অনুশীলনী:
৩
১০)
একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার
হলে, পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর।
সমাধান:
এখানে,
পুকুরের
দৈর্ঘ্য = ৬০ মিটার
পুকুরের
প্রস্থ = ৪০ মিটার
সুতরাং
পুকুরের ক্ষেত্রফল = ৬০×৪০ বর্গমিটার = ২৪০০ বর্গমিটার।
পুকুরের
পাড়ের বিস্তার ৩ মিটার।
সুতরাং
পাড়সহ পুকুরের দৈর্ঘ্য = ৬০+৩+৩ = ৬৬ মিটার
এবং
পাড়সহ পুকুরের প্রস্থ = ৪০+৩+৩ = ৪৬ মিটার
সুতরাং
পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = ৬৬×৪৬ বর্গমিটার = ৩০৩৬ বর্গমিটার।
সুতরাং
পাড়ের ক্ষেত্রফল = ৩০৩৬ – ২৪০০ বর্গমিটার = ৬৩৬ বর্গমিটার
সুতরাং
নির্ণেয় ক্ষেত্রফল = ৬৩৬ বর্গমিটার।
ভিডিও লেকচার দেখুন:
১১)
আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর এবং দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য
কত মিটার?
সমাধান:
আমরা
জানি, ১ একর = ৪০৪৬.৮৬ বর্গমিটার।
সুতরাং
১০ একর = ৪০৪৬.৮৬×১০ = ৪০৪৬৮.৬ বর্গমিটার
মনে
করি, আয়তক্ষেত্রটির প্রস্থ ক মিটার।
সুতরাং
দৈর্ঘ্য ৪ক মিটার।
সুতরাং
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = ৪ক×ক = ৪ক২ বর্গমিটার।
প্রশ্নমতে,
৪ক২
= ৪০৪৬৮.৬
বা,
ক২ = ৪০৪৬৮.৬/৪
বা,
ক = √১০১১৭.১৫ = ১০০.৫৮
সুতরাং
প্রস্থ = ১০০.৫৮ মিটার (প্রায়)
অতএব,
দৈর্ঘ্য = ৪×১০০.৫৮ মিটার = ৪০২.৩২ মিটার (প্রায়)
১২)
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, পরিসীমা
কত?
সমাধান:
মনে
করি, ঘরের প্রস্থ = ক মিটার।
সুতরাং
দৈর্ঘ্য = ১.৫ক মিটার।
সুতরাং
ঘরটির ক্ষেত্রফল = ১.৫ক×ক বর্গমিটার = ১.৫ক২ বর্গমিটার।
প্রশ্নমতে,
১.৫ক২ = ২১৬
বা,
ক২ = ২১৬/১.৫
বা,
ক২ = ১৪৪
বা,
ক = √১৪৪ = ১২
সুতরাং
ঘরটির প্রস্থ = ১২ মিটার
এবং
ঘরটির দৈর্ঘ্য = ১.৫×১২ = ১৮ মিটার
সুতরাং
ঘরটির পরিসীমা = ২×(১৮+১২) মিটার = ৬০ মিটার
সুতরাং
নির্ণেয় পরিসীমা ৬০ মিটার।
১৩)
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি ২৪ মিটার এবং উচ্চতা ১৫ মিটার ৫০ সেন্টিমিটার হলে,
এর ক্ষেত্রফল নির্ণয় কর।
সমাধান:
ত্রিভুজাকৃতি
ক্ষেত্রের ভূমি = ২৪ মিটার।
এবং
ত্রিভুজাকৃতি ক্ষেত্রের উচ্চতা = ১৫ মিটার ৫০ সে.মি. = ১৫.৫ মিটার [ যেহেতু ১০০ সে.মি.
= ১ মিটার]
সুতরাং
ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা = ১/২ × ২৪ × ১৫.৫ = ১৮৬ বর্গমিটার
সুতরাং
নির্ণেয় ক্ষেত্রফল ১৮৬ বর্গমিটার।
১৪)
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪৮ মিটার এবং প্রস্থ ৩২ মিটার ৮০ সে.মি.। ক্ষেত্রটির
বাইরে চারদিকে ৩ মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
সমাধান:
আয়তাকার
ক্ষেত্রের দৈর্ঘ্য = ৪৮ মিটার
আয়তাকার
ক্ষেত্রের প্রস্থ = ৩২ মিটার ৮০ সে.মি. = ৩২.৮ মিটার [যেহেতু ১০০ সে.মি. = ১ মিটার]
সুতরাং
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ৪৮ × ৩২.৮ = ১৫৭৪.৪০ বর্গমিটার।
রাস্তাসহ
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৪৮+৩+৩ = ৫৪ মিটার
রাস্তাসহ
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ৩২.৮+৩+৩ = ৩৮.৮ মিটার
রাস্তাসহ
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ৫৪×৩৮.৮ = ২০৯৫.২০ বর্গমিটার
সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল
= ২০৯৫.২-১৫৭৪.৪ = ৫২০.৮ বর্গমিটার।
No comments:
Post a Comment