Sunday, December 16, 2018

সিরাজগঞ্জ (Sirajganj) জেলা

সিরাজগঞ্জ জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৪০২.০৫ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: সিরাজগঞ্জ জেলার পূর্বে যমুনা নদী ও টাঙ্গাইল জেলা এবং জামালপুর জেলা, পশ্চিমে পাবনা, বগুড়া ও নাটোর জেলা, উত্তরে বগুড়া জেলা ও দক্ষিণে পাবনা জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, উল্লাপাড়া, চৌহালি, কাজীপুর, কামারখন্দ, তাড়াশ, বেলকুচি ও শাহজাদপুর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- সিরাজগঞ্জ, শাহজাদপুর, উল্লাপাড়া, কাজীপুর, রায়গঞ্জ, বেলকুচি ও তাড়াশ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৮৩টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,০১৬টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: প্রদীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: যমুনা, করতোয়া, বড়াল প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: মক্কা আউলিয়া মসজিদ, এনায়েতপুরের খাজা পীর সাহেবের মাজার, বেহুলার বাড়ি, শিবমন্দির, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: ক্যাপ্টেন এম. মনসুর আলী (প্রথম অর্থমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী), সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (কবি ও ঔপন্যাসিক), কবি মহাদেব সাহা, আবদুর রশিদ তর্কবাগীশ (রাজনীতিবিদ), মওলানা আবদুল হামিদ খান ভাসানী (রাজনীতিবিদ), আবদুল্লাহ আল মুতি শরফুদ্দীন (শিক্ষাবিদ), আবু হেনা মোস্তফা কামাল (শিক্ষাবিদ ও কবি) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ৬২. সিরাজগঞ্জ-১, ৬৩. সিরাজগঞ্জ-২, ৬৪. সিরাজগঞ্জ-৩, ৬৫. সিরাজগঞ্জ-৪, ৬৬. সিরাজগঞ্জ-৫ ও ৬৭. সিরাজগঞ্জ-৬।

No comments:

Post a Comment