Friday, December 7, 2018

নরসিংদী (Narsingdi) জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,১৫০.১৪ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: নরসিংদী জেলা পূর্বে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, পশ্চিমে গাজীপুর জেলা উত্তরে কিশোরগঞ্জ জেলা এবং দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- নরসিংদী সদর, মনোহরদী, বেলাবো, রায়পুরা, শিবপুর ও পলাশ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- নরসিংদী, মাধবদী, মনোহরদী, ঘোড়াশাল, শিবপুর ও রায়পুরা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭১টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,০৪৮টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: দীপ্যমান।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, শীতলক্ষ্যা প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আব্দুল মান্নান ভুইয়া (রাজনীতিবিদ), মোহাম্মদ শামসুজ্জামান (শহীদ বুদ্ধিজীবী), ব্রিগেডিয়ার জেনারেল এ. এন. এম নুরুজ্জামান (৩নং সেক্টর কমান্ডার), লে. জে. নুরউদ্দিন খান, শিল্পী আপেল মাহমুদ, শহীদ আসাদ, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. শহীদ মতিউর রহমান, আলাউদ্দিন আল আজাদ (কবি ও কথাসাহিত্যিক), গিরিশচন্দ্র সেন (অনুবাদক ও সাহিত্যিক), কবি শামসুর রাহমান [জন্ম ঢাকা] প্রমুখ।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ঘোড়াশাল সার কারখানা, উয়ারী বটেশ্বর প্রভৃতি।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ১৯৯. নরসিংদী-১, ২০০. নরসিংদী-২, ২০১. নরসিংদী-৩, ২০২. নরসিংদী-৪, ২০৩. নরসিংদী-৫।

No comments:

Post a Comment