Showing posts with label সিলেট বিভাগ. Show all posts
Showing posts with label সিলেট বিভাগ. Show all posts

Tuesday, December 25, 2018

সুনামগঞ্জ (Sunamganj) জেলা

সুনামগঞ্জ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৭৪৭.১৮ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: সুনামগঞ্জ জেলার উত্তরে ভারতের খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়, দক্ষিণে হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা, পূর্বে সিলেট ও পশ্চিমে নেত্রকোনা জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১১টি- সুনামগঞ্জ সদর, দিরাই, ছাতক, জামালগঞ্জ, ধর্মপাশা, জগন্নাথপুর, তাহিরপুর, শাল্লা, দোয়ারাবাজার, বিশ্বম্বরপুর ও দক্ষিণ সুনামগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- সুনামগঞ্জ, ছাতক, দিরাই ও জগন্নাথপুর।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৮৭টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,৮৮৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: আলোর দিশারী।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: সরমা, কালনী, মহাসিংহ, খাজাঞ্চী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: হাইল হাওর, দুর্লভ সেন্ত এক্সপোর্ট এরিয়া, শাহ আরেফিনের মাজার, টেকেরঘাট খনি প্রকল্প, যাদুকাটা নদী, ফাজিলপুর সেন্ত এরিয়া, শনির হাওর, সুখাইড় বাবু বাড়ি, ‍দিরাই জমিদার বাড়ি, গৌরাবং জমিদার বাড়ি, নারায়ণ তলা, বিশ্বযুদ্ধ সমাধি, খ্রিস্টান গির্জা, ওলুবা মসজিদ, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, ছাতক পেপার মিল।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: শাহ আবদুল করিম (বাউলসাধক), দেওয়ান মোহাম্মদ আজরফ, হাসন রাজা (মরমি কবি), অক্ষয় কুমার দাস, রায় বাহাদুর, আব্দুস সামাদ আজাদ (সাবেক পররাষ্ট্রমন্ত্রী) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ২২৪. সুনামগঞ্জ-১, ২২৫. সুনামগঞ্জ-২, ২২৬. সুনামগঞ্জ-৩, ২২৭. সুনামগঞ্জ-৪ ও ২২৮. সুনামগঞ্জ-৫।

হবিগঞ্জ (Habiganj) জেলা

হবিগঞ্জ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৬৩৬.৫৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: হবিগঞ্জ জেলার পূর্বে মৌলভীবাজার ও সিলেট জেলা, পশ্চিমে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, উত্তরে সুনামগঞ্জ জেলা এবং দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- হবিগঞ্জ সদর, বানিয়াচং, চুনারুঘাট, লাখাই, বাহুবল, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- হবিগঞ্জ, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও আজমিরীগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭৭টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,১৪২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: কালনী, খোয়াই ও সুতাং।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: উচাইলের রহস্যময় মসজিদ, রানীর দীঘি, বানিয়াচঙের আখড়া, চুনারুঘাটে চম্পাবতীর মাজার, চা বাগান।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মেজর জেনারেল এম. এ রব (বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব স্টাফ ও সেকেন্ড-ইন-কমান্ড), মেজর সি. আর. (চিত্তরঞ্জন) দত্ত (৪নং সেক্টর কমান্ডার), শাহ এএমএস কিবরিয়া (সাবেক অর্থমন্ত্রী), ফজলে হাসান আবেদ (ব্র্যাকের প্রতিষ্ঠাতা) প্রমখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ২৩৯. হবিগঞ্জ-১, ২৪০. হবিগঞ্জ-২, ২৪১. হবিগঞ্জ-৩ ও ২৪২. হবিগঞ্জ-৪।

Monday, December 24, 2018

মৌলভীবাজার (Moulvibazar) জেলা

মৌলভীবাজার জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২২ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৭৯৯.৩৮ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে সিলেট জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য, পশ্চিমে হবিগঞ্জ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ ও জুরী।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- মৌলভীবাজার, বড়লেখা, কুলাউড়া, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৭টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,০১৫টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: নবদিগন্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: ধলাই, মনু প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: খোয়াজা মসজিদ, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধব মন্দির (হিন্দু ধর্মীয় প্রাচীন নিদর্শন), কুলাউড়া উপজেলার রঙ্গীরকুল বিদ্যাশ্রম (ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগ), পৃথ্বিম পাশার নবাব বাড়ি, মজলিশ আলম নির্মিত মুঘল স্থাপত্য কীর্তি গয়ঘরের ঐতিহাসিক খোজার মসজিদ (চতুর্দশ শতাব্দী), হিন্দু সাধক  অজ্ঞান ঠাকুরের মন্দির, নির্মাই শিববাড়ি (১৪৫৪), ব্রাহ্মণগাঁয়ের কাজী খন্দকার (র)-এর মাজারের গায়েবী ইটের মসজিদ প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বিচারপতি বদরুল ইসলাম চৌধুরী, ড. রঙ্গলাল সেন, এম. সাইফুর রহমান (সাবেক অর্থমন্ত্রী), সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী [জন্ম আসাম], দ্বিজেন্দ্র শর্মা, হযরত শাহ মোস্তফা (র) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ২৩৫. মৌলভীবাজার-১, ২৩৬. মৌলভীবাজার-২, ২৩৭. মৌলভীবাজার-৩ ও ২৩৮. মৌলভীবাজার-৪।

সিলেট (Sylhet) জেলা

সিলেট জেলা




প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭ মার্চ ১৭৭২।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৪৫২.০৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে ভারতের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা, পূর্বে ভারতের করিমগঞ্জ ও কাছাড় জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১৩টি- সিলেট সদর, বালাগঞ্জ, বিশ্বনাথ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জ, জৈন্তাপুর, গোপালগঞ্জ, দক্ষিণ সুরমা ও ওসমানী নগর।

প্রশ্ন: সিলেট জেলার পুলিশ থানা কতটি?
উত্তর: ১১টি- ওসমানী নগর, বালাগঞ্জ, বিশ্বনাথ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জ, জৈন্তাপুর ও গোপালগঞ্জ।

প্রশ্ন: সিলেট জেলার মেট্রোপলিটন থানা কতটি?
উত্তর: ৬টি- জালালাবাদ, মোগলাবাজার, বিমানবন্দর, শাহপরান, কোতোয়ালী মডেল থানা ও দক্ষিণ সুরমা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোপালগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১০৫টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৩,২০৬টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: অগ্রযাত্রা।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন, গোয়াইন প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: হযরত শাহজালাল (র) এবং হযরত শাহপরান (র)-এর মাজার, আলী আমজাদের ঘড়িঘর, কিন ব্রীজ, চাঁদনী ঘাটের সিঁড়ি, কালী মন্দির-কালীঘাট, তামাবিল জাফলং, জাফলং লেক, জৈন্তাপুর এলাকার চা বাগান, ছাতক, ফেঞ্চুগঞ্জ সার কারখানা, হরিপুর গ্যাসক্ষেত্র, তেল উৎপাদন কেন্দ্র প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মহাম্মদ আতাউল গণি ওসমানী (মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি), বিচারপতি আব্দুস সাত্তার, কবি দিলওয়ার, হুমায়ুন রশীদ চৌধুরী (সাবেক স্পীকার), আবুল মাল আবদুল মুহিত (অর্থমন্ত্রী), তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, শমসের মবিন চৌধুরী বীর বিক্রম, গোবিন্দচন্দ্র দেব (দার্শনিক ও শিক্ষাবিদ) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ২২৯. সিলেট-১, ২৩০. সিলেট-২, ২৩১. সিলেট-৩, ২৩২. সিলেট-৪, ২৩৩. সিলেট-৫ ও ২৩৪. সিলেট-৬।