পাবনা জেলা |
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৬ অক্টোবর ১৮২৮ সালে।
প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৩৭৬.১৩ বর্গকিলোমিটার।
প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে নাটোর ও সিরাজগঞ্জ জেলা, পূর্বে মানিকগঞ্জ ও সিরাজগঞ্জ, দক্ষিণে
পদ্মানদী, রাজবাড়ি ও কুষ্টিয়া জেলা এবং পশ্চিমে নাটোর ও কুষ্টিয়া জেলা।
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- পাবনা সদর, সাথিয়া, ঈশ্বরদী, চাটমোহর, সুজানগর, ফরিদপুর, আটঘরিয়া,
ভাঙ্গুড়া ও বেড়া।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- পাবনা, বেড়া, ঈশ্বরদী, সুজানগর, চাটমোহর, ভাঙ্গুড়া, সাথিয়া, ফরিদপুর
ও আটঘরিয়া।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭৪টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৫৬২টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: প্রদীপ্ত।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: যমুনা, পদ্মা, আত্রাই, বড়াল, ইছামতি প্রভৃতি।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: হেমায়েতপুর মানসিক হাসপাতাল, হার্ডিঞ্চ ব্রিজ, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা
ইনস্টিটিউট।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মোহাম্মদ ফজলে রাব্বী (শহীদ বুদ্ধিজীবী), এ.কে. [আবদুল করিম] খন্দকার (বাংলাদেশ
বিমান বাহিনীর প্রথম প্রধান), অধ্যাপক আবু সাইয়িদ, জিয়া হায়দার (কবি ও নাট্যকার), চলচ্চিত্র
পরিচালক ফতেহ লোহানী [জন্ম কলকাতা], বন্দে আলী মিয়া (কবি), সরদার জয়েনউদ্দিন (কথাসাহিত্যিক),
চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক [জন্ম ঢাকা], সাহিত্যিক প্রমথ চৌধুরী [জন্ম যশোর] প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ৬৮. পাবনা-১, ৬৯. পাবনা-২, ৭০. পাবনা-৩, ৭১. পাবনা-৪ ও ৭২. পাবনা-৫।
No comments:
Post a Comment