Showing posts with label বাংলা. Show all posts
Showing posts with label বাংলা. Show all posts

Thursday, February 16, 2023

অষ্টম শ্রেণি – বাংলা | পড়ে পাওয়া : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পড়ে পাওয়া


১. ‘পড়ে পাওয়া’ রচনাটির লেখক কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯০ সালে         খ. ১৮৯৩ সালে
গ. ১৮৯৪ সালে         ঘ. ১৮৯৫ সােল

৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?
ক. ১৯৪০ সালে         খ. ১৯৫০ সালে
গ. ১৯৬০ সালে         ঘ. ১৯৭০ সালে

৪. কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল?
ক. চাটুয্যেদের         খ. মুখুয্যেদের
গ. বাড়ুয্যেদের         ঘ. গাঙ্গুলিদের

৫. চাঁপাতলীর আমের ব্যাপারে এত আগ্রহের কারণ—
i. প্রচুর পাওয়া যায়
ii. খেতে অত্যন্ত সুস্বাদু
iii. নির্বিঘ্নে কুড়ানো যায়
নিচের কোনটি সঠিক?
ক. i             খ. i ও ii
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৬. লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত ‘দিব্যি’ শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি?
ক. শপথ         খ. বিশ্বাস
গ. সংশয়         ঘ. অনবরত

নিচের উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
স্কুলের ঝাড়ুদার শচী। পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি দামি ঘড়ি পেল। তার লোভ হলো। ভাবল, ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। কিন্তু রাতে ঘুমাতে গিয়ে মনে হলো, এ অন্যায়, অনুচিত। যার ঘড়ি, তার মনোকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া তার কর্তব্য। সে পরদিন তা–ই করল।

৭. শচীর সঙ্গে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
ক. বাদল         খ. বিধু
গ. কথক         ঘ. সিধু

৮. উল্লিখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার করা যায়?
i. ন্যায় ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ
ii. লোকলজ্জার ভয়ে ভীত
iii. অকল্যাণ চিন্তায় তাড়িত
নিচের কোনটি সঠিক?
ক. i                 খ. i ও ii
গ. ii ও iii         ঘ. i, ii ও iii

৯. সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে কে বাড়ি ফিরছিল?
ক. লেখক আর বিধু
খ. লেখক আর বাদল
গ. বিধু আর সিধু
ঘ. বিধু আর বাদল

১০. বাক্সটিতে নগদ কত টাকা ছিল?
ক. চল্লিশ         খ. পঞ্চাশ
গ. ষাট             ঘ. সত্তর


সঠিক উত্তর
পড়ে পাওয়া: ১.ক ২.গ ৩.খ ৪.গ ৫.খ ৬.ক ৭.গ ৮.ক ৯.ক ১০.খ

Wednesday, March 27, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বাংলা মডেল টেস্ট-১০

বাংলা মডেল টেস্ট-১০ 


১) ‘আদ্যোপান্ত’ এর সন্ধিবিচ্ছেদ হলো-
ক) আদ্য+উপান্ত খ) আদি+পান্ত গ) আদ্য+পান্ত ঘ) আদি+পন্ত

২) নিম্নের কোন্ শব্দটি অন্যগুলা থেকে আলাদা?
ক) বিধবা খ) সজনি গ) ললনা ঘ) ননদ

৩) ‘অতিমাত্র’ সমাসবদ্ধ শব্দের ব্যাসবাক্য-
ক) অতি ও মাত্র খ) অত্যন্ত মাত্রা যা গ) মাত্রাকে অতিক্রান্ত ঘ) না অতি না মাত্রা

৪) ‘সর্বাঙ্গ দংশিল মোর-নাগবালা’ এ বাক্যে ‘নাগবালা’ কোন্ কারকে কোন্ বিভক্তি?
ক) কর্মে শূন্য খ) কর্তায় শূন্য গ) করণে শূন্য ঘ) অপাদানে শূন্য

৫) ‘সূর্য’ এর সমার্থক শব্দ কোনটি?
ক) অবাচী খ) অর্ণব গ) সবিতা ঘ) কুমুদরঞ্জন

৬) ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ – এক কথায় কী হবে?
ক) সংবর্ধনা খ) অভিনন্দন গ) সম্মাননা ঘ) প্রত্যুদগমন


৭) ‘ত্রিশঙ্ক দশা’ মানে-
ক) বিপর্যস্ত হওয়া খ) অবাক হওয়া গ) দোটানা অবস্থা হওয়া ঘ) হতবুদ্ধি হওয়া

৮) ‘On that question I must part company with you’ -এর বাংলা
ক) ঐ প্রশ্নে আমি অবশ্যই তোমার সাথে ভিন্নমত পোষণ করব
ক) ঐ বিবেচনায় আমি অবশ্যই তোমার সঙ্গে কোম্পানিটুকু ভাগ করে নেব
গ) ঐ কারণে আমি অবশ্যই তোমার সঙ্গত্যাগ করব
ঘ) ঐ প্রশ্নে আমি নিশ্চয়ই তোমার বিরুদ্ধে যাব

৯) ‘সন্নিকৃষ্ট’ এর বিপরীত শব্দ-
ক) সংকীর্ণ খ) অপকৃষ্ট গ) বিপ্রকৃষ্ট ঘ) বিগ্রহ

১০) ভাষার মৌলিক অংশ কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি

১১) ‘তেজস্বী’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়?
ক) তেজঃ+বিন খ) তেজঃ+বী গ) তেজস+বিন ঘ) তেজস+বী

১২) ‘হুজুর’ শব্দের স্ত্রীবাচক কোনটি?
ক) হুজুরিনী খ) হুজুরাইন গ) হুজুরানী ঘ) হুজুরুঈন

১৩) ‘কচুকাটা’র সঠিক ব্যাসবাক্য –
ক) কচুর মতো কাটা খ) কচুকে কাটা গ) কচু ও কাটা ঘ) কচুকাটা

১৪) শুক্রবার স্কুল বন্ধ থাকে। বাক্যটিতে শুক্রবার কোন্ কারক?
ক) কর্তৃক খ) কর্ম গ) অধিকরণ ঘ) করণ

১৫) ‘বিবর্ধন’ শব্দের সমার্থক শব্দ-
ক) উপদ্রব খ) উন্মাদ গ) উদগ্রীব ঘ) উজ্জ্বল

১৬) ঈষৎ আমিষ গন্ধ যার-
ক) আঁষটে খ) ঈদৃশ গ) আকণ্ঠ ঘ) আমষ্ট

১৭) ‘ম-ম করা’ বাগধারার অর্থ-
ক) দুর্গন্ধে ভরে যাওয়া খ) মাছি বসা গ) আবর্জনায় ভরে যাওয়া ঘ) পূর্ণ হওয়া

১৮) He will make a good player - এর বাংলা অর্থ-
ক) সে ভালো খেলবে
খ) সে ভালো খেলোয়াড় তৈরি করবে
গ) সে ভালো খেলোয়াড় হবে
ঘ) সে একজন ভালো খেলোয়াড়

১৯) ‘পঙ্কিল’ এর বিপরীত শব্দ-
ক) পরিচ্ছন্ন খ) উজ্জ্বল গ) নির্মল ঘ) অম্লান

২০) যেখানে কমা অপেক্ষা অধিক বিরাম আবশ্যক সেখানে কোন্ চিহ্ন ব্যবহার করা হয়?
ক) কোলন খ) ড্যাশ গ) সেমিকোলন ঘ) দাঁড়ি



উত্তর: ১. ক, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. গ, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. ক, ১২. খ, ১৩. ক, ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. গ, ১৮. গ, ১৯. গ, ২০. গ 

Friday, March 1, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বাংলা মডেল টেস্ট-৯


বাংলা মডেল টেস্ট-৯ 



১) ভুল সন্ধি-
ক) মনঃ+কষ্ট=মনঃকষ্ট খ) ইতঃ+পূর্বে=ইতোপূর্বে গ) সিম্+হ=সিংহ ঘ) শ্রু+অন+শ্রবণ

২) ‘শুক’ শব্দের স্ত্রীবাচক শব্দ?
ক) সুখী খ) সারি গ) শুকী ঘ) শুকা

৩) দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ
ক) দম্পতি খ) মধুমাখা গ) রাজপথ ঘ) পলান

৪) আধার আধেয় সম্বন্ধ হলো-
ক) টিনের দুধ খ) রাজশাহীর পদ্মা গ) যমুনা-সেতু ঘ) টর্চের আলো

৫) সাধারণত কোন করনের শব্দের সমার্থ্য শব্দ হয় না?
ক) সাধিত শব্দ খ) পারিভাষিক শব্দ গ) সংকর ঘ) অজ্ঞাতমূলক শব্দ

৬) ‘যুযুৎসা’ শব্দের সম্প্রসারিত রূপ-
ক) যুদ্ধবিদ্যা শিক্ষার আগ্রহ খ) যুদ্ধ করার ইচ্ছা গ) যুযুৎসা শিক্ষার ইচ্ছা ঘ) আত্মরক্ষার্থে আমাদের বিশেষ কৌশল

৭) ‘টুপভুজঙ্গ’ বাগধারাটির অর্থ-
ক) জল-সাপ খ) নির্লজ্জ গ) নেশাগ্রস্থ ঘ) গো-সাপ

৮) ‘বিপদ কখনো একা আসে না’ এর ইংরেজি-
ক) Misfortune never alone comes
খ) Misfortune come never alone
গ) Misfortune never alone come
ঘ) Misfortune never come alone

৯) যথাযথ বিপরীত শব্দজোড় নয়-
ক) আকাশ-পাতাল খ) উত্তম-মধ্যম গ) কান্না-হাসি ঘ) গৃহী-সন্ন্যাসী

১০) কোন্ ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়?
ক) সংস্কৃত খ) পালি গ) প্রাকৃত ঘ) বঙ্গ-কামরূপী

১১) ‘গো-অক্ষ=গবাক্ষ’ এটি কোন্ প্রকার সন্ধি?
ক) স্বরসন্ধি খ) স্বর-ব্যঞ্জন সন্ধি গ) নিপাতনে সন্ধি ঘ) বিসর্গ সন্ধি

১২) লিঙ্গ ব্যাকরণের কোন্ অংশের আলোচ্যবিষয়?
ক) শব্দতত্ত্ব খ) ধ্বনিতত্ত্ব গ) অর্থতত্ত্ব ঘ) বাক্যতত্ত্ব

১৩) ‘কথাসর্বস্ব’ কোন্ ধরনের বহুব্রীহি সমাস?
ক) সমানাধিকরণ খ) ব্যাধিকরণ গ) ব্যতিহার ঘ) মধ্যপদলোপী

১৪) ‘তুমি কোন্ কাননের ফুল’ এ বাক্যে ফুল কোন্ কারক?
ক) অপাদান খ) কর্ম গ) সম্প্রদান ঘ) করণ

১৫) ‘বসুমতী’ শব্দটির সমার্থক শব্দ-
ক) ধরিত্রী খ) ফল গ) গিরি ঘ) কানন

১৬) ‘যে ব্যক্তির বয়স নব্বই বছর’ – এককথায়
ক) বৃদ্ধ খ) নবতিপর গ) বর্ষীয়ান ঘ) প্রবীণ

১৭) ‘মহাভারত অশুদ্ধ হওয়া’ – বাগধারাটির অর্থ-
ক) অপবিত্র হওয়া খ) বড় ক্ষতি হওয়া গ) বড় দোষ হওয়া ঘ) বড় অপমান হওয়া

১৮) Squirrel - এর বঙ্গানুবাদ-
ক) ঝগরাটে খ) বর্গাকৃতি গ) নিপীড়নকারী ঘ) কাঠবিড়ালী

১৯) ‘ধনিন’ এর বিপরীত শব্দ-
ক) নির্ধন খ) দরিদ্র গ) নিঃস্ব ঘ) শ্রমিক

২০) ‘গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়ার মতো নৈপুণ্যেও নেই এবং তাতে মানসিক বিকাশও ব্যাহত হইয়া থাকে’ সাধু বাক্যে ভুলের সংখ্যা-
ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি




উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ

Thursday, February 28, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বাংলা মডেল টেস্ট-৮


বাংলা মডেল টেস্ট-৮ 



১) ‘সন্ধি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে-
ক) সন+ধি খ) সম+ধি গ) সম্+ধি ঘ) সং+ধি

২) কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
ক) হুজুরাইন খ) ঠাকুরুণ গ) পাগলী ঘ) ডাইনী

৩) কোনটি তৎপুরুষ সমাস?
ক) জনমানব খ) মহাকাব্য গ) শতাব্দী ঘ) মন্ত্রমুগ্ধ

৪) ছেলেটি অঙ্কে কাঁচা-এ বাক্যে ‘অঙ্ক’ কোন্ কারক?
ক) অধিকরণ খ) করণ গ) সম্প্রদান ঘ) অপাদান

৫) প্রতিশব্দদ্বয়-
ক) প্যান্ট-কোর্তা খ) মৎস-মাংস গ) লাল-লোহিত ঘ) ফ্রুট-ফল

৬) ‘অনেক কষ্টে যা অধ্যয়ন করা যায়’ এক কথায় কী হবে?
ক) অনধ্যয় খ) দুরধ্যয় গ) কষ্টধ্যয়ন ঘ) নিরধ্যয়ন

৭) ‘শিকায় তোলা’ বাগধারাটির অর্থ-
ক) মুলতবি রাখা খ) সর্বনাশ করা গ) বিগড়ে দেয়া ঘ) গোপন করা

৮) ‘No smoker without fire’ - এর বাংলা-
ক) আগুন ছাড়া ধোঁয়া হয় না খ) বিনা স্বার্থে কিছুই হয় না গ) সব গুজবেরই ভিত্তি আছে ঘ) গুজবই রহস্য সৃষ্টি করে

৯) ‘ঐহিক’ এর বিপরীত শব্দ-
ক) ঐশ্বর্য খ) অনৈক্য গ) সেদিক ঘ) পারত্রিক

১০) ‘স্ত্রী-বিয়োগের আঘাত সহ্য করিতে না পেরে জামিল সাহেব সন্তানদের রেখে বিদেশ চলিয়া যাইতে বাধ্য হলেন।’ সাধুরীতির রচিত বাক্যটিতে ভুল কয়টি?
ক) তিনটি খ) পাঁচটি গ) দুটি ঘ) চারটি

১১) ‘ভ্রাতুষ্পুত্র’ সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
ক) ভ্রাত+পুত্র খ) ভ্রাতঃ+পুত্র গ) ভ্রাতুঃ+পুত্র ঘ) ভ্রাতু+পুত্র

১২) ‘প্রণেতা’ শব্দের স্ত্রীলিঙ্গবাচক রূপ-
ক) প্রণয়ীনি খ) প্রণেত্রী গ) প্রণতি ঘ) প্রণামী

১৩) এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গভরা। এ বাক্যের ‘রঙ্গভরা’ কোন সমাস?
ক) কর্মধারয় খ) বহুব্রীহি গ) তৎপুরুষ ঘ) অব্যয়ীভাব

১৪) ‘আমারে ফিরায়ে লহ অয়ি বসুন্ধরে’। এ বাক্যের ‘বসুন্ধরে’-
ক) কর্তৃকারক খ) কর্মকারক গ) সম্বোধন পদ ঘ) সম্বন্ধ পদ

১৫) ‘মরুৎ’ শব্দের সমার্থক শব্দ-
ক) ধরিত্রী খ) বাতাস গ) মাটি ঘ) মরুদ্যান

১৬) যে রমনী কখনো সূর্যের মুখ দেখেনি’- এককথায়
ক) অসূর্য্যস্পশ্যা খ) অসূর্যস্পশ্যা গ) অসূর্যস্পশা ঘ) অসূর্যস্পর্শা

১৭) ‘বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো-
ক) পাকা আম খ) কপটাচারী গ) কপটহীন ব্যক্তি ঘ) ভণ্ড সাধু

১৮) ‘Contact’ এর অর্থ-
ক) সংসর্গ খ) মূল পাঠ গ) উপসংহার ঘ) প্রসঙ্গ

১৯) ‘যাযাবর’ এর বিপরীত শব্দ-
ক) গৃহকাতর খ) ঘরকুনো গ) গৃহী ঘ) গৃহস্থ

২০) ‘পলিটিকস ও চক্রান্ত যে সমার্থক নয় এ ন্যুনতম বোধ বৃদ্ধিহীন ব্যক্তিগণের হাতে সখ রাজনৈতিক কর্তৃত্বের দায়িত্ব আসিয়া পড়ে তখনই জাতি চরম দুর্দশায় নিপতিত হয়।’ চলিত ভাষায় বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি



উত্তর: ১. গ, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. ক, ৮. গ, ৯. ঘ, ১০. ঘ, ১১. গ, ১২. খ, ১৩. খ, ১৪. গ, ১৫. খ, ১৬. খ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. গ, ২০. ঘ

Monday, February 18, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বাংলা মডেল টেস্ট-৭


বাংলা মডেল টেস্ট-৭



১) নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক) তদ্+কাল=তৎকাল খ) সম+তান=সন্তান গ) গো+পদ=গোষ্পদ ঘ)অন্ত+ধান=অন্তর্ধান

২) নাটিকা শব্দটি কোন্ অর্থে স্ত্রীবাচক?
ক) ক্ষুদ্রার্থে খ) বিপরীতার্থক গ) সমার্থে ঘ) বৃহদার্থে

৩) বহুব্রীহি সমাস দ্বারা নিষ্পন্ন শব্দ-
ক) রাজেন্দ্র খ) গায়েপড়া গ) পকেটমার ঘ) হৃতসর্বস্ব

৪) যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকে বলা হয়-
ক) নিজ বিভক্তি খ) তির্যক বিভক্তি গ) সর্ব বিভক্তি ঘ) গণ বিভক্তি

৫) ‘ঋত্বিক’ শব্দটির প্রতিশব্দ-
ক) বৃষভ খ) এলানো গ) ঋজু ঘ) হোমক

৬) শত্রুকে দমন করে যে, তাকে এক কথায় বলা হয়-
ক) শত্রুঘ্ন খ) শত্রু হন্তা গ) আরবৈরী ঘ) অরিন্দম

৭) ‘নেপোয় মারে দই।’ বাগধারাটির অর্থ-
ক) ধুর্ত লোকের ফলপ্রাপ্তি খ) অন্যকে ঠকানো গ) চাতুর্যপূর্ণ চুরি ঘ) আত্মসাৎ

৮) ‘Why do you fight sight at me?’ এর বাংলা অর্থ’
ক) কেন তুমি আমাকে এড়িয়ে চলছ?
খ) কেন তুমি আমার সঙ্গে ঝগড়া করছ?
গ) কেন তুমি আমাকে আঘাত করছ?
ঘ) কেন তুমি আমাকে ফাঁকি দিচ্ছ?

৯) ‘গৃহী’ এর বিপরীত শব্দ-
ক) সংসারী খ) সঞ্চয়ী গ) সংস্থিতি ঘ) সন্ন্যাসী

১০) ‘জরাগ্রস্থ মহারাজ বানপ্রস্থ অবলম্বনে সিদ্ধান্ত গ্রহণ করিয়া মাহরাণীর জন্য অপেক্ষা করতে লাগিলেন’। চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

১১) নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধিবিদ্ধ হয়েছে কোনটি?
ক) মৃন্ময় খ) বৃহস্পতি গ) বৃহদর্থ ঘ) আদ্যন্ত

১২) কোনটি স্ত্রীবাচক শব্দ?
ক) যোগী খ) মহতী গ) মায়াবী ঘ) মেধাবী

১৩) ‘পণ্ডিতমূর্খ’ – এর ব্যাসবাক্য কোনটি?
ক) পণ্ডিত সেজে আছে যে মূর্খ খ) যিনি পণ্ডিত তিনি মূর্খ গ) পণ্ডিত অথচ মূর্খ ঘ) পণ্ডিত ও মূর্খ

১৪) ‘সারারাত বৃষ্টি হয়েছে’ – এখানে সারারাত কোন্ কারক?
ক) কর্ম খ) করণ গ) অপাদান ঘ) অধিকরণ

১৫) ‘অন্যতম’ শব্দের অর্থ কি?
ক) প্রসিদ্ধ খ) উল্লেখযোগ্য গ) এক ঘ) অনেকের মধ্যে এক

১৬) ‘দুইবার জন্মে যে’ এক কথায়-
ক) পূনর্জন্ম খ) প্রত্যাবর্তন গ) দ্বিজ ঘ) কোনটিই নয়

১৭) ‘ডামাডোল’, বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
ক) হৈ চৈ খ) চিৎকার গ) গোলযোগ ঘ) যুদ্ধ

১৮) ‘Waste not, want not.’ এর বাংলা-
ক) নষ্ট করো না, কিন্তু চেয়ো না।
খ) অপচয় করো না, অভাবও হবে না।
গ) নষ্ট করো না, করলে চাইতেও পারবে না।
ঘ) অপচয় করো না, কিছু চেয়ো না।

১৯) ‘গৌরব’ শব্দের বিপরীত-
ক) অপমান খ) অমর্যাদা গ) লাঘব ঘ) লজ্জা

২০) ‘আমার মনে হইয়াছে, ইংরেজের মহত্বকে এরা সকল প্রকার নৌকাডুবি থেকে উদ্ধার করতে পারিবেন।’ চলিত রীতির বাক্যটিতে ভুল-
ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয়



উত্তর: ১. গ, ২. ক, ৩. ঘ, ৪. ক, ৫. ক, ৬. ঘ, ৭. গ, ৮. ক, ৯. ঘ, ১০. ঘ, ১১. খ, ১২. খ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ, ১৮. গ, ১৯. গ, ২০. খ

Tuesday, February 12, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বাংলা মডেল টেস্ট-৬


বাংলা মডেল টেস্ট-৬ 




১) বিসর্গ সন্ধির উদাহরণ নয়-
ক) ইতোমধ্যে খ) নীরব গ) শ্রেয়োলাভ ঘ) বিম্বোষ্ঠ

২) ‘শূদ্র’ এর স্ত্রী লিঙ্গ কোনটি?
ক) শূদ্রাণী খ) শূদ্রা গ) শূদ্রানী ঘ) শূদ্রী

৩) ‘প্রাণভয়’ এর ব্যাসবাক্য হবে-
ক) প্রাণের ভয় খ) প্রাণ যাওয়ার ভয় গ) প্রাণ হতে ভয় ঘ) প্রাণ ও ভয়

৪) ‘হেথায় সবারে হবে মিলিবারে’ – ‘সবারে’ কোন্ কারক?
ক) কর্ম খ) অধিকরণ গ) কর্তৃ ঘ) করণ

৫) ধলাহক শব্দের সমার্থ-
ক) জলাশয় খ) নদী গ) মেঘ ঘ) আকাশ

৬) ‘শোনা যায় এমন’ এক কথায় হবে-
ক) শ্রুতিগ্রাহ্য খ) শ্রুতিমধুর গ) শ্রুতিযোগ্য ঘ) শ্রুতিধর

৭) ‘সাক্ষী গোপাল’ এর অর্থ-
ক) সক্রিয় দর্শক খ) কর্তব্যবিমূঢ় গ) অলস ব্যক্তি ঘ) নিষ্ক্রিয় দর্শক

৮) ‘Do not smile at anybody’- এর বাংলা
ক) কাউকে নিয়ে রসিকতা করবে না
খ) কাউকে নিয়ে মজা করবে না
গ) কাউকে কটাক্ষ করবে না
ঘ) কাউকে বিদ্রুপ করবে না

৯) ‘সৌম্য’ এর বিপরীতার্থক শব্দ-
ক) শান্ত খ) সুশীল গ) উদ্ধত ঘ) উগ্র

১০) ‘প্রতিচ্য সভ্যতার সংস্পর্শে আসিয়া আমরা গণতন্ত্রের গুণগুলি আয়ত্ত করতে পারি নাই, তাহার দোষগুলি আত্মসাৎ করেছি।’ চলিত ভাষারীতির এ বাক্যে ভুল-
ক) ৫টি খ) ৭টি গ) ৬টি ঘ) ৪টি

১১) উপরি+উক্ত মিলে কোন্ শব্দটি গঠিত হয়?
ক) উপরিক্ত খ) উপর্যুক্ত গ) উপরুক্ত ঘ) উপরোক্ত

১২) ‘কুলি’ শব্দটির বিপরীত লিঙ্গ-
ক) কুলিনী খ) কুলি-বিবি গ) কামিনী ঘ) কামিন

১৩) ‘রক্তারক্তি’ এ সমাসবদ্ধ পদ বা সমস্তপদের ব্যাসবাক্য-
ক) রক্তদ্বারা রঞ্জিত খ) রক্তের প্রবাহ গ) পরস্পরের রক্তপাত ঘ) বহুলোকের রক্তপাত

১৪) ‘আমি ভাত খাই’ এখানে ‘ভাত’ কোন্ কারকে কোন্ বিভক্তি?
ক) করণ কারকে শূন্য বিভক্তি খ) কর্ম কারকে শূন্য বিভক্তি গ) কর্ম কারকে ১মা বিভক্তি ঘ) ক ও খ উভয়টি

১৫) ‘রাতুল’ শব্দের অর্থ-
ক) লাল মোরগ খ) লাল পথ গ) লাল শালুক ঘ) লাল

১৬) ‘যা কষ্টে জয় করা যায়’ – তাকে এক কথায় কী বলে?
ক) দুর্জয় খ) কষ্টার্জিত গ) অদম্য ঘ) পরিশ্রমলব্ধ

১৭) ‘ঘটিরাম’ বাগধারাটির অর্থ
ক) ভণ্ডধার্মিক খ) ন্যাকামি গ) বড়মুখ ঘ) অপদার্থ

১৮) ‘It culminated into failure’ - এর বাংলা-
ক) এটা ব্যর্থতা কাটিয়ে উঠল খ) এটা ব্যর্থতারাই নামান্তর গ) এটা ব্যর্থতায় পর্যবসিত হলো ঘ) এটা ব্যর্থতাকে রুখে দিল

১৯) ‘উচাটন’ এর বিপরীত শব্দ-
ক) ঊর্ধ্বটান খ) প্রশান্ত গ) উঁচুনিচু ঘ) উত্তাল

২০) ‘আপনি সচ্ছল ও অভিজাত পরিবারের সন্তান হইয়াও যে আচরণ করলেন তাহা একমাত্র নেশাগ্রস্ত ব্যক্তির পক্ষেই সম্ভব।’ চলিত রীতির বাক্যটিতে ভুল-
ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি



উত্তর: ১. ঘ, ২. গ, ৩. খ, ৪. গ, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. ক, ৯. ঘ, ১০. খ, ১১. খ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. গ, ১৯. খ, ২০. গ

Wednesday, February 6, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বাংলা মডেল টেস্ট-৫


বাংলা মডেল টেস্ট-৫



১) ‘শান্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) শান্+ত খ) শাঃ+ত গ) শাম+তহ ঘ) শাম+ত

২) কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে?
ক) শুক খ) গায়ক গ) প্রিয়া ঘ) কোনটিই নয়

৩) ‘কোলে ও পিঠে = কোলেপিঠে’ এটি কোন্ প্রকার সমাস?
ক) সমার্থক দ্বন্দ্ব খ) বহুপদী দ্বন্দ্ব গ) অলুক দ্বন্দ্ব ঘ) তৎপুরুষ

৪) ‘নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা’ – ‘রাস্তা’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
ক) করণে শূন্য খ) কর্মে শূন্য গ) অপাদানে শূন্য ঘ) সম্প্রদানে শূন্য

৫) ‘চাঁদ’ – এর সমার্থক শব্দ-
ক) ভানু খ) নিশীথিনী গ) কোমলকান্ত ঘ) রজনীকান্ত

৬) ‘যে স্ত্রী স্বামী প্রবাসে আছে’ তাকে কী বলে?
ক) প্রোষিতভর্তৃকা খ) প্রবাসিনী গ) প্রোষিতপত্নীর ঘ) প্রেষণী

৭) ‘রামগরুড়ের ছানা’ বলতে বোঝায়?
ক) আমুদে লোক খ) গোমড়ামুখো লোক গ) অভূত লোক ঘ) নির্বোধ লোক

৮) 'To keep up appearances' – এর বাংলা
ক) বাইরের ঠাট বজায় রাখা খ) আবির্ভূত হওয়া গ) উপস্থিতি বজায় রাখা ঘ) নিজেকে দেখানো

৯) ‘ঝানু’ এর বিপরীত-
ক) চতুর খ) পটু গ) বোকা ঘ) অপটু

১০) আমি তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি। সাধু ভাষার এ বাক্যে মোট ভুল ভুল আছে-
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি

১১) ‘প্রেম’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক) পৃ+ইমন্ খ) প্রম্+ইমন গ) প্রঃ+ইমন ঘ) প্রিয়+ইমন্

১২) কোনটি নিত্য পুঃলিঙ্গ শব্দ নয়?
ক)পুরোহিত খ) কৃতদার গ) স্ত্রৈণ ঘ) পাগল

১৩) সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্নভাবে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়?
ক) ড্যাশ খ) হাইফেন গ) কোলন ঘ) সেমিকোলন

১৪) ‘বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক’- এ বাক্যে ‘বসন্তে বসন্তে’ কোন কারক?
ক) করণ খ) অধিকরণ গ) কর্ম ঘ) অপাদান

১৫) ‘প্রেক্ষিত’ শব্দের অর্থ-
ক) দৃষ্টিকোণ খ) পর্যবেক্ষণ গ) দর্শন করা হয়েছে এমন ঘ) প্রেক্ষাপট

১৬) ‘প্রতিধ্বনি ক্রমবিস্তার’ এর এক শব্দরূপ-
ক) অনুকরণ খ) অনুপ্রাণন গ) অনুবর্তন ঘ) অনুরূপ

১৭) ‘চুলায় দেয়া’র বিশিষ্টার্থ-
ক) পরিত্যাগ করা খ) সর্বনাশ করা গ) নিশ্চিহ্ন করা ঘ) পোড়ানো

১৮) 'He called me names' - এর অনুবাদ
ক) সে আমাকে নাম ধরে ডাকল খ) সে আমার নাম স্মরণ করল গ) সে আমার নামে নিন্দা করল ঘ) সে আমাকে গাল দিল

১৯) ‘উগ্র’ শব্দের বিপরীত-
ক) সৌম্য খ) ভদ্র গ) অগ্র ঘ) সুশীল

২০) বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ) মাইকেল মধুসূদন দত্ত গ) প্রমথ চৌধুরী ঘ) মীর মশাররফ হোসেন



উত্তর: ১. ঘ, ২. ঘ, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. ঘ, ১০. ক, ১১. গ, ১২. ঘ, ১৩. খ, ১৪. খ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. ক, ২০. গ

Wednesday, January 30, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বাংলা মডেল টেস্ট-৪


বাংলা মডেল টেস্ট-৪ 



১) ‘উত্থাপন’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই-
ক) উৎ+পাদন খ) উৎ+স্থাপন গ) উঃ+স্থাপন ঘ) উঃ+থাপন

২) কোনটি উভয় লিঙ্গবাচক শব্দ?
ক) শিশু খ) বৃদ্ধ গ) প্রৌঢ় ঘ) নাবালক

৩) ‘মানবহৃদয়’ কোন্ জাতীয় সমাসবদ্ধ পদ?
ক) দ্বন্দ্ব খ) ষষ্ঠী তৎপুরুষ গ) বহুব্রীহি ঘ) অলুক দ্বন্দ্ব

৪) গুরুজনে ভক্তিকর – ‘গুরুজনে’ কোন কারক?
ক) কর্তৃ খ) করণ গ) অপাদান ঘ) সম্প্রদান

৫) ‘মৃগাঙ্ক’ শব্দটর অর্থ হলো-
ক) হরিণ শিশু খ) চন্দ্র গ) চিত্রা হরিণ ঘ) বল্গা হরিণ

৬) ‘বেঁচে থাকার ইচ্ছা’ এক শব্দে হবে-
ক) দিদক্ষা খ) প্রেষণা গ) জিজীবিষা ঘ) বাঞ্ঝা

৭) ‘তুমি আমার কাঁচকলা করবে’ এখানে কাঁচকলার ব্যবহার
ক) বিরোধার্থক খ) অবজ্ঞাসূচক গ) বিস্ময়সূচক ঘ) নঞর্থক

৮) ‘The situation has come to a hea’ – এর অর্থ
ক) পরস্থিতির উন্নতি ঘটছে খ) পরিস্থিতির অবনতি ঘটছে গ) পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে ঘ) পরস্থিতি উল্লেখযোগ্য হারে ভালো অবস্থায় এসে দাঁড়িয়েছে

৯) ‘স্থির’ এর বিপরীত-
ক) জঙ্গল খ) ধারাবাহিক গ) আবর্ত ঘ) সুস্থির

১০) অতঃপর তিনি উপস্থিত হয়ে এতদসংক্রান্ত বিবরণ উপস্থিত জনতাদের অবহিত করতে সচেষ্ট হলে তারা মারমুখী হয়ে উঠল। সাধুভাষার বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক) পাঁচ খ) ছয় গ) সাত ঘ) আট

১১) ‘পর্যবেক্ষণ’ এর সন্ধিবিচ্ছেদ-
ক) পর+বেক্ষণ খ) পরি+বেক্ষণ গ) পর+অবেক্ষণ ঘ) পরি+অবেক্ষণ

১২) ‘পত্নী’ অর্থে ব্যবহৃত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক) নেত্রী খ) বিদুষী গ) নানী ঘ) কিশোরী

১৩) ‘চিনিপাতা’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক) যা চিনি তাই পাতা খ) চিনি ও পাতা গ) চিনিরূপ পাতা ঘ) চিনির দ্বারা পাতা

১৪) একবার চোখের দেখাও দেখলাম না। এ বাক্যের চোখের হলো-
ক) করণ কারণ খ) কর্মকারক গ) অধিকরণ কারক ঘ) কোনটিই নয়

১৫) ‘খাদির’ শব্দের অর্থ কি?
ক) খয়ের খ) আমলকি গ) জর্দাপাতা ঘ) খাদি কাপড়

১৬) ‘যা আঘাত পায় নি’ বাক্যটির এক শব্দে প্রকাশরূপ-
ক) অনাসাত খ) অনাঘ্রাত গ) অনাহত ঘ) আনাহূত

১৭) ‘বালির বাঁধ’ বাগধারার প্রকৃত অর্থ কোনটি?
ক) বালি দ্বারা নির্মিত বাঁধ খ) চোখের পীড়া গ) চক্ষুলজ্জা ঘ) অপ্রিয় ব্যক্তি

১৮) ‘He is a man of world’ এর বাংলা-
ক) তিনি বিশ্ববিখ্যাত লোক খ) তিনি পৃথিবীর লোক গ) তিনি বিষয়ী লোক ঘ) তিনি সম্পদশালী লোক

১৯) ‘খিড়কী’ এর বিপরীত শব্দ-
ক) চিলেকোঠা খ) গুপ্তপথ গ) বাতায়ন ঘ) সিংহদ্বার

২০) ‘ও কৌতুক করার কৌতুহল সম্বরণ করতে পারলেন না।’ – বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) একটি



উত্তর: ১. খ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. খ, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. খ, ১০. গ, ১১. ঘ, ১২. গ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ক, ১৬. গ, ১৭. ঘ, ১৮. গ, ১৯. ঘ, ২০. গ

Saturday, January 26, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বাংলা মডেল টেস্ট-৩


বাংলা মডেল টেস্ট-৩ 



১) কোন্ শব্দটি সন্ধিজাত?
ক) শীতল খ) অধিকার গ) তোমার ঘ) সংখ্যা

২) ‘বৃহৎ’ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক) যোগীনি খ) ক্ষত্রিয়ানী গ) অরণ্যানী ঘ) গীতিকা

৩) ‘ধামাধরা’ শব্দটি কোন্ সমাস?
ক) সমাধিকরণ বহুব্রীহি খ) উপপদ তৎপুরুষ গ) বিরোধার্থক দ্বন্দ্ব ঘ) মধ্যপদলোপী কর্মধারয়

৪) ‘রেখো মা দাসেরে মনে।’ এ বাক্যে ‘দাসেরে’ কোন্ কারকে কোন্ বিভক্তি?
ক) কর্মে দ্বিতীয়া খ) কর্তায় দ্বিতীয়া গ) কর্মে চতুর্থী ঘ) অপাদানে চতুর্থী

৫) ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক) সাগর খ) পারাবার গ) স্রোতস্বতী ঘ) অর্ণব

৬) ‘গম্ভীর ধ্বনি’ – এর বাক্য সংকোচন-
ক) মন্ত্র খ) মন্দ্র গ) মর্মর ঘ) মর্মন্তদ

৭) ‘লম্বাদেয়া’ বাগধারাটির অর্থ’ –
ক) পালানো খ) দীর্ঘ বক্তৃতা গ) বড় আকৃতির মেঘ ঘ) সরে যাওয়া

৮) ‘He has broken with his friend’- বাক্যটির বাংলা-
ক) সে তার বন্ধুকে বিদায় করে দিয়েছে খ) সে তার বন্ধুর বিশ্বাস ভঙ্গ করেছে গ) সে তার বন্ধুকে আঘাত করেছে ঘ) সে তার বন্ধুর সঙ্গে ঝগড়া করেছে

৯) ‘চঞ্চল’ এর বিপরীত শব্দ-
ক) বিচল খ) অবিচল গ) প্রচল ঘ) নিশ্চল

১০) ‘জ্যেষ্ঠ ভ্রাতার প্রহারে দিগ্বিদিক জ্ঞানশূন্য হইয়া সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগল’ – সাধুরীতির বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয়

১১) ‘সন্নিহিত’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
ক) সং+নিহিত খ) সম+নিহিত গ) সৎ+নিহিত ঘ) সন+নিহিত

১২) মানুষ কোন্ লিঙ্গ?
ক) পুংলিঙ্গ খ) স্ত্রী লিঙ্গ গ) ক্লীব লিঙ্গ ঘ) উভয় লিঙ্গ

১৩) ‘মহাকীর্তি’ এর ব্যাসবাক্য কোনটি?
ক) মহান যে কীর্তি খ) মহৎ যে কীর্তি গ) মহতী যে কীর্তি ঘ) মহা মহা কীর্তি

১৪) ‘বিপদে মোরে রক্ষা কর’ ‘বিপদে’ কোন্ কারক?
ক) অপাদানে ৭মী খ) অধিকরণে ২য়া গ) অপাদানে ২য়া ঘ) কর্মে ৭মী

১৫) ‘কপাল’ শব্দের সমার্থক শব্দ-
ক) চিকুর খ) ভাল গ) কপোল ঘ) খুলি

১৬) ‘পঞ্চম সুর’ এর অর্থ কী?
ক) পায়ের পাতা খ) দেবতার আরাধনা গ) কোকিলের সুরলহরী ঘ) পল্লব

১৭) ‘গরম গরম’ এর বিশিষ্টার্থ-
ক) টাটকা খ) উত্তেজনাপূর্ণ গ) সাম্প্রতিক ঘ) উত্তপ্ত

১৮) The boy takes after his father- এর বাংলা অর্থ-
ক) ছেলেটি তার পিতার উপর ক্ষিপ্ত খ) ছেলেটি তার পিতাকে অনুসরণ করে থাকে গ) ছেলেটি তার পিতার মতো ঘ) ছেলেটি তার পিতাকে দেখাশোনা করে

১৯) ‘অহ্ন’ এর বিপরীত শব্দ-
ক) সূর্য খ) গতি গ) অপর ঘ) রাত্রি

২০) ‘জীবনে সার্থকতা অর্জন করিতে চাইলে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে, সব অপসুনগুলো বিসর্জ্জন দিতে হবে।’ চলতি ভাষারীতির বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক) চার খ) পাঁচটি গ) ছয়টি ঘ) সাতটি


উত্তর: ১. ঘ, ২. গ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. ক, ৮. ঘ, ৯. খ, ১০. ঘ, ১১. খ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ক, ১৫. খ, ১৬. গ, ১৭. গ, ১৮. গ, ১৯. ঘ, ২০. গ