| হবিগঞ্জ জেলা | 
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে? 
উত্তর: ১ মার্চ ১৯৮৪। 
প্রশ্ন: আয়তন কত? 
উত্তর: ২,৬৩৬.৫৯ বর্গকিলোমিটার। 
প্রশ্ন: সীমা কি? 
উত্তর: হবিগঞ্জ জেলার পূর্বে মৌলভীবাজার ও সিলেট জেলা, পশ্চিমে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া
জেলা, উত্তরে সুনামগঞ্জ জেলা এবং দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত। 
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি? 
উত্তর: ৯টি- হবিগঞ্জ সদর, বানিয়াচং, চুনারুঘাট, লাখাই, বাহুবল, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ,
মাধবপুর ও শায়েস্তাগঞ্জ। 
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি? 
উত্তর: ৬টি- হবিগঞ্জ, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও আজমিরীগঞ্জ। 
প্রশ্ন: ইউনিয়ন কতটি? 
উত্তর: ৭৭টি। 
প্রশ্ন: গ্রাম কতটি? 
উত্তর: ২,১৪২টি। 
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি? 
উত্তর: জাগ্রত। 
প্রশ্ন: নদ-নদী কি কি? 
উত্তর: কালনী, খোয়াই ও সুতাং। 
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি? 
উত্তর: উচাইলের রহস্যময় মসজিদ, রানীর দীঘি, বানিয়াচঙের আখড়া, চুনারুঘাটে চম্পাবতীর
মাজার, চা বাগান। 
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে? 
উত্তর: মেজর জেনারেল এম. এ রব (বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব স্টাফ ও সেকেন্ড-ইন-কমান্ড),
মেজর সি. আর. (চিত্তরঞ্জন) দত্ত (৪নং সেক্টর কমান্ডার), শাহ এএমএস কিবরিয়া (সাবেক অর্থমন্ত্রী),
ফজলে হাসান আবেদ (ব্র্যাকের প্রতিষ্ঠাতা) প্রমখ। 
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ২৩৯. হবিগঞ্জ-১, ২৪০. হবিগঞ্জ-২, ২৪১. হবিগঞ্জ-৩ ও ২৪২. হবিগঞ্জ-৪।
No comments:
Post a Comment