Thursday, December 20, 2018

মেহেরপুর (Meherpur) জেলা

মেহেরপুর জেলা




প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৪ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৭৫১.৬২ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: মেহেরপুর জেলার উত্তরে কুষ্টিয়া, দক্ষিণে চুয়াডাঙ্গা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি- মেহেরপুর ও গাংনী।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২৭৪টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: ভৈরব, ইছামতি প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: মুজিবনগর স্মৃতিসৌধ, বৈদ্যনাথতলা ও মেহেরপুর সদরেরও কিছু দর্শনীয় স্থান।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: সাহিত্যিক মুন্সি জমির উদ্দিন, ড. মো. মোজাম্মেল হক (পদার্থবিজ্ঞানী), মো. শাহ আলম (ক্রীড়া ব্যক্তিত্ব), আশরাফ মাহমুদ, ড. নিরঞ্জন প্রসাদ প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ৭৩. মেহেরপুর-১ ও ৭৪. মেহেরপুর-২।

No comments:

Post a Comment