Showing posts with label ঢাকা বিভাগ. Show all posts
Showing posts with label ঢাকা বিভাগ. Show all posts

Monday, December 10, 2018

রাজবাড়ি (Rajbari) জেলা

রাজবাড়ী জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,০৯২.২৮ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে পাবনা জেলা, দক্ষিণে ফরিদপুর ও মাগুরা জেলা, পূর্বে মানিকগঞ্জ জেলা এবং পশ্চিমে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- রাজবাড়ি সদর, পাংশা, গোয়ালন্দ, বালিয়াকান্দি ও কালুখালী।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- রাজবাড়ী, গোয়ালন্দ ও পাংশা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৪২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৯৬৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগরিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা, কুমার, চন্দনা, গড়াই, ভুবনেশ্বরী, চিত্রা, হরাই নদী।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: লক্ষ্মীকোলের রাজার বাড়ি, মীর মোশাররফ হোসেনের বাড়ি, বাণীবহের জমিদার বাড়ি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কাজী আব্দুল ওদুদ (সাহিত্যিক), এয়াকুব আলী চৌধুরী, ড. সনজীদা খাতুন, মোহাম্মদ আবু হেনা (সাবেক প্রধান নির্বাচন কমিশনার), রোকনুজ্জামান খান দাদা ভাই (শিশু সাহিত্যিক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ২০৯. রাজবাড়ী-১ ও ২১০. রাজবাড়ী-২।

ফরিদপুর (Faridpur) জেলা

ফরিদপুর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮১৫ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,০৫২.৮৬ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: ফরিদপুর জেলার পূর্বে ঢাকা, মুন্সিগঞ্জ ও মাদারীপুর জেলা, পশ্চিমে নড়াইল, রাজবাড়ী ও মাগুরা জেলা, উত্তরে রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলা এবং দক্ষিণে গোপালড়ঞ্জ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- ফরিদপুর সদর, সদরপুর, মধুখালী, চরভদ্রাসন, বোয়ালমারী, ভাঙ্গা, নগরকান্দা, আলফাডাঙ্গা ও সালথা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ফরিদপুর, ভাঙ্গা, নগরকান্দা, বোয়ালমারী, মধুখালী ও আলফাডঙ্গা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৮১টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৮৯৯টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: আলোর পথে।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা, মধুমতি, কুমার, আড়িয়াল খাঁ প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: নদী গবেষণা ইনস্টিটিউট, আটরশি ও চন্দ্রপাড়া পীর সাহেবের দরবার শরীফ, কামারখালী গড়াই সেতু, মথুরাপুরের দেউল (মন্দির) প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আবদুল আহাদ (সঙ্গীত পরিচালক), কে. এম. ওবায়দুর রহমান (রাজনীতিবিদ), নওয়াব আবদুল লতিফ (বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত), ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া (রাজনীতিবিদ), সাহিত্যিক কাজী মোতাহার হোসেন [জন্ম কুষ্টিয়া], কানাইলাল শীল (গীতিকার ও সুরকার), জসীমউদ্দিন (কবি), ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ (বীরশ্রেষ্ঠ), তারেক মাসুদ (চলচ্চিত্র পরিচালক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ২১১. ফরিদপুর-১, ২১২. ফরিদপুর-২, ২১৩. ফরিদপুর-৩ ও ২১৪. ফরিদপুর-৪।

গোপালগঞ্জ (Gopalganj) জেলা

গোপালগঞ্জ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৪৬৮.৭৪ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: গোপালগঞ্জ জেলার উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর ও বাগেরহাট জেলা, পূর্বে বরিশাল ও মাদারীপুর জেলা এবং পশ্চিমে নড়াইল জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- গোপালগঞ্জ সদর, মকসুদপুর, কোটালীপাড়া, টুঙ্গীপাড়া ও কাশিয়ানী।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও মকসুদপুর।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৮৮৯টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: স্পন্দিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মধুমতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি, কোটালিপাড়া চন্দ্রভর্মা ফোর্ট, দীঘলিয়া দক্ষিণা কালীবাড়ি, কোর্ট মসজিদ, ধর্মরায়ের বাড়ি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বাংলাদেশে রাষ্ট্রের স্থপতি), শেখ হাসিনা (বাংলাদেশের প্রধানমন্ত্রী), রমেশচন্দ্র মজুমদার (ইতিহাসবিদ), শেখ জফলুল হক মণি (রাজনীতিবিদ), শেখ ফজিলাতুন্নেসা মুজিব (সমাজসেবী), কবি সুকান্ত ভট্টাচার্য [জন্ম কলকাতা] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ২১৫. গোপালগঞ্জ-১, ২১৬. গোপালগঞ্জ-২ ও ২১৭. গোপালগঞ্জ-৩।

Sunday, December 9, 2018

মাদারীপুর (Madaripur) জেলা

মাদারীপুর জেলা




প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,১২৫.৬৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে শরীয়তপুর জেলা এবং পশ্চিমে গোপালগঞ্জ।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- মাদারীপুর সদর, শিবচর, রাজৈব ও কালকিনি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- মাদারীপুর, শিবচর, কালকিনি ও রাজৈব।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৫৯টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,০৬২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জ্যোতিময়।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা ও পুরাতন কুমার।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: শাহ মাদারের দরগাহ, আউলিয়াপুর নীলকুঠি, পর্বতের বাগান, মাদারীপুর লেক, রাজারাম মন্দির প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: ফণীভূষণ মজুমদার (রাজনীতিবিদ), রাজিয়া মাহবুব, এম আজিজুর রহমান, রশীদ তালুকদার, সরদার আবুল ফজল, সুনীল গঙ্গোপাধ্যায় (সাহিত্যিক), কাজী আনোয়ার হোসেন, ডা. জোহরা বেগম কাজী [জন্ম মধ্য প্রদেশ; ভারত], হাজী শরীয়তুল্লাহ (ফরায়েজী আন্দোলনের নেতা) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ২১৮. মাদারীপুর-১, ২১৯. মাদারীপুর-২ ও ২২০. মাদারীপুর-৩।

শরীয়তপুর (Shariatpur) জেলা

শরীয়তপুর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,১৭৪.০৫ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: শরীয়তপুর জেলার পূর্বে পদ্মা ও মেঘনা নদী এবং চাঁদপুর জেলা, পশ্চিমে মাদারীপুর জেলা, উত্তরে মুন্সিগঞ্জ ও পদ্মা নদী এবং দক্ষিণে বরিশাল জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ডামুড্যা, নড়িয়া, ভেদরগঞ্জ, শরীয়তপুর সদর, জাজিরা ও গোসাইর হাট।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- শরীয়তপুর, ভেদরগঞ্জ, ডামুড্যা, জাজিরা, নড়িয়া ও গোসাইরহাট।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৫টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,২৫৪টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: অরুণীমা।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা, মেঘনা, পালং প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ধানুকার মনসা বাড়ি, ফতেহজংপুর দুর্গ, কেদারবাড়ি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আবু ইসহাক (কথাসাহিত্যিক), গোলাম মাওলা (ভাষা আন্দোলনের নেতা), কবি অতুলপ্রসাদ সেন [জন্ম ঢাকা], আবদুর রাজ্জাক (রাজনীতিবিদ), কর্নেল অব. শওকত আলী (সাবেক ডেপুটি স্পিকার) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ২২১. শরীয়তপুর-১, ২২২. শরীয়তপুর-২ ও ২২৩. শরীয়তপুর-৩।