Sunday, December 23, 2018

পটুয়াখালী (Patuakhali) জেলা

পটুয়াখালী জেলা


প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ জানুয়ারি ১৯৬৯।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,২২১.৩১ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: উত্তরে বরিশাল জেলা, দক্ষিণে বরগুনা জেলা ও বঙ্গোপসাগর, পূর্বে ভোলা জেলা ও তেঁতুলিয়া নদী এবং পশ্চিমে বরগুনা জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- পটুয়াখালী সদর, দুমকি, গলাচিপা, বাউফল, দশমিনা, কলাপাড়া, মির্জাগঞ্জ ও রাঙাবালি।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- পটুয়াখালী, গলাচিপা, কলাপাড়া, বাউফল ও কুয়াকাটা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭৩টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৭৭৮টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: শাবাশ।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: তেঁতুলিয়া, আগুনমুখা, পলাহালিয়া, পায়রা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: মজিদ বাড়িয়া শাহী মসজিদ, দয়াময়ীর মন্দির (গলাচিপা), কমলারানীর দীঘি (কালাইয়া), বৌদ্ধ বিহার, শ্রীরামপুরের পুরাকীর্তি, কুয়াকাটা সমুদ্র সৈকত, আগুনমুখা, সুন্দরবন প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মোহাম্মদ কেরামত আলী (রাজনীতিবিদ), কমরেড হীরালাল দাস গুপ্ত প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ১১১. পটুয়াখালী-১, ১১২. পটুয়াখালী-২, ১১৩. পটুয়াখালী-৩ ও ১১৪. পটুয়াখালী-৪।

No comments:

Post a Comment