Showing posts with label চট্টগ্রাম বিভাগ. Show all posts
Showing posts with label চট্টগ্রাম বিভাগ. Show all posts

Friday, December 14, 2018

ব্রাহ্মণবাড়িয়া (Brahmanbaria) জেলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা

প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৫ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৮৮১.২০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্বনাম কি?
উত্তর: নাসিরনগর।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: ব্রাহ্মণবাড়িয়া জেলা পূর্বে হবিগঞ্জ ও ভারতের ত্রিপুরা রাজ্য. পশ্চিমে কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা, উত্তরে ভারতের আসাম রাজ্য ও দক্ষিণে কুমিল্লা জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া, কসবা, বাঞ্ঝ্হারামপুর, সরাইল, নবীনগর, নাসিরনগর, বিজয়নগর ও আশুগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ঝ্হারামপুর, কসবা, আখাউড়া ও নবীনগর।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১০০টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৩২৩টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: প্রদীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: তিতাস, সালদা ও মেঘনা।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: তিতাস গ্যাস উত্তোলন কেন্দ্র, আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানা।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: সানাউল হক (কবি), অলি আহাদ (ভাষা সৈনিক), ঈসা খান (বারো ভূঁইয়াদের নেতা), ওস্তাদ আয়েত আলী খাঁ, ওস্তাদ আলী আকবর খাঁ, কবি আল মাহমুদ, নূরুল আমিন (পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী), অদ্বৈত মল্লবর্মণ (ঔপন্যাসিক), আবদুল কুদ্দুস মাখন (রাজনীতিবিদ), ওস্তাদ আলাউদ্দিন খাঁ (সঙ্গীতজ্ঞ) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ২৪৩. ব্রাহ্মণবাড়িয়া-১, ২৪৪. ব্রাহ্মণবাড়িয়া-২, ২৪৫. ব্রাহ্মণবাড়িয়া-৩, ২৪৬. ব্রাহ্মণবাড়িয়া-৪, ২৪৭. ব্রাহ্মণবাড়িয়া-৫ ও ২৪৮. ব্রাহ্মণবাড়িয়া-৬।

কুমিল্লা (Cumilla) জেলা

কুমিল্লা জেলা

প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭৯০ সালে।

প্রশ্ন: কুমিল্লা জেলার পূর্ব নাম কি?
উত্তর: ত্রিপুরা।

প্রশ্ন: কবে ত্রিপুরা নাম বদলে কুমিল্লা নামকরণ করা হয়?
উত্তর: ১ অক্টোবর ১৯৬০।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,১৪৬.৩০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: কুমিল্লা জেলার উত্তরে ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ, দক্ষিণে নোয়াখালী ও ফেনী, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে চাঁদপুর, মুন্সিগঞ্জ এবং মেঘনা নদী।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১৭টি- কুমিল্লা সদর, হোমনা, মেঘনা, লাকসাম, মুরাদনগর, দেবিদ্বার, করুড়া, দাউদকান্দি, বুড়িচং, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, চান্দিনা, ব্রাহ্মণপাড়া, তিতাস, মনোহরগঞ্জ, কুমিল্লা সদর (দক্ষিণ) ও লালমাই।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- লাকসাম, চান্দিনা, দাউদকান্দি, দেবিদ্বার, বরুড়া, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম ও হোমনা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১৮৫টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৩,৫৩২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: পথিকৃৎ।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, গোমতী, বুড়ি ও সালদা।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ময়নামতি পাহাড়, লালমাই পাহাড়, শালবন বিহার, কোটবাড়ি, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), বাখরাবাদ গ্যাস উত্তোলন কেন্দ্র প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: নওয়াব ফয়জননেসা চৌধুরানী (সমাজসেবী), লে. কর্নেল আকবর হোসেন বীর প্রতীক, অধ্যাপক মুজাফফর আহমদ, খন্দকার মোশতাক আহমাদ (সাবেক রাষ্ট্রপতি), আখতার হামিদ খান (বার্ডের প্রতিষ্ঠাতা), কাজী জাফর আহমেদ (সাবেক প্রধানমন্ত্রী), অজিতকুমার গুহ (বুদ্ধিজীবী), বৃদ্ধদেব বসু (কবি, কথাসাহিত্যিক), শচীন দেববর্মণ (সংগীত শিল্পী), আবদুল কাদির (কবি), মেজর আবদুল গণি (ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১১টি- ২৪৯. কুমিল্লা-১, ২৫০. কুমিল্লা-২, ২৫১. কুমিল্লা-৩, ২৫২. কুমিল্লা-৪, ২৫৩. কুমিল্লা-৫, ২৫৪. কুমিল্লা-৬, ২৫৫. কুমিল্লা-৭, ২৫৬. কুমিল্লা-৮, ২৫৭. কুমিল্লা-৯, ২৫৮. কুমিল্লা-১০, ২৫৯. কুমিল্লা-১১,

Thursday, December 13, 2018

চাঁদপুর (Chandpur) জেলা

চাঁদপুর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৫ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৬৪৫.৩২ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: পূর্বে কুমিল্লা জেলা, পশ্চিমে মেঘনা নদী, শরীয়তপুর ও বরিশাল জেলা, উত্তরে মুন্সিগঞ্জ ও কুমিল্লা জেলা এবং দক্ষিণে লক্ষ্মীপুর, নোয়াখালী ও বরিশাল জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাইমচর, হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি ও ফরিদগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- চাঁদপুর, শাহরাস্তি, মতলব, ছেংগারচর, হাজীগঞ্জ, কচুয়া, নারায়ণপুর ও ফরিদগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৮৯টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,২৩০টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: সুদীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, ডাকাতিয়া প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: হাজীগঞ্জ বড় মসজিদ, স্মৃতিস্তম্ভ অঙ্গীকার, নদী গবেষণা ইনস্টিটিউট।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মোস্তফা হারুন কুদ্দুস হালী (স্থপতি), মেজর রফিকুল ইসলাম বীরি উত্তম (১নং সেক্টর কমান্ডার), মেজর আবু ওসমান চৌধুরী (৮নং সেক্টর কমান্ডার), মোহাম্মদ নাসিরউদ্দীন (সওগাত সম্পাদক), মিজানুর রহমান চৌধুরী (সাবেক প্রধানমন্ত্রী) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ২৬০. চাঁদপুর-১, ২৬১. চাঁদপুর-২, ২৬২. চাঁদপুর-৩, ২৬৩. চাঁদপুর-৪ ও ২৬৪. চাঁদপুর-৫।

লক্ষ্মীপুর (Lakshmipur) জেলা

লক্ষ্মীপুর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৮ ফেব্রুয়ারী ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৪৪০.৩৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: লক্ষ্মীপুর জেলার পূর্বে নোয়াখালী জেলা, পশ্চিমে বরিশাল ও ভোলা জেলা, উত্তরে চাঁদপুর জেলা ও দক্ষিণে নোয়াখালী জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- লক্ষ্মীপুর, রায়পুর, রামগঞ্জ ও রামগতি।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৫৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৫৪৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: প্রস্ফুটিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা ও ডাকাতিয়া।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: সাহাপুর নীল কুঠিবাড়ি, সাহাপুর সাহেব বাড়ি, দালাল বাজারের জমিদার বাড়ি, শ্রীগোবিন্দ মহাপ্রভুর জিউ আখড়া, দালাল বাজার মঠ, খেয়াসাগর দীঘি, ঐদারা দীঘি, কমলাসুন্দরী দীঘি, রায়পুরের কেরোয়া গ্রামের জীনের মসজিদ, বড় মসজিদ, রামগতির রানী ভবানী কামদা মঠ, শ্রীরামপুর রাজবাড়ি (রামগঞ্জ), শ্যামপুর দায়রা শরীফ, কচুয়া দরগাহ, হরিশচর দরগাহ, কাঞ্চনপুর দরগাহ প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মোহাম্মদ উল্লাহ (সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার), ড. মুজাফফর আহমদ চৌধুরী (শিক্ষাবিদ), ড. আবদুল মতিন, ড. ওয়াহিদুল হক, ড. হাবিব উল্লাহ, আ.স.ম. আবদুর রব প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ২৭৪. লক্ষ্মীপুর-১, ২৭৫. লক্ষ্মীপুর-২, ২৭৬. লক্ষ্মীপুর-৩ ও ২৭৭. লক্ষ্মীপুর-৪।

নোয়াখালী (Noakhali) জেলা

নোয়াখালী জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮২১ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৬৮৫.৮৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: নোয়াখালী জেলার পূর্বে ফেনী ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে লক্ষ্মীপুর ও ভোলা জেলা, উত্তরে কুমিল্লা জেলা ও দক্ষিণে বঙ্গোপসাগর।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- চাটখিল, সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, নোয়াখালী সদর (সুধারাম), হাতিয়া, সোনাইমুড়ী, সুবর্ণচর ও কবিরহাট।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- নোয়াখালী, চাটখিল, চৌমুহনী, বসুরহাট, কবিরহাট, সোনাইমুড়ি, সেনবাগ ও হাতিয়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৯২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৯৬৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, ডাকাতিয়া, ফেনী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বজরা শাহী মসজিদ, গান্ধী আশ্রম ও জাদুঘর, চর বাটার ফরেস্ট, নিঝুম দ্বীপ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মুহাম্মদ হাবিবুর রহমান (শহীদ বুদ্ধিজীবী), আবু নছর মোহাম্মদ গাজীউল হক (ভাষা সৈনিক), সেলিনা পারভীন (শহীদ বুদ্ধিজীবী), মেজর জেনারেল এম.এ. (মুহম্মদ আবুল) মঞ্জুর (৮নং সেক্টর কমান্ডার), মোফাজ্জল হায়দার চৌধুরী (শহীদ বুদ্ধিজীবী), আবদুল মালেক উকিল (রাজনীতিবিদ), আবদুল হাকিম (কবি), শহীদ সার্জেন্ট জহুরুল হক (আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি), চিত্তরঞ্জন সাহা (প্রকাশক), নাট্যকার মুনীর চৌধুরী (শহীদ বুদ্ধিজীবী)[জন্ম মানিকগঞ্জ], আর্টিফিসার মো. রুহুল আমিন (বীরশ্রেষ্ঠ), কবির চৌধুরী (জাতীয় অধ্যাপক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ২৬৮. নোয়াখালী-১, ২৬৯. নোয়াখালী-২, ২৭০. নোয়াখালী-৩, ২৭১. নোয়াখালী-৪, ২৭২. নোয়াখালী-৫ ও ২৭৩. নোয়াখালী-৬।

Wednesday, December 12, 2018

ফেনী (Feni) জেলা

ফেনী জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৯৯০.৩৬ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: ফেনী জেলার উত্তরে কুমিল্লা ও ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম ও নোয়াখালী জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ফেনী সদর, সোনাগাজী, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী ও দাগনভূঞা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ফেনী, দাগনভূঞা, সোনাগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৪৩টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৫৫৩টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উজ্জ্বীবিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: ফেনী, মুহুরী, সেলোনাই প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ ও বাসভাবন, চাঁদগাজী মসজিদ, ফেনী সরকারি কলেজ ভবন, মহিপালের বিজয় সিংহ দীঘি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বেগম খালেদা জিয়া (সাবেক প্রধানমন্ত্রী), আবদুস সালাম (ভাষা শহীদ), ওবায়েদ-উল হক (ঔপন্যাসিক), জেনারেল আমীন আহম্মেদ চৌধুরী বীর বিক্রম, জাফর ইমাম বীর বিক্রম, স্যার এ এফ রহমান (শিক্ষাবিদ), জহির রায়হান (শহিদ বুদ্ধিজীবী), কর্নেল জাফর ইমাম, সেলিম আল দীন (নাট্যকার), শহীদুল্লাহ কায়সার (শহিদ বুদ্ধিজীবী), কাইয়ূম চৌধুরী (চিত্রশিল্পী), ওয়াসিফিয়া নাজরীন (পর্বতারোহী), এ বি এম মূসা প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ২৬৫. ফেনী-১, ২৬৬. ফেনী-২ ও ২৬৭. ফেনী-৩।

খাগড়াছড়ি (Khagrachhari) জেলা

খাগড়াছড়ি জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ৭ নভেম্বর ১৯৮৩।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৭৪৯.১৬ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: পূর্বে রাঙামাটি জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য, উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণে চট্টগ্রাম ও রাঙামাটি জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- খাগড়াছড়ি সদর, মহালছড়ি, মানিকছড়ি, পানছড়ি, লক্ষ্মীছড়ি, দীঘিনালা, মাটিরাঙা, রামগড়া ও গুইমারা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- খাগড়াছড়ি, মাটিরাঙা ও রামগড়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৭০২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: বর্ণিল।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: চেঙ্গী ও মাইনি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: আটুলিয়া পর্যটন কেন্দ্র, রিছাং ঝরনা, প্রাচীন বৌদ্ধ বিহার, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির, বিজিবি স্মৃতিসৌধ।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মহারানী নিহারদেবী, ডা. নীরুকুমার চাকমা, অনন্তকুমার কৃষ্ণা, কল্পরঞ্জন চাকমা, আঃ ওয়াদুদ ভূঁইয়া প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১টি- ২৯৮. পার্বত্য খাগড়াছড়ি।

রাঙামাটি (Rangamati) জেলা

রাঙামাটি জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২০ জুন ১৮৬০।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৬,১১৬.১১ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: পূর্বে ভারতের মিজোরামরাজ্য, পশ্চিমে খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলা, উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য ও দক্ষিণে পার্বত্য বান্দরবান জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১০টি- রাঙামাটি সদর, বরকল, বাঘাইছড়ি, কাউখালি, জুড়াইছড়ি, লংগদু, নানিয়ার চর, কাপ্তাই, রাজস্থলি ও বিলাইছড়ি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি- রাঙামাটি ও বাঘাইছড়ি।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৪৯টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৫৫৫টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: বনলতা।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: কর্ণফুলি, শঙ্খ, কাশালং, রানখিয়াং প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, উপজাতীয় জাদুঘর, চাকমা রাজবাড়ি, শুভলং ঝরনা, রাজবন বিহার প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, মহারাজ ত্রিদিব রায়, মহারানী মেত্রী রায়, সন্তু লারমা, মণি স্বপন দেওয়ান, দীপংকর তালুকদার, চিত্রশিল্পী কনকচাপা প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১টি- ২৯৯. পার্বত্য রাঙামাটি।

Tuesday, December 11, 2018

বান্দরবান (Bandarban) জেলা

বান্দরবান জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮ এপ্রিল ১৯৮১।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৪,৪৭৯.০১ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: বান্দরবান জেলার পূর্বে মিয়ানমার, পশ্চিমে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা, উত্তরে পার্বত্য রাঙামাটি জেলা এবং দক্ষিণে মিয়ানমার ও বঙ্গোপসাগর।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- বান্দরবান সদর, রোয়াংছড়ি, নাইখ্যংছড়ি, আলী কদম, রুমা, থানচি ও লামা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি- বান্দরবান ও লামা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩১টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৫৫৪টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: দীপ্তমান।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: সাঙ্গু, শঙ্খ, মাতামুহুরী, বানখিয়াং প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: তাজিংডং পর্বতশৃঙ্গ (যা বিজয় বা মদক মুয়াল নামেও পরিচিত), কেওক্রাডং পর্বতশৃঙ্গ, চিম্বুক পাহাড়, নীলগিরি, বগালেক, মেঘলা, প্রান্তিক লেক, পাহাড়ি ঝর্ণাধারা শৈল প্রপাত, রিজুক রূপমুহুরী, বন প্রপাত, নীলাচল, শুভ্রনীলা, নৈসর্গিক শোভামণ্ডিত মিরিজা, সর্পিল পাহাড়ি নদী শঙ্খ, মাতুমুহুরী এবং বাঁকখালী।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: ইউ.কে. চিং মারমা (একমাত্র আদিবাসী বীর বিক্রম খেতাবপ্রাপ্ত), রাজা অং সু প্রু মারমা প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১টি- ৩০০. পার্বত্য বান্দরবান।

কক্সবাজার (Coxsbazar) জেলা

কক্সবাজার জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৪৯১.৮৫ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: পূর্বে বান্দরবান জেলা ও মিয়ানমার, পশ্চিমে বঙ্গোপসাগর, উত্তরে চট্টগ্রাম জেলা ও দক্ষিণে বঙ্গোপসাগর।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- কক্সবাজার সদর, মহেশখালী, চকোরিয়া, কুতুবদিয়া, রামু, উখিয়া, টেকনাফ ও পেকুয়া।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- কক্সবাজার, চকোরিয়া, মহেশখালী ও টেকনাফ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭১টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৯৮৯টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মাতামুহুরী, নাফ প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: কুতুবদিয়া বাতিঘর, হিমছড়ি, শাহ পরীর দ্বীপ, এলিফ্যান্ট পয়েন্ট, মহেশখালী দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, ইনানী সমুদ্র সৈকত প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: ড. শাহজাহান মনির, আব্দুর রশিদ সিদ্দিকী, অধ্যাপক শমসের উদ্দিন আহমদ, মৌলভী ফরিদ আহমদ, কবি নুরুল হুদা প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ২৯৪. কক্সবাজার-১, ২৯৫. কক্সবাজার-২, ২৯৬. কক্সবাজার-৩ ও ২৯৭. কক্সবাজার-৪।

চট্টগ্রাম (Chattogram) জেলা

চট্টগ্রাম জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৬৬৬ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৫,২৮২.৯২ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: চট্টগ্রাম জেলার পূর্বে খাগড়াছড়ি জেলা, পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবান জেলা, পশ্চিমে বঙ্গোপসাগর ও নোয়াখালী, উত্তরে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণে বঙ্গোপসাগর ও কক্সবাজার জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১৫টি- আনোয়ারা, বাঁশখালী, বোয়ালাখালী, চন্দনাইশ, ফটিকছড়ি, হাটহাজারী, লোহাগড়া, মিরসরাই, পটিয়া, রাঙ্গুনিয়া, রাউজান, সন্দ্বীপ, সাতকানিয়া, সীতাকুণ্ড ও কর্ণফুলী।

প্রশ্ন: চট্টগ্রাম জেলার মেট্রোপলিটন পুলিশ থানা কতটি?
উত্তর: ১৬টি- কোতায়ালী, চান্দগাঁও, বন্দর, ডবলমুরিং, বায়েজিদ বোস্তামি, বাকলিয়া, খুলশী, হালিশহর, পতেঙ্গা, কর্ণফুলী, পাহাড়তলী, পাঁচলাইশ, চকবাজার, আকবর শাহ, সদরঘাট ও ইপিজেড।

প্রশ্ন: চট্টগ্রামের মেট্রোপলিটন বহির্ভূত পুলিশ থানা কতটি?
উত্তর: ১৬টি- চন্দনাইশ, ফটিকছড়ি, হাটহাজারী, মিরসরাই, রাঙ্গুনিয়া, রাউজান, সন্দ্বীপ, সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালী, লোহাগড়া, পটিয়া, সাতকানিয়া, দুজুপুর ও জোরারগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ১৫টি- পটিয়া, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, রাউজান, সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া, বারইয়ারহাট, মিরসরাই, সন্দ্বীপ, ফটিকছড়ি, নাজিরহাট, বোয়ালখালী, হাটহাজারী ও দোহাজারী।

প্রশ্ন: চট্টগ্রাম মেট্রাপলিটন এলাকায় সংসদীয় আসন কতটি?
উত্তর: ৩টি।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১৯১টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,২৬৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: অগ্রণী।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: কর্ণফুলী, সাঙ্গু, ফেনী, হালদা ইত্যাদি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ফয়’স লেক, পতেঙ্গা সমুদ্র সৈকত, বায়েজিদ বোস্তামির মাজার, আগ্রাবাদ জাতিতত্ত্ব জাদুঘর, জিয়া স্মৃতি জাদুঘর, সীতাকুণ্ড ইকো পার্ক ও চন্দ্রনাথ মন্দির, ঐতিহাসিক কোর্ট বিল্ডিং প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: ড. মুহম্মদ ইউনুস (নোবেলজয়ী), সত্য সাহা (সঙ্গীত পরিচালক), মাস্টার দা সূর্যসেন (বিপ্লবী), মাহবুব-উল-আলম চৌধুরী (ভাষা আন্দোলনের প্রথম কবিতা রচয়িতা), জহুর আহমদ চৌধুরী (মুক্তিযুদ্ধের সংগঠক), দৌলত কাজী (কবি), মুফতী ফয়জুল্লাহ (কবি, লেখক), মেজর নাজমুল হক (৭নং সেক্টর কমান্ডার), কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম (বীর প্রতীক), কবি নবীনচন্দ্র সেন, আহমদ শরীফ (প্রাবন্ধিক), কবিয়াল রমেশ শীল, আবদুল করিম (সাহিত্যবিশারদ), প্রিন্সিপাল আবুল কাসেম (ভাষা সৈনিক), আবুল ফজল (সাহিত্যিক), আহমদ ছফা (কথাসাহিত্যিক), প্রীতিলতা ওয়াদ্দেদার (বিপ্লবী নেত্রী), বুলবুল চৌধুরী (নৃত্যশিল্পী), সৈয়দ ওয়ালীউল্লাহ (কথাসাহিত্যিক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১৬টি – ২৭৮. চট্টগ্রাম-১, ২৭৯. চট্টগ্রাম-২, ২৮০. চট্টগ্রাম-৩, ২৮১. চট্টগ্রাম-৪, ২৮২. চট্টগ্রাম-৫, ২৮৩. চট্টগ্রাম-৬, ২৮৪. চট্টগ্রাম-৭, ২৮৫. চট্টগ্রাম-৮, ২৮৬. চট্টগ্রাম-৯, ২৮৭. চট্টগ্রাম-১০, ২৮৮. চট্টগ্রাম-১১, ২৮৯. চট্টগ্রাম-১২, ২৯০. চট্টগ্রাম-১৩, ২৯১. চট্টগ্রাম-১৪, ২৯২. চট্টগ্রাম-১৫ ও ২৯৩. চট্টগ্রাম-১৬।