Saturday, December 22, 2018

পিরোজপুর (Pirojpur) জেলা

পিরোজপুর জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,২৭৭.৮০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: পিরোজপুর জেলার উত্তরে গোপালগঞ্জ ও বরিশাল, পূর্বে ঝালকাঠি, দক্ষিণে বরগুনা এবং পশ্চিমে বাগেরহাট জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালি ও ইন্দুরকানি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- পিরোজপুর, মঠবাড়িয়া, স্বরূপকাঠি ও ভাণ্ডারিয়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৫২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: গ্রাম ৬৪৮টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: শিক্ষাদীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মধুমতী, বালেশ্বরী, কচাখালী, সন্ধ্যা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ছারছানীর দরবার শরীফ (নেছারাবাদ), রায়বাহাদুর চৌধুরীর ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ (বায়েরকাঠী, সদর উপজেলা), ভেলাই চোগদারের দীঘি ও ঐতিহাসিক মসজিদ (ভাণ্ডারিয়া)।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আহসান হাবীব (কবি), তফাজ্জল হোসেন মানিক মিয়া (সাংবাদিক), নূর হোসেন (নব্বইয়ের গণআন্দোলনে শহীদ), জুয়েল আইচ (যাদু শিল্পী), খালিদ হাসান মিলু (কণ্ঠশিল্পী), দিলীপ বিশ্বাস (চলচ্চিত্র পরিচালক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ১২৭. পিরোজপুর-১, ১২৮. পিরোজপুর-২ ও ১২৯. পিরোজপুর-৩।

No comments:

Post a Comment