Thursday, December 20, 2018

কুষ্টিয়া (Kushtia ) জেলা

কুষ্টিয়া জেলা




প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৪৭ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৬০৮.৮০ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: কুষ্টিয়া জেলার উত্তরে রাজশাহী, নাটোর এবং পাবনা জেলা ও পদ্মা নদী, দক্ষিণে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা জেলা, পূর্বে রাজবাড়ী জেলা এবং পশ্চিমে মেহেরপুর ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- কুষ্টিয়া সদর, কুমারখালী, দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা ও খোকসা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- কুষ্টিয়া, কুমারখালী, ভেড়ামারা, মিরপুর ও খোকসা।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৭টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৯৩৭টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: গড়াই, কুমার প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: লালন শাহের মাজার (ছেউড়িয়া), রবীন্দ্রনাথের কুঠিবাড়ি (শিলাইদহ), নীলকুঠি সাহেবের বাড়ি এবং জমিদার বাড়ি (রেনউহক), তাপবিদ্যুৎ কেন্দ্র (ভেড়ামারা), ইসলামী বিশ্ববিদ্যালয় প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: কাঙাল হরিনাথ মজুমদার, লেখিকা জোবেদা খানম, অক্ষয়কুমার মৈত্রেয় (ইতিহাসবিদ), ব্যারিস্টার আমির উল ইসলাম, শাহ আজিজুর রহমান (রাজনীতিবীদ), লাল সাঁই (বাউলসাধক), মীর মশাররফ হোসেন (ঔপন্যাসিক ও নাট্যকার), কবি মাহমুদা খাতুন সিদ্দিকা [জন্ম পাবনা] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ৭৫. কুষ্টিয়া-১, ৭৬. কুষ্টিয়া-২, ৭৭. কুষ্টিয়া-৩ ও ৭৮. কুষ্টিয়া-৪।

No comments:

Post a Comment