ব্রাহ্মণবাড়িয়া জেলা |
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৫ ফেব্রুয়ারি ১৯৮৪।
প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৮৮১.২০ বর্গকিলোমিটার।
প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্বনাম কি?
উত্তর: নাসিরনগর।
প্রশ্ন: সীমা কি?
উত্তর: ব্রাহ্মণবাড়িয়া জেলা পূর্বে হবিগঞ্জ ও ভারতের ত্রিপুরা রাজ্য. পশ্চিমে কিশোরগঞ্জ,
নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা, উত্তরে ভারতের আসাম রাজ্য ও দক্ষিণে কুমিল্লা জেলা অবস্থিত।
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া, কসবা, বাঞ্ঝ্হারামপুর, সরাইল, নবীনগর,
নাসিরনগর, বিজয়নগর ও আশুগঞ্জ।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ঝ্হারামপুর, কসবা, আখাউড়া ও নবীনগর।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১০০টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৩২৩টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: প্রদীপ্ত।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: তিতাস, সালদা ও মেঘনা।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: তিতাস গ্যাস উত্তোলন কেন্দ্র, আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানা।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: সানাউল হক (কবি), অলি আহাদ (ভাষা সৈনিক), ঈসা খান (বারো ভূঁইয়াদের নেতা),
ওস্তাদ আয়েত আলী খাঁ, ওস্তাদ আলী আকবর খাঁ, কবি আল মাহমুদ, নূরুল আমিন (পূর্ব বাংলার
মুখ্যমন্ত্রী), অদ্বৈত মল্লবর্মণ (ঔপন্যাসিক), আবদুল কুদ্দুস মাখন (রাজনীতিবিদ), ওস্তাদ
আলাউদ্দিন খাঁ (সঙ্গীতজ্ঞ) প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ২৪৩. ব্রাহ্মণবাড়িয়া-১, ২৪৪. ব্রাহ্মণবাড়িয়া-২, ২৪৫. ব্রাহ্মণবাড়িয়া-৩,
২৪৬. ব্রাহ্মণবাড়িয়া-৪, ২৪৭. ব্রাহ্মণবাড়িয়া-৫ ও ২৪৮. ব্রাহ্মণবাড়িয়া-৬।