Saturday, December 15, 2018

নওগাঁ (Naogaon) জেলা

নওগাঁ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৪৩৫.৬৫ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: নওগাঁ জেলার পূর্বে বগুড়া ও জয়পুরহাট জেলা, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে রাজশাহী ও নাটোর জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১১টি- নওগাঁ সদর, পত্নীতলা, আত্রাই, রানীনগর, মহাদেবপুর, পোরশা, ধামুরহাট, মান্দা, নিয়ামতপুর, সাপাহার ও বদলগাছি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- নওগাঁ, নজীপুর ও ধামুরহাট।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৯৯টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,৭৭৯টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উজ্জ্বীবিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: আত্রাই, তুলসী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: পাহাড়পুর বৌদ্ধবিহার, জগদ্দল বিহার, কুসুম্বা মসজিদ, হলুদ বিহার প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কবি তালিম হোসেন, কবি দেওয়ান নাসিরুদ্দীন আহম্মেদ, আখতার হামিদ সিদ্দিকী (সাবেক ডেপুটি স্পিকার), মোহাম্মদ বায়তুল্লা (রাজনীতিবিদ) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ৪৬. নওগাঁ-১, ৪৭. নওগাঁ-২, ৪৮. নওগাঁ-৩, ৪৯. নওগাঁ-৪, ৫০. নওগাঁ-৫ ও ৫১. নওগাঁ-৬।

No comments:

Post a Comment