Saturday, December 15, 2018

নাটোর (Natore) জেলা

নাটোর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৯০০.১৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: নাটোর জেলার উত্তরে বগুড়া ও নওগাঁ জেলা, পূর্বে সিরাজগঞ্জ ও পাবনা জেলা, দক্ষিণে পাবনা ও কুষ্টিয়া জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- নাটোর নদর, গুরুদাসপুর, লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম, সিংড়া ও নলডাঙ্গা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- নাটোর, সিংড়া, গুরুদাসপুর, বনপাড়া, বড়াইগ্রাম, নলডাঙ্গা, গোপালপুর ও বাগাতিপাড়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৫২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৩৫১টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: গণশিক্ষা পরিষদ।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: আত্রাই, বড়াল, নাগর, তুলসী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: উত্তরা গণভবন (সাবেক দীঘাপাতিয়া রাজপ্রাসাদ), চলনবিল, নর্থ বেঙ্গল সুগার মিল, বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: হযরত কুবির শাহ (র), মহারানী ভবানী, হেমেন্দ্র কুমার রায়, রাজা প্রসন্ন নাথ রায় প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ৫৮. নাটোর-১, ৫৯. নাটোর-২, ৬০. নাটোর-৩ ও ৬১. নাটোর-৪।

No comments:

Post a Comment