| ঝালকাঠি জেলা | 
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে? 
উত্তর: ১৯৮৪ সালে। 
প্রশ্ন: আয়তন কত? 
উত্তর: ৭০৬.৭৬ বর্গকিলোমিটার। 
প্রশ্ন: সীমা কি? 
উত্তর: ঝালকাঠির উত্তর ও পূর্বে বরিশাল জেলা, পশ্চিমে পিরোজপুর জেলা, দক্ষিণে বিশখালী
নদী ও বরগুনা জেলা। 
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি? 
উত্তর: ৪টি- ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া। 
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি? 
উত্তর: ২টি- ঝালকাঠি ও নলছিটি। 
প্রশ্ন: ইউনিয়ন কতটি? 
উত্তর: ৩২টি। 
প্রশ্ন: গ্রাম কতটি? 
উত্তর: ৪৫৫টি। 
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি? 
উত্তর: অনুভব। 
প্রশ্ন: নদ-নদী কি কি? 
উত্তর: সুগন্ধা, বিশখালী প্রভৃতি। 
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি? 
উত্তর: সুজাবাদের কেল্লা, ঘোষাল রাজবাড়ির ধ্বংসাবশেষ, নুরুল্লাপুর মঠ, পৌরসভার
পুরাতন ভবন, সিভিলকোর্ট ভবন, সুরিচোড়া জামে মসজিদ, শিবমন্দির, নাদোরর মসজিদ। 
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে? 
উত্তর: মো. শাহজাহান ওমর বীর উত্তম, কামিনী রায় (কবি), হযরত মাওলানা মোহাম্মদ আযীযুর
রহমান, শশাঙ্ক পাল (সাহিতত্যিক) প্রমুখ। 
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ১২৫. ঝালকাঠি-১ ও ১২৬. ঝালকাঠি-২। 
No comments:
Post a Comment