Showing posts with label খুলনা বিভাগ. Show all posts
Showing posts with label খুলনা বিভাগ. Show all posts

Thursday, December 20, 2018

মেহেরপুর (Meherpur) জেলা

মেহেরপুর জেলা




প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৪ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৭৫১.৬২ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: মেহেরপুর জেলার উত্তরে কুষ্টিয়া, দক্ষিণে চুয়াডাঙ্গা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি- মেহেরপুর ও গাংনী।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২৭৪টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: ভৈরব, ইছামতি প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: মুজিবনগর স্মৃতিসৌধ, বৈদ্যনাথতলা ও মেহেরপুর সদরেরও কিছু দর্শনীয় স্থান।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: সাহিত্যিক মুন্সি জমির উদ্দিন, ড. মো. মোজাম্মেল হক (পদার্থবিজ্ঞানী), মো. শাহ আলম (ক্রীড়া ব্যক্তিত্ব), আশরাফ মাহমুদ, ড. নিরঞ্জন প্রসাদ প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ৭৩. মেহেরপুর-১ ও ৭৪. মেহেরপুর-২।

কুষ্টিয়া (Kushtia ) জেলা

কুষ্টিয়া জেলা




প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৪৭ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৬০৮.৮০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: কুষ্টিয়া জেলার উত্তরে রাজশাহী, নাটোর এবং পাবনা জেলা ও পদ্মা নদী, দক্ষিণে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা জেলা, পূর্বে রাজবাড়ী জেলা এবং পশ্চিমে মেহেরপুর ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- কুষ্টিয়া সদর, কুমারখালী, দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা ও খোকসা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- কুষ্টিয়া, কুমারখালী, ভেড়ামারা, মিরপুর ও খোকসা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৭টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৯৩৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: গড়াই, কুমার প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: লালন শাহের মাজার (ছেউড়িয়া), রবীন্দ্রনাথের কুঠিবাড়ি (শিলাইদহ), নীলকুঠি সাহেবের বাড়ি এবং জমিদার বাড়ি (রেনউহক), তাপবিদ্যুৎ কেন্দ্র (ভেড়ামারা), ইসলামী বিশ্ববিদ্যালয় প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কাঙাল হরিনাথ মজুমদার, লেখিকা জোবেদা খানম, অক্ষয়কুমার মৈত্রেয় (ইতিহাসবিদ), ব্যারিস্টার আমির উল ইসলাম, শাহ আজিজুর রহমান (রাজনীতিবীদ), লাল সাঁই (বাউলসাধক), মীর মশাররফ হোসেন (ঔপন্যাসিক ও নাট্যকার), কবি মাহমুদা খাতুন সিদ্দিকা [জন্ম পাবনা] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ৭৫. কুষ্টিয়া-১, ৭৬. কুষ্টিয়া-২, ৭৭. কুষ্টিয়া-৩ ও ৭৮. কুষ্টিয়া-৪।

Wednesday, December 19, 2018

চুয়াডাঙ্গা (Chuadanga) জেলা

চুয়াডাঙ্গা জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৬ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,১৭৪.১০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: চুয়াডাঙ্গা জেলার উত্তর-পূর্বে কুষ্টিয়া জেলা, উত্তর-পশ্চিমে মেহেরপুর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ঝিনাইদহ জেলা এবং দক্ষিণ-পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর ও দর্শনা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩৬টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৫২১টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: আলোকিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: নবগঙ্গা, মাথাভাঙ্গা, ভৈরব, কুমার, চিত্রা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: শ্যামনগর জমিদার বাড়ি, কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড, ঘোলদাড়ি জামে মসজিদ, তিন গম্বুজবিশিষ্ট চুয়াডাঙ্গা বড় মসজিদ, ঠাকুরপুর মসজিদ, শিবনগর মসজিদ, জামজামি মসজিদ, হাজার দুয়ারি স্কুল, কার্পাস ডাঙ্গা নীলকুঠি, ঘোলদাড়ি নীলকুঠি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: অশোক কুমার (মুম্বাইয়ের চলচ্চিত্র অভিনেতা), স্বর্ণকুমারী দেবী (রবীন্দ্রনাথের বোন), ডা. আসহাব-উল-হক, কবি ইব্রাহিম কাজী প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ৭৯. চুয়াডাঙ্গা-১ ও ৮০. চুয়াডাঙ্গা-২।


মাগুরা (Magura) জেলা

মাগুরা জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,০৩৯.১০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে রাজবাড়ী জেলা, দক্ষিণে যশোর ও নড়াইল জেলা, পূর্বে ফরিদপুর ও পশ্চিমে ঝিনাইদহ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- মাগুরা সদর, শালিখা, মোহাম্মদপুর ও শ্রীপুর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ১টি- মাগুরা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩৬টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৭১১টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: বিকশিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: গড়াই, কুমার, মধুমতি, চিত্রা, ফটকী ও নবগঙ্গা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: সিতারাম রাজার বাড়ির ধ্বংসাবশেষ, শাহ সুফি আ: হামীদ (র)-এর মাজার, কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি, কেশ সাগর (ধুয়াইল), গড়াই সেতু, নদের চাঁদের ঘাট, রাজা সত্যজিৎ রায়ের রাজবাড়ি, দেবল রাজার গড়, শ্রীপুরের বিরাট রাজার রাজবাড়ির স্মৃতিচিহ্ন, আঠার খাদার সিদ্ধেশ্বরী মঠ প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: ফররুখ আহমদ (কবি), ডা. লুৎফর রহমান (প্রাবন্ধিক), অধ্যাপক সৈয়দ আলী আহসান, শহীদ সিরাজ উদ্দিন হোসেন (সাংবাদিক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ৯১. মাগুরা-১ ও ৯২. মাগুরা-২।

ঝিনাইদহ (Jhenaidah) জেলা

ঝিনাইদহ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৯৬৪.৭৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: ঝিনাইদহ জেলার পূর্বে মাগুরা ও রাজবাড়ী জেলা, পশ্চিমে চুয়াডাঙ্গা, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে কুষ্টিয়া জেলা এবং দক্ষিণে যশোর জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ঝিনাইদহ সদর, মহেশপুর, কোটচাঁদপুর, হরিণাকুণ্ডু, শৈলকুপা ও কালিগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ঝিনাইদহ, শৈলকুপা, হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও মহেশপুর।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৭টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,১৪৪টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উদ্ভাসিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: নবগঙ্গা ও কুমার।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বেথুলী বটগাছ (অষ্টাদশ শতাব্দী, এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম বটগাছ বলে পরিচিত), গোড়াই মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), জোড় বাংলার মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), গলাকাটা দীঘি ও গলাকাটা মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), চেরাগদানি মসজিদ ও দীঘি (বারোবাজার, কালীগঞ্জ), রানী মাতার দীঘি (বারোবাজার, কালীগঞ্জ), সওদাগরের দীঘি ও সওদাগরের মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), গাজী হরিরোর গড় মসজিদ, শৈলকূপা জামে মসজিদ, রাম গোপাল মন্দির (শৈলকূপা), ঢোল সমুদ্র দীঘি (ঝিনাইদহ সদর), নলডাঙ্গা রাজবাড়ী ও মন্দির (কালীগঞ্জ), মনসা মন্দির (মহেশপুর), শ্রীকৃষ্ণ বলরাম দেব বিগ্রহ মন্দির (কালীগঞ্জ)।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বীরশ্রেষ্ঠ সিপাহি মো. হামিদুর রহমান [জন্ম চব্বিশপরগনা], কবি গোলাম মোস্তফা, পাগলা কানাই, বীজগণিত বিশারদ কেপি বসু, বিপ্লবী বীর বাঘা যতিন, তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র [জন্ম কলকাতা] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ৮১. ঝিনাইদহ-১, ৮২. ঝিনাইদহ-২, ৮৩. ঝিনাইদহ-৩ ও ৮৪. ঝিনাইদহ-৪।

Tuesday, December 18, 2018

যশোর (Jashore) জেলা

যশোর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭৮১ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৬০৬.৯৪ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: যশোর জেলার উত্তরে ঝিনাইদহ ও মাগুরা জেলা, দক্ষিণে সাতক্ষীরা ও খুলনা জেলা, পূর্বে নড়াইল ও খুলনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- যশোর সদর, অভয়নগর, বাঘারপাড়া, শার্শা, মনিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা ও চৌগাছা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- যশোর, বাঘারপাড়া, নওয়াপাড়া, বেনাপোল, চৌগাছা, মনিরামপুর, কেশবপুর ও ঝিকরগাছা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৯১টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৪১৯টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: বর্ণময়।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: কপোতাক্ষ, ভৈরব, ভদ্রা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: নবাব মীর জুমলার বাড়ি, সাগরদাঁড়ির মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, হাজী মোহাম্মদ মুহসীনের নির্মিত ইমাম বাড়ি, মণিহার সিনেমা হল প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মোহাম্মদ মনিরুজ্জামান (কবি, গীতিকার), মাইকেল মধুসূদন দত্ত (কবি ও নাট্যকার) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ৮৫. যশোর-১, ৮৬. যশোর-২, ৮৭. যশোর-৩, ৮৮. যশোর-৪, ৮৯. যশোর-৫ ও ৯০. যশোর-৬।

নড়াইল (Narail) জেলা

নড়াইল জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৯৬৭.৯৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: নড়াইলের পূর্বে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা, পশ্চিমে যশোর জেলা, উত্তরে মাগুরা জেলা এবং দক্ষিণে খুলনা জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- নড়াইল, কালিয়া ও লোহাগড়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩৯টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৬৩৫টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: দীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: নবগঙ্গা, কাজলা, মধুমতি, চিত্রা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: গোয়ালবাথান গ্রামের মসজিদ (অষ্টাদশ শতাব্দী), কদমতলার মসজিদ, নলদীর গাজীর দরগাহ, উজিরপুর রাজা কেশব রায়ের বাড়ি, জোড়বাংলা রাধা গোবিন্দ মন্দির (অষ্টাদশ শতাব্দী), লক্ষ্মীপাশার কালীবাড়ী, নিশিনাথতলা বড়দিয়ার মঠ, শিল্পী এসএম সুলতান চিত্র কর্মশালা।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: শেখ আবদুল সালাম (শহীদ বুদ্ধিজীবী), বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, ড. নীহাররঞ্জন গুপ্ত (ঔপন্যাসিক), ড. মহেন্দ্র সরকার (দার্শনিক), এস.এম. সুলতান (চিত্রশিল্পী), কমল দাশগুপ্ত (পরিচালক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ৯৩. নড়াইল-১ ও ৯৪. নড়াইল-২।

বাগেরহাট (Bagerhat) জেলা

বাগেরহাট জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৯৫৯.১১ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: বাগেরহাট জেলার উত্তরে গোপালগঞ্জ ও নড়াইল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পিরোজপুর ও গোপালগঞ্জ জেলা এবং পশ্চিমে খুলনা জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- বাগেরহাট সদর, মোল্লারহাট, ফকিরহাট, মোংলা, কচুয়া, রামপাল, শরণখোলা, মোড়েলগঞ্জ ও চিতলমারী।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- বাগেরহাট, মোংলা পোর্ট ও মোড়েলগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭৫টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,০৪৮টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: সুরভিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মোংলা, মধুমতি, শীলা ও হরিণঘাটা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: হযরত খান জাহান আলী (র)-এর মাজার, ষাট গম্বুজ মসজিদ, হিরণ পয়েন্ট, টাইগার পয়েন্ট, মোংলা সমুদ্রবন্দর, দুবলার চর, করমজল প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: হযরত খান জাহান আলী (র), ড. নীলিমা ইব্রাহিম (শিক্ষাবিদ), নরেশচন্দ্র সেন, বিধুভূষণ বসু প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ৯৫. বাগেরহাট-১, ৯৬. বাগেরহাট-২, ৯৭. বাগেরহাট-৩ ও ৯৮. বাগেরহাট-৪।

Monday, December 17, 2018

সাতক্ষীরা (Satkhira) জেলা

সাতক্ষীরা জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৫ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৮১৭.২৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- সাতক্ষীরা সদর, কালীগঞ্জ, দেবহাটা, তালা, আশাশুনি, শ্যামনগর ও কলারোয়া।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি- সাতক্ষীরা ও কলারোয়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৪৪০টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উদ্বীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: রায়মঙ্গল, কালিন্দী, পাঙ্গাশিয়া, হাড়িয়াভাঙ্গা, মালঞ্চ, বেতনা, খোলাপেটুয়া প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: সুন্দরবন, জাহাজমারী প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: রাজিয়া ফয়েজ (রাজনীতিবিদ), মোহাম্মদ ওয়াজেদ আলী (সাহিত্যিক), খান বাহাদুর আহসান উল্লাহ, প্রথম মুসলিম মহিলা কবি আজিজুননেছা খাতুন [জন্ম পশ্চিমবঙ্গ], সিকানদার আবু জাফর (সাহিত্যিক), ডা. এম আর খান (জাতীয় অধ্যাপক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ১০৫. সাতক্ষীরা-১, ১০৬. সাতক্ষীরা-২, ১০৭. সাতক্ষীরা-৩ ও ১০৮. সাতক্ষীরা-৪।

খুলনা (Khulna) জেলা

খুলনা জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৫ এপ্রিল ১৮৮২।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৪,৩৯৪.৪৫ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: খুলনা জেলার উত্তরে যশোর ও নড়াইল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে সাতক্ষীরা জেলা এবং পূর্বে বাগেরহাট জেলা অবস্থিত।

প্রশ্ন: খুলনা জেলার মেট্রোপলিটন পুলিশ থানা কতটি?
উত্তর: ৮টি- কোতয়ালি, খান জাহান আলী, দৌলতপুর, খালিশপুর, সোনাডাঙ্গা, লবণচড়া, আড়ংঘাটা ও হরিণটানা।

প্রশ্ন: খুলনা জেলার মেট্রোপলিটন বহির্ভূত পুলিশ থানা কতটি?
উত্তর: ৯টি- রূপসা, বটিয়াঘাটা, তেরখাদা, কয়রা, দাকোপ, পাইকগাছা, ডুমুরিয়া, ফুলতলা ও দীঘলিয়া।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- রূপসা, বটিয়াঘাটা, তেরখাদা, কয়রা, দাকোপ, পাইকগাছা, ডুমুরিয়া, ফুলতলা ও দীঘলিয়া।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি- পাইকগাছা ও চালনা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,১২২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: মুকুলিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: রূপসা, পশুর, শিবসা, কপোতাক্ষ, ভদ্রা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: সুন্দরবন, মংলা বন্দর, হাদিস পার্ক, কবি কৃষ্ণচন্দ্রের বাড়ি, বিএল কলেজ, প্রেম কানন, খুলনা বিশ্ববিদ্যালয় প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী (পণ্ডিত), বিচারপতি গাজী শামসুর রহমান, শেখ রাজ্জাক আলী (সাবেক স্পিকার), কাজী ইমদাদুল হক (সাহিত্যিক), কৃষ্ণচন্দ্র মজুমদার (কবি), আচার্ প্রফুল্লচন্দ্র রায় (রসায়ন শাস্ত্রবিদ), সঙ্গীতশিল্পী মাহমুদুন্নবী [জন্ম বর্ধমান] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ৯৯. খুলনা-১, ১০০. খুলনা-২, ১০১. খুলনা-৩, ১০২. খুলনা-৪, ১০৩. খুলনা-৫ ও ১০৪. খুলনা-৬।