Saturday, December 15, 2018

রাজশাহী (Rajshahi) জেলা

রাজশাহী জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭৭২ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৪২৫.৩৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: রাজশাহী জেলার মেট্রোপলিটন পুলিশ থানা কতটি ও কি কি?
উত্তর: ১২টি- বোয়ালিয়া, মতিহার, রাজপাড়া, শাহ্ মখদুম, চন্দ্রিমা, কাশিয়াডাঙ্গা, কাটাখালি, বিমানবন্দর, পবা, কর্ণহার, দামকুড়া ও বেলপুকুর।

প্রশ্ন: রাজশাহী জেলার মেট্রোপলিটন বহির্ভূত পুলিশ থানা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- গোদাগাড়ী, বাঘমারা, তানোর, পুটিয়া, চারঘাট, বাঘা, মোহনপুর ও দুর্গাপুর।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে নওগাঁ জেলা, পূর্বে নাটোর জেলা, দক্ষিণে পদ্মা নদী, ভারতের পশ্চিমবঙ্গ ও কুষ্টিয়া জেলা এবং পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- বাঘা, পুটিয়া, পবা, বাঘমারা, তানোর, মোহনপুর, চারঘাট, গোদাগাড়ী ও দুর্গাপুর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ১৪টি- তাহেরপুর, গোদাগাড়ী, নওগাটা, বাঘা, মুণ্ডুমালা, কাকনহাট, কাটাখালী, ভবানীগঞ্জ, দুর্গাপুর, কেশরহাট, চারঘাট, তানোর, আড়ানী ও পুটিয়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭১টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৭২৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: সন্দীপন।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পদ্মা, আত্রাই ও মহানন্দা।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: পোরশা জমিদার বাড়ি, পুঠিয়া রাজবাড়ি, বড়কুঠি, সিরইল রেশম-নীল ব্যবসায়ীদের কীর্তি, বাঘা ছোট সোনা মসজিদ, হযরত শাহ মখদুম (র)-এর মাজার, শিব মন্দির, বরেন্দ্র অনুসন্ধান সমিতি জাদুঘর, পুলিশ ট্রেনিং একাডেমী, চিড়িয়াখানা, পদ্মা নদীর বাঁধ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান, বাংলাদেশ পুলিশ একাডেমী প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান (রাজনীতিবিদ), হযরত শাহ মখদুম, হযরত তারকান শাহ, খান বাহাদুর সরদার হাফিজ, বিনোদবিহারী রায়, কবি মীর আজিজুর রহমান, মৌলানা মাদার বখশ প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ৫২. রাজশাহী-১, ৫৩. রাজশাহী-২, ৫৪. রাজশাহী-৩, ৫৫. রাজশাহী-৪, ৫৬. রাজশাহী-৫ ও ৫৭. রাজশাহী-৬।

No comments:

Post a Comment