Sunday, December 9, 2018

কিশোরগঞ্জ (Kishoreganj) জেলা

কিশোরগঞ্জ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৬৮৮.৫৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে নেত্রকোণা ও ময়মনসিংহ জেলা, দক্ষিণে-পশ্চিমে নরসিংদী জেলা, দক্ষিণ-পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং পশ্চিমে গাজীপুর জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১৩টি-কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, পাকুন্দিয়া, হোসেনপুর, ইটনা, মিঠামইন, তাড়াইল, কটিয়াদি, বাজিতপুর, কুলিয়ারচর, ভৈরববাজার, নিকলী ও অষ্টগ্রাম।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- কিশোরগঞ্জ, ভৈরব, বাজিতপুর, কটিয়াদি, কুলিয়ারচর, হোসেনপুর, করিমগঞ্জ, পাকুন্দিয়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১০৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৭২৫টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: আলোরপথে।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র, ধলেশ্বরী, কালনী, ধনু, বাউলাই প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উ্ত্তর: শোলাকিয়া ঈদগাহ মাঠ, এগার সিন্দুর, পাতুয়াইর চন্দ্রবতীর মন্দির, প্রামাণিকের বাড়ি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী রাষ্ট্রপতি), মো. জিল্লুর রহমান (সাবেক রাষ্ট্রপতি), মো. আবদুল হামিদ এডভোকেট (রাষ্ট্রপতি), এটিএম [আবু তাহের মোহাম্মদ] হায়দার (২নং সেক্টর কমান্ডার). ডা. সিতারা বেগম (বীর প্রতীক), মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আবদুল মতিন (বীর প্রতীক), ড. নীহারঞ্জন রায় (ইতিহাসবিদ), প্রফেসর ডা. এম এ মান্নান, সুকুমার রায় (শিশুসাহিত্যিক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ১৬২. কিশোরগঞ্জ-১, ১৬৩. কিশোরগঞ্জ-২, ১৬৪. কিশোরগঞ্জ-৩, ১৬৫. কিশোরগঞ্জ-৪, ১৬৬. কিশোরগঞ্জ-৫ ও ১৬৭. কিশোরগঞ্জ-৬।

No comments:

Post a Comment