Saturday, December 8, 2018

মুন্সিগঞ্জ (Munshiganj) জেলা

মুন্সিগঞ্জ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,০০৪.২৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: মুন্সিগঞ্জ জেলা পূর্বে চাঁদপুর ও কুমিল্লা জেলা, পশ্চিমে ঢাকা ও ফরিদপুর জেলা, উত্তরে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা এবং দক্ষিণে মাদারীপুর ও শরীয়তপুর জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- মুন্সিগঞ্জ সদর, লৌহজং, টঙ্গীবাড়ি, শ্রীনগর, গজারিয়া ও সিরাজদিখান।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি। মুন্সিগঞ্জ ও মিরকাদিম।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৭টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৯১৯টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: বর্ণমুখর।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: ধলেশ্বরী, পদ্মা, মেঘনা, রজত রেখা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ইদ্রাকপুর দুর্গ, অতীশ দীপঙ্করের জন্মস্থান পণ্ডিত ভিটা প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কফিলউদ্দিন চৌধুরী (রাজনীতিবিদ), উইং কমান্ডার এম হামিদুল্লাহ খান (১১নং সেক্টর কমান্ডার), মেজর (অব.) জয়নাল আবেদীন (৯নং সেক্টর কমান্ডার), হুমায়ুন আজাদ (লেখক), দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, গণিত বিশারদ অধ্যাপক রাজকুমার সেন, ইমদাদুল হক মিলন (সাহিত্যিক), স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, প্রফেসর ডা. এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী (সাবেক রাষ্ট্রপতি), প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ (সাবেক রাষ্ট্রপতি), অতীশ দীপঙ্কর (ধর্মগুরু), স্যার জগদীশচন্দ্র বসু (বিজ্ঞানী), ব্রজেন দাস (সাঁতারু), কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় [জন্ম বিহার], সত্যেন সেন (সাহিত্যিক ও রাজনীতিবিদ) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ১৭১. মুন্সিগঞ্জ-১, ১৭২. মুন্সিগঞ্জ-২, ও ১৭৩. মুন্সিগঞ্জ-৩।

No comments:

Post a Comment