চাঁপাইনবাবগঞ্জ জেলা |
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।
প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জের পূর্ব নাম কি?
উত্তর: নবাবগঞ্জ (১ আগস্ট ২০০১ নামকরণ করা হয় চাঁপাইনবাবগঞ্জ)।
প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৭০২.৫৫ বর্গকিলোমিটার।
প্রশ্ন: সীমা কি?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ জেলার উত্তরে নওগাঁ জেলা, দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য,
পূর্বে রাজশাহী ও নওগাঁ জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- নবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, রহনপুর ও নাচোল।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৪৫টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,১৩৫টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: আলোকন।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা, যমুনা, মহানন্দা, পুনর্ভবা, নন্দগুজা প্রভৃতি।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ছোট সোনা মসজিদ, আম গবেষণা কেন্দ্র, নাচোল রাজবাড়ি।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: হযরত শাহ নেয়ামতুল্লা (র), অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ, হযরত বুলন্দ শাহ
(র), মুন্সী নাসির উদ্দিন প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ৪৩. চাঁপাইনবাবগঞ্জ-১, ৪৪. চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৪৫. চাঁপাইনবাবগঞ্জ-৩।
No comments:
Post a Comment