Showing posts with label বরিশাল বিভাগ. Show all posts
Showing posts with label বরিশাল বিভাগ. Show all posts

Sunday, December 23, 2018

ভোলা (Bhola) জেলা

ভোলা জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৪০৩.৪৮ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে লক্ষ্মীপুর ও বরিশাল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা, মেঘনা নদী এবং শাহবাজপুর চ্যানেল, পশ্চিমে পটুয়াখালী ও বরিশাল জেলা এবং তেতুঁলিয়া নদী অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- ভোলা সদর, চরফ্যাশন, মনপুরা, লালামোহন, দৌলতখান, তজুমুদ্দিন ও বোরহানউদ্দিন।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ‍৫টি- ভোলা, লালমোহন, দৌলতখান, চরফ্যাশন ও বোরহানউদ্দিন।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৮টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৪৩৮টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: পথিকৃৎ।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মেঘনা, তেতুঁলিয়া, শাহবাজপুর, বোয়ালিয়া প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: শাহবুজপুর গ্যাস উত্তোলন কেন্দ্র, মনপুরা দ্বীপ প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম, কবি মোজাম্মেল হক, তোফায়েল আহমদ (রাজনীতিবিদ), মোশাররফ হোসেন শাহজাহান (রাজনীতিবিদ) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ১১৫. ভোলা-১, ১১৬. ভোলা-২, ১১৭. ভোলা-৩ ও ভোলা-৪।

পটুয়াখালী (Patuakhali) জেলা

পটুয়াখালী জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ জানুয়ারি ১৯৬৯।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,২২১.৩১ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে বরিশাল জেলা, দক্ষিণে বরগুনা জেলা ও বঙ্গোপসাগর, পূর্বে ভোলা জেলা ও তেঁতুলিয়া নদী এবং পশ্চিমে বরগুনা জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- পটুয়াখালী সদর, দুমকি, গলাচিপা, বাউফল, দশমিনা, কলাপাড়া, মির্জাগঞ্জ ও রাঙাবালি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- পটুয়াখালী, গলাচিপা, কলাপাড়া, বাউফল ও কুয়াকাটা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭৩টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৭৭৮টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: শাবাশ।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: তেঁতুলিয়া, আগুনমুখা, পলাহালিয়া, পায়রা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: মজিদ বাড়িয়া শাহী মসজিদ, দয়াময়ীর মন্দির (গলাচিপা), কমলারানীর দীঘি (কালাইয়া), বৌদ্ধ বিহার, শ্রীরামপুরের পুরাকীর্তি, কুয়াকাটা সমুদ্র সৈকত, আগুনমুখা, সুন্দরবন প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মোহাম্মদ কেরামত আলী (রাজনীতিবিদ), কমরেড হীরালাল দাস গুপ্ত প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ১১১. পটুয়াখালী-১, ১১২. পটুয়াখালী-২, ১১৩. পটুয়াখালী-৩ ও ১১৪. পটুয়াখালী-৪।

Saturday, December 22, 2018

বরগুনা (Barguna) জেলা

বরগুনা জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৮ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৮৩১.৩১ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: বরগুনার উত্তরে ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী জেলা, দক্ষিণে পটুয়াখালী জেলা ও বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালী জেলা এবং পশ্চিমে পিরোজপুর ও বাগেরহাট জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- বরগুনা সদর, পাথরঘাটা, বামনা, বেতাগী, আমতলী ও তালতলী।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- বরগুনা, পাথরঘাটা, বেতাগী ও আমতলী।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৪২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৫৬২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: হরিণঘাটা, বিশখালী, মানিক, চঘাই প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বেতাগীর বিবিচিনি মসজিদ, তালতলীর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ একাডেমি, টেপুরার গাজী কালুর মাজার, চাওড়া পাতাকাটার মাটির দুর্গ।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কথাসাহিত্যিক সেলিনা হোসেন (পৈতৃক নিবাস লক্ষ্মীপুর), অধ্যাপক সৈয়দ ফজলুল হক, ডা. এন্তাজ উদ্দিন প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ১০৯. বরগুনা-১ ও ১১০. বরগুনা-২।

পিরোজপুর (Pirojpur) জেলা

পিরোজপুর জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,২৭৭.৮০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: পিরোজপুর জেলার উত্তরে গোপালগঞ্জ ও বরিশাল, পূর্বে ঝালকাঠি, দক্ষিণে বরগুনা এবং পশ্চিমে বাগেরহাট জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালি ও ইন্দুরকানি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- পিরোজপুর, মঠবাড়িয়া, স্বরূপকাঠি ও ভাণ্ডারিয়া।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৫২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: গ্রাম ৬৪৮টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: শিক্ষাদীপ্ত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: মধুমতী, বালেশ্বরী, কচাখালী, সন্ধ্যা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: ছারছানীর দরবার শরীফ (নেছারাবাদ), রায়বাহাদুর চৌধুরীর ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ (বায়েরকাঠী, সদর উপজেলা), ভেলাই চোগদারের দীঘি ও ঐতিহাসিক মসজিদ (ভাণ্ডারিয়া)।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আহসান হাবীব (কবি), তফাজ্জল হোসেন মানিক মিয়া (সাংবাদিক), নূর হোসেন (নব্বইয়ের গণআন্দোলনে শহীদ), জুয়েল আইচ (যাদু শিল্পী), খালিদ হাসান মিলু (কণ্ঠশিল্পী), দিলীপ বিশ্বাস (চলচ্চিত্র পরিচালক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ১২৭. পিরোজপুর-১, ১২৮. পিরোজপুর-২ ও ১২৯. পিরোজপুর-৩।

ঝালকাঠি (Jhalakathi) জেলা

ঝালকাঠি জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৭০৬.৭৬ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: ঝালকাঠির উত্তর ও পূর্বে বরিশাল জেলা, পশ্চিমে পিরোজপুর জেলা, দক্ষিণে বিশখালী নদী ও বরগুনা জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ঝালকাঠি ও নলছিটি।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৩২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৪৫৫টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: অনুভব।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: সুগন্ধা, বিশখালী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: সুজাবাদের কেল্লা, ঘোষাল রাজবাড়ির ধ্বংসাবশেষ, নুরুল্লাপুর মঠ, পৌরসভার পুরাতন ভবন, সিভিলকোর্ট ভবন, সুরিচোড়া জামে মসজিদ, শিবমন্দির, নাদোরর মসজিদ।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মো. শাহজাহান ওমর বীর উত্তম, কামিনী রায় (কবি), হযরত মাওলানা মোহাম্মদ আযীযুর রহমান, শশাঙ্ক পাল (সাহিতত্যিক) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ২টি- ১২৫. ঝালকাঠি-১ ও ১২৬. ঝালকাঠি-২।