Showing posts with label বাংলাদেশের ইতিহাস. Show all posts
Showing posts with label বাংলাদেশের ইতিহাস. Show all posts

Tuesday, November 27, 2018

ভাষা শহিদ


রফিকউদ্দিন আহমদ

প্রশ্ন: ভাষা আন্দোলনে প্রথম শহিদ হন কে?
উত্তর: রফিকউদ্দিন আহমদ।

প্রশ্ন: রফিকউদ্দিন আহমদ কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ৩০ অক্টোবর ১৯২৬; পারিল, সিঙ্গাইর, মানিকগঞ্জ।

প্রশ্ন: রফিকউদ্দিন আহমদ কবে শহিদ হন?
উত্তর: ২১ ফেব্রুয়ারি ১৯৫২।

প্রশ্ন: রফিকউদ্দিন আহমদ পেশায় কি ছিলেন?
উত্তর: কমার্শিয়াল প্রেস পরিচালক।

প্রশ্ন: রফিকউদ্দিন আহমদকে কবে একুশে পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়?
উত্তর: ২০০০ সালে।


আবদুল জব্বার

প্রশ্ন: আবদুল জব্বার কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯১৯ সালে (২৬ আশ্বিন ১৩২৬ বঙ্গাব্দ); পাচুয়া, ময়মনসিংহ।

প্রশ্ন: ভাষা আন্দোলনের দ্বিতীয় শহিদ কে?
উত্তর: আবদুল জব্বার।

প্রশ্ন: আবদুল জব্বার চাকরিসূত্রে দীর্ঘদিন কোন দেশে ছিলেন?
উত্তর: মিয়ানমার।

প্রশ্ন: তাকে কবে একুশে পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়?
উত্তর: ২০০০ সালে।

প্রশ্ন: আবদুল জব্বারকে কোথায় কবর দেয়া হয়?
উত্তর: আজিমপুর গোরস্তানে।

প্রশ্ন: আবদুল জব্বার কবে শহিদ হন?
উত্তর: ২১ ফেব্রুয়ারি ১৯৫২।


আবুল বরকত (ডাকনাম আবাই)

প্রশ্ন: আবুল বরকত কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৩ জুন ১৯২৭; পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাবলা গ্রামে।

প্রশ্ন: আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন্ বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞান; এমএ।

প্রশ্ন: আবুল বরকতকে কবে একুশে পদক (মরণোত্তর) দেয়া হয়?
উত্তর: ২০০০ সালে।

প্রশ্ন: আবুল বরকত – এর সমাধিস্থল কোথায়?
উত্তর: আজিমপুর পুরাতন গোরস্থান।

প্রশ্ন: তিনি কবে শহিদ হন?
উত্তর: ২১ ফেব্রুয়ারি ১৯৫২।


আবদুস সালাম

প্রশ্ন: আবদুস সালাম কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৭ নভেম্বর ১৯২৫; লক্ষণপুর, ফেনী।

প্রশ্ন: আবদুস সালামকে কবে একুশে পদক (মরণোত্তর) পুরস্কারে ভূষিত করা হয়?
উত্তর: ২০০০ সালে।

প্রশ্ন: আবদুস সালাম কবে মারা যান?
উত্তর: ৭ এপ্রিল ১৯৫২।

প্রশ্ন: আবদুস সালাম পেশায় কি ছিলেন?
উত্তর: সরকারের শিল্প অধিদপ্তরের পিয়ন।


শফিউর রহমান

প্রশ্ন: শফিউর রহমান কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৪ জানুয়ারি ১৯১৮; কোন্নগর, চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।

প্রশ্ন: শফিউর রহমান পেশায় কি ছিলেন?
উত্তর: ঢাকা হাইকোর্টের হিসাবরক্ষণ শাখার কেরানি।

প্রশ্ন: শফিউর রহমান কবে শহিদ হন?
উত্তর: ২২ ফেব্রুয়ারি ১৯৫২।

প্রশ্ন: তাকে কোথায় কবর দেয়া হয়?
উত্তর: আজিমপুর গোরস্তানে।

প্রশ্ন: তাকে কবে একুশে পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়?
উত্তর: ২০০০ সালে।


আবদুল আউয়াল

প্রশ্ন: আবদুল আউয়াল-এর পিতার নাম কি?
উত্তর: পিতা মোহাম্মদ হাশিম।

প্রশ্ন: তিনি কিভাবে শহিদ হন?
উত্তর: ২২ ফেব্রুয়ারি ১৯৫২ বিক্ষোভ মিছিল হাইকোর্টের সামনে পৌঁছলে পুলিশ বাহিনীর ট্রাকের চাপায় তার মৃত্যু হয়?


অহিউল্লাহ

প্রশ্ন: বালক অহিউল্লাহ কত বছর বয়সে রাষ্ট্রভাষা বাংলার জন্য শহিদ হন?
উত্তর: মাত্র ৮/৯ বছর বয়সে (পিতা হাবিবুর রহমান)।

প্রশ্ন: বালক অহিউল্লাহ শহিদ হওয়ার সময় কোন্ শ্রেণির ছাত্র ছিলেন?
উত্তর: তৃতীয় শ্রেণি।

প্রশ্ন: তিনি কবে, কোথায় শহিদ হন?
উত্তর: ২২ ফেব্রুয়ারি ১৯৫২ ঢাকার নবাবপুরের খোসমহল রেস্টুরেন্টের সামনে।

প্রশ্ন: তার শাহাদাতের খবর কোন্ পত্রিকায় কবে ছাপা হয়?
উত্তর: দৈনিক আজাদ পত্রিকায়, ২৩ ফেব্রুয়ারি ১৯৫২।

Monday, November 26, 2018

ভাষা আন্দোলনভিত্তিক ভাস্কর্য ও স্থাপত্য


প্রশ্ন: দেশের বাইরে প্রথম শহিদ মিনার নির্মিত হয় কোথায়?
উত্তর: টোকিও, জাপান (উদ্বোধন ১৬ এপ্রিল ২০০৬)।

প্রশ্ন: দেশের বাইরে দ্বিতীয় শহিদ মিনার নির্মিত হয় কোথায়?
উত্তর: কানাডা।

প্রশ্ন: মধ্যপ্রাচ্যের কোন্ দেশে প্রথম শহিদ মিনার নির্মিত হয়?
উত্তর: ওমান। (এটি দেশের বাইরে নির্মিত তৃতীয় শহিদ মিনার)

প্রশ্ন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘অমর একুশে/ভাষা অমরতা’ – এর স্থপতি কে?
উত্তর: জাহানারা পারভীন।

প্রশ্ন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘স্মৃতির মিনার’ – এর স্থপতি কে?
উত্তর: হামিদুজ্জামান খান।


প্রথম শহিদ মিনার

প্রশ্ন: ’৫২-এর ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে প্রথম শহিদ মিনার নির্মাণ করা হয় কবে?
উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৫২ (নকশাকার ডা. বদরুল আলম)।

প্রশ্ন: প্রথম তৈরি ‘শহিদ মিনার’ কে উন্মোচন করেন?
উত্তর: মাহবুবুর রহমান (শহিদ শফিউর রহমানের পিতা)।

প্রশ্ন: প্রথম শহিদ মিনার পুলিশ ভেঙে দেয় কবে?
উত্তর: ২৪ ফেব্রুয়ারি ১৯৫২। [সূত্র: বাংলাদেশ ও প্রাচীন বিশ্বসভ্যতার ইতিহাস, পৃষ্ঠা ১০৮]


কেন্দ্রীয় শহিদ মিনার

প্রশ্ন: কেন্দ্রীয় শহিদ মিনারের অবস্থান কোথায়?
উত্তর: ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে।

প্রশ্ন: কেন্দ্রীয় শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কবে?
উত্তর: ২১ ফেব্রুয়ারি ১৯৫৬।

প্রশ্ন: উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ২১ ফেব্রুয়ারি ১৯৬৩।

প্রশ্ন: কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্বোধক কে?
উত্তর: হাসিনা বেগম (শহিদ বরকতের মা)।

প্রশ্ন: কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
উত্তর: হামিদুর রহমান।


অমর একুশে

প্রশ্ন: অমর একুশে ভাস্কর্যটির অবস্থান কোথায়?
উত্তর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন: ‘অমর একুশে’র ভাস্কর কে?
উত্তর: শিল্পী জাহানারা পারভীন।


সর্বোচ্চ শহিদ মিনার

প্রশ্ন: দেশের সর্বোচ্চ শহিদ মিনারের অবস্থান কোথায়?
উত্তর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

প্রশ্ন: এ শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কবে?
উত্তর: ৬ নভেম্বর ২০০৪।

প্রশ্ন: এ শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
উত্তর: উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান।

প্রশ্ন: এর উচ্চতা কত?
উত্তর: ৭১ ফুট; ব্যাস: ৫১ ফুট।

প্রশ্ন: এ শহিদ মিনারের স্থপতি কে?
উত্তর: রবিউল হুসাইন।


মোদের গরব

প্রশ্ন: ‘মোদের গরব’ – এর অবস্থান কোথায়?
উত্তর: বাংলা একাডেমি চত্বর।

প্রশ্ন: মোদের গরব-এর ভাস্কর কে?
উত্তর: অখিল পাল।

প্রশ্ন: মোদের গরব ভাস্কর্যের নির্মাণ কাজ শুরু হয় কবে?
উত্তর: ১৩ নভেম্বর ২০০৬।

প্রশ্ন: এ ভাস্কর্যের উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারি ২০০৭।

প্রশ্ন: এ ভাস্কর্যের মডেল কারা?
উত্তর: ভাষা শহিদ সালাম, বরকত, রফিক, জব্বার ও সফিউর।


আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

প্রশ্ন: IMLI এর পূর্ণ রূপ কি?
উত্তর: International Mother Language Institute.

প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (IMLI) এর অবস্থান কোথায়?
উত্তর: সেগুনবাগিচা, ঢাকা।

প্রশ্ন: IMLI-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে?
উত্তর: ১৫ মার্চ ২০০১।

প্রশ্ন: IMLI-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
উত্তর: তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশ্ন: IMLI – এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে?
উত্তর: জাতিসংঘের মহাসচিব কফি আনান।

প্রশ্ন: এ প্রতিষ্ঠানটির উদ্দেশ্য কি?
উত্তর: বিশ্বের ভাষাকে টিকিয়ে রাখা, পাণ্ডুলিপি সংরক্ষণ ও ভাষার উন্নয়ন।

প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ২১ ফেব্রুয়ারি ২০১০।

প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল ২০১০ কবে জাতীয় সংসদে পাস হয়?
উত্তর: ৫ অক্টোবর ২০১০।

Sunday, November 25, 2018

ভাষা আন্দোলন


প্রশ্ন: তমদ্দুন মজলিস কি? এটি কবে গঠিত হয়?
উত্তর: একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান; ১ সেপ্টেম্বর ১৯৪৭।

প্রশ্ন: বাংলা ভাষা-আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন্ সংগঠন?
উত্তর: তমুদ্দিন মজলিস।

প্রশ্ন: ‘তমুদ্দিন মজলিস’ নামক সাংস্কৃতিক সংগঠন কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেম।

প্রশ্ন: তমুদ্দিন মজলিস কবে কার সভাপতিত্বে ঢাকা কলেজে ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা-না উর্দু?’ শীর্ষক সেমিনার আয়োজন করে?
উত্তর: ১৫ সেপ্টেম্বর ১৯৪৭; ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে।

প্রশ্ন: ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম কি?
উত্তর: পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা-না উর্দু?

প্রশ্ন: ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা-না উর্দু?’ পুস্তিকার লেখক কত জন?
উত্তর: ৩ জন। (অধ্যাপক আবুল কাসেম, ড. কাজী মোতাহার হোসেন ও আবুল মনসুর আহমদ)।

প্রশ্ন: ‘তমদ্দুন মজলিস’ ভাষা আন্দোলন বিষয়ক যে পুস্তিকা প্রকাশ করে তার নাম কি?
উত্তর: ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা-না উর্দু?’ (প্রকাশকাল ১৫ সেপ্টেম্বর ১৯৪৭)

প্রশ্ন: প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়, এর আহ্বায়ক কে ছিলেন?
উত্তর: অক্টোবর ১৯৪৭; নূরুল হক ভুঁইয়া।

প্রশ্ন: উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয়?
উত্তর: ডিসেম্বর ১৯৪৭; করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে।

প্রশ্ন: পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান কে?
উত্তর: কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত (২৩ ফেব্রুয়ারি ১৯৪৮)।

প্রশ্ন: পাকিস্তান গণপরিষদের কোন্ অধিবেশনে উর্দু ও ইংরেজির সাথে বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়?
উত্তর: প্রথম অধিবেশনে; ফ্রেব্রুয়ারি ১৯৪৮।

প্রশ্ন: ‘State Language of Pakistan is going to be Urdu & no other Language.’ (উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা-অন্য কোনো ভাষা নয়)- কে, কবে, কোথায় এ ঘোষণা দেন?
উত্তর: মুহাম্মদ আলী জিন্নাহ, ২১ মার্চ ১৯৪৮ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।

প্রশ্ন: ‘Urdu & only Urdu shall be the state Language of Pakistan.’ (উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা)- কে, কবে, কোথায় এ ঘোষণা দেন?
উত্তর: মুহাম্মদ আলী জিন্নাহ, ২৪ মার্চ ১৯৪৮ সালে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে।

প্রশ্ন: ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন্ পত্রিকা?
উত্তর: সাপ্তাহিক সৈনিক।

প্রশ্ন: তমদ্দুন মজলিসের উদ্যোগে কবে প্রথম সাপ্তাহিক সৈনিক প্রকাশিত হয়?
উত্তর: ১৪ নভেম্বর ১৯৪৮।

প্রশ্ন: ১৯৪৮ সালে করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে কি প্রস্তাব করা হয়?
উত্তর: আরবি হরফে বাংলার প্রচলন করা।

প্রশ্ন: পূর্ব বাংলা সরকার বাংলা ভাষা সংস্কারের নামে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করে কবে?
উত্তর: ৯ মার্চ ১৯৪৯ (সভাপতি মাওলানা আকরম খাঁ)। [সূত্র: বাংলাদেশ ও প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস, নবম ও দশম শ্রেণি]

প্রশ্ন: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ‘বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ গঠিত হয় কবে?
উত্তর: ১১ মার্চ ১৯৫০। [সূত্র: শিশু বিশ্বকোষ, ৪র্থ খণ্ড]

প্রশ্ন: পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কবে ঘোষণা করেন ‘উর্দুই পাকিস্তানের জাতীয় ভাষা হবে’?
উত্তর: ১৯৫০ সালে।

প্রশ্ন: পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিম উদ্দীন কবে, কোথায় ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ ঘোষণা দেন?
উত্তর: ২৬ জানুয়ারি ১৯৫২; ঢাকায়। [সূত্র: www.albd.org]

প্রশ্ন: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয় কবে?
উত্তর: ৩০ জানুয়ারি ১৯৫২। [সূত্র: www.albd.org]

প্রশ্ন: নুরুল আমীন সরকার কবে ছাত্র আন্দোলনের ভয়ে ১৪৪ ধারা জারি করে মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ করে?
উত্তর: ২০ ফেব্রুয়ারি ১৯৫২।

প্রশ্ন: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল?
উত্তর: বৃহস্পতিবার।

প্রশ্ন: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সনের কত তারিখ ছিল?
উত্তর: ৮ ফাল্গুন ১৩৫৮।

প্রশ্ন: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা মেডিকেল কলেজের আমতলায় কার সভাপতিত্বে ছাত্র যুবক সমাবেশ করে?
উত্তর: ভাষা সৈনিক আ ন ম গাজীউল হক।

প্রশ্ন: তৎকালীন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মাতৃভাষা কি ছিল?
উত্তর: বাংলা (৫৬%)।

প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় বক্তৃতা দেন কে?
উত্তর: অধ্যাপক আবুল কাসেম।

প্রশ্ন: গণপরিষদে প্রথম বাংলায় বক্তৃতা দেন কে?
উত্তর: মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ (১২ আগস্ট ১৯৫৫)।

প্রশ্ন: ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়?
উত্তর: বাংলা একাডেমি।

প্রশ্ন: ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে?
উত্তর: আবুল বরকত (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)।


বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতি

প্রশ্ন: পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি বা মর্যাদা দেয়া হয় কবে?
উত্তর: ৭ মে ১৯৫৪। [ সূত্র: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, প্রথম খণ্ড (পৃষ্ঠা ৩৯৫)]

প্রশ্ন: বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায় কবে?
উত্তর: ২৯ ফেব্রুয়ারি ১৯৫৬।

প্রশ্ন: সংবিধানের কোন্ অনুচ্ছেদে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
উত্তর: ২১৪(১) অনুচ্ছেদ।

প্রশ্ন: ২১৪(১) অনুচ্ছেদে রাষ্ট্রভাষা সম্পর্কে কি বলা হয়েছিল?
উত্তর: The State Language of Pakistan shall be Urdu & Bengali [পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা]।

প্রশ্ন: পাকিস্তানের দ্বিতীয় সংবিধানে জাতীয় ভাষা হিসেবে ‘বাংলা’ স্বীকৃতি পায় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৬২।

প্রশ্ন: পাকিস্তানের দ্বিতীয় সংবিধানের কোন্ অনুচ্ছেদে ‘বাংলা’ কে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
উত্তর: ২১৫(১) অনুচ্ছেদ।

প্রশ্ন: সংবিধানের ২১৫(১) অনুচ্ছেদে রাষ্ট্রভাষা সম্পর্কে কি বলা হয়েছিল?
উত্তর: পাকিস্তানের জাতীয় ভাষা হবে উর্দু ও বাংলা।


ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য

প্রশ্ন: একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ – এর রচয়িতা কে?
উত্তর: মাহবুব-উল-আলম।

প্রশ্ন: একুশের প্রথম উপন্যাস ‘আরেক ফাল্গুন’ – এর রচয়িতা কে?
উত্তর: জহির রায়হান।

প্রশ্ন: একুশের প্রথম নাটক ‘কবর’ – এর রচয়িতা কে?
উত্তর: মুনীর চৌধুরী (রচনাকাল ১৭ জানুয়ারি ১৯৫৩)।

প্রশ্ন: ভাষা আন্দোলনের প্রথম গান ‘শোনেন হুজুর, বাঘের জাত এই বাঙালেরা’-এর রচয়িতা কে?
উত্তর: অধ্যাপক আনিসুল হক চৌধুরী।

প্রশ্ন: ১৯৫৩ সালে শহিদ দিবসের প্রথম প্রভাতফেরিতে কোন্ গানটি গাওয়া হয়?
উত্তর: মৃত্যুকে যারা তুচ্ছ করিল / ভাষা বাঁচাবার তরে (রচয়িতা মোশাররফ হোসেন)।

প্রশ্ন: একুশের প্রথম গান ‘ভুলব না, ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলবনা’ – এর রচয়িতা কে?
উত্তর: ভাষা সৈনিক আ ন ম গাজীউল হক।

প্রশ্ন: ১৯৫২ সালের ২৪ ফেব্রুয়ারি শহিদ মিনার ধ্বংসের প্রতিবাদে রচিত প্রথম কবিতা ‘স্মৃতিস্তম্ভ’ – এর রচয়িতা কে?
উত্তর: কবি আলাউদ্দিন আল আজাদ (‘স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো .. ‘)।

প্রশ্ন: ‘কবর’ নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কবে?
উত্তর: ২১ ফেব্রুয়ারি ১৯৫৩ (ঢাকা কেন্দ্রীয় কারাগারে)।

প্রশ্ন: ‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা / খোকা তুই কবে আসবি’ – অপেক্ষমাণ মায়ের আকুতিপূর্ণ এই পঙক্তির রচয়িতা কে?
উত্তর: ’৫২ এর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ।

প্রশ্ন: একুশের ওপর সর্বপ্রথম কবিতা রচনা করেন কে?
উত্তর: মাহবুব-উল-আলম চৌধুরী।

Tuesday, November 20, 2018

পাকিস্তান আমল (১৯৪৭-১৯৭১)


পাকিস্তান

প্রশ্ন: কে প্রথম ‘পাকিস্তান’ শব্দটি তৈরি করেন?
উত্তর: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী।

প্রশ্ন: স্বাধীন সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে?
উত্তর: ১৪ আগস্ট ১৯৪৭।

প্রশ্ন: কোন্ ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?
উত্তর: দ্বি-জাতিতত্ত্বের (স্বতন্ত্র সত্ত্বা ও আত্মনিয়ন্ত্রণাধীনের)।

প্রশ্ন: পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় কবে?
উত্তর: ১৪ অক্টোবর ১৯৫৫।

প্রশ্ন: সাংবিধানিকভাবে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় কবে?
উত্তর: ২৯ জানুয়ারি ১৯৫৬ (যা ২৩ মার্চ ১৯৫৬ সংবিধান কার্যকরের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করে)।

প্রশ্ন: পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয় কবে?
উত্তর: ৭ অক্টোবর ১৯৫৮।

প্রশ্ন: পাকিস্তানে দ্বিতীয়বার সামরিক শাসন জারি হয় কবে?
উত্তর: ২৫ মার্চ ১৯৬৯।

প্রশ্ন: মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন কে?
উত্তর: কবি আল্লামা ইকবাল।

প্রশ্ন: পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তর: ইস্কান্দার আলী মির্জা।

প্রশ্ন: পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: লিয়াকত আলী খান।


বাংলাদেশ আওয়ামী লীগ

প্রশ্ন: পূর্ব পাকিস্তানের প্রথম বিরোধী দল ছিল কোনটি?
উত্তর: পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলীম লীগ।

প্রশ্ন: পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৩ জুন ১৯৪৯।

প্রশ্ন: পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের বর্তমান নাম কি?
উত্তর: বাংলাদেশ আওয়ামী লীগ।

প্রশ্ন: আওয়ামী মুসলিম লীগ কোথায় গঠিত হয়?
উত্তর: ঢাকার কে এম দাস লেনের রোজগার্ডেনে এক কর্মী সম্মেলনে।

প্রশ্ন: কবে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়?
উত্তর: ২১-২৩ অক্টোবর ১৯৫৫; দলের তৃতীয় কাউন্সিলে।


ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)

প্রশ্ন: ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কবে কোথায় গঠিত হয়?
উত্তর: ২৪-২৫ জুলাই ১৯৫৭; ঢাকা রূপমহল সিনেমা হলে কর্মী সম্মেলনে।

প্রশ্ন: ন্যাপের সভাপতি কে?
উত্তর: মওলানা আবদুল হামিদ খান ভাসানী (সাধারণ সম্পাদক মাহমুদুল হক ওসমানী)।

প্রশ্ন: কাগমারি সম্মেলন কি?
উত্তর: ৬-১০ ফেব্রুয়ারি ১৯৫৭ টাঙ্গাইলের কাগমারিতে আওয়ামী লীগের কাউন্সিল ও সাংস্কৃতিক সম্মেলন হলো কাগমারি সম্মেলন।


পূর্ব বাংলার প্রাদেশিক শাসন

প্রশ্ন: পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে হন?
উত্তর: খাজা নাজিম উদ্দীন।

প্রশ্ন: ‍যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কবে, কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তর: ৩ এপ্রিল ১৯৫৪; শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে।

প্রশ্ন: যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষণা করা হয় কবে?
উত্তর: ২৯ মে ১৯৫৪।

প্রশ্ন: যুক্তফ্রন্ট ক্ষমতাসীন থাকাকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর কে ছিলেন?
উত্তর: চৌধুরী খালিকুজ্জামান।


পাকিস্তানের প্রথম সংবিধান

প্রশ্ন: দ্বিতীয় গণপরিষদ কবে, কে গঠন করেন?
উত্তর: ১৯৫৫ সালে, গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ।

প্রশ্ন: দ্বিতীয় গণপরিষদ গঠিত হয় কতজন সদস্য নিয়ে?
উত্তর: ৮০ জন (৪০ জন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইনসভার এবং ৪০ জন পশ্চিম পাকিস্তানের বিভিন্ন প্রদেশের আইনসভার)।

প্রশ্ন: দ্বিতীয় গনপরিষদের আসন সংখ্যা কত?
উত্তর: ৮০ (মুসলিম লীগ-২৬, যুক্তফ্রন্ট-১৬, আওয়ামী লীগ-১৩, কংগ্রেস-৪, তফসিলি সম্প্রদায় ফেডারেশন ৩, ইউনাইটেড প্রোগ্রেসিভ পার্টি-২, অন্যান্য-১৬)।

প্রশ্ন: দ্বিতীয় গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে?
উত্তর: ৭ জুলাই ১৯৫৫।

প্রশ্ন: প্রথম সংবিধান বিল দ্বিতীয় গণপরিষদে উত্থাপন করা হয় কবে?
উত্তর: ৮ জানুয়ারি ১৯৫৬।

প্রশ্ন: প্রথম সংবিধান বিল দ্বিতীয় গণপরিষদে গৃহীত হয় কবে?
উত্তর: ২৯ ফেব্রুয়ারি ১৯৫৬।

প্রশ্ন: প্রথম সংবিধান বিল কার্যকর হয় কবে?
উত্তর: ২৩ মার্চ ১৯৫৬ (গভর্নর জেনারেল বিলে সম্মতি দেন ২ মার্চ ১৯৫৬)।

প্রশ্ন: কে, কবে সামরিক আইন জারি করে প্রথম সংবিধান বাতিল করে?
উত্তর: প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা; ৭ অক্টোবর ১৯৫৮।


পাকিস্তানের দ্বিতীয় সংবিধান

প্রশ্ন: সংবিধান প্রণয়নের লক্ষ্যে ‘মৌলিক গণতন্ত্র’ অধ্যাদেশ কে কবে জারি করেন?
উত্তর: প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান; ২৭ অক্টোবর ১৯৫৯।

প্রশ্ন: দ্বিতীয় সংবিধান প্রণয়নের লক্ষ্যে কে, কবে সংবিধান কমিশন গঠন করেন?
উত্তর: প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান; ১৭ ফেব্রুয়ারি ১৯৬০।

প্রশ্ন: সংবিধান কমিশনের প্রধান কে ছিলেন?
উত্তর: বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিন (১৯ সদস্য বিশিষ্ট)।

প্রশ্ন: শাহাবুদ্দিন কমিশন কবে রিপোর্ট প্রদান করে?
উত্তর: ৬ মে ১৯৬১।

প্রশ্ন: শাহাবুদ্দিন কমিশনের রিপোর্ট পর্যালোচনার লক্ষ্যে কবে খসড়া কমিটি গঠন করা হয়?
উত্তর: ৩১ অক্টোবর ১৯৬১।

প্রশ্ন: দ্বিতীয় সংবিধান কবে অনুমোদন করা হয়?
উত্তর: ১ মার্চ ১৯৬২।

প্রশ্ন: দ্বিতীয় সংবিধান অনুযায়ী পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার নাম কি ছিল?
উত্তর: জাতীয় পরিষদ।

প্রশ্ন: জাতীয় পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর: ৩১০ জন (৩০০ জন নির্বাচিত, ১০টি ছিল সংরক্ষিত নারী আসন)।

প্রশ্ন: জাতীয় পরিষদের আসন বিন্যাস ছিল কিরূপ?
উত্তর: পূর্ব পাকিস্তানের জন্য ১৫৫ এবং পশ্চিম পাকিস্তানেরা জন্য ১৫৫।


পাকিস্তান গণপরিষদ

প্রশ্ন: পাকিস্তানের সংবিধান প্রণয়নের লক্ষ্যে পাকিস্তান গণপরিষদ গঠিত হয় কবে?
উত্তর: ১৯৪৭ সালে (ইন্ডিয়ান ইন্ডিপেডেন্স অ্যাক্ট ১৯৪৭ অনুযায়ী)।

প্রশ্ন: কে, কবে পাকিস্তান গণপরিষদের সভাপতি হন?
উত্তর: মুহাম্মদ আলী জিন্নাহ; ১ আগস্ট ১৯৪৭ [সূত্র: বাংলাপিডিয়া]।

প্রশ্ন: পাকিস্তানে প্রথম গণপরিষদের সদস্য ছিল কতজন?
উত্তর: ৬৯ জন।

প্রশ্ন: কে, কবে জরুরি অবস্থা জারি করে গণপরিষদ বাতিল ঘোষণা করে?
উত্তর: প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ; ১৯৫৪ সালের অক্টোবরে।

প্রশ্ন: পাকিস্তানের প্রথম রাজধানী কোথায় ছিল?
উত্তর: করাচি।

প্রশ্ন: পূর্ব বাংলায় কত সাল থেকে কেন্দ্রীয় শাসন জারি করে?
উত্তর: ১৯৫৪ সাল।

প্রশ্ন: পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
উত্তর: ১৯৫০ সালে।

প্রশ্ন: পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে?
উত্তর: ঢাকায়।

প্রশ্ন: কে, কবে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করে?
উত্তর: ইস্কান্দার মির্জা, ৭ অক্টোবর ১৯৫৮। [সূত্র: www.albd.org]