Showing posts with label খুলনা বিভাগ. Show all posts
Showing posts with label খুলনা বিভাগ. Show all posts

Thursday, December 20, 2018

মেহেরপুর (Meherpur) জেলা

মেহেরপুর জেলা




প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৪ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৭৫১.৬২ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: মেহেরপুর জেলার উত্তরে কুষ্টিয়া, দক্ষিণে চুয়াডাঙ্গা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি- মেহেরপুর ও গাংনী।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২৭৪টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: ভৈরব, ইছামতি প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: মুজিবনগর স্মৃতিসৌধ, বৈদ্যনাথতলা ও মেহেরপুর সদরেরও কিছু দর্শনীয় স্থান।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: সাহিত্যিক মুন্সি জমির উদ্দিন, ড. মো. মোজাম্মেল হক (পদার্থবিজ্ঞানী), মো. শাহ আলম (ক্রীড়া ব্যক্তিত্ব), আশরাফ মাহমুদ, ড. নিরঞ্জন প্রসাদ প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ৭৩. মেহেরপুর-১ ও ৭৪. মেহেরপুর-২।

কুষ্টিয়া (Kushtia ) জেলা

কুষ্টিয়া জেলা




প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৪৭ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৬০৮.৮০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: কুষ্টিয়া জেলার উত্তরে রাজশাহী, নাটোর এবং পাবনা জেলা ও পদ্মা নদী, দক্ষিণে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা জেলা, পূর্বে রাজবাড়ী জেলা এবং পশ্চিমে মেহেরপুর ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- কুষ্টিয়া সদর, কুমারখালী, দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা ও খোকসা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- কুষ্টিয়া, কুমারখালী, ভেড়ামারা, মিরপুর ও খোকসা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৭টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৯৩৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: গড়াই, কুমার প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: লালন শাহের মাজার (ছেউড়িয়া), রবীন্দ্রনাথের কুঠিবাড়ি (শিলাইদহ), নীলকুঠি সাহেবের বাড়ি এবং জমিদার বাড়ি (রেনউহক), তাপবিদ্যুৎ কেন্দ্র (ভেড়ামারা), ইসলামী বিশ্ববিদ্যালয় প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কাঙাল হরিনাথ মজুমদার, লেখিকা জোবেদা খানম, অক্ষয়কুমার মৈত্রেয় (ইতিহাসবিদ), ব্যারিস্টার আমির উল ইসলাম, শাহ আজিজুর রহমান (রাজনীতিবীদ), লাল সাঁই (বাউলসাধক), মীর মশাররফ হোসেন (ঔপন্যাসিক ও নাট্যকার), কবি মাহমুদা খাতুন সিদ্দিকা [জন্ম পাবনা] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ৭৫. কুষ্টিয়া-১, ৭৬. কুষ্টিয়া-২, ৭৭. কুষ্টিয়া-৩ ও ৭৮. কুষ্টিয়া-৪।

Wednesday, December 19, 2018

চুয়াডাঙ্গা (Chuadanga) জেলা

চুয়াডাঙ্গা জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৬ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,১৭৪.১০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: চুয়াডাঙ্গা জেলার উত্তর-পূর্বে কুষ্টিয়া জেলা, উত্তর-পশ্চিমে মেহেরপুর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ঝিনাইদহ জেলা এবং দক্ষিণ-পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর ও দর্শনা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩৬টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৫২১টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: আলোকিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: নবগঙ্গা, মাথাভাঙ্গা, ভৈরব, কুমার, চিত্রা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: শ্যামনগর জমিদার বাড়ি, কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড, ঘোলদাড়ি জামে মসজিদ, তিন গম্বুজবিশিষ্ট চুয়াডাঙ্গা বড় মসজিদ, ঠাকুরপুর মসজিদ, শিবনগর মসজিদ, জামজামি মসজিদ, হাজার দুয়ারি স্কুল, কার্পাস ডাঙ্গা নীলকুঠি, ঘোলদাড়ি নীলকুঠি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: অশোক কুমার (মুম্বাইয়ের চলচ্চিত্র অভিনেতা), স্বর্ণকুমারী দেবী (রবীন্দ্রনাথের বোন), ডা. আসহাব-উল-হক, কবি ইব্রাহিম কাজী প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ৭৯. চুয়াডাঙ্গা-১ ও ৮০. চুয়াডাঙ্গা-২।


মাগুরা (Magura) জেলা

মাগুরা জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,০৩৯.১০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে রাজবাড়ী জেলা, দক্ষিণে যশোর ও নড়াইল জেলা, পূর্বে ফরিদপুর ও পশ্চিমে ঝিনাইদহ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- মাগুরা সদর, শালিখা, মোহাম্মদপুর ও শ্রীপুর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ১টি- মাগুরা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩৬টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৭১১টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: বিকশিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: গড়াই, কুমার, মধুমতি, চিত্রা, ফটকী ও নবগঙ্গা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: সিতারাম রাজার বাড়ির ধ্বংসাবশেষ, শাহ সুফি আ: হামীদ (র)-এর মাজার, কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি, কেশ সাগর (ধুয়াইল), গড়াই সেতু, নদের চাঁদের ঘাট, রাজা সত্যজিৎ রায়ের রাজবাড়ি, দেবল রাজার গড়, শ্রীপুরের বিরাট রাজার রাজবাড়ির স্মৃতিচিহ্ন, আঠার খাদার সিদ্ধেশ্বরী মঠ প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: ফররুখ আহমদ (কবি), ডা. লুৎফর রহমান (প্রাবন্ধিক), অধ্যাপক সৈয়দ আলী আহসান, শহীদ সিরাজ উদ্দিন হোসেন (সাংবাদিক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ৯১. মাগুরা-১ ও ৯২. মাগুরা-২।

ঝিনাইদহ (Jhenaidah) জেলা

ঝিনাইদহ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৯৬৪.৭৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: ঝিনাইদহ জেলার পূর্বে মাগুরা ও রাজবাড়ী জেলা, পশ্চিমে চুয়াডাঙ্গা, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে কুষ্টিয়া জেলা এবং দক্ষিণে যশোর জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ঝিনাইদহ সদর, মহেশপুর, কোটচাঁদপুর, হরিণাকুণ্ডু, শৈলকুপা ও কালিগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ঝিনাইদহ, শৈলকুপা, হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও মহেশপুর।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৭টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,১৪৪টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উদ্ভাসিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: নবগঙ্গা ও কুমার।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বেথুলী বটগাছ (অষ্টাদশ শতাব্দী, এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম বটগাছ বলে পরিচিত), গোড়াই মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), জোড় বাংলার মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), গলাকাটা দীঘি ও গলাকাটা মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), চেরাগদানি মসজিদ ও দীঘি (বারোবাজার, কালীগঞ্জ), রানী মাতার দীঘি (বারোবাজার, কালীগঞ্জ), সওদাগরের দীঘি ও সওদাগরের মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), গাজী হরিরোর গড় মসজিদ, শৈলকূপা জামে মসজিদ, রাম গোপাল মন্দির (শৈলকূপা), ঢোল সমুদ্র দীঘি (ঝিনাইদহ সদর), নলডাঙ্গা রাজবাড়ী ও মন্দির (কালীগঞ্জ), মনসা মন্দির (মহেশপুর), শ্রীকৃষ্ণ বলরাম দেব বিগ্রহ মন্দির (কালীগঞ্জ)।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বীরশ্রেষ্ঠ সিপাহি মো. হামিদুর রহমান [জন্ম চব্বিশপরগনা], কবি গোলাম মোস্তফা, পাগলা কানাই, বীজগণিত বিশারদ কেপি বসু, বিপ্লবী বীর বাঘা যতিন, তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র [জন্ম কলকাতা] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ৮১. ঝিনাইদহ-১, ৮২. ঝিনাইদহ-২, ৮৩. ঝিনাইদহ-৩ ও ৮৪. ঝিনাইদহ-৪।