বা শরীরের যে অংশের ত্বক ফেটে যায় বেশি, সেখানে গ্লিসারিন, জলপাই তেল ও গোলাপজল বা পানির মিশ্রণ লাগিয়ে রাখলে ভালো উপকার পাওয়া যায়। গোসলের পরও এসব মিশ্রণ লাগাতে পারেন। মুখের ত্বকে গ্লিসারিন সরাসরি না লাগানো ভালো, তবে অন্য স্থানে সরাসরি লাগাতে পারেন।

শীতে গোড়ালি ফেটে যায় দ্রুত। গোড়ালি ভালো করে পরিষ্কার করে গ্লিসারিন লাগিয়ে ঘুমান প্রতিদিন রাতে। দূর হবে পা ফাটা। নখ শুষ্ক হয়ে ভেঙে যাচ্ছে, এমন নখে গ্লিসারিন ব্যবহার করলে সমস্যা সমাধান হবে।

অতিরিক্ত শুষ্ক মৌসুমে গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে। আর যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁরা এটি সব মৌসুমেই স্বল্প সময়ের জন্য ব্যবহার করতে পারেন বা মাঝেমধ্যেই ব্যবহার করতে পারেন।

Wednesday, January 8, 2020

শুকনো ঠোঁটের যত্নে


শীতের হিম বাতাস শুরু হওয়ার আগেই যেন ত্বক হারিয়ে ফেলছে আর্দ্রতা। ঠোঁট ফাটার সমস্যা প্রতি শীতের। ঠোঁট ভালো রাখতে যত্ন নিতে হবে শরীরের ভেতর ও বাইরে দুই দিক থেকেই।

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং ত্বক ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। সঙ্গে খেতে হবে মৌসুমি ফল ও সবজি। শীতকালে বারবার ঠোঁটে পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ব্যবহার করা উচিত নারী-পুরুষ উভয়েরই। দীর্ঘদিন ঠোঁট ফাটা থাকলে ঠোঁটে স্থায়ী দাগ বসে যেতে পারে বলে জানান রেড বিউটি স্টুডিও অ্যান্ড সেলনের স্বত্বাধিকারী আফরোজা পারভিন। লিপস্টিক ব্যবহারের পর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। নারকেল তেলের সঙ্গে মোটা দানার চিনি মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। তবে ফাটা ঠোঁটে স্ক্রাব ব্যবহার করা যাবে না।

আরও কিছু

* মানসম্পন্ন লিপস্টিকও ঠোঁটের শুষ্কতা প্রতিরোধ করে। তবে এ ক্ষেত্রে লিপস্টিকের উপাদান সম্পর্কে নিশ্চিত হতে হবে। ভিটামিনসমৃদ্ধ ও তেল আছে এমন লিপস্টিক ঠোঁটের জন্য ভালো।

* প্রয়োজনে যে টুথপেস্ট ব্যবহার করছেন তা বদলে ফেলুন। সাদা রঙের টুথপেস্ট সাধারণত ভালো ঠোঁটের জন্য।

* অবশ্যই সাবান ও ফেসওয়াশ ঠোঁটে লাগাবেন না।

* জলপাই তেলে রয়েছে ভিটামিনসহ নানা রকম খনিজ উপাদান। প্রতিদিন ঘুমানোর সময় ঠোঁটে জলপাই তেল লাগিয়ে ঘুমালে ঠোঁট কোমল থাকে।

* ঘুমানোর আগে সামান্য ঘিয়ে মেশান একটু দুধের সর। তারপর এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে রাখুন। দীর্ঘ সময় ধরে ত্বককে নরম রাখে ঘি। দুধের সর ত্বকের ময়লা দূর করে ও মৃত কোষ ঝরিয়ে দেয়। তাই এই মিশ্রণ সারা রাত ঠোঁটে দিয়ে রাখলে ঠোঁট নরম থাকে, সঙ্গে ঠোঁটের কালো ভাবও দূর হবে।

শীতে হাতের যত্নে


বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে শীতে ত্বকের পরিবর্তন হয় বেশি। হাতের ত্বক পাতলা হওয়ায় একটু অযত্নেই ত্বক ফাটা, কুঁচকে যাওয়া বা বিবর্ণ হওয়ার ঘটনা ঘটতে থাকে। এ ছাড়া শীতে হাতের গঠন সুন্দর রাখতে কিছু ঘরোয়া ব্যায়াম করা প্রয়োজন।

এ বিষয়ের ওপর বিশেষ পরামর্শ দিলেন হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমী।

সপ্তাহে দুবার মরা চামড়া দূর করতে গোসলের আগে দুই ধরনের স্ক্রাব ব্যবহার করতে পারেন।

স্ক্রাব তৈরি

৩ টেবিল চামচ চালের গুঁড়া, ২ চা-চামচ গ্লিসারিন, ডিমের কুসুম ২টি দিয়ে তৈরি করা স্ক্রাব এক দিন ও অর্ধেক কাপ চিনি ও সমপরিমাণ কফি, ২ চা-চামচ লেবুর খোসা গুঁড়া, এক্সট্রা ভার্জিন নারকেল তেল দিয়ে তৈরি স্ক্রাবটি অন্যদিন ব্যবহার করতে পারেন। হাতের কালচে রং দূর করতে সপ্তাহে এক দিন এই প্যাক ব্যবহার করুন।

প্যাক

অর্ধেক কাপ মটর ডাল বা মসুরির ডালের বেসন ২ চা-চামচ, ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার, ১টি ডিমের সাদা অংশ। বাহু ও আঙুলের গঠন সুন্দর রাখতে একটি দড়ি উঁচু কিছুতে বেঁধে নিন। দড়িটি হাত দিয়ে একবার ওপরে টানুন ও একবার নিচে নামান। এটি বাহুর জন্য ভালো ব্যায়াম।

হাতের আঙুল সুন্দর রাখতে নরম বল হাতে নিয়ে একবার চেপে ধরবেন ও ছেড়ে দেবেন। এই ব্যায়াম নিয়মিত করলে আঙুল চিকন ও সুন্দর থাকবে।

এ ছাড়া শীতে হাত সুন্দর রাখতে সহজ কিছু টিপস দিয়েছেন বিন্দিয়া এক্সক্লুসিভের রূপবিশেষজ্ঞ শারমীন কচি। রান্নাঘরের কাজ শেষে তোয়ালে দিয়ে সঙ্গে সঙ্গেই হাতটা আলতো করে মুছে ফেলুন। শীতে কনুই রুক্ষ হলে গ্লিসারিন দেওয়া ও ডালবাটা দিয়ে হালকা মালিশ করে উষ্ণ পানি দিয়ে ধুয়ে নিন। শীতে বাইরে যাওয়ার সময় দুই হাতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

মোলায়েম ও মসৃণ রাখতে নিয়মিত স্ক্রাব ও মাস্ক ব্যবহার করুন। প্রতিদিন গোসলের আগে হাতে জলপাই তেল ব্যবহার করুন।

যাঁদের হাতের চামড়া অত্যধিক রুক্ষ, তাঁরা ক্ষারযুক্ত সাবান এড়িয়ে চলুন এবং ময়েশ্চারাইজারযুক্ত সাবান ব্যবহার করুন। হাতের হাড়ের সন্ধিস্থানে কালো দাগ থাকলে সাবান দেওয়া যাবে না। কালো দাগযুক্ত স্থানে লেবুর রস ও মধু লাগান। চামড়া বেশি ফাটলে তিলের তেল ব্যবহার করুন। অতিরিক্ত শুষ্ক হাত-পায়ে কাঠবাদামের প্যাক লাগাতে পারেন।

Monday, January 6, 2020

বিয়ের আগে দুজনের ত্বকের যত্ন


সুন্দর থাকতে চান সবাই। আপনি যদি হন হবু কনে কিংবা বর, তাহলে তো কথাই নেই। আপনার বিয়ের আয়োজনে রাজ্যের ব্যস্ততম ব্যক্তিটি একমুহূর্তের জন্য এলেও আপনাকে আর আপনার জীবনসঙ্গীকেই দেখতে চাইবেন। বিয়ের আয়োজন, মঞ্চ সাজানো, খাবার পরিবেশন—সবকিছু ছাপিয়ে সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় বর ও কনের উপস্থিতিটাই। তবে বিয়ের পুরো আয়োজন নিয়ে ক্রমাগত কয়েক দিনের চাপ অপর্যাপ্ত ঘুম ক্লান্ত করে তোলে বর–কনেকে। তবে এত আয়োজনের মধ্যেও ব্যায়ামের অভ্যাস বজায় রাখুন। পর্যাপ্ত পানি পান করুন। সুষম খাবার খান। ভাজাপোড়া কম খান। সব সময় সুস্থ থাকার যা শর্ত, এ সময়ও তার ব্যতিক্রম যেন না হয়, সেই চেষ্টাই করুন।

কনের আভিজাত্য

কনেকে প্রথমে বুঝতে হবে, তাঁর ত্বকে কী ধরনের সমস্যা আছে। সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ত্বকের বিভিন্ন অংশে রঙের অসামঞ্জস্য, ব্রণ-ফুসকুড়ি, মেছতা, শুষ্কতা নানা সমস্যার সমাধানগুলো আলাদা ধরনের। বিয়ের আগে তিন মাস হাতে সময় রাখতে পারলে বিয়ের সময় ফলাফল দারুণ হয়। রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, প্রাতিষ্ঠানিক সেবার পাশাপাশি বাড়িতেও যত্ন নেওয়া যায় সহজেই।

* শীতের সময় শুষ্কতা দূর করতে পাকা পেঁপে, পাকা কলা, কমলার রস, মধু ও মুলতানি মাটির (বা ভেজানো মসুর ডালবাটা) প্যাক ব্যবহার করতে পারেন।

* অ্যালোভেরার সঙ্গে সামান্য হলুদ মিশিয়েও প্যাক হিসেবে ব্যবহার করা যায়।

* মিশ্র ত্বকে তেলভিত্তিক সেরাম কিংবা তেল ব্যবহার করা যায়। গভীর থেকে ময়েশ্চারাইজ করতে ত্বকে তেল মালিশ করুন। কুসুম গরম পানিতে ভেজানো তোয়ালে চেপে রাখুন পাঁচ মিনিট। এরপর তোয়ালের উল্টো দিক দিয়ে মুছে ফেলুন।

বর হবেন যিনি

অ্যাডোনাইজের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ মোহাম্মদ হোসেন বলেন, বিয়ের আগে প্রস্তুতির জন্য মাসখানেক সময় হাতে রাখলে বিয়ের অনুষ্ঠানের জন্য ভালো। মাসখানেক আগেই একটা ফেসিয়াল করিয়ে নিতে পারেন। ১৫ দিন পর একবার টোনিং করান। বিয়ের দুই-তিন দিন আগে রোদেপোড়া ভাব কমাতে আরেকবার ফেসিয়াল করুন। এর মধ্যে বাড়িতে যা করতে পারেন-

* সপ্তাহে এক দিন এক চা–চামচ দুধের সর বা দুধ ও তিন-চারটা কাঠবাদাম (বেটে নেওয়া) দিয়ে প্যাক তৈরি করতে পারেন। আধা চা–চামচ মধুও দিতে পারেন। মিশ্রণ ত্বকে মালিশ করুন পাঁচ-সাত মিনিট। আরও ৫-১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

* টমেটো বা শসা ব্লেন্ড করে মুখে ও ঘাড়ে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট। লাগানোর সময় হালকাভাবে মালিশও করতে পারেন। সপ্তাহে এক দিন ব্যবহার করুন। দাগ কমে আসবে।

* দুই-এক দিন পরপর ক্লিনজিং ও স্ক্রাবিঙের জন্য সুজি ও পানির মিশ্রণ দিয়ে হালকা ঘষতে পারেন দুই-পাঁচ মিনিটের জন্য। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। কিংবা উপটানের সঙ্গে দুধ মিশিয়ে পাঁচ মিনিট মালিশ করে ধুয়ে ফেলতে পারেন, ফেসওয়াশের কাজ করবে। এক-দুই দিন পরপর এগুলো ব্যবহার করতে পারেন।

* রোদ থেকে সুরক্ষা দেয়, এমন প্রসাধন ব্যবহার করুন।

* অতিরিক্ত তৈলাক্ত ভাব থাকলে হাতে পানি নিয়ে ফিটকিরি ঘষুন (সাবানের মতো)। এবার এই পানিটা মুখে ও ঘাড়ে লাগিয়ে নিন। প্রতিদিন বা এক দিন পরপর প্রয়োগ করতে পারেন। এই পানি দেওয়ার পর ত্বক আর ধোয়ার প্রয়োজন নেই। বাইরে যাওয়ার আগে (সানস্ক্রিন ব্যবহারের আগে) এই পানি ব্যবহার করতে পারেন।

* রাতে ফেসওয়াশ ব্যবহার করতে ভুলবেন না। টমেটো ব্লেন্ড ব্যবহার করলে সেদিন ফেসওয়াশ ব্যবহার করবেন না।

* ক্লিনজিং মিল্ক এড়িয়ে যাওয়াই ভালো। এটি ত্বককে তৈলাক্ত করে তুলতে পারে।

শীতে ত্বক শুষ্ক, কী করব


হিমেল হাওয়ার দিনগুলোতে কমবেশি সবারই ত্বক শুষ্ক হয়ে পড়ে; এমনকি তেলতেলে ত্বকও শুষ্ক হয়ে পড়ে। অনেকেরই ত্বক ফেটে যায় এ সময়। তবে যাঁদের ত্বক এমনিতেই একটু শুষ্ক ও রুক্ষ প্রকৃতির, অন্যদের চেয়ে তাঁদের সমস্যা একটু বেশিই হয় এ সময়। শুষ্ক ত্বকের জন্য এ সময় তাই দরকার বাড়তি যত্ন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদা খাতুন বলেন, শীতে কারও কারও ত্বক অতিরিক্ত ফেটে যায়। অতিরিক্ত ত্বক ফাটার সমস্যা হতে পারে জন্মগত কারণে। আবার কিছু রোগের কারণেও এমন হতে পারে। নিয়মিত ময়েশ্চারাইজার লাগানোর পরও অতিরিক্ত ত্বক ফাটলে বুঝতে হবে, কোনো সমস্যার কারণে এমন হচ্ছে।

সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কেন ত্বক শুষ্ক হয়

● আমাদের দেশে সাধারণত শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়। অল্প আর্দ্রতা, খুব সূর্যের আলো ও ঠান্ডা বাতাস এর কারণ।

● বংশগত বা জিনগত কারণে, ৪০ বছর বয়সের পর তেল ও ঘামগ্রন্থির সংখ্যা কমে যায়।

● পাতলা ত্বক এবং পেশাগত কাজের (যেমন কৃষিকাজ, নির্মাণকাজ কিংবা বাগানের কাজ) কারণেও এমন হয়। 

● ক্লোরিনযুক্ত পানিতে অতিরিক্ত সাঁতার কাটলে বা গোসল করলে, বিশেষ করে গরম পানি বা ক্ষারযুক্ত সাবান ব্যবহার করলে, ধূমপান, অ্যালকোহল ও ক্যাফেইন গ্রহণ, অতিরিক্ত আকাশপথে ভ্রমণ।

ভিটামিন এ ও বি-এর অভাব হলে। জিংক ও ফ্যাটি অ্যাসিডের অভাব হলেও ত্বক শুষ্ক হয়।

● কিছু চর্মরোগ, কিছু ওষুধ সেবন, এসিতে অতিরিক্ত অবস্থান, থাইরয়েড সমস্যা, ডায়াবেটিস, অতিরিক্ত সুগন্ধি ব্যবহার ইত্যাদিও ত্বক শুষ্ক করে।


প্রতিকার কীভাবে

● ত্বক শুষ্ক হওয়ার প্রকৃত কারণ বের করুন।

● ত্বক যাতে শুষ্ক না থাকে, সেদিকে খেয়াল রাখুন।

● ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়েশ্চারাইজার লাগানোর আগে ত্বকের মরা কোষ পরিষ্কার করে নিন।

● ময়েশ্চারাইজারযুক্ত সাবান ব্যবহার করুন।

● প্রচুর পানি খাবেন। নরম সুতির আরামদায়ক পোশাক পরার চেষ্টা করবেন।

● অতিরিক্ত গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন

● গোসলের সময় আরাম অনুভব হলেও অতিরিক্ত গরম পানি দিয়ে মুখ, মাথা ধোয়া থেকে বিরত থাকবেন। অতিরিক্ত গরম পানি মুখের ত্বকের ফলিকলগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। গোসলের সময় পানিতে কয়েক ফোঁটা জোজোবা বা বাদাম তেল দিয়ে নিলে তা ত্বককে আর্দ্র ও মসৃণ করতে সহায়তা করে।

হাতের তালু ও পায়ের তলার যত্ন

● এ সময় ইউরিয়াযুক্ত, পেট্রোলিয়াম জেলি লাগালে হাতের তালু অনেকটা মসৃণ হয়ে আসে। শীতে অনেকের পায়ের তলা ফেটে যায়।

● সেলিসাইলিক অ্যাসিড অয়েন্টমেন্ট অথবা পেট্রোলিয়াম জেলি নিয়মিত মাখতে পারেন।

মুখের যত্ন

ভালো ময়েশ্চারাইজারযুক্ত ক্রিম ব্যবহার করতে পারেন। যাঁদের ব্রণের সমস্যা আছে, তাঁরা ক্রিমের সঙ্গে একটু পানি মিশিয়ে নিতে পারেন।

শীত আসছে বলে ভাববেন না যে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজনীয়তা কমে গেছে। শীতকালেও বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করুন।

ঠোঁটের যত্ন

ঠান্ডা বাতাসে ঠোঁট বারবার ফেটে যায়। কখনো এতটাই ফেটে যায় যে চামড়া উঠে আসে ও রক্ত বের হয়। কখনোই জিব দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয়।

কুসুম গরম পানিতে পরিষ্কার একটি কাপড় ভিজিয়ে নিয়ে ঠোঁটে হালকা করে তিন-চারবার চাপ দিন। তারপর ভেসলিন বা গ্লিসারিন পাতলা করে লাগিয়ে নিন। ঠোঁটের জন্য ভালো কোনো প্রসাধনী ব্যাগে রাখুন এবং দিনে তিন-চারবার লাগাতে পারেন।


প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন

l জলপাই তেল গোসলের কয়েক মিনিট আগে সারা শরীরে মেখে গোসল করুন।

l জলপাই তেল ১ টেবিল চামচ, ৫ টেবিল চামচ লবণ ও ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে স্ক্রাব তৈরি করে নিন। সেটি মুখে ও সারা শরীরে লাগাতে পারেন। এতে মরা কোষ দূর হবে। শুষ্ক জায়গায় মালিশ করে দু-তিন মিনিট পর ধুয়ে ফেলুন।

l নারকেল তেল আক্রান্ত জায়গায় ব্যবহার করলে উপকার পাবেন।

l অ্যালোভেরা জেল মধুর সঙ্গে মিশিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

l প্রচুর শাকসবজি খান। পর্যাপ্ত পরিমাণ পানি খান। ত্বকের পরিচর্যা করুন।

● যাঁদের পুরোনো চর্মরোগ যেমন সোরিয়াসিস, একজিমা, ইকথায়সিস ইত্যাদি আছে, তাঁদের ত্বকের সমস্যা এই সময় বেড়ে যেতে পারে। তাই তাঁদের হতে হবে আরও সচেতন। প্রয়োজনে আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নিন।