Showing posts with label বাংলাদেশের বিভাগ ও জেলা. Show all posts
Showing posts with label বাংলাদেশের বিভাগ ও জেলা. Show all posts

Tuesday, December 25, 2018

হবিগঞ্জ (Habiganj) জেলা

হবিগঞ্জ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৬৩৬.৫৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: হবিগঞ্জ জেলার পূর্বে মৌলভীবাজার ও সিলেট জেলা, পশ্চিমে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, উত্তরে সুনামগঞ্জ জেলা এবং দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- হবিগঞ্জ সদর, বানিয়াচং, চুনারুঘাট, লাখাই, বাহুবল, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- হবিগঞ্জ, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও আজমিরীগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭৭টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,১৪২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: কালনী, খোয়াই ও সুতাং।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: উচাইলের রহস্যময় মসজিদ, রানীর দীঘি, বানিয়াচঙের আখড়া, চুনারুঘাটে চম্পাবতীর মাজার, চা বাগান।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মেজর জেনারেল এম. এ রব (বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব স্টাফ ও সেকেন্ড-ইন-কমান্ড), মেজর সি. আর. (চিত্তরঞ্জন) দত্ত (৪নং সেক্টর কমান্ডার), শাহ এএমএস কিবরিয়া (সাবেক অর্থমন্ত্রী), ফজলে হাসান আবেদ (ব্র্যাকের প্রতিষ্ঠাতা) প্রমখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ২৩৯. হবিগঞ্জ-১, ২৪০. হবিগঞ্জ-২, ২৪১. হবিগঞ্জ-৩ ও ২৪২. হবিগঞ্জ-৪।

Monday, December 24, 2018

মৌলভীবাজার (Moulvibazar) জেলা

মৌলভীবাজার জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২২ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৭৯৯.৩৮ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে সিলেট জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য, পশ্চিমে হবিগঞ্জ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ ও জুরী।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- মৌলভীবাজার, বড়লেখা, কুলাউড়া, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৭টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,০১৫টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: নবদিগন্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: ধলাই, মনু প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: খোয়াজা মসজিদ, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধব মন্দির (হিন্দু ধর্মীয় প্রাচীন নিদর্শন), কুলাউড়া উপজেলার রঙ্গীরকুল বিদ্যাশ্রম (ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগ), পৃথ্বিম পাশার নবাব বাড়ি, মজলিশ আলম নির্মিত মুঘল স্থাপত্য কীর্তি গয়ঘরের ঐতিহাসিক খোজার মসজিদ (চতুর্দশ শতাব্দী), হিন্দু সাধক  অজ্ঞান ঠাকুরের মন্দির, নির্মাই শিববাড়ি (১৪৫৪), ব্রাহ্মণগাঁয়ের কাজী খন্দকার (র)-এর মাজারের গায়েবী ইটের মসজিদ প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বিচারপতি বদরুল ইসলাম চৌধুরী, ড. রঙ্গলাল সেন, এম. সাইফুর রহমান (সাবেক অর্থমন্ত্রী), সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী [জন্ম আসাম], দ্বিজেন্দ্র শর্মা, হযরত শাহ মোস্তফা (র) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ২৩৫. মৌলভীবাজার-১, ২৩৬. মৌলভীবাজার-২, ২৩৭. মৌলভীবাজার-৩ ও ২৩৮. মৌলভীবাজার-৪।

সিলেট (Sylhet) জেলা

সিলেট জেলা




প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭ মার্চ ১৭৭২।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৪৫২.০৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে ভারতের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা, পূর্বে ভারতের করিমগঞ্জ ও কাছাড় জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১৩টি- সিলেট সদর, বালাগঞ্জ, বিশ্বনাথ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জ, জৈন্তাপুর, গোপালগঞ্জ, দক্ষিণ সুরমা ও ওসমানী নগর।

প্রশ্ন: সিলেট জেলার পুলিশ থানা কতটি?
উত্তর: ১১টি- ওসমানী নগর, বালাগঞ্জ, বিশ্বনাথ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জ, জৈন্তাপুর ও গোপালগঞ্জ।

প্রশ্ন: সিলেট জেলার মেট্রোপলিটন থানা কতটি?
উত্তর: ৬টি- জালালাবাদ, মোগলাবাজার, বিমানবন্দর, শাহপরান, কোতোয়ালী মডেল থানা ও দক্ষিণ সুরমা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোপালগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১০৫টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৩,২০৬টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: অগ্রযাত্রা।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন, গোয়াইন প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: হযরত শাহজালাল (র) এবং হযরত শাহপরান (র)-এর মাজার, আলী আমজাদের ঘড়িঘর, কিন ব্রীজ, চাঁদনী ঘাটের সিঁড়ি, কালী মন্দির-কালীঘাট, তামাবিল জাফলং, জাফলং লেক, জৈন্তাপুর এলাকার চা বাগান, ছাতক, ফেঞ্চুগঞ্জ সার কারখানা, হরিপুর গ্যাসক্ষেত্র, তেল উৎপাদন কেন্দ্র প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মহাম্মদ আতাউল গণি ওসমানী (মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি), বিচারপতি আব্দুস সাত্তার, কবি দিলওয়ার, হুমায়ুন রশীদ চৌধুরী (সাবেক স্পীকার), আবুল মাল আবদুল মুহিত (অর্থমন্ত্রী), তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, শমসের মবিন চৌধুরী বীর বিক্রম, গোবিন্দচন্দ্র দেব (দার্শনিক ও শিক্ষাবিদ) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ২২৯. সিলেট-১, ২৩০. সিলেট-২, ২৩১. সিলেট-৩, ২৩২. সিলেট-৪, ২৩৩. সিলেট-৫ ও ২৩৪. সিলেট-৬।

Sunday, December 23, 2018

ভোলা (Bhola) জেলা

ভোলা জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৪০৩.৪৮ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে লক্ষ্মীপুর ও বরিশাল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা, মেঘনা নদী এবং শাহবাজপুর চ্যানেল, পশ্চিমে পটুয়াখালী ও বরিশাল জেলা এবং তেতুঁলিয়া নদী অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- ভোলা সদর, চরফ্যাশন, মনপুরা, লালামোহন, দৌলতখান, তজুমুদ্দিন ও বোরহানউদ্দিন।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ‍৫টি- ভোলা, লালমোহন, দৌলতখান, চরফ্যাশন ও বোরহানউদ্দিন।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৪৩৮টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: পথিকৃৎ।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, তেতুঁলিয়া, শাহবাজপুর, বোয়ালিয়া প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: শাহবুজপুর গ্যাস উত্তোলন কেন্দ্র, মনপুরা দ্বীপ প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম, কবি মোজাম্মেল হক, তোফায়েল আহমদ (রাজনীতিবিদ), মোশাররফ হোসেন শাহজাহান (রাজনীতিবিদ) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ১১৫. ভোলা-১, ১১৬. ভোলা-২, ১১৭. ভোলা-৩ ও ভোলা-৪।

পটুয়াখালী (Patuakhali) জেলা

পটুয়াখালী জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ জানুয়ারি ১৯৬৯।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,২২১.৩১ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে বরিশাল জেলা, দক্ষিণে বরগুনা জেলা ও বঙ্গোপসাগর, পূর্বে ভোলা জেলা ও তেঁতুলিয়া নদী এবং পশ্চিমে বরগুনা জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- পটুয়াখালী সদর, দুমকি, গলাচিপা, বাউফল, দশমিনা, কলাপাড়া, মির্জাগঞ্জ ও রাঙাবালি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- পটুয়াখালী, গলাচিপা, কলাপাড়া, বাউফল ও কুয়াকাটা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭৩টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৭৭৮টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: শাবাশ।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: তেঁতুলিয়া, আগুনমুখা, পলাহালিয়া, পায়রা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: মজিদ বাড়িয়া শাহী মসজিদ, দয়াময়ীর মন্দির (গলাচিপা), কমলারানীর দীঘি (কালাইয়া), বৌদ্ধ বিহার, শ্রীরামপুরের পুরাকীর্তি, কুয়াকাটা সমুদ্র সৈকত, আগুনমুখা, সুন্দরবন প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মোহাম্মদ কেরামত আলী (রাজনীতিবিদ), কমরেড হীরালাল দাস গুপ্ত প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ১১১. পটুয়াখালী-১, ১১২. পটুয়াখালী-২, ১১৩. পটুয়াখালী-৩ ও ১১৪. পটুয়াখালী-৪।

Saturday, December 22, 2018

বরগুনা (Barguna) জেলা

বরগুনা জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৮ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৮৩১.৩১ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: বরগুনার উত্তরে ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী জেলা, দক্ষিণে পটুয়াখালী জেলা ও বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালী জেলা এবং পশ্চিমে পিরোজপুর ও বাগেরহাট জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- বরগুনা সদর, পাথরঘাটা, বামনা, বেতাগী, আমতলী ও তালতলী।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- বরগুনা, পাথরঘাটা, বেতাগী ও আমতলী।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৪২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৫৬২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: হরিণঘাটা, বিশখালী, মানিক, চঘাই প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বেতাগীর বিবিচিনি মসজিদ, তালতলীর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ একাডেমি, টেপুরার গাজী কালুর মাজার, চাওড়া পাতাকাটার মাটির দুর্গ।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কথাসাহিত্যিক সেলিনা হোসেন (পৈতৃক নিবাস লক্ষ্মীপুর), অধ্যাপক সৈয়দ ফজলুল হক, ডা. এন্তাজ উদ্দিন প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ১০৯. বরগুনা-১ ও ১১০. বরগুনা-২।

পিরোজপুর (Pirojpur) জেলা

পিরোজপুর জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,২৭৭.৮০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: পিরোজপুর জেলার উত্তরে গোপালগঞ্জ ও বরিশাল, পূর্বে ঝালকাঠি, দক্ষিণে বরগুনা এবং পশ্চিমে বাগেরহাট জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালি ও ইন্দুরকানি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- পিরোজপুর, মঠবাড়িয়া, স্বরূপকাঠি ও ভাণ্ডারিয়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৫২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: গ্রাম ৬৪৮টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: শিক্ষাদীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মধুমতী, বালেশ্বরী, কচাখালী, সন্ধ্যা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ছারছানীর দরবার শরীফ (নেছারাবাদ), রায়বাহাদুর চৌধুরীর ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ (বায়েরকাঠী, সদর উপজেলা), ভেলাই চোগদারের দীঘি ও ঐতিহাসিক মসজিদ (ভাণ্ডারিয়া)।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আহসান হাবীব (কবি), তফাজ্জল হোসেন মানিক মিয়া (সাংবাদিক), নূর হোসেন (নব্বইয়ের গণআন্দোলনে শহীদ), জুয়েল আইচ (যাদু শিল্পী), খালিদ হাসান মিলু (কণ্ঠশিল্পী), দিলীপ বিশ্বাস (চলচ্চিত্র পরিচালক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ১২৭. পিরোজপুর-১, ১২৮. পিরোজপুর-২ ও ১২৯. পিরোজপুর-৩।

ঝালকাঠি (Jhalakathi) জেলা

ঝালকাঠি জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৭০৬.৭৬ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: ঝালকাঠির উত্তর ও পূর্বে বরিশাল জেলা, পশ্চিমে পিরোজপুর জেলা, দক্ষিণে বিশখালী নদী ও বরগুনা জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ঝালকাঠি ও নলছিটি।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৪৫৫টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: অনুভব।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: সুগন্ধা, বিশখালী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: সুজাবাদের কেল্লা, ঘোষাল রাজবাড়ির ধ্বংসাবশেষ, নুরুল্লাপুর মঠ, পৌরসভার পুরাতন ভবন, সিভিলকোর্ট ভবন, সুরিচোড়া জামে মসজিদ, শিবমন্দির, নাদোরর মসজিদ।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মো. শাহজাহান ওমর বীর উত্তম, কামিনী রায় (কবি), হযরত মাওলানা মোহাম্মদ আযীযুর রহমান, শশাঙ্ক পাল (সাহিতত্যিক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ১২৫. ঝালকাঠি-১ ও ১২৬. ঝালকাঠি-২।

Thursday, December 20, 2018

বরিশাল (Barishal) জেলা

বরিশাল জেলা





প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭৯৭ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৭৮৪.৫২ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলা, দক্ষিণে ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলা, পূর্বে লক্ষ্মীপুর ও ভোলা জেলা এবং মেঘনা নদী, পশ্চিমে পিরোজপুর, ঝালকাঠি ও গোপালগঞ্জ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১০টি- বরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ, মুলাদী, উজিরপুর, হিজলা, আগৈলঝাড়া, গৌরনদী, বানারীপাড়া।

প্রশ্ন: বরিশাল জেলার পুলিশ থানা কতটি?
উত্তর: ১০টি- বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ, মুলাদী, উজিরপুর, হিজলা, আগৈলঝাড়া, গৌরনদী, বানাড়ীপাড়া ও কাজিরহাট।

প্রশ্ন: বরিশাল জেলার মেট্রোপলিটন থানা কতটি?
উত্তর: ৪টি- কোতোয়ালী, বন্দর, এয়ারপোর্ট ও কাউনিয়া।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও উজিরপুর।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৮৫টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,১১৬টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: প্রদীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, আড়িয়াল খাঁ, বিশখালী, কীর্তনখোলা, তেঁতুলিয়া, কালাবদর প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: সংগ্রাম কেল্লা, শরিফলের দুর্গ, জোড় মসজিদ (ভাঁটিখানা), শের-এ-বাংলা জাদুঘর (চাখার), অক্সফোর্ড মিশন (বগুড়া রোড), কীর্তনখোলা গার্ডেন (চানমারী), শংকর মঠ (নতুন বাজার), জমিদার বাড়ি (মাধপ পাশা), দুর্গাসাগর (মাধপ পাশা), লন্টা বাবুর দিঘী (লাকুটিয়া) প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: শেরে বাংলা এ কে (আবুল কাশেম) ফজলুল হক (অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী), সৈয়দ আজিজুল হক (রাজনীতিবিদ), মেজর মোহাম্মদ আবদুল জলিল (৯নং সেক্টর কমান্ডার), বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, অশ্বিনীকুমার দত্ত (রাজনীতিবিদ ও লেখক), ড. সুরেন্দ্র নাথ, ড. কামাল হোসেন (রাজনীতিবিদ), আবদুর রহমান বিশ্বাস (সাবেক রাষ্ট্রপতি), আবু জাফর ওবায়দুল্লাহ (কবি), আব্দুল গাফফার চৌধুরী (লেখক), আবদুর রব সেরনিয়াবাত (রাজনীতিবিদ), আরজ আলী মাতুব্বর (দার্শনিক), আলতাফ মাহমুদ (সঙ্গীতশিল্পী), চলচ্চিত্র পরিচালক আলমগীর কবির [জন্ম রাঙামাটি], কুসুমকুমারী দাশ (কবি), জীবনানন্দ দাশ (কবি), রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ (কবি), কবি সুফিয়া কামাল [পৈতৃক নিবাস কুমিল্লা] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ১১৯. বরিশাল-১, ১২০. বরিশাল-২, ১২১. বরিশাল-৩, ১২২. বরিশাল-৪, ১২৩. বরিশাল-৫ ও ১২৪. বরিশাল-৬।

মেহেরপুর (Meherpur) জেলা

মেহেরপুর জেলা




প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৪ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৭৫১.৬২ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: মেহেরপুর জেলার উত্তরে কুষ্টিয়া, দক্ষিণে চুয়াডাঙ্গা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি- মেহেরপুর ও গাংনী।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২৭৪টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: ভৈরব, ইছামতি প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: মুজিবনগর স্মৃতিসৌধ, বৈদ্যনাথতলা ও মেহেরপুর সদরেরও কিছু দর্শনীয় স্থান।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: সাহিত্যিক মুন্সি জমির উদ্দিন, ড. মো. মোজাম্মেল হক (পদার্থবিজ্ঞানী), মো. শাহ আলম (ক্রীড়া ব্যক্তিত্ব), আশরাফ মাহমুদ, ড. নিরঞ্জন প্রসাদ প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ৭৩. মেহেরপুর-১ ও ৭৪. মেহেরপুর-২।

কুষ্টিয়া (Kushtia ) জেলা

কুষ্টিয়া জেলা




প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৪৭ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৬০৮.৮০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: কুষ্টিয়া জেলার উত্তরে রাজশাহী, নাটোর এবং পাবনা জেলা ও পদ্মা নদী, দক্ষিণে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা জেলা, পূর্বে রাজবাড়ী জেলা এবং পশ্চিমে মেহেরপুর ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- কুষ্টিয়া সদর, কুমারখালী, দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা ও খোকসা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- কুষ্টিয়া, কুমারখালী, ভেড়ামারা, মিরপুর ও খোকসা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৭টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৯৩৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: গড়াই, কুমার প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: লালন শাহের মাজার (ছেউড়িয়া), রবীন্দ্রনাথের কুঠিবাড়ি (শিলাইদহ), নীলকুঠি সাহেবের বাড়ি এবং জমিদার বাড়ি (রেনউহক), তাপবিদ্যুৎ কেন্দ্র (ভেড়ামারা), ইসলামী বিশ্ববিদ্যালয় প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কাঙাল হরিনাথ মজুমদার, লেখিকা জোবেদা খানম, অক্ষয়কুমার মৈত্রেয় (ইতিহাসবিদ), ব্যারিস্টার আমির উল ইসলাম, শাহ আজিজুর রহমান (রাজনীতিবীদ), লাল সাঁই (বাউলসাধক), মীর মশাররফ হোসেন (ঔপন্যাসিক ও নাট্যকার), কবি মাহমুদা খাতুন সিদ্দিকা [জন্ম পাবনা] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ৭৫. কুষ্টিয়া-১, ৭৬. কুষ্টিয়া-২, ৭৭. কুষ্টিয়া-৩ ও ৭৮. কুষ্টিয়া-৪।

Wednesday, December 19, 2018

চুয়াডাঙ্গা (Chuadanga) জেলা

চুয়াডাঙ্গা জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৬ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,১৭৪.১০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: চুয়াডাঙ্গা জেলার উত্তর-পূর্বে কুষ্টিয়া জেলা, উত্তর-পশ্চিমে মেহেরপুর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ঝিনাইদহ জেলা এবং দক্ষিণ-পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর ও দর্শনা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩৬টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৫২১টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: আলোকিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: নবগঙ্গা, মাথাভাঙ্গা, ভৈরব, কুমার, চিত্রা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: শ্যামনগর জমিদার বাড়ি, কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড, ঘোলদাড়ি জামে মসজিদ, তিন গম্বুজবিশিষ্ট চুয়াডাঙ্গা বড় মসজিদ, ঠাকুরপুর মসজিদ, শিবনগর মসজিদ, জামজামি মসজিদ, হাজার দুয়ারি স্কুল, কার্পাস ডাঙ্গা নীলকুঠি, ঘোলদাড়ি নীলকুঠি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: অশোক কুমার (মুম্বাইয়ের চলচ্চিত্র অভিনেতা), স্বর্ণকুমারী দেবী (রবীন্দ্রনাথের বোন), ডা. আসহাব-উল-হক, কবি ইব্রাহিম কাজী প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ৭৯. চুয়াডাঙ্গা-১ ও ৮০. চুয়াডাঙ্গা-২।