Sunday, December 16, 2018

বগুড়া (Bogura) জেলা

বগুড়া জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮২১ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৮৯৮.৬৮ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: বগুড়া জেলার উত্তরে গাইবান্ধা জেলা ও জয়পুরহাট জেলা, দক্ষিণে নাটোর ও সিরাজগঞ্জ জেলা, পূর্বে জামালপুর জেলা, পশ্চিমে নওগাঁ জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১২টি- বগুড়া সদর, শেরপুর, আদমদীঘি, নন্দীগ্রাম, শিবগঞ্জ, কাহালু, ধুনট, গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা, দুপচাঁচিয়া ও শাহজাদপুর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ১২টি- বগুড়া, শেরপুর, দুপচাঁচিয়া, শান্তাহার, সোনাতলা, শিবগঞ্জ, নন্দীগ্রাম, গাবতলী, সারিয়াকান্দি, ধুনট, কাহালু ও তালোড়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১০৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,৬১৮টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উদয়নে।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: যমুনা, করতোয়া, নাগর, বাঙালি প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: মহাস্থানগড়, বেহুলা লখিন্দরের বাসরঘর, শাহ সুলতান বলখী (র.)-এর মাজার প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: সা’দত আলী আখন্দ (সাহিত্যিক), এম.আর [মুস্তাফা রওশন] আখতার মুকুল (‘চরমপত্র’-এর কথক), উইং কমান্ডার এম কে (মোহাম্মদ খাদেমুল) বাশার (৬নং সেক্টর কমান্ডার), লে. জে. জিয়াউর রহমান (সাবেক রাষ্ট্রপতি), মোহাম্মদ আলী (পাকিস্তানের প্রধানমন্ত্রী), কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস [জন্ম গাইবান্ধা] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- ৩৬. বগুড়া-১, ৩৭. বগুড়া-২, ৩৮. বগুড়া-৩, ৩৯. বগুড়া-৪, ৪০. বগুড়া-৫, ৪১. বগুড়া-৬ ও ৪২. বগুড়া-৭।

No comments:

Post a Comment