বাংলাদেশের দ্বীপ |
প্রশ্ন: বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর: বাংলাদেশ।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি?
উত্তর: ভোলা।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি?
উত্তর: ভোলা।
প্রশ্ন: ‘শাহবাজপুর দ্বীপ’ বর্তমানে কি নামে পরিচিত?
উত্তর: ভোলা।
প্রশ্ন: বাংলাদেশের উল্লেখযোগ্য ‘দ্বীপ উপজেলা’ কি কি?
উত্তর: মহেশখালী (কক্সবাজার), কুতুবদিয়া (কক্সবাজার), হাতিয়া (নোয়াখালী), সন্দ্বীপ
(চট্টগ্রাম), মনপুরা (ভোলা), রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রভৃতি।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর: সুন্দরবন।
সেন্টমার্টিন দ্বীপ
সেন্টমার্টিন দ্বীপ |
প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপের ভৌগলিক অবস্থান কি?
উত্তর: ২০০.৩৪/ থেকে ২০০.৩৯/ উত্তর
অক্ষাংশ এবং ৯২০.১৮/ থেকে ৯২০.২১/ পূর্ব
দ্রাঘিমাংশে।
প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার গেটওয়ে বলা হয় কোনটিকে?
উত্তর: টেকনাফকে।
প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপ কোন্ নদীর মুখে অবস্থিত?
উত্তর: নাফ নদী।
ছেঁড়া দ্বীপ
ছেঁড়া দ্বীপ |
প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে কোন্ দ্বীপ বা ভূখণ্ড অবস্থিত?
উত্তর: ছেঁড়া দ্বীপ।
প্রশ্ন: ছেঁড়া দ্বীপের সন্ধান পাওয়া যায় কোন্ সালে?
উত্তর: ২০০০ সালে।
কুতুবদিয়া দ্বীপ
কুতুবদিয়া দ্বীপ |
প্রশ্ন: কুতুবদিয়া দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার।
প্রশ্ন: কোন্ দ্বীপে বাতিঘর আছে?
উত্তর: কুতুবদিয়া।
প্রশ্ন: কুতুবদিয়ায় কবে বাতিঘর নির্মাণ করা হয়?
উত্তর: ১৮৪৬ সালে (কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ইউনিয়নে)।
প্রশ্ন: কুতুবদিয়ায় বাতিঘরের স্থপতি কে?
উত্তর: নেয়ার বার্মিংহাম।
নিঝুম দ্বীপ
নিঝুম দ্বীপ |
প্রশ্ন: নিঝুম দ্বীপের পুরনো নাম কি?
উত্তর: বাইল্যা চর বা চর ওসমান বা ইছামতি দ্বীপ।
প্রশ্ন: নিঝুম দ্বীপের বর্তমান আয়তন কত?
উত্তর: প্রায় ১৪,০৫০ একর বা ২১.৯৫ বর্গমাইল বা ৫৬.৮৫৮ বর্গকিমি। [সূত্র: বাংলাপিডিয়া]
আরো কিছু দ্বীপ
নোয়াখালী: ভাসান চর, স্বর্ণদ্বীপ, চর কবির ও চর বন্দনা (হাতিয়া), রজনীগন্ধা (সুবর্ণচর),
ঠেঙ্গারচর ও জাহাজ্জ্যা চর।
কক্সবাজার: খরাট চর (বাকখালী), জালিয়াপালং চরপাড়া (উখিয়া), জিঞ্জিরা দ্বীপ, মধ্যহ্নীলা,
উত্তর হ্নীলা ও শাহপরীর দ্বীপ (টেকনাফ), ধলাঘাট, হাসের চর, কালারমারছড়া, উত্তরনলবিলা,
আমাবশ্যাখালী, কুতুবজম, সোনাদিয়া, ঘটিভাঙা ও হামিদরদিয়া (মহেশখালী); কৈয়ার বিল, বড়ঘোপ
ও নতুন ঘোনা (কুতুবদিয়া) এবং করিয়ার দিয়া ও দুবাইঘোনা (পেকুয়া)।
কিছু দ্বীপের মোহনা
প্রশ্ন: নিঝুম দ্বীপ কোন্ নদীর মোহনায় অবস্থিত?
উত্তর: মেঘনা।
প্রশ্ন: দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন্ নদীর মোহনায় অবস্থিত?
উত্তর: হাড়িয়াভাঙ্গা।
প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপ কোন্ নদীর মোহনায় অবস্থিত?
উত্তর: নাফ।
প্রশ্ন: মনপুরা দ্বীপ কোন্ নদীর মোহনায় অবস্থিত?
উত্তর: মেঘনা।