Monday, December 10, 2018

রাজবাড়ি (Rajbari) জেলা

রাজবাড়ী জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,০৯২.২৮ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে পাবনা জেলা, দক্ষিণে ফরিদপুর ও মাগুরা জেলা, পূর্বে মানিকগঞ্জ জেলা এবং পশ্চিমে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- রাজবাড়ি সদর, পাংশা, গোয়ালন্দ, বালিয়াকান্দি ও কালুখালী।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- রাজবাড়ী, গোয়ালন্দ ও পাংশা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৪২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৯৬৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগরিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা, কুমার, চন্দনা, গড়াই, ভুবনেশ্বরী, চিত্রা, হরাই নদী।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: লক্ষ্মীকোলের রাজার বাড়ি, মীর মোশাররফ হোসেনের বাড়ি, বাণীবহের জমিদার বাড়ি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কাজী আব্দুল ওদুদ (সাহিত্যিক), এয়াকুব আলী চৌধুরী, ড. সনজীদা খাতুন, মোহাম্মদ আবু হেনা (সাবেক প্রধান নির্বাচন কমিশনার), রোকনুজ্জামান খান দাদা ভাই (শিশু সাহিত্যিক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ২০৯. রাজবাড়ী-১ ও ২১০. রাজবাড়ী-২।

No comments:

Post a Comment