ব্রহ্মপুত্র
ব্রহ্মপুত্র নদ |
প্রশ্ন: বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?
উত্তর: ব্রহ্মপুত্র নদ।
প্রশ্ন: ভূমিকম্পের কারণে ১৭৮৭ সালে কোন্ নদীর স্রোত দিক পরিবর্তিত হয়ে যমুনা নদী
হয়?
উত্তর: ব্রহ্মপুত্র।
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়?
উত্তর: হিমালয় পর্বতের কৈলাশশৃঙ্গের মানস সরোবর হ্রদে।
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা নদীটির নাম কি?
উত্তর: যমুনা।
প্রশ্ন: বৃহ্মপুত্র নদের পূর্বনাম কি?
উত্তর: লৌহিত্য।
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়?
উত্তর: হিমালয়ের কৈলাশ টিলার মানস সরবরে উৎপত্তি (তিব্বত, চীন)।
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের বাংলাদেশের প্রবেশ মুখ কোথায়?
উত্তর: নাগেশ্বরী, রৌমারী (কুড়িগ্রাম)।
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের পতিত মুখ কোথায়?
উত্তর: যমুন নদী (দেওয়ানগঞ্জ, জামালপুর)।
প্রশ্ন: ব্রহ্মপুত্র প্রবাহিত জেলা কি কি?
উত্তর: কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুর।
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?
উত্তর: ৬০ কিমি।
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের সর্বাধিক প্রস্থ কত?
উত্তর: ১০৪২৬ মিটার (বাহাদুরাবাদ)।
প্রশ্ন: ব্রহ্মপুত্র পাত্রে অবস্থিত পৌরসভা/শহর/বন্দর কি কি?
উত্তর: উলিপুর পৌরসভা, চিলমারী বন্দর, রৌমারী, বাহাদুরাবাদ ঘাট, ফুলছড়ি উপজেলা
ও সাঘাটা বাজার।
প্রশ্ন: আসামের হিমালয় অঞ্চলে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত?
উত্তর: দিহাঙ। [সূত্র: বাংলাপিডিয়া]
প্রশ্ন: তিব্বতের উৎপত্তিস্থল থেকে বৃহ্মপুত্রের সর্বমোট দৈর্ঘ্য কত?
উত্তর: ২৮৫০ কিমি। [সূত্র: বাংলাপিডিয়া]
প্রশ্ন: তিব্বতে ব্রহ্মপুত্রের নাম কি?
উত্তর: জাঙপো।
প্রশ্ন: ব্রহ্মপুত্রের উপনদী কি কি?
উত্তর: দুধকুমার, ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই প্রভৃতি।
পুরাতন বৃহ্মপুত্র নদ
প্রশ্ন: পুরাতন ব্রহ্মপুত্র নদের উৎস মুখ কোথায়?
উত্তর: ব্রহ্মপুত্র নদ (দেওয়ানগঞ্জ, জামালপুর)।
প্রশ্ন: পুরাতন ব্রহ্মপুত্র নদের পতিত মুখ কোথায়?
উত্তর: মেঘনা নদী (ভৈরব, কিশোরগঞ্জ)।
প্রশ্ন: পুরাতন বৃহ্মপুত্র নদের প্রবাহিত জেলাগুলো কি কি?
উত্তর: জামালপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ।
প্রশ্ন: পুরাতন ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?
উত্তর: ২৪০ কিমি।
প্রশ্ন: পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত পৌরসভা/শহর/বন্দর কি কি?
উত্তর: ইসলামপুর, জামালপুর, ময়মনসিংহ ও ভৈরব।
কর্ণফুলী
কর্ণফুলী নদী |
প্রশ্ন: দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্রের নাম কি?
উত্তর: কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র।
প্রশ্ন: পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বাঁধ দেয়া হয়েছে কোন্ নদীর ওপর?
উত্তর: কর্ণফুলী।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
উত্তর: কর্ণফুলী।
প্রশ্ন: কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়?
উত্তর: ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। [সূত্র: বাংলাপিডিয়া]
প্রশ্ন: কর্ণফুলী নদীর পতিত মুখ কোথায়?
উত্তর: বঙ্গোপসাগর (চট্টগ্রাম)।
প্রশ্ন: কর্ণফুলী নদীর প্রবাহিত জেলা কি কি?
উত্তর: খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম।
প্রশ্ন: কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত?
উত্তর: ১৬০ কিমি।
প্রশ্ন: কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত পৌরসভা/শহর/বন্দর কি কি?
উত্তর: রাঙামাটি, কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাখিয়াং, হালদা প্রভৃতি। [সূত্র: শিশু বিশ্বকোষ,
৩য় খণ্ড]
সুরমা
সুরমা নদী |
প্রশ্ন: সুরমা নদীর উৎস মুখ কোথায়?
উত্তর: আসাম থেকে আসা আগত বরাক নদী (জকিগঞ্জ, সিলেট)।
প্রশ্ন: সুরমা নদীর পতিত মুখ কোথায়?
উত্তর: কালনী নদী (আজমিরীগঞ্জ, হবিগঞ্জ)।
প্রশ্ন: সুরমা নদীর প্রবাহিত গতিপথ এলাকা কি কি?
উত্তর: জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানী বাজার, গোপালগঞ্জ, সিলেট সদর, বিশ্বনাথ, ছাতক,
দোয়ারা বাজার, সুনামগঞ্জ ও আজমিরীগঞ্জ।
প্রশ্ন: সুরমা নদীর প্রবাহিত জেলা কি কি?
উত্তর: সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।
প্রশ্ন: সুরমা নদীর দৈর্ঘ্য কত কিমি?
উত্তর: ২৪৫ কিমি।
প্রশ্ন: সুরমা নদীর পাড়ে অবস্থিত পৌরসভা/শহর/বন্দর কি কি?
উত্তর: কানাইঘাট, সিলেট, ছাতক, দোয়ারা বাজার, সুনামগঞ্জ ও জামালগঞ্জ।
নাফ
নাফ নদী |
প্রশ্ন: টেকনাফ কোন্ নদীর তীরে অবস্থিত?
উত্তর: নাফ।
প্রশ্ন: নাফ নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোথা থেকে?
উত্তর: নাইখংছড়ি, বান্দরবান।
প্রশ্ন: নাফ নদীর পতিত মুখ কোথায়?
উত্তর: বঙ্গোপসাগর (টেকনাফ, কক্সবাজার)।
প্রশ্ন: নাফ নদীর প্রবাহিত গতিপথ এলাকা কি কি?
উত্তর: নাইখংছড়ি, উখিয়া ও টেকনাফ।
প্রশ্ন: নাফ নদীর প্রবাহিত জেলা কি কি?
উত্তর: বান্দরবান ও কক্সবাজার।
প্রশ্ন: নাফ নদীর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬৪ কিমি।
প্রশ্ন: নাফ নদীর সর্বাধিক প্রস্থ কত?
উত্তর: ১৫৫০ মিটার।
প্রশ্ন: নাফ নদীর পাড়ে অবস্থিত পৌরসভা/শহর/বন্দরগুলো কি কি?
উত্তর: টেকনাফ সদর ও স্থল বন্দর ও বিডিআর ক্যাম্প ও হ্নীলা বাজার।
প্রশ্ন: মিয়ানমার ও বাংলাদেশকে (কক্সবাজার) পৃথক করেছে কোন্ নদী?
উত্তর: নাফ নদী।
বুড়িগঙ্গা
বুড়িগঙ্গা নদী |
প্রশ্ন: বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য কত?
উত্তর: ৪৫ কিমি।
প্রশ্ন: ঢাকা শহরকে রক্ষার জন্য নির্মিত বাঁধের নাম কি?
উত্তর: বাকল্যান্ড বাঁধ।
প্রশ্ন: বাকল্যান্ড বাঁধ কোন্ নদীর তীরে অবস্থিত?
উত্তর: বুড়িগঙ্গা।
প্রশ্ন: বাকল্যান্ড বাঁধ কবে নির্মাণ করা হয়?
উত্তর: ১৮৬৪ সালে।
প্রশ্ন: বুড়িগঙ্গা কোন্ নদীর শাখা নদী?
উত্তর: ধলেশ্বরী।
প্রশ্ন: কোন্ নদীর পূর্বনাম দোলাই?
উত্তর: বুড়িগঙ্গা।
প্রশ্ন: কোন্ নদীর পানি অত্যধিক দূষিত?
উত্তর: বুড়িগঙ্গা।
সাঙ্গু
প্রশ্ন: সাঙ্গু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
উত্তর: বাংলাদেশ ও মিয়ানমার সীমানায় অবস্থিত আরাকান পর্বত থেকে?
প্রশ্ন: সাঙ্গু নদী কোথায় পতিত হয়েছে?
উত্তর: বঙ্গোপসাগরে।
প্রশ্ন: সাঙ্গু নদী কোন্ কোন্ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উত্তর: চট্টগ্রাম ও রাঙামাটি জেলা।
প্রশ্ন: সাঙ্গুর প্রধান উপনদী কোনটি?
উত্তর: ভলু।
বিবিধ
প্রশ্ন: দক্ষিণ তালপট্টি কোন্ নদীর মোহনায় অবস্থিত?
উত্তর: হাড়িয়াভাঙা।
প্রশ্ন: সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি?
উত্তর: হাড়িয়াভাঙা নদী।
প্রশ্ন: সুরমা ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়ে ‘কালনী’ নদী নাম ধারণ করে?
উত্তর: মারকুলী (আজমিরীগঞ্জ, হবিগঞ্জ)।
প্রশ্ন: ধনু (সুরমান শাখা) এবং কালনী নদী কোথায় মিলিত হয়ে মেঘনা নদী নাম ধারণ করে?
উত্তর: ভৈরববাজার (ভৈরব, কিশোরগঞ্জ)। [সূত্র: বাংলাপিডিয়া]
প্রশ্ন: বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?
উত্তর: বগুড়া।
প্রশ্ন: চিত্রার উপনদী কোনটি?
উত্তর: বেগবতী।
প্রশ্ন: ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
উত্তর: ১৬.৫ কিলোমিটার।
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ কোন স্থানে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে?
উত্তর: দেওয়ানগঞ্জ।
প্রশ্ন: বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি?
উত্তর: করতোয়া।
প্রশ্ন: কত সাল থেকে তুরাগ নদীর তীরে বিশ্ব এস্তেমা শুরু হয়?
উত্তর: ১৯৬৭।
প্রশ্ন: মহানন্দা নদী কোন্ জেলায়?
উত্তর: দিনাজপুর।
প্রশ্ন: হালদা নদীর প্রধান উপনদী কোনটি?
উত্তর: ধুরুং।
নদী গবেষণা ইনস্টিটিউট
প্রশ্ন: নদী গবেষণা ইনস্টিটিউট (RRI) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৭ সালে।
প্রশ্ন: RRI-এর পূর্ণরূপ কি?
উত্তর: River Research Institute
প্রশ্ন: নদী গবেষণা ইনস্টিটিউট কোন্ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা?
উত্তর: পানিসম্পদ মন্ত্রণালয়।
প্রশ্ন: নদী গবেষণা ইনস্টিটিউট-এর সদর দপ্তর প্রথম কোথায় ছিল?
উত্তর: ঢাকা।
প্রশ্ন: বর্তমানে নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: হারুকান্দি, ফরিদপুর।