জয়পুরহাট জেলা |
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।
প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,০১২.৪১ বর্গকিলোমিটার।
প্রশ্ন: সীমা কি?
উত্তর: জয়পুরহাট জেলার উত্তরে দিনাজপুর জেলা, দক্ষিণে বগুড়া ও নওগাঁ জেলা, পূর্বে
গাইবান্ধা ও বগুড়া জেলা এবং পশ্চিমে নওগাঁ জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ।
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- জয়পুরহাট সদর, ক্ষেতলাল, আক্কেলপুর, কালাই ও পাঁচবিবি।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- জয়পুরহাট, পাঁচবিবি, কালাই, আক্কেলপুর ও ক্ষেতলাল।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩২টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৮৮৭টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: সন্দীপন।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: যমুনা, হারাবতি, তুলসিগঙ্গা প্রভৃতি।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: জামালগঞ্জের কয়লা খনি, জয়পুরহাট চিনিকল প্রভৃতি।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কবি আতাউর রহমান, খুরশীদ আলম (কণ্ঠশিল্পী), দিলরুবা খানম (কণ্ঠশিল্পী) প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ৩৪. জয়পুরহাট-১ ও ৩৫. জয়পুরহাট-২।
No comments:
Post a Comment